ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৮-২৯ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
২৮. প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সিগঞ্জ বিষয় কোড: ২ ৯ ২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
১. ইউ কোম্পানি লি.-এর শেয়ার প্রতি আয় ২৫ টাকা, লভ্যাংশ বণ্টনের হার ১০০%। অপরদিকে অঈ কোম্পানি লি.-এর শেয়ার প্রতি আয় ৩০ টাকা, লভ্যাংশ বণ্টনের হার ২৫%। আরও খোঁজ নিয়ে জানা যায়, অঈ কোম্পানি ঢাকা শহরে সৌন্দর্য বর্ধন প্রকল্পে ১,০০,০০০ টাকা অনুদান দেয় এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।
ক. ব্যবসায় অর্থায়ন কী? ১
খ. তারল্য সংকটে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। ২
গ. অঈ কোম্পানি কোন ধরনের সামাজিক দায়িত্ব পালন করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. কোন কোম্পানিটি সম্পদ সর্বোচ্চকরণকে বেশি প্রাধান্য দিয়েছে বলে তুমি মনে করো? যুক্তিসহ উত্তর দাও। ৪
২. রতন সাহেব শেয়ারে বিনিয়োগ করেন। তিনি বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠানের এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করে পরবর্তীতে বাড়তি দামে বিক্রি করে লাভ করার চেষ্টা করেন। মাঝে মাঝে তিনি ওচঙ-তেও আবেদন করেন। শেয়ারের দাম প্রতিনিয়ত ওঠানামা করে। তিনি প্রায়ই লক্ষ করেন কিছু শেয়ারের মূল্য অতি মূল্যায়িত হয় এবং অবমূল্যায়িত হয়।
ক. ট্রেজারি বিল কী? ১
খ. ঙঞঈ মার্কেট বলতে কী বোঝায়? ২
গ. রতন সাহেব কোন ধরনের বাজারে বিনিয়োগ করেন। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ. ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে কোন পদ্ধতিটি প্রযোজ্য? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৪
৩. অইঈ একটি টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান। টাইলস কারখানার মোট স্থায়ী ব্যয় ১,০০,০০০ টাকা। প্রতি বর্গফুট টাইলস এর পরিবর্তনশীল ব্যয় ১৫০ টাকা হলে এবং প্রতি বর্গফুটের ১৭০ টাকা বিক্রয়মূল্য নির্ধারণ করে।
ক. স্থির ব্যয় কী? ১
খ. প্রতি ইউনিটের বিক্রয়মূল্য কোম্পানির ব্রেক ইভেন পয়েন্টকে কীভাবে প্রভাবিত করে? ২
গ. অইঈ কোম্পানিকে ২০,০০০ টাকা মুনাফা করতে মোট কত বর্গফুট টাইলস বিক্রয় করতে হবে? ৩
ঘ. অইঈ কোম্পানি যদি ৪,০০০ বর্গফুট টাইলস বিক্রয় করে ২৫,০০০ টাকা মুনাফা অর্জন করতে চায় তবে প্রতি বর্গফুট টাইলস কত টাকা দরে বিক্রয় করতে হবে? ৪
৪. ীুু কোম্পানির নতুন দুটি বিকল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে যার জন্য আজ ৩০,০০০ টাকা খরচ হবে। প্রথম বিকল্প থেকে পরবর্তী ৫ বছরের নগদ প্রবাহগুলো হবে :
বছর ১ ২ ৩ ৪ ৫
বার্ষিক নগদ প্রবাহ ৫,০০০ ১৫,০০০ ৭,০০০ ১০,০০০ ৪,০০০
