ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ১৬-২০ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ১৬-২০ | PDF
প্রশ্ন ১৬: ওমর ফারুক আলিকো ইনসুরেন্সে ১৮ বছর মেয়াদি একটি জীবন বিমা গ্রহণ করেন। প্রতি ৬ মাস ন্তর তিনি কিস্তি প্রদান করতে থাকেন। বিমা চুক্তি নুযায়ী তিনি ছয়টি রোগের জন্য চিকিৎসা ব্যয় পাবার দাবিদার। ২ বছর তিবাহিত হবার পর বিমা কোম্পানি হৃদরোগের ব্যয়ভার বহনের জন্য প্রতি কিস্তিতে ৯০০ টাকা করে তিরিক্ত প্রদান করতে বলে। [চ. বো. ১৬]
ক.বৈধ প্রতিদান কী?১
খ.দ্বৈত বিমা বলতে কী বোঝ?২
গ.উদ্দীপকের আলোকে ওমর ফারুকের জন্য কোন ধরনের বিমা সহায়ক? কেন?৩
ঘ.বিমা কোম্পানির তিরিক্ত প্রিমিয়াম দাবি কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? যুক্তিসহ লেখো।৪
১৬ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: বিমা চুক্তিতে বিমাগ্রহীতা যে বৈধ উদ্দেশ্য নিয়ে বিমাকারীকে প্রতিদান হিসেবে অর্থ প্রদান করে তাকে বৈধ প্রতিদান বলে।
খ উত্তর: কোনো বিমাগ্রহীতা যখন একই বিষয়বস্তুর জন্য একাধিক বিমা কোম্পানির সাথে পৃথক পৃথক বিমা চুক্তি সম্পাদন করে তাকে দ্বৈত বিমা বলে।
সাধারণত বিমাকৃত বিষয়বস্তুর মূল্য ধিক হলে একক বিমা কোম্পানির নিকট বিমা করা ক্ষেত্রবিশেষে ঝুঁকিপূর্ণ মনে হয়। সেক্ষেত্রে বিমাগ্রহীতা দুই বা ততোধিক বিমা কোম্পানির আশ্রয় নেয়। একক কোম্পানির নিকট বিমা না করে একাধিক কোম্পানির নিকট বিমাকৃত সম্পত্তির ঝুঁকি ভাগ করে বিমা করা হয় বিধায় একে দ্বৈত বিমা বলে।
গ উত্তর: উদ্দীপকের আলোকে ওমর ফারুকের জন্য স্বাস্থ্য বিমা সহায়ক হবে বলে আমি মনে করি।
স্বাস্থ্য বিমা বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে এক ধরনের চুক্তি। এক্ষেত্রে বিমাগ্রহীতার সুস্থজনিত কারণে প্রয়োজনীয় সকল চিকিৎসা ব্যয় বিমাকারীর কাছে হস্তান্তর করে। বিমাগ্রহীতার সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা বিমাকারী করে।
উদ্দীপকে ওমর ফারুক আলিকো ইন্স্যুরেন্স থেকে একটি ১৮ বছর মেয়াদি জীবন বিমা গ্রহণ করেন। তার এই বিমাপত্রটি মেয়াদি জীবন বিমা। ২ বছর তিবাহিত হবার পর বিমা কোম্পানি হৃদরোগের ব্যয়ভার বহনের জন্য প্রতি কিস্তিতে ৯০০ টাকা তিরিক্ত প্রিমিয়াম দাবি করে।
এক্ষেত্রে একটি স্বাস্থ্য বিমাপত্র গ্রহণ করা তার জন্য সুবিধাজনক হবে। কেননা স্বাস্থ্য বিমার মাধ্যমে কিছু নির্দিষ্ট রোগের ব্যয়ভার বিমা কোম্পানি গ্রহণ করে।
তাই স্বাস্থ্য বিমাপত্র গ্রহণ করলে তিনি একটি নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করে নির্দিষ্ট কয়েকটি রোগের চিকিৎসা ব্যয় বিমা কোম্পানির নিকট হস্তান্তর করতে পারবেন।
