ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৩০-৩১ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৩০. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুরবিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
ক বিভাগ: ফিন্যান্স
১.উদীয়মান ধান, পাট ও বিভিন্ন মৌসুমী শস্যের পাইকারী ব্যবসায়ী জনাব জামিল তার নিজের জমানো ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুবিধামতো অর্থ সংগ্রহ এবং তা বিভিন্ন লাভজনক বিভিন্ন খাতে বিনিয়োগ করে মোটামুটি সফল অবস্থানে ছিলেন। এসময় তিনি বেশ সচ্ছলতার সাথে ব্যবসায় বাণিজ্য পরিচালনা করছিলেন। কিন্তু পরবর্তীতে হঠাৎ তিনি ব্যাংকে বেশি পরিমাণ টাকা জমা রাখায় একটু সমস্যার মধ্যে পড়েন এবং এটি তাকে ধীরে ধীরে মূলধন সংকটের মধ্যে ফেলে দেয়। এর ফলে তার ব্যবসায়িক ক্ষতি সাধিত হয় এবং ব্যবসায় পরিচালনায় তিনি হিমসিম খান।
ক. অর্থায়নের সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়? ১
খ. “অর্থায়নের লক্ষ্য অর্জনে নীতি মানা প্রয়োজন” ব্যাখ্যা করো। ২
গ. প্রথম দিকে জনাব জামিলের ব্যবসায়িক সফলতার পেছনের কারণ কী হতে পারে তা বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকে অর্থায়নের বিভিন্ন নীতির আলোকে জনাব জামিলের ব্যবসায়িক বর্তমান সমস্যা থেকে উত্তরণের জন্য করণীয় কাজ সম্পর্কে আলোচনা করো। ৪
২.পৃথিবীর সব কাজই সুন্দর, সুষ্ঠু এবং নির্ভেজালভাবে সম্পাদনের জন্য আইনের প্রয়োজন হয়। তেমনি পৃথিবীর বিভিন্ন দেশের আর্থিক বাজার সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য বিভিন্ন আইন তৈরি করা হয়েছে। বিভিন্ন আর্থিক কাজ সম্পাদনকারী প্রতিষ্ঠানও যেমন ভিন্ন তেমনি তাদের তদারকি ও নিয়ন্ত্রণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাও বিভিন্ন রকমের। আইন থাকার কারণে এসব প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে তাদের বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে। নিয়ন্ত্রণে রাখা এবং সর্বোপরি একটি দক্ষ এবং প্রতিষ্ঠিত আর্থিক বাজারের জন্য আইন প্রণয়ন একান্ত জরুরি।
ক. কলমানি বাজার কী? ১
খ. “মানি লন্ডারিং অর্থনৈতিক উন্নয়নের পথে বাধাস্বরূপ” ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে আর্থিক বাজার নিয়ন্ত্রণে যে আইনের বিষয় আলোচিত হয়েছে তা প্রণয়নের ধাপগুলো আলোচনা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত স্থিতিশীল আর্থিক বাজারের বিভিন্ন সংস্থার বিভিন্ন আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার মতামত দাও। ৪
৩.জনাব জাবেদ একটি ব্যবসায় আরম্ভ করার জন্য বেশ কিছু টাকার প্রয়োজনীয়তা অনুভব করলে তার বন্ধুর পরামর্শ মোতাবেক দুটি ব্যাংকে ঋণের জন্য চেষ্টা করতে থাকেন। ‘ক’ ব্যাংক তার নামে ৩,০০,০০০ টাকা ঋণ মঞ্জুরে রাজি হয়েছে কিন্তু তাকে সেই ঋণ ১০% সুদে আগামী ১০ বছরে প্রতি বছরে পরিশোধ করতে হবে। অপর একটি ব্যাংক ‘খ’ একই পরিমাণ টাকা দিতে রাজি আছে কিন্তু তারা প্রতি মাসের শুরুতে ৯.৫% সুদে ১০ বছরে সেই টাকা ফেরত নেবে। তিনি শর্তের তারতম্য দেখে সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
ক. ফ্যাক্টর রেট কী? ১
খ. ‘সকলেই অর্থের সময়ের অগ্রাধিকার দেয়’ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে জনাব জাবেদকে ‘ক’ ব্যাংকে মোট কত টাকা পরিশোধ করতে হবে তা নির্ণয় করে দেখাও। ৩