দ্বিতীয় বিকল্প থেকে আগামী ৫ বছর প্রতিবছর ৭,৫০০ টাকা পাওয়া যাবে। উলেখ্য কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার ৯%।
ক. মিশ্র নগদ প্রবাহ কাকে বলে? ১
খ. চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে মোট সুদের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো। ২
গ. প্রথম বিকল্পটি থেকে যে নগদ প্রবাহ হবে তার ৫ বছরের পরের মূল্য নির্ণয় করো। ৩
ঘ. ীুু লি.-এর কোন বিকল্পটি গ্রহণ করা উচিত তা বিশ্লেষণ করো। ৪
৫. মি. মিনহাজ ল্যান্ডমার্ক নামে একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পরিচালক। তিনি বাজার গবেষণায় দেখলেন যে সারা বছর শার্টের প্রয়োজন হবে ৬০,০০০টি। কাপড়, সুতা, রং প্রভৃতি সংগ্রহের জন্য নির্দেশপ্রতি খরচ ১,০০০ টাকা। প্রতি পণ্যের বহন খরচ ২ টাকা। ক্রয়াদেশ দেয়ার পর থেকে গুদামে পণ্য পৌঁছাতে গড়ে ৩ দিন সময় লাগে। নিরাপত্তার জন্য কোম্পানি ৪০০ একক পণ্য সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুনঃফরমায়েশ স্তর ৯০০ একক। কোম্পানি নিজস্ব পরিবহনের মাধ্যমে গুদামে পণ্য পৌছাতে গড় সময় নির্ধারণ করে ২ দিন। কিন্তু হঠাৎ পরিবহন ব্যবসায়ীগণ ৩ দিনের ধর্মঘট ডাক দেয়। যার ফলে গাড়ি চলাচল বন্ধ থাকে।
ক. ব্যবসায় ঋণ কী? ১
খ. ব্যবসায় ঋণের খরচ কে বহন করে? ২
গ. ল্যান্ড মার্ক-এর মোট মজুদ ব্যয় কত হবে? নির্ণয় করো। ৩
ঘ. ল্যান্ড মার্ক কোম্পানি পুনরায় নির্দেশ দিতে চাইলে বর্তমানে কোন স্তরে নির্দেশ দিবে? যুক্তিসহ আলোচনা করো। ৪
৬.ঋড়ী লি. বন্ড বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। এজন্য তার হাতে দুটি বিকল্প রয়েছে অ এবং বন্ড ই তে বিনিয়োগ, প্রতিটি বন্ডের মেয়াদ ৫ বছর এবং লিখিত মূল্য ১,০০০ টাকা। বন্ড অ ও ই-এর প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে ৮% ও ৯%। বন্ড অ ও ই এর বার্ষিক কুপন হার ৭% এবং ৬%। বন্ড অ-এর মেয়াদ শেষে পরিশোধ করা হবে ১,১০০ টাকা।
ক. কুপন বন্ড কী? ১
খ. ট্রেজারি বন্ডের আয়ের হারকে কেন ঝুঁকিমুক্ত আয়ের হার বলা হয়? ২
গ. ই বন্ডের অন্তর্নিহিত মূল্য কত হবে? নির্ণয় করো। ৩
ঘ. কোন বন্ডটি অধিক লাভজনক বলে তুমি মনে করো? মূল্যায়ন করো। ৪
৭. জনাব মাসুম ঝছ লি.-এর আর্থিক ব্যবস্থাপক। কোম্পানির বর্তমান মূলধন কাঠামো নিæরূপ :
মূলধনের উৎস পরিমাণ
সাধারণ শেয়ার ৭,০০,০০০
১৫% অগ্রাধিকার শেয়ার ৩,০০,০০০
মোট ১০,০০,০০০
কোম্পানির অপরিহার্য ঝুঁকি মান ১.৬ এবং বাজার আয়ের আয় ১৬%। ঝুঁকিমুক্ত আয়ের হার ৬%। কোম্পানির অগ্রাধিকার শেয়ার বাজারমূল্য ১৩০ টাকা। জনাব মাসুম নতুন প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ফলে বিনিয়োগের জন্য আরো ২,০০,০০০ টাকা প্রয়োজন। কোম্পানির আর্থিক ব্যবস্থাপক যমুনা ব্যাংক হতে ১৭% সুদে ২,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। করহার ৪০%। নতুন প্রকল্পের আয়ের হার ১৫%। কোম্পানির ব্যবস্থাপক বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে মূলধন ব্যয় বিবেচনা করেন।