ঘ উত্তর: উদ্দীপকে বিমা কোম্পানির তিরিক্ত প্রিমিয়াম দাবি করা যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।
বিমা চুক্তিতে বিমাকারী বিমাগ্রহীতার ঝুঁকি বহনের নিশ্চয়তা প্রদান করে। এর বিপরীতে বিমাগ্রহীতা বিমাকারীকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে, যাকে প্রিমিয়াম বলে। এটি হলো বিমাকারী কর্তৃক ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য।
উদ্দীপকে ওমর ফারুক আলিকো ইন্স্যুরেন্স কোম্পানিতে ১৮ বছর মেয়াদি একটি জীবন বিমা গ্রহণ করেন। তিনি প্রতি ৬ মাস ন্তর কিস্তি প্রদান করেন। বিমা চুক্তি নুসারে তিনি ছয়টি রোগের চিকিৎসা ব্যয় পাবার দাবিদার। ২ বছর পর বিমা কোম্পানি হৃদরোগের ব্যয়ভার বহন করার শর্তে প্রতি কিস্তিতে ৯০০ টাকা তিরিক্ত দাবি করে।
ক্ষতিপূরণের প্রতিশ্র“তির বিনিময়ে বিমাগ্রহীতা বিমাকারীকে যে আঅর্থিক মূল্য পরিশোধ করে তাই প্রিমিয়াম। ঝুঁকির প্রকৃতি ও পরিমাণ নুযায়ী জীবন বিমা প্রিমিয়াম নির্ধারণ করা হয়।
বিমাকৃতের স্বাস্থ্যগত বস্থা খারাপ হলে প্রিমিয়ামের হার বেশি হবে। উদ্দীপকে আলিকো ইন্স্যুরেন্স কোম্পানি চুক্তি নুযায়ী ছয়টি রোগের জন্য চিকিৎসা ব্যয় পাবার দাবিদার।
পরবর্তীতে হৃদরোগের ব্যয়ভার বহনের জন্য প্রতি কিস্তিতে ৯০০ টাকা তিরিক্ত দাবি করেছে। ৯০০ টাকা তিরিক্ত প্রিমিয়াম প্রদান করলে জনাব ওমর ফারুক মোট সাতটি রোগের চিকিৎসা ব্যয় পাবেন। তাই বিমা কোম্পানির তিরিক্ত প্রিমিয়াম দাবি করা সম্পূর্ণ যৌক্তিক হয়েছে।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
প্রশ্ন ৭ মি. খান ও মি. জামান ঘনিষ্ঠ বন্ধু। দুজনই ‘কাঞ্চন লাইফ ইন্স্যুরেন্স লি-এর সাথে বিমা চুক্তিতে আবদ্ধ হন। মি. খান বাৎসরিক এককালীন প্রিমিয়াম পরিশোধ করেন। তিনি ভুলক্রমে নমিনি নির্ধারণ করেন নি। মি. জামান কিস্তিতে প্রিমিয়াম জমা দেন। মি. খান ৫ বছর পর মারা গেলে তার স্ত্রী ও মি. জামান উক্ত বিমা কোম্পানির নিকট বিমা দাবি চেয়ে আবেদন করলে বিমা কোম্পানিটি ক্ষতিপূরণে পারগতা জানায়। [য. বো. ১৬]
ক.সমর্পণ মূল্য কী?১
খ.বিমা চুক্তিকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন?২
গ.কাঞ্চন লাইফ ইন্স্যুরেন্স লি. মি. জামানের ক্ষতিপূরণ না দেয়ার পিছনে কারণ কী? ব্যাখ্যা করো। ৩
ঘ.মি. খান ও মি. জামান বিমা চুক্তিতে কী ধরনের ত্র“টি বিদ্যমান রয়েছে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করো। ৪
১৭ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: কোনো মেয়াদি বা আজীবন বিমাপত্র গ্রহীতা উক্ত বিমাপত্র চালিয়ে যেতে সমঅর্থ হলে বিমা কোম্পানির নিকট তা সমর্পণ করলে বিমা কোম্পানি যে মূল্য ফেরত দেয় তাকে সমর্পণ মূল্য বলে।