ঘ. জনাব জাবেদের জন্য কোন ব্যাংক থেকে ঋণ নেওয়া যৌক্তিক হবে বলে তুমি মনে করো? ৪
৪.জিতু ৫০,০০০ টাকা ব্যাংক হতে ঋণ নিয়ে তার সমস্যার সমাধানের চেষ্টা করেন। তিনি এ ঋণের সমুদয় টাকা বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে চান। একজন ব্যাংক ম্যানেজারের সাথে বিষয়টি আলোচনা করলে তিনি তাকে ১১% সুদের হারে ৩ বছরে পরিশোধ্য ঋণটি দিতে আগ্রহী হন।
ক. চিরস্থায়ী বার্ষিক বৃত্তি বলতে কী বোঝায়? ১
খ. “চক্রবৃদ্ধি সংখ্যার পরিবর্তন অর্থের বর্তমান মূল্যকে প্রভাবিত করে” ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের তথ্যাবিল থেকে জনাব জিতুকে গৃহীত ঋণের বিপরীতে প্রতিবার কত টাকা পরিশোধ করতে হবে তা নির্ণয় করো। ৩
ঘ. জনাব জিতুকে প্রতিবার ব্যাংকে কী পরিমাণ আসল এবং সুদ পরিশোধ করতে হবে তা ছকে নির্ণয় করে দেখাও। ৪
৫.জয় ইলেকট্রনিক্স একটি এনার্জি বাল্ব উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তার তৈরি প্রতিটি এনার্জি বাল্ব বাজারে ২২৫ টাকা করে বিক্রি করে থাকে। প্রতিষ্ঠানের বিগত বছরের হিসাব বিবরণীতে দেখা যায়, প্রতিষ্ঠানটির সারা বছরের স্থির ব্যয় ৫,০০,০০০ টাকা এবং প্রতি একক পণ্যের পরিবর্তনশীল ব্যয় হয় ১০০ টাকা। বিক্রয়ের পরিমাণ কম করে প্রতিষ্ঠানের ম্যানেজার মনে করছেন তিনি ৪,০০০টি এনার্জি বাল্ব বিক্রি করে অতিরিক্ত ১০,০০,০০০ টাকা আগামীতে মুনাফা অর্জন করতে সক্ষম হবেন।
ক. আর্থিক বিশ্লেষণ কী? ১
খ. সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে ‘জয় ইলেকট্রনিক্স’-এর সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের পরিমাণ কত টাকা তা নির্ণয় করে দেখাও। ৩
ঘ. প্রতিষ্ঠানটি বছরে ১০,০০,০০০ টাকা অতিরিক্ত মুনাফা করতে চাইলে কী পরিমাণ বিক্রয় নিশ্চিত করতে হবে তা নির্ণয় করো। ৪
৬.একটি প্রতিষ্ঠান একটি মেশিন ক্রয়ের জন্য ৭৫,০০০ টাকা এবং তা স্থাপনের জন্য অতিরিক্ত ৫,০০০ টাকা বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি আশা করছে যদি মেশিনটি পুরোদমে উৎপাদনে যায় তবে তারা আগামী ১৪ বছরের প্রত্যেক বছরে ৭,৫০০ টাকা করে আন্তঃপ্রবাহ ফেরত পাবে। মূলধন ব্যয় ১১%।
ক. মূলধন রেশনিং কী? ১
খ. ধনাক নিট বর্তমান মূল্য গ্রহণের কারণ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটির নিট বর্তমান মূল্য নির্ণয় করে দেখাও। ৩
ঘ. প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ আয়ের হার কী মূলধন ব্যয়কে পূরণ করতে পারবে বলে তুমি মনে করো? মতামত দাও। ৪
খ বিভাগ: ব্যাংকিং
৭.একটি কোম্পানির উৎপাদন বিভাগ কর্তৃক কাঁচামালের বার্ষিক পণ্যের চাহিদা ২,০০,০০০ একক। প্রতি একক কাঁচামালের ক্রয়মূল্য ৪০ টাকা। প্রতিবার প্রতিটি ফরমায়েশ বাবদ কোম্পানির খরচ হয় ২০০ টাকা। প্রতিটি কাঁচামালের বহন বাবদ খরচ ক্রয়মূল্যের ৮%।
ক. স্বতঃস্ফ‚র্ত অর্থায়ন বলতে কী বোঝায়? ১
খ. নগদ আবর্তন বাড়ানোর জন্য করণীয় কাজগুলো কী হতে পারে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কোম্পানিটির মোট ফরমায়েশ খরচের পরিমাণ নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে কোম্পানিটির মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ ৮০০ একক, ১০০০ একক, ২০০০ একক এবং ২,৫০০ একক ধরে ভুল ও শেখা পদ্ধতিতে মিতব্যয়ী ফরমায়েশ পমিাণ কত হবে তা নির্ণয় করো। ৪