ক. মূলধন ব্যয় কী? ১
খ. সাধারণের শেয়ারের কোনো ব্যয় নেই। তুমি কি একমত? ২
গ. সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. কোম্পানির নতুন প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে কি? যুক্তিসহ উত্তর দাও। ৪
৮.জনাব রহিম শেয়ার বিনিয়োগ করতে ইচ্ছুক। তার নিকট দুটি সিকিউরিটি সম্পর্কে তথ্যাদি রয়েছে যার মধ্যে কোনো একটি সিকিউরিটিতে বিনিয়োগ করবে।
অর্থনৈতিক অবস্থা সম্ভাবনা আয়ের হার
সিকিউরিটি-অসিকিউরিটি-ই
মন্দা ০.৩৫ ২% ৯%
স্বাভাবিক ০.৪০ ১৫% ১৬%
তেজি ০.২৫ ২০% ২২%
ক. সুদের হার ঝুঁকি কী? ১
খ. ঝুঁকি ও আয়ের সম্পর্ক ব্যাখ্যা করো। ২
গ. সিকিউরিটি-অ এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ৩
ঘ. জনাব রহিম কোন সিকিউরিটি প্রত্যাহার করবে? বিশ্লেষণ করো। ৪
৯. রেনেটা কোম্পানির বিনিয়োগের জন্য ১,৫০,০০০ টাকা রয়েছে। কোম্পানিটি বিনিয়োগের জন্য নিæোক্ত দুটি প্রকল্প বিবেচনা করছে:
কর-পূর্ববর্তী মুনাফা
পণ্ঠকগু পণ্ঠারজ্ঞি¿ক বিনিএয়াগ ১ ২ ৩ ৪ ৫
অ ১,০০,০০০ ২০,০০০ ৩০,০০০ ২০,০০০ ২৫,০০০ ২০,০০০
ই ৫০,০০০ ৬,০০০ ১০,০০০ ৭,০০০ ৮,০০০ ৮,০০০
রেনেটা কোম্পানির মূলধন ব্যয় ১০% এবং করের হার ৪০%।
ক. মূলধন রেশনিং কী? ১
খ. স্বাধীন প্রকল্প এবং বর্জনশীল প্রকল্পের পার্থক্য কী? ব্যাখ্যা করো। ২
গ. প্রকল্প-অ এর পরিশোধ কাল নির্ণয় করো। ৩
ঘ. নিট বর্তমান মূল্যের উপর ভিত্তি করে রেনেটা কোম্পানির বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। ৪
১০. মি. রহমান সাহেব এখন থেকে ঠিক ১০ বছর পর প্রতিবছর ৪,০০০ টাকা করে পেনশন পাবেন। এ পেনশন পরবর্তী ২০ বছর পর্যন্ত চলতে থাকবে এবং সুদের হার ১০%। অন্যদিকে মি. রহমানের বন্ধু জামাল সাহেব সোনালী ব্যাংকে ৮% দ্বি-মাসিক চক্রবৃদ্ধি সুদে টাকা জমা করেন।
ক. বর্তমান মূল্য কাকে বলে? ১
খ. ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য কেন অধিক জনপ্রিয়? ব্যাখ্যা করো। ২
গ. জামাল সাহেব এর কার্যকরী সুদের হার নির্ণয় করো। ৩
ঘ. মি. রহমান সাহেবের পেনশনের বর্তমান মূল্য বের করো। ৪
১১. কানিজ আলমাস সম্প্রতি ২.৫/১০ নিট ৬০ শর্তে অঈও লি. এর নিকট হতে ১,০০,০০০ টাকার পণ্য ক্রয় করেছে। ব্যাংক ঋণের সুদের হার ১২%। কানিজ আলমাস এর ব্যবস্থাপক ব্যাংক হতে ঋণ গ্রহণ করে বাট্টার সুযোগ গ্রহণ করার কথা ভাবছে। পরবর্তীতে কানিজ আলমাস পণ্যের মূল্য পরিশোধের সময় ১০ দিন বৃদ্ধি করে।
ক. বাণিজ্যিক কাগজ কী? ১
খ. চলতি মূলধন ব্যবস্থাপনার রক্ষণশীল নীতি বলতে কী বোঝায়? ২
গ. ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. পণ্যের মূল্য পরিশোধ সময়ের পরিবর্তনের ফলে বাট্টার সুযোগ গ্রহণ করার সিদ্ধান্তে প্রভাবিত করাকে কী বলে? যুক্তিসহ উত্তর দাও। ৪