খ উত্তর: বিমা হলো এক ধরনের লিখিত চুক্তি। এই চুক্তিতে বিমাগ্রহীতা বিমাকৃত বস্তুর ক্ষতির ভার নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের মাধ্যমে বিমা কোম্পানির ওপর র্পণ করে।
সাধারনত কোনো ব্যক্তি বা বস্তুকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে বিমা চুক্তি করা হয়। এ চুক্তি নুসারে বিমাকৃত বস্তু যদি ক্ষতিগ্রস্ত হয় তবে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করে। যেহেতু ক্ষতি হতে রক্ষাঅর্থে এ চুক্তি সম্পাদন করা হয় তাই বিমা চুক্তিকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়।
গ উত্তর: উদ্দীপকে মি. খান কর্তৃক গৃহীত বিমাপত্রে মি. জামানকে মনোনীত না করায় কাঞ্চন লাইফ ইন্স্যুরেন্স লি. তাকে বিমাদাবি পরিশোধ করেনি।
জীবন বিমা চুক্তির মাধ্যমে বিমাকারী বিমাকৃত ব্যক্তির মৃত্যুতে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীকে দাবি পরিশোধে বাধ্য থাকে।
উদ্দীপকে মি. খান ও মি. জামান দুই বন্ধু কাঞ্চন লাইফ ইন্স্যুরেন্স লি.-এর সাথে জীবন বিমাচুক্তি করেন। কিন্তু মি. খান ভুলক্রমে বিমাপত্রে মনোনীত ব্যক্তির তথ্য উলেখ করেননি।
পরবর্তীতে পাঁচ বছর পর মি. খানের মৃত্যুতে মি. জামান দ্বারা বিমাদাবি উত্থাপিত হয়। কিন্তু বিমাকারী দাবি পরিশোধে স্বীকৃতি জানায়। অর্থাৎ মি. খানের বিমাপত্রে মি. জামান তার মনোনীত ব্যক্তি নয়। তাই কাঞ্চন লাইফ ইন্স্যুরেন্স লি. মি. জামানকে মি. খানের মৃত্যুতে দাবি পরিশোধ বাধ্য নয়।
ঘ উত্তর: উদ্দীপকে মি. খান-এর বিমা চুক্তিতে যে ত্র“টি বিদ্যমান তা হলোমনোনীত ব্যক্তি নির্ধারণ।
বিমাকৃত ব্যক্তি মারা গেলে বিমাদাবি কাকে পরিশোধ করা হবে এ বিষয়ে ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম পূর্ব নুমোদনকে মনোনয়ন বলে। বিমাগ্রহীতা এক বা একাধিক ব্যক্তিকে এরূপ মনোনয়ন দিতে পারেন।
উদ্দীপকে মি. খান ও মি. জামান কাঞ্চন লাইফ ইন্স্যুরেন্সের সাথে বিমা চুক্তি করেন। মি. খান এবং মি. জামান কিস্তিতে প্রিমিয়াম পরিশোধ করেন। মি. খান ৫ বছর পর মারা গেলে মি. জামান ও মি. খানের স্ত্রী বিমাদাবি পেশ করেন।
কিন্তু বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে স্বীকার করে।
উদ্দীপকে বিমা কোম্পানি মি. খানের স্ত্রীর ও মি. জামানের বিমাদাবি পূরণ করেনি। কেননা, মি. খানের বিমাচুক্তিটি ত্র“টিপূর্ণ। জীবন বিমা চুক্তির পরিহার্য উপাদানগুলোর মধ্যে মনোনয়ন ন্যতম।
বিমাগ্রহীতার মৃত্যুতে তার মনোনীত ব্যক্তি বিমাদাবি আদায় করতে পারে। চুক্তিতে এর ব্যত্যয় ঘটলে বিমাগ্রহীতার মৃত্যুতে বিমাকারী ক্ষতিপূরণে বাধ্য নয়। মি. খান তার বিমাপত্রে কোনো মনোনীত ব্যক্তির নাম উলেখ করেনি।
অর্থাৎ মি. খানের মৃত্যুতে কে বিমাদাবি পাবেন তা বিমাপত্রে উলেখ করা নেই। তাই বিমাচুক্তিতে মনোনীত ব্যক্তির নাম উলেখ না থাকায় তার বিমা চুক্তিটি ত্র“টিপূর্ণ।