৮.একটি কোম্পানির প্রতিটি বন্ডের লিখিত মূল্য ১,০০০ টাকা, সুদের হার ১২.৫% এবং মেয়াদ ১০ বছর। মেয়াদ শেষে কোম্পানি প্রতিটি বন্ডের মূল্য বাবদ ১,১০০ টাকা পরিশোধ করবে বলে ঘোষণা দিয়েছে। বর্তমানে বন্ডটি বাজারে ১,১০০ টাকায় বিক্রি হচ্ছে এবং বন্ডটির বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হার ১৩%।
ক. পুট বন্ড কী? ১
খ. ‘সংরক্ষিত আয়ের উৎস ব্যয়মুক্ত’ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে কোম্পানিটির সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. যদি ৪ বছর পর কোম্পানি বন্ডটিকে ১,২৫০ টাকায় তলব করে নেয় তবে তার ইল্ড টু কল কত হবে তা নির্ণয় করে দেখাও। ৪
৯.একটি কোম্পানির ১২% অগ্রাধিকার শেয়ার ৪০,০০০ টাকা, ১০% ঋণ মূলধন ২০,০০০ টাকা, সাধারণ শেয়ার মূলধন ৪০,০০০ টাকা (প্রতিটির মূল্য ১০০ টাকা)।
কোম্পানিটির বর্তমানে প্রতিটি সাধারণ শেয়ারের বাজারমূল্য ১২৫ টাকা। বিগত বছরগুলোতে কোম্পানি সাধারণ শেয়ারে ৪.৫% হারে লভ্যাংশ প্রদান করেছে। অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ ৫% হারে বৃদ্ধি পেয়েছে। কর্পোরেট করের হার ২৫% ও প্রতিটি শেয়ারের উত্তরণ ব্যয় বিক্রয়মূল্যের ২%।
ক. স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কী? ১
খ. ‘মূলধন ব্যয় সর্বাপেক্ষা কম উপার্জিত আয়ের হার’ বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকের আলোকে কোম্পানিটির সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকের বর্ণিত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটির সামগ্রিক মূলধন ব্যয় নির্ণয় করো। ৪
১০.জনাব জাকিরের হাতে একটি প্রকল্প রয়েছে। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ৬৫,০০০ টাকা। মেয়াদকাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫ টাকা
বছর প্রকল্প-ক
কর ও অবচয় পূর্ব নিট মুনাফা
০১ ২৭,৫০০ টাকা
০২ ২৮,০০০ টাকা
০৩ ২৬,৯০০ টাকা
০৪ ৩৩,০০০ টাকা
০৫ ২৪,০০০ টাকা
ক. বিনিয়োগের ওপর উপার্জন আয়ের হার কী? ১
খ. ‘পরিশোধকাল সময়ের ধারণায় একটি প্রকল্পেরও গ্রহণযোগ্যতা যাচাই সম্ভব’ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে প্রকল্প ‘ক’ এর বিভিন্ন বছরের আন্তঃপ্রবাহগুলো নির্ণয় করে দেখাও। ৩
ঘ. পে-ব্যাক পদ্ধতির বিবেচনায় প্রকল্পটির মুনাফা অর্জন সময় কত হবে তা নির্ণয় করো। ৪
১১.প্রতিটি ‘জেম’ কোম্পানির শেয়ারের ক্রয়মূল্য ১০ টাকা এবং লভ্যাংশের হার ১২%। ১ বছর পর শেয়ারটিকে ১২ টাকায় বিক্রি করা হয়। অপরদিকে জনাব জাহিদ তার মোট মূলধনের ৬০% ‘ক’ কোম্পানিতে এবং বাকি ৪০% ‘খ’ কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন। শেয়ারটির বিবরণ নিæরূপ:
বিবরণ ‘ক’ কোম্পানি ‘খ’ কোম্পানি
প্রত্যাশিত আয়ের হার ১১% ১৪%
আদর্শ বিচ্যুতি ১০% ১২%
‘ক’ ও ‘খ’ কোম্পানির সহসম্বন্ধ (-৫০)।
ক. রাজনৈতিক ঝুঁকি কী? ১
খ. ‘বিটার মান প্রয়োজনীয় আয়ের হারকে প্রভাবিত করে’ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে ‘জেম’ কোম্পানির শেয়ারটির আয়ের হার নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে জনাব জাহিদের পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ নির্ণয় করো। ৪
৩১. কুমিলা মডেল কলেজবিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