২৯. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়াবিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
১. জেনিয়া লি.-এর মূলধন কাঠামো নিæরূপ:
ক. ব্যক্তিগত অর্থায়ন কী? ১
খ. মুনাফা সর্বাধিকরণ বলতে তুমি কী বুঝ? ২
গ. উদ্দীপকের খ-প্রতিষ্ঠানটিতে অর্থায়নের কোন নীতির প্রতিফলন লক্ষ করা যায়? বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত ক ও খ প্রতিষ্ঠানের মধ্যে কোনটিতে বিনিয়োগকারীর ঝুঁকি বেশি? মতামত দাও। ৪
২. নাসিফ লি. নবগঠিত আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান। মূলধনের প্রয়োজনে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এস.ই.সি. এর অনুমতি নিয়ে শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। প্রতিষ্ঠানটি বিদেশে তৈরি পোশাক রপ্তানি করে থাকে। অল্পদিনের মধ্যে প্রতিষ্ঠানটি বেশ সফল হয়। তবে রপ্তানি আয়ের কিছু অংশ ব্যাংকের মাধ্যমে এবং অবশিষ্ট অংশ হুন্ডির মাধ্যমে সংগ্রহ করে। কিছুদিন পর আইন প্রয়োগকারী সংস্থা প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করে।
ক. প্লেসমেন্ট কী? ১
খ. ব্রোকারেজ হাউস কেন প্রয়োজন? ২
গ. উদ্দীপকে বর্ণিত নাসিফ লি. কোন বাজারে শেয়ার বিক্রয় করেছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি আইনের দৃষ্টিতে দোষী সাব্যস্ত হবার কারণ বিশ্লেষণ করো। ৪
৩.আসিফের কাছে ৫ লক্ষ টাকা আছে। সে এই অর্থ দিয়ে ব্যবসায় করতে চায়। কাপড়ের দোকান দিলে প্রতিবছর ১ লক্ষ টাকা করে ৮ বছর পাবে। আবার পোলট্রি ফার্ম দিলে যথাক্রমে ১,০০,০০০, ১,৫০,০০০, ২,২০,০০০, ৩,০০,০০০, ২,৫০,০০০ ও ৩,৫০,০০০ টাকা করে ৬ বছর পাবে।
ক. ঘূর্ণায়মান ঋণ কি? ১
খ. পোর্টফোলিও নীতি কেন গ্রহণ করা হয়? ২
গ. আসিফের কাপড়ের দোকানে প্রাপ্ত অর্থের ভবিষ্যৎ মূল্য কত হবে? ৩
ঘ. আসিফের কোন ব্যবসায় করা লাভজনক হবে? পরামর্শ দাও। ৪
৪. আলেয়া লি. পানীয় তৈরি করে থাকে। প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা ২০,০০০ একক। কিন্তু বিক্রয় সন্তোষজনক না হওয়ায় ১৫,০০০ একক পণ্য উৎপাদন করে। তবে বিক্রয়ের পরিমাণ ১২,০০০ একক। প্রতিষ্ঠানটির স্থায়ী ব্যয় ১,২০,০০০ টাকা, একক প্রতি বিক্রয়মূল্য ৫৫ টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৩৫ টাকা। চলতি বছরে প্রতিষ্ঠানটি বিক্রয় বাড়ানোর জন্য একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৫ টাকা কমানোর চিন্তা করছে। এতে করে স্থায়ী ব্যয় ৩০,০০০ টাকা বৃদ্ধি পাবে।
ক. মানি লন্ডারিং কী? ১
খ. অনুপাত বিশ্লেষণ বলতে কী বোঝায়? ২
গ. আলেয়া লি. কত একক এবং কত টাকার পণ্য বিক্রয় করলে কোন লাভ বা ক্ষতি হবে না? ৩
