ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ৩১-৩৫ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ৩১-৩৫ | PDF
প্রশ্ন ৩১: শরীফ একজন ব্যাংকার। তাঁর বর্তমানে পরিবারের ভবিষ্যৎ চিন্তা করে তিনি বিমা কোম্পানির সঙ্গে নিজের নামে একটি বিমাপত্র গ্রহণ করেছেন। তাঁর বর্তমানে পরিবার আঅর্থিক সুবিধা পাবে এ চিন্তা থেকে তিনি এই বিমাচুক্তি করেন। ন্যদিকে, জনাব সালমান ১৫ বছর মেয়াদি জীবন বিমা করেছেন। কিন্তু ৫ বছর পর দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। জনাব সালমানের স্ত্রী দাবি উপস্থাপন করলে বিমা কোম্পানি তা পরিশোধ করে। [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক.সমর্পণ মূল্য কী?১
খ.দ্বৈত বিমা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।২
গ.শরীফ নিজের নামে কীরূপ বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।৩
ঘ.উদ্দীপকের দ্বিতীয় বিমাচুক্তিটি একই সাথে বিনিয়োগ ও আঅর্থিক সুরক্ষার সুযোগ দেয়’- তোমার মতামত দাও।৪
৩১ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: সমর্পণ মূল্য হলো বিমাগ্রহীতা কর্তৃক পরিশোধিত সেই ংশ, যা বিমাপত্র সমর্পণের সময় তাকে পরিশোধ করা হয়।
বিমাপত্রের সমর্পণ বলতে চুক্তিতে উলিখিত মেয়াদের পূর্বেই বিমা পলিসি ফেরত দানকে বোঝায়।
খ উত্তর: কোনো একক বিষয়বস্তু একাধিক বিমা কোম্পানির নিকট বিমা করা হলে তাকে দ্বৈত বিমা বলে।
উদাহরণস্বরূপ, ১০০ কোটি টাকা মূল্যের একটি জাহাজ একক কোম্পানির নিকট বিমা করা হলে ঐ জাহাজের সম্পূর্ণ ক্ষতিতে বিমা কোম্পানিকে সম্পূর্ণ ক্ষতি পূরণ করতে হবে।
এ দাবি পূরণ করতে গিয়ে বিমা কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একক কোম্পানির পরিবর্তে একাধিক কোম্পানির নিকট ভাগ ভাগ করে বিমা করা যায়। এরূপ ভাগ ভাগ করে একাধিক কোম্পানির নিকট বিমা করাকেই দ্বৈত বিমা বলা হয়।
গ উত্তর: উদ্দীপকে জনাব শরীফ নিজের নামে আজীবন বিমাপত্র গ্রহণ করেছেন।
আজীবন বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতাকে মৃত্যুকাল পর্যন্ত বা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত প্রিমিয়াম প্রদান করতে হয়। পরবর্তীতে বিমা গ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বা উত্তরাধিকারীকে বিমা কোম্পানি বিমা দাবি পরিশোধ করে।
উদ্দীপকে জনাব শরীফ একজন ব্যাংকার। তার বর্তমানে পরিবারের ভবিষ্যৎ চিন্তা করে তিনি বিমা কোম্পানি থেকে একটি বিমাপত্র গ্রহণ করেছেন। মূলত তার বর্তমানে পরিবার আর্থিক সুবিধা পাবে এ চিন্তা থেকে তিনি এ বিমাচুক্তি করেন।
অর্থাৎ তিনি এমন একটি বিমা পলিসি গ্রহণ করেছেন, যেখানে তার মৃত্যুর পর তার পরিবারকে বিমার অর্থ প্রদান করা হবে। সাধারণত, আজীবন বিমাপত্রের ক্ষেত্রে এরূপ সুবিধা প্রদান করা হয়ে থাকে। তাই বলা যায়, এখানে শরীফ আজীবন বিমাপত্র গ্রহণ করেছেন।
ঘ উত্তর: উদ্দীপকের দ্বিতীয় বিমাচুক্তিটি হলো সাধারণ মেয়াদি জীবন বিমাপত্র এবং এটি একই সাথে বিনিয়োগ ও আঅর্থিক সুরক্ষার সুযোগ দেয়।
এরূপ বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বা উত্তরাধিকারীকে বিমাকৃত অর্থ প্রদান করা হয়। আর মারা না গেলে তাকেই এ অর্থ প্রদান করা হয়।
উদ্দীপকে জনাব সালমান ১৫ বছর মেয়াদি জীবন বিমা করেছেন। কিন্তু ৫ বছর পর দুর্ঘটনায় তার মৃত্যু হয়। জনাব সালমানের স্ত্রী দাবি উপস্থাপন করলে বিমা কোম্পানি তা পরিশোধ করে।