১. আসাদ সাহেব একটি ব্যবসায়ের মালিক। ব্যবসায়ের প্রথম দিকে তার ব্যবসায় খুব বেশি পরিমাণ লাভ হতো না। কখনও ক্রেতা পণ্য না পেয়ে ফিরে যেতেন, কখনও পণ্য দোকানে রয়ে যেত। এজন্য তিনি ব্যবসায়ের অর্থ ব্যবস্থা একটু পরিবর্তন করেন। এখন তিনি আশানুরূপ মুনাফা পাচ্ছেন। তিনি এখন ব্যবসায় সম্প্রসারণের সাথে সাথেই অর্থ জমা করে জমি কিনতে চাচ্ছেন। অধিকন্তু তার ব্যবসায়ের সম্পদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
ক. ব্যবসায় অর্থায়ন কী? ১
খ. তারল্য সংকটে কোন ধরনের সমস্যার সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। ২
গ. আসাদ সাহেব তার ব্যবসায়ে কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. আসাদ সাহেব ব্যবসায়ের মূল লক্ষ্য কী অর্জন করতে পেরেছেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
২. মি. আরিফ ১০ জন বন্ধুকে সাথে নিয়ে কৃত্রিম ব্যক্তিসত্তাবিশিষ্ট একটি আর্থিক প্রতিষ্ঠান গঠন করে। উক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ামের বিপরীতে কোনো সম্পদের ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিয়ে থাকে। এভাবে ঝুঁকি নিরসন করে দেশের ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। প্রতিষ্ঠানটির গ্রাহকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠানটির গ্রাহকদের হাত থেকে রক্ষা করার জন্য আর্থিক বাজারের নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে।
ক. ওচঙ কী? ১
খ. মানি লন্ডারিং আইনটি ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে মি. আরিফের প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে আর্থিক বাজারের কোন আইন প্রযোজ্য? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত প্রতিষ্ঠানটির গ্রাহকদের প্রতারণার হাত হতে রক্ষা করার জন্য আর্থিক বাজারের কোন নিয়ন্ত্রক সংস্থার ভ‚মিকা গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো। ৪
৩. মি. আতিক একাদশ শ্রেণির ‘অর্থনীতি’ বইটি লিখেছেন এবং মিনার পাবলিকেশন্সকে প্রকাশনার দায়িত্ব দিয়েছেন। প্রকাশক তাকে দুটি প্রস্তাব দিলেন। প্রথম প্রস্তাব : প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে যথাক্রমে ২,০০,০০০ টাকা, ৩,০০,০০০ টাকা, ৪,০০,০০০ টাকা এবং ৩,০০,০০০ টাকা প্রদান করবেন। দ্বিতীয় প্রস্তাব : প্রতি বছর ১,১০,০০০ টাকা করে আগামী ২০ বছর প্রদান করবেন। উলেখ্য মি. আতিকের সুযোগ ব্যয় ১১% এবং দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য ৮,৭৫,৯৬৬ টাকা।
ক. বার্ষিক বৃত্তি কী? ১
খ. কোন কৌশলের মাধ্যমে একটি বিনিয়োগের কত সময়ে দ্বিগুণ হবে তা দ্রুত নির্ণয় করা যায়? ২
গ. মি. আতিকের দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। ৩
ঘ. মি. আতিকের কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত? বিশ্লেষণ করো। ৪
৪. একটি প্রতিষ্ঠানের বার্ষিক মোট বিক্রয় ১০,০০০ একক। বার্ষিক স্থায়ী ব্যয় ১০,০০,০০০ টাকা, প্রতি একক বিক্রয়মূল্য ৫০ টাকা ও প্রতি এককের উৎপাদন ব্যয় ৩০ টাকা।
ক. নিরাপত্তা প্রান্ত কী? ১
খ. স্থির ব্যয় ব্রেক-ইভেন পয়েন্ট নির্ণয়ে কী প্রভাব ফেলে? ব্যাখ্যা করো। ২
গ. প্রতিষ্ঠানের সমচ্ছেদ বিন্দু নির্ণয় কর (একক ও টাকায়)। ৩
ঘ. যদি কোম্পানির স্থায়ী ব্যয় ২০% কমে যায় তাহলে ঐ প্রতিষ্ঠানের সমচ্ছেদ বিন্দুতে কী পরিবর্তন আসবে? ৪
৫. তিশা লি. এবং চৈতি লি. দুটি শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটির কিছু তথ্য নিæরূপ:
বিবরণ তিশা লি. চৈতি লি.