ঘ. নতুন সিদ্ধান্তের ফলে আলেয়া লি.-এর সমচ্ছেদ বিন্দুতে কোনো প্রভাব পড়বে কি? ব্যাখ্যা করো। ৪
৫. মম ট্রেডার্স-এর ৩,০০,০০০ টাকা চলতি মূলধন প্রয়োজন। এই মূলধন সংগ্রহের জন্য তারা দুটি বিকল্পের কথা ভাবছে। ৩/১৫, নিট ৬০ শর্তে বাকিতে পণ্য ক্রয় করতে পারে অথবা ব্যাংক থেকে ১২% সুদে ঋণ নিতে পারে। ব্যাংক ঋণের ক্ষেত্রে ব্যাংক অগ্রিম সুদ কর্তন করবে।
ক. নগদ চক্র কী? ১
খ. ব্যবসায় ঋণের খরচ কে বহন করে থাকে? ২
গ. মম ট্রেডার্সের ব্যবসায় ঋণের ব্যয় কত হবে? ৩
ঘ. প্রতিষ্ঠানটির কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করা উচিত? গাণিতিকভাবে দেখাও। ৪
৬. লিলি লি. ফ্যাশনেবল পোশাক বাজারজাত করতে যাচ্ছে। সারা বছর তাদের ৬৪,০০০ একক পণ্যের প্রয়োজন হবে। প্রতি একক পণ্যের ক্রয়মূল্য ১,০০০ টাকা, ফরমায়েশ প্রতি ব্যয় ৫০০ টাকা, বহন ব্যয় ক্রয়মূল্যের ১%, নিরাপত্তা মজুত ৫০০ একক এবং সংগ্রহ সময় ৩ দিন।
ক. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কী? ১
খ. লিলি লি.-এর মোট মজুদ ব্যয় কত হবে? ২
গ. উদ্দীপকের তথ্য অনুসারে লিলি লি.-এর পূনঃফরমায়েশ বিন্দু নির্ণয় করো। ৩
ঘ. যদি সংগ্রহ সময় ৩ দিনের স্থলে ৫ দিন হয় তাহলে মজুদ ব্যবস্থায় কী ধরনের সমস্যা হবে বলে তুমি মনে করো? ৪
৭. শওকত লি. এর নগদ প্রবাহ সংক্রান্ত নিæোক্ত তথ্যাদি দেয়া হলো :
চলতি বছরের নিট মুনাফা ১০,০০,০০০ টাকা, অবচয়ের পরিমাণ ৬০,০০০ টাকা, চলতি সম্পত্তির পরিবর্তন ১,২০,০০০ টাকা, চলতি দায়ের পরিবর্তন (৪৫,০০০) টাকা। চলতি বছরে ৩,০০,০০০ টাকার স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়েছে। অন্যদিকে এ বছর ১,০০,০০০ টাকা মূল্যের স্থায়ী সম্পত্তি ৮০,০০০ টাকায় বিক্রয় করা হয়েছে। এ বছর ১,০০,০০০ টাকার শেয়ার নগদে বিক্রয় করা হয়েছে। পক্ষান্তরে ৭০,০০০ টাকা মূল্যের একটি ঋণপত্র পরিশোধ করা হয়েছে। এ বছর ৩,০০,০০০ টাকা নগদ লভ্যাংশ এবং ৫০,০০০ টাকা সুদ প্রদান করা হয়েছে। কোম্পানির জন্য প্রযোজ্য কর হার ৪০%।
ক. বাট্টাকরণ কী? ১
খ. অনগদ খরচ বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকের তথ্য অনুসারে শওকত লি.-এর ফ্রি নগদ প্রবাহ নির্ণয় করো। ৩
ঘ. যদি প্রারম্ভিক নগদ তহবিলের পরিমাণ ২,৬০,০০০ টাকা হয় তাহলে শওকত লি.-এর সমাপনী নগদের পরিমাণ কত হবে? ৪
৮. মি. অয়ন একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। তিনি ৫ বছর মেয়াদি ৮% কুপন বন্ডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিটি কুপন বন্ডের অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং প্রত্যাশিত আয়ের হার ১০%।
ক. হাইব্রিড সিকিউরিটি কী? ১
খ. ট্রেজারি বন্ডের আয়ের হারকে কেন ঝুঁকিমুক্ত আয়ের হার বলা হয়? ২
গ. বন্ডটি ক্রয়ের জন্য মি. অয়নের সর্বোচ্চ কত টাকা দিতে রাজি হওয়া উচিত? ৩