প্রশ্ন ৮: মি. ভট্টাচার্য একটা জীবন বিমাপত্র খুলেছিলেন আজ থেকে ২০ বছর আগে। প্রিমিয়াম দিয়ে যেতে হবে যতদিন তিনি বেঁচে থাকেন। এখন আর তিনি সেটা চালাতে পারছেন না। তিনি বিমা কর্ক উত্তর:র্তার সাথে দেখা করলেন। কর্ক উত্তর:র্তা বললেন আপনি কিছু টাকা নিয়ে চলে যান, আপনাকে আর প্রিমিয়াম দিতে হবেন না। তিনি এ কথা শোনার পর মনে কষ্ট পাচ্ছেন। [ব. বো. ১৬]
ক.প্রিমিয়াম কী?১
খ.জীবন বিমাকে নিশ্চয়তার পত্র কেন বলা হয়?২
গ.মি. ভট্টাচার্য কোন ধরনের বিমাপত্র সংগ্রহ করেছেন তা ব্যাখ্যা করো।৩
ঘ.বিমা কর্ক উত্তর:র্তা মি. ভট্টাচার্যকে যে পরামর্শ দিয়েছেন তার যৌক্তিকতা ব্যাখ্যা করো।৪
১৮ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: বিমা প্রতিষ্ঠানের প্রতিশ্র“তির বিনিময়ে কোনো বিমাগ্রহীতা যে আঅর্থিক মূল্য পরিশোধ করে তাকে প্রিমিয়াম বলে।
খ উত্তর: যে বিমা চুক্তিতে কোনো ক্ষতি সংঘটিত হলে ক্ষতিপূরণ না করে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্র“তি দেয়া হয় তাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়।
জীবনহানি হলে বা দুর্ঘটনায় পড়লে, মানুষের ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায় না। তাই জীবন বিমাকৃত কেউ মারা গেলে বা পঙ্গু হলে কী পরিমাণ অর্থ প্রদান করা হবে- বিমা কোম্পানি তার নিশ্চয়তা দিয়ে থাকে। এ জন্য জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়।
গ উত্তর: উদ্দীপকের মি. ভট্টাচার্য আজীবন মেয়াদি বিমাপত্র সংগ্রহ করেছেন।
যে বিমাপত্রে বিমাগ্রহীতা প্রিমিয়ামের টাকা এককালীন বা যতদিন বেঁচে থাকবেন ততদিন পরিশোধ করে যান তাকে আজীবন বিমাপত্র বলে।
উদ্দীপকের মি. ভট্টাচার্য আজীবন মেয়াদি বিমাপত্র খুলেছেন এবং ৩০ বছর ধরে প্রিমিয়াম দিয়ে যাচ্ছেন।
যতদিন তিনি বেঁচে থাকবেন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তাকে প্রিমিয়াম দিয়ে যেতে হবে। তার মৃত্যু হলে তার মনোনীত কোনো ব্যক্তি বা উত্তরাধিকারী পুরো টাকা পেয়ে যাবেন।
আজীবন মেয়াদি মানেই হলো সারা জীবন প্রিমিয়ামের টাকা পরিশোধ করতে হবে। তবে বিমাগ্রহীতার মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বিমাদাবি গ্রহণ করতে পারবেন না, চুক্তিতে এমনই উলেখ থাকে। সুতরাং, মি. ভট্টাচার্য আজীবন মেয়াদি বিমাপত্র খুলেছেন।
ঘ উত্তর: উদ্দীপকে বিমা কর্ক উত্তর:র্তা মি. ভট্টাচার্যকে সমর্পণ মূল্য গ্রহণ করার পরামর্শ দিয়েছেন যথাঅর্থ।
বিমাগ্রহীতা কর্তৃক বিমাপত্রের প্রিমিয়াম নিয়মিত পরিশোধ করা সম্ভব না হলে, তিনি বিমা কোম্পানির নিকট সমর্পণ করলে কিছু অর্থ পেতে পারেন, এ অর্থকে বলে ‘সমর্পণ মূল্য’।