বার্ষিক চাহিদা (একক) ১৫,০০০ ১৬,০০০
ফরমায়েশ প্রতি ফরমায়েশ ব্যয় (টাকা) ৫০ ৪৫
একক প্রতি বহন খরচ (টাকা) ৪ ৫
বহন সময় (দিন) ১০ ১০
সর্বনিæ মজুদ (একক) ৪০০ ৪৫০
ক. ঘূর্ণায়মান অর্থায়ন কী? ১
খ. ব্যবসায় ঋণের খরচ কে বহন করে? ২
গ. তিশা লি.-এর মোট মজুদ ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানি কম পরিমাণ মজুদ স্তরে পুনরায় ফরমায়েশ দিবে? মন্তব্য করো। ৪
৬. মি. হাসান তার নিকট সঞ্চয়কৃত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করতে আগ্রহী। যেহেতু তিনি কম ঝুঁকি নিতে আগ্রহী তাই শেয়ারবাজারে ১০০ টাকা অভিহিত মূল্যের দুটি বন্ডের কথা বিবেচনা করেন। নিæে বন্ড দুটির তথ্য দেওয়া হলো:
বন্ড কুপন সুদের হার বাজার মূল্য মেয়াদ
ঢ ১৩% টাকা ১১৯ ৮ বছর
ণ ১১% টাকা ৮০ –
উলেখ্য, মি. হাসানের প্রত্যাশিত আয়ের হার ১০%।
ক. চলতি ইল্ড কী? ১
খ. কুপন হার বন্ডের আয়ের ওপর কী প্রভাব ফেলে? ২
গ. ‘ঢ’ বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয় করো। ৩
ঘ. অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে মি. হাসানের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? বিশ্লেষণ করো। ৪
৭. পরমা লি. কোম্পানি তার মূলধন বৃদ্ধির লক্ষ্যে ৫,০০০ টাকা লিখিত মূল্যের ১২% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে, যার বাজারমূল্য ৪,৫০০ টাকা এবং বিক্রয় ব্যয় ২৫০ টাকা। শেয়ার ইস্যুর দিন থেকে মেয়াদকাল ৫ বছর এবং কোম্পানির কর হার ৪০%। অন্যদিকে কোম্পানি ১৫% ঋণপত্রও ইস্যু করতে পারে, যার বাজারমূল্য ৪,৮০০ টাকা। লিখিত মুল্য ৫,০০০ টাকা এবং ভাসমান ব্যয় ২০০ টাকা, মেয়াদ ৫ বছর।
ক. মূলধন ব্যয় কী? ১
খ. উত্তরণ ব্যয় সাধারণ শেয়ারে মূলধন ব্যয়ের ওপর কী প্রভাব ফেলে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে অগ্রাধিকার শেয়ারের পরিবর্তে ঋণপত্র ইস্যু করলে কোম্পানির আর্থিক অবস্থার ওপর কী প্রভাব পড়বে, তা বিশ্লেষণ করো। ৪
৮. জনাব সালাম স্কয়ার কোং লি.-এর আর্থিক ব্যবস্থাপক। তিনি কোম্পানির মুনাফার কিছু অংশ কোনো লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে চান। জনাব সালামের সামনে বিনিয়োগের জন্য দুটি প্রকল্প রয়েছে। উভয় প্রকল্পের মেয়াদকাল ৫ বছর এবং করের হার ৫০%। প্রকল্প দুটির অবচয় ও কর-পরবর্তী মুনাফার বিবরণ নিæে দেয়া হলো:
বছর প্রকল্প -অ প্রকল্প -ই
১ ৪০,০০০ ৭০,০০০
২ ৪০,০০০ ৬০,০০০
৩ ৪০,০০০ ৫০,০০০
৪ ৪০,০০০ ৫০,০০০
৫ ৪০,০০০ ৪০,০০০
দুটি প্রকল্পেরই প্রাথমিক বিনিয়োগ ৫০,০০০ টাকা। প্রকল্প অ-এর কোন ভগ্নাবশেষ মূল্য নেই। তবে প্রকল্প-ই এর ভগ্নাবশেষ মূল্য আছে ৫,০০০ টাকা।