এখানে জনাব সালমান জীবন বিমার সাধারণ মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন। তাই তার মৃত্যুতে বিমাচুক্তি নুযায়ী তার পরিবারকে আঅর্থিক প্রতিদান প্রদান করা হয়েছে। অর্থাৎ এ বিমাপত্রটি আঅর্থিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।
আবার, জনাব সালমান যদি বেঁচে থাকতেন তাহলে শুধু জমাকৃত অর্থ নয়, তিনি বোনাসসহ জমাকৃত অর্থ পেতেন। তাই বলা যায়, এরূপ বিমাপত্র একদিকে বিনিয়োগ এবং ন্যদিকে আঅর্থিক সুরক্ষা প্রদান করেছে।
প্রশ্ন ৩২: মি. ‘ঢ’ ১০ বছর মেয়াদি ২০ লক্ষ টাকা মূল্যের একটি বিমাপত্র গ্রহণ করে। বিমা চুক্তির সময় বিমা কোম্পানি তাকে বলেন উক্ত সময়ের মধ্যে মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি এ বিমা দাবির টাকা পাবেন এবং ১০ বছরের মধ্যে মৃত্যু না হলে তিনি নিজে টাকা পাবেন। এমনকি ৫ বছরের মধ্যে মৃত্যু হলেও তার মনোনীত ব্যক্তিকে ২০ লক্ষ টাকা প্রদান করা হবে। [ক্যান্টনমেন্ট কলেজ, যশোর]
ক.প্রিমিয়াম কী?১
খ.বিমা কীভাবে মানসিক উৎকর্ষ বাড়ায়? ব্যাখ্যা করো।২
গ.উদ্দীপকে উলিখিত ‘ঢ’ যে চুক্তিটি সম্পাদন করেছেন তা কোন ধরনের চুক্তি? ব্যাখ্যা করো।৩
ঘ.মি. ‘ঢ’ যে বিমাপত্র গ্রহণ করেছেন তার যৌক্তিকতা মূল্যায়ন করো।৪
৩২ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: বিমা কোম্পানি কর্তৃক ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য হলো প্রিমিয়াম।
খ উত্তর: বিপদের মুহূর্তে আঅর্থিক সহযোগিতার নিশ্চয়তা প্রদানের মাধ্যমে বিমা ব্যক্তি জীবনে মানসিক উৎকর্ষ বাড়ায়।
যেকোনো সময় মানুষের ব্যক্তি জীবনে দুর্ঘটনা ঘটতে পারে।
পরিবারের কোনো সদস্যের মৃত্যুতে বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে মানুষ আঅর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এরূপ বিপদে নেকে সান্ত্বনা প্রদান করলেও বস্তুতপক্ষে বিমা প্রতিষ্ঠানই কার্যকর পদক্ষেপ নেয়। কেননা, এরূপ ক্ষতির বিপক্ষে বিমা কোম্পানি আঅর্থিক প্রতিদানের নিশ্চয়তা প্রদান করে। এভাবে বিমা ব্যক্তি জীবনে মানসিক উৎকর্ষ বাড়ায়।
গ উত্তর: উদ্দীপকে ‘ঢ’ যে চুক্তিটি সম্পাদন করেছেন তা হলো মেয়াদি জীবন বিমা চুক্তি।
মেয়াদি জীবন বিমা চুক্তি বলতে এমন বিমা চুক্তিকে বুঝায় যা নির্দিষ্ট সময়কাল বা মেয়াদের জন্য খোলা হয়ে থাকে। এক্ষেত্রে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে থবা বেঁচে থাকলে তাকেই বিমার অর্থ পরিশোধ করা হয়।
উদ্দীপকে মি. ‘ঢ’ ১০ বছর মেয়াদি ২০ লক্ষ টাকা মূল্যের একটি বিমাপত্র গ্রহণ করে। তার এরূপ বিমাপত্রে বলা হয়েছে, এই সময়ের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমা দাবির টাকা পরিশোধ করা হবে।
এ সময়ের মধ্যে তিনি মারা না গেলে তাকেই এ অর্থ পরিশোধ করা হবে। অর্থাৎ মি. ‘ঢ’ এর গৃহীত বিমাপত্রের বৈশিষ্ট্যের সাথে মেয়াদি জীবন বিমাপত্রের বৈশিষ্ট্যের হুবহু মিল রয়েছে। তাই বলা যায়, মি. ‘ঢ’ নিঃসন্দেহে মেয়াদি জীবন বিমা চুক্তি করেছেন।
ঘ উত্তর: উদ্দীপকে মি. ‘ঢ’ যে মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন তা পুরোপুরি যৌক্তিক।
মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে মেয়াদ শেষে বিমাগ্রহীতাকে বিমাকৃত মূল্য পরিশোধ করা হয়। কোনো কারণে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এ মূল্য পরিশোধ করা হয়।