উদ্দীপকে মি. ভট্টাচার্য আজীবন মেয়াদি জীবন বিমা খোলায় তাকে মৃত্যুর আগ পর্যন্ত প্রিমিয়ামের টাকা দিতে হবে। কিন্তু তিনি প্রিমিয়াম আর চালাতে পারছেন না। তাই তিনি বিমাকারীকে জানান এবং বিমাকারী তাকে বিমাপত্র সমর্পণ করতে বলে।
মি. ভট্টাচার্য যে আজীবন বিমা করেছেন তাতে তাকে সারা জীবন বাধ্যতামূলকভাবে প্রিমিয়াম দিতে হতো। তিনি প্রিমিয়াম চালু রাখতে না পারায় বিমা কোম্পানির যে ক্ষতি হবে তা তারা সমর্পণ মূল্য প্রদানের মাধ্যমে সমন্বয় করে নিতে পারবে।
অপরদিকে মি. ভট্টাচার্য তার বিমাপত্র বিমা কোম্পানিতে র্পণ করে যে কিছু পরিমাণ অর্থ সমর্পণ মূল্য হিসেবে পাবেন, তা তার জন্য লাভজনক হবে। সুতরাং বলা যায়, বিমা কর্ক উত্তর:র্তা মি. ভট্টাচার্যকে যে সমর্পণ মূল্য নেয়ার পরামর্শ দেন তা যথাঅর্থই যৌক্তিক হয়েছে।
প্রশ্ন ১৯: জনাব শওকত জাতিসংঘের শান্তি মিশনে যোগদানের জন্য জাপান যাচ্ছেন। দেশ ত্যাগের পূর্বে তিনি নিজের জন্য একটি জীবন বিমা করেন। ১ বছর তিক্রম হওয়ার পর তিনি তার বিমাটি পুনরায় নবায়ন করেন। ন্যদিকে তার বন্ধু জনাব সারওয়ার ১০০ কোটি টাকা মূল্যের জাহাজের জন্য মর্ডান ইস্যুরেন্স কোম্পানির নিকট থেকে একটি বিমা পলিসি সংগ্রহ করেন। মর্ডান ইন্স্যুরেন্স কোম্পানি উক্ত জাহাজের জন্য আবার জনতা ইন্স্যুরেন্স কোম্পানির নিকট থেকে ভিন্ন একটি বিমা পলিসি গ্রহণ করে। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক.ফটকা ঝুঁকি কাকে বলে?১
খ.কোন ধরনের জীবন বিমাপত্রে মৃত্যু ও মেয়াদপূর্তি উভয় ক্ষেত্রেই বিমাদাবি পরিশোধিত হয়? ব্যাখ্যা করো।২
গ.জনাব শওকত কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।৩
ঘ.‘জনতা ইন্স্যুরেন্স-এর নিকট বিমা করায় মর্ডান ইন্স্যুরেন্স কোম্পানির ঝুঁকি কমবে’-তুমি কি এই উক্তি সমঅর্থন করো? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।৪
১৯ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: যে ধরনের ঘটনা বা নিশ্চয়তার ফলে প্রত্যাশিত ফলাফলের বাইরে লাভ বা ক্ষতি যেকোনোটি হওয়ার সম্ভাবনা থাকে তাকে ফটকা ঝুঁকি বলে।
খ উত্তর: মেয়াদি জীবন বিমাপত্রে মৃত্যু ও মেয়াদপূর্তি উভয় ক্ষেত্রেই বিমা দাবি পরিশোধিত হয়।
এরূপ বিমাপত্র মূলত নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়ে থাকে। এক্ষেত্রে ঐ মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করা হয়। আর যদি বিমাগ্রহীতা বেঁচে থাকে তাহলে মেয়াদ শেষে তাকেই বিমা দাবির অর্থ পরিশোধ করা হয়।
গ উত্তর: উদ্দীপকে জনাব শওকত সাময়িক জীবন বিমাপত্র গ্রহণ করেছেন।
সাময়িক বিমাপত্র সাধারণত স্বল্পমেয়াদি হয়। এক্ষেত্রে ঐ মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে মনোনীত ব্যক্তিকে বিমার অর্থ পরিশোধ করা হয়। আর বিমাগ্রহীতা বেঁচে থাকলে কোনো অর্থ পরিশোধ করা হয় না।