ক. অভ্যন্তরীণ আয়ের হার কী? ১
খ. পরস্পর বর্জনশীল প্রকল্প-এর ক্ষেত্রে কেমন করে কোন প্রকল্প গ্রহণ করা হয়? ২
গ. উদ্দীপকে প্রকল্প অ-এর পরিশোধনকাল নির্ণয় করো। ৩
ঘ. দুটি প্রকল্পের মধ্যে জনাব সালামের জন্য কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য বলে তোমার মনে হয়? বিশ্লেষণ করো। ৪
৯. জনাব রহিম মূলধন বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিনিয়োগ করার জন্য নিæোক্ত দুটি সিকিউরিটির তথ্য বিবেচনা করছেন:
সম্ভাবনা সিকিউরিটি-অ সিকিউরিটি-ই
০.৪০ ৩০% ২৫%
০.২০ ২০% ৩৫%
০.৪০ ১৮% ৩২%
ক. আর্থিক ঝুঁকি কী? ১
খ. অনিশ্চয়তা বলতে কী বোঝায়? ২
গ. সিকিউরিটি-অ এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ৩
ঘ. সিকিউরিটি-ই অধিক ঝুঁকিপূর্ণ-উক্তিটির যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ৪
১০. মি. রাফি সম্প্রতি চাকরি হতে অবসর গ্রহণ করেছেন। অবসরকালীন ভাতা হিসাবে তিনি এককালীন ২৫,০০,০০০ টাকা পেয়েছেন। এই টাকা হতে তিনি ৫,০০,০০০ টাকা অ ব্যাংকে ১২% মাসিক চক্রবৃদ্ধি সুদে ১০ বছরের জন্য জমা রেখেছে। বাকি ২০,০০,০০০ টাকা তিনি ১০ বছর মেয়াদি ভিত্তিতে ই ব্যাংকে অথাব ঈ ব্যাংকে জমা রাখার পরিকল্পনা করছেন। আগামী ১০ বছর তিনি উক্ত হিসাব হতে একটি বার্ষিক বৃত্তি আশা করছেন। এ বৃত্তি দিয়ে তিনি তার পরিবারের ব্যয় নির্বাহ করবেন। ই ব্যাংক উক্ত হিসাবের উপর ১২% এবং ঈ ব্যাংক ১৩% সুদ প্রদান করবে। ঈ ব্যাংক প্রত্যেক বছরের শুরুতে বার্ষিক বৃত্তি প্রদান করবে।
ক. ঋণ পরিশোধ সূচী কী? ১
খ. সুদের হার বর্তমান মূল্যের ওপর কী প্রভাব ফেলে? ব্যাখ্যা করো। ২
গ. মি. রাফির অ ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত ই ও ঈ ব্যাংকের মধ্যে মি. রাফির কোন ব্যাংকে অর্থ জমা রাখা উচিত? ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১১. জনাব তানভীর-এর নিকট ১ লক্ষ টাকা আছে। বিনিয়োগের জন্য তার সামনে নিæোক্ত সুযোগ দুটি আছে।
প্রকল্প/সময় ০ ১ ২ ৩
ক (৬০,০০০) ১০,০০০ ৩০,০০০ ৪০,০০০
খ (৭০,০০০) ৫০,০০০ ২৫,০০০ ১৫,০০০
ক. মূলধন নিয়ন্ত্রণ কী? ১
খ. স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে বিনিয়োগ সিদ্ধান্ত কীভাবে নেয়া হয় তা ব্যাখ্যা করো। ২
গ. প্রকল্প ‘খ’-এর নিট বর্তমান মূল্য নির্ণয় কর যেখানে বাট্টার হার ১২%। ৩
ঘ. ওজজ পদ্ধতিতে জনাব তানভীরের কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত? ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।