ঘ. বন্ডটি ৯৪০ টাকায় ক্রয় করা হলে মেয়াদপূর্তিতে উপার্জন হার কত হবে? ৪
৯.জেসিয়া লি. এর মূলধন কাঠামো নিæরূপ :
মূলধনের উৎস পরিমাণ (টাকা)
সাধারণ শেয়ার ১৫,০০,০০০
৯% অগ্রাধিকার শেয়ার ৫,৫০,০০০
১০% ঋণপত্র ৯,৫০,০০০
মোট ৩০,০০,০০০
কোম্পানির প্রতিটি শেয়ার বর্তমানে বাজারে ১০ টাকা করে বিক্রয় হচ্ছে। আগামী বছর কোম্পানি শেয়ারপ্রতি ২ টাকা করে লভ্যাংশ দেয়ার প্রত্যাশা করছে। লভ্যাংশ বৃদ্ধির হার ৫% এবং করের হার ৪০%। কোম্পানিটি আগামী বছর ১২% ঋণপত্রের মাধ্যমে আরোও ১০ লক্ষ টাকা মূলধন সংগ্রহ করতে চাচ্ছে।
ক. কাম্য মূলধন কাঠামো কী? ১
খ. সংরক্ষিত মুনাফার ব্যয় বলতে তুমি কি বুঝ? ২
গ. উদ্দীপকে বর্ণিত কোম্পানিটির ভার আরোপিত মূলধন ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত কোম্পানিটির নতুন মূলধন সংগ্রহের ফলে তার আরোপিত মূলধন ব্যয়ের ক্ষেত্রে কী প্রভাব পড়বে? যুক্তি দাও। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১০. হানিফা লি. নতুন একটি প্রকল্পে ২০,০০,০০০ টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন। প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপক প্রকল্পটি থেকে আগামী ৫ বছর নিæোক্তভাবে কর-পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ প্রত্যাশা করছেন। এছাড়াও মেয়াদ শেষে ভগ্নাবশেষ মূল্য বাবদ ১,০০,০০০ টাকা পাওয়া যাবে।
বছর ১ ২ ৩ ৪ ৫
কর-পরবতীট্ট নগদ আঃপণ্ঠবাহ (টাকা) ৫,২০,০০০ ৫,৬০,০০০ ৭,০০,০০০ ৮,২০,০০০ ৬,৪০,০০০
প্রকল্পটি থেকে প্রতিষ্ঠানটির প্রত্যাশিত আয়ের হার ১২%।
ক. উত্তরণ খরচ কী? ১
খ. মাধ্যমিক বাজারের তিনটি বৈশিষ্ট্য উলেখ করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত কোম্পানিটির পে-ব্যাক সময় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত কোম্পানিটির নিট বর্তমান মূল্য নির্ণয় করো এবং বিনিয়োগের ব্যাপারে মতামত দাও। ৪
১১. মি. পলাশ নতুন একটি প্রকল্পে বিনিয়োগের চিন্তা করছেন। তিনি সুরমা অথবা যমুনা কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন। কোম্পানির প্রয়োজনীয় তথ্যাদি নিæরূপ:
অর্থনৈতিক অবস্থা সম্ভাবনা সম্ভাব্য আয়ের হার (%)
সুরমা কোম্পানিযমুনা কোম্পানি
ভালো ০.৪০ ৭.৫ ৫.০
মন্দ ০.১৫ ২.৫ ৬.৫
স্বাভাবিক ০.২৫ ৮.০ ৭.৫
তেজি ০.২০ ১০.০ ৯.৫
মি. পলাশ একজন ঝুঁকিবিমুখ বিনিয়োগকারী। তিনি উপযুক্ত বিনিয়োগ প্রকল্পটি বাছাই করতে চাচ্ছেন।
ক. পোর্টফোলিও ঝুঁকি কী? ১
খ. একজন বিনিয়োগকারী কখন একটি ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করবে? ২
গ. উদ্দীপকে বর্ণিত কোম্পানি দুটির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত মি. পলাশের কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত তা নির্ণয় করে মতামত দাও। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।