উদ্দীপকে জনাব শওকত জাতিসংঘের শান্তি মিশনে যোগদানের জন্য জাপান যাচ্ছেন। দেশ ত্যাগের পূর্বে তিনি নিজের জন্য একটি জীবন বিমা করেন। ১ বছর তিক্রম হওয়ার পর তিনি তার বিমাটি পুনরায় নবায়ন করেন।
সাধারণত সাময়িক বিমাপত্র স্বল্পমেয়াদি হয় এবং মেয়াদ শেষে নবায়ন করতে হয়। এখানে জনাব শওকত এরূপ বিমাপত্র নিয়েছেন, যেখানে ১ বছরের মধ্যে তিনি মারা গেলে বিমা কোম্পানি তার মনোনীত ব্যক্তিকে বিমার অর্থ পরিশোধ করবে। তাই বলা যায়, জনাব শওকত সাময়িক বিমাপত্র গ্রহণ করেছেন।
ঘ উত্তর: উদ্দীপকে জনতা ইন্স্যুরেন্সের নিকট পুনর্বিমা করায় মর্ডান ইন্স্যুরেন্স কোম্পানির ঝুঁকি বশ্যই কমবে।
বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির ংশ বিশেষ চুক্তির মাধ্যমে নতুন কোনো বিমা কোম্পানির নিকট হস্তান্তর করতে পারে। এরূপ পুনঃচুক্তিই পুনর্বিমা হিসেবে পরিচিত।
উদ্দীপকে মর্ডান ইন্স্যুরেন্স জনাব সারওয়ারের সাথে ১০০ কোটি টাকা মূল্যের জাহাজের জন্য একটি বিমা চুক্তি করে। মর্ডান কোম্পানি উক্ত জাহাজের জন্য আবার জনতা ইন্স্যুরেন্সের নিকট থেকে নতুন একটি বিমা পলিসি গ্রহণ করে। অর্থাৎ পরবর্তীতে সম্পাদিত বিমা চুক্তিটি হলো পুনর্বিমা।
এখানে পুনর্বিমা চুক্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই হলো বিমা কোম্পানি। ধিক মূল্যমানের বিমা পলিসি হওয়ায় মর্ডান ইন্স্যুরেন্সে তা পুনর্বিমা করেছে। কেননা, কোনো কারণে ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করতে গিয়ে বিমা কোম্পানির দেউলিয়া হতে পারে।
এরূপ পুনর্বিমা করায় জাহাজের ংশ বিশেষের ঝুঁকি বর্তমানে জনতা ইন্স্যুরেন্স কোম্পানির ওপর পড়বে। এতে মর্ডান ইন্স্যুরেন্সের গৃহীত ঝুঁকি বণ্টিত হয়ে যাবে বলে গৃহীত ঝুঁকি কমবে।
প্রশ্ন ২০: জনাব লিয়াকত একটা জীবন বিমাপত্র খুলেছিলেন আজ থেকে ৩০ বছর আগে। প্রিমিয়াম দিয়ে চলেছেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রিমিয়াম দিয়ে যেতে হবে। এখন আর সেটা চালাতে পারছেন না। তিনি বিমা কর্ক উত্তর:র্তার সাথে দেখা করলেন। কর্ক উত্তর:র্তা বললেন, কিছু টাকা নিয়ে চলে যান। আপনাকে আর প্রিমিয়াম দিতে হবে না। তিনি মনে মনে কষ্ট পাচ্ছেন। [আইডিয়াল স্কুল ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা; চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃকলেজ]
ক.সাময়িক বিমাপত্র কী?১
খ.মৃত্যুহার পঞ্জি বলতে কী বোঝায়?২
গ.জনাব লিয়াকত কোন ধরনের বিমাপত্র সংগ্রহ করেছেন তা ব্যাখ্যা করো।৩
ঘ.বিমা কর্ক উত্তর:র্তা জনাব লিয়াকতকে যে পরামর্শ দিয়েছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।৪
২০ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: যে বিমা চুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে বিমা দাবি পরিশোধ করা হয় তাকে সাময়িক বিমা বলে।
খ উত্তর: মৃত্যুহার পঞ্জি হলো প্রতি হাজারে মৃত ব্যক্তিদের একটি পরিসংখ্যানিক তালিকা।
এ তালিকায় নির্দিষ্ট বয়স সীমায় প্রতি হাজারে কত জন মৃত্যুবরণ করে তা দেখানো হয়। এ তালিকায় কোন বয়স সীমায় মৃত্যু ঝুঁকি কেমন তা প্রকাশ করা হয়। বিমা কোম্পানির ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি ও প্রিমিয়াম নির্ধারণে এ তালিকা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে।
গ উত্তর: উদ্দীপকে জনাব লিয়াকত আজীবন বিমাপত্র সংগ্রহ করেছেন।
আজীবন বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতাকে তার মৃত্যুকাল বা নির্দিষ্ট সময়কাল বা একবারে প্রিমিয়ামের টাকা পরিশোধ করতে হয়। এক্ষেত্রে বিমা কোম্পানি বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারদেরকে নির্দিষ্ট অর্থ প্রদানের প্রতিশ্র“তি দেয়।
উদ্দীপকে জনাব লিয়াকত ৩০ বছর আগে একটি জীবন বিমাপত্র খুলেছিলেন। তিনি এখনো সেই বিমাপত্রের প্রিমিয়াম দিয়ে চলছেন। কেননা, চুক্তি নুযায়ী তিনি যতদিন বেঁচে থাকবেন ততোদিন প্রিমিয়াম দিয়ে যেতে হবে।
অর্থাৎ এ বিমাপত্রের সুবিধা তিনি নিজে ভোগ করতে পারবেন না। তার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা স্ত্রী-সন্তানদের বিমা কোম্পানি বিমার অর্থ পরিশোধ করবে। মৃত্যুর পূর্ব পর্যন্ত বিমাপত্রের প্রিমিয়াম পরিশোধ করতে হবে বিধায় নির্দ্বিধায় বলা যায়, এটি আজীবন বিমাপত্র।
ঘ উত্তর: উদ্দীপকে বিমা কর্ক উত্তর:র্তা জনাব লিয়াকতকে সমর্পণ মূল্য গ্রহণ করার পরামর্শ দিয়েছে এবং তা যথাঅর্থ।
সমর্পণ মূল্য হলো বিমা পলিসি সমর্পণের বিনিময় মূল্য। বিমাগ্রহীতা কোনো কারণে বিমা পলিসি চালিয়ে নিতে না পারলে বিমা কোম্পানির কাছে ঐ পলিসি সমর্পণ করতে পারেন। তখন তার প্রদত্ত প্রিমিয়াম থেকে যে ংশটুকু বিমা কোম্পানি প্রদান করবে তাই সমর্পণ মূল্য।
উদ্দীপকে জনাব লিয়াকত আজীবন বিমাপত্র খুলেছিলেন। তাই চুক্তি নুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত তাকে প্রিমিয়াম প্রদান করতে হবে। কিন্তু, বর্তমানে তিনি এ প্রিমিয়াম আর প্রদান করতে পারছেন না। তাই বিমা কর্ক উত্তর:র্তা তাকে এ পলিসি সমর্পণের পরামর্শ দেন।
অর্থাৎ বিমা পলিসি সমর্পণের ফলে তাকে আর প্রিমিয়াম প্রদান করতে হবে না। এক্ষেত্রে পূর্বে প্রদত্ত প্রিমিয়ামের অর্থ তিনি সমর্পণ মূল্য হিসেবে পাবেন। অর্থাৎ সমর্পণের ফলে তার ক্ষতির পরিবর্তে লাভই হবে। তাই বলা যায়, বিমা কর্ক উত্তর:র্তার পরামর্শটি যৌক্তিক।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।