উদ্দীপকে মি. ‘ঢ’ ১০ বছর মেয়াদি ২০ লক্ষ টাকা একটি বিমাপত্র গ্রহণ করেন। বিমা চুক্তি নুযায়ী, ১০ বছর পর তাকে এই ২০ লক্ষ টাকা প্রদান করা হবে। তবে তিনি এ সময়ের মধ্যে মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এ অর্থ পরিশোধ করা হবে। অর্থাৎ তিনি মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছেন।
মেয়াদি জীবন বিমাপত্র সংগ্রহ করায় মি. ‘ঢ’ একদিকে আঅর্থিক সুরক্ষা এবং ন্যদিকে বিনিয়োগের সুযোগ পাবেন। কেননা, কোনো কারণে তিনি মারা গেলে তার পরিবার আঅর্থিক প্রতিদান স্বরূপ ২০ লক্ষ টাকা পাবে।
আবার, তিনি বেঁচে থাকলে ১০ বছর পর বোনাসসহ তার বিমার অর্থ ফেরত পাবেন। অর্থাৎ আঅর্থিক সুরক্ষা ও বিনিয়োগের সুযোগ থাকায় বলা যায়, তার গৃহীত বিমাপত্রটি যৌক্তিক হয়েছে।
প্রশ্ন ৩৩: মি. মিত ও মি. মিলন দুজন বন্ধু। মি. মিত বিমানের পাইলট। তিনি দু’বছরের জন্য জীবন বিমাপত্র খুলেছেন। এক্ষেত্রে প্রিমিয়াম কম। মারা গেলেই শুধু তার নমিনী অর্থ পাবেন। ন্যদিকে মি. মিলন এমন পলিসি খুলেছেন যাকে নির্দিষ্ট মেয়াদের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত ব্যক্তি থবা না মারা গেলে তিনি নিজেই তার মেয়াদ পূর্তিতে পুরো টাকা পাবেন। এতে প্রিমিয়ামের পরিমাণ বেশি। কিস্তিতে প্রিমিয়াম দিতে হবে। তিনি ভাবছেন এতে আঅর্থিক প্রতিরক্ষার পাশাপাশি বিনিয়োগ সুবিধাও পাওয়া যাবে।
[সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা]
ক.সমর্পণ মূল্য কী?১
খ.মালিক কর্মীদের জন্য একক বিমাপত্রের ধীনে কোন ধরনের বিমা করে? ব্যাখ্যা করো।২
গ.উদ্দীপকের মি. মিত কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।৩
ঘ.উদ্দীপকের বর্ণনা নুযায়ী মি. মিলন আঅর্থিক প্রতিরক্ষার পাশাপাশি বিনিয়োগ সুবিধাও পাবেন এ বক্তব্যের যথাঅর্থতা বিশ্লেষণ করো।৪
৩৩ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: সমর্পণ মূল্য হলো বিমাগ্রহীতা কর্তৃক পরিশোধিত প্রিমিয়ামের সেই ংশ, যা বিমাপত্র সমর্পণের সময় তাকে পরিশোধ করা হয়।
খ উত্তর: মালিক কর্মীদের জন্য একক বিমাপত্রের ধীনে গোষ্ঠী বিমা করে।
গোষ্ঠী বিমা ব্যবস্থায় একটা বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বিমাপত্রের ধীনে বিমা করা হয়ে থাকে। সাধারণত একই স্থানে কর্মরত কর্মীদের জন্য এ ধরনের বিমা করা হয়। মূলত কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা ও আঅর্থিক ক্ষতিপূরণের কথা চিন্তা করে নিয়োগকর্তা এ ধরনের বিমা করে।
গ উত্তর: উদ্দীপকে মি. মিত সাময়িক জীবন বিমাপত্র গ্রহণ করেছেন।
সাময়িক বিমাপত্র সাধারণ স্বল্পমেয়াদি হয়। এক্ষেত্রে বিমাগ্রহীতা মারা গেলেই তার মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করা হয়। তিনি বেঁচে থাকলে কোনো বিমা দাবি পরিশোধ করা হয় না।
উদ্দীপকে মি. মিত একজন পাইলট। তিনি ২ বছরের জন্য একটি জীবন বিমাপত্র খুলেছেন। এতে প্রিমিয়ামের হারও কম। তিনি এমন একটি বিমা পলিসি খুলেছেন যেখানে শুধু মারা গেলেই তার নমিনী অর্থ পাবেন।
সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে প্রিমিয়ামের হার কম হয় এবং বিমাগ্রহীতা মারা গেলেই মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করা হয়। এ সকল বৈশিষ্ট্য পর্যালোচনা করে বলা যায়, মি. মিত সাময়িক জীবন বিমাপত্র গ্রহণ করেছেন।
ঘ উত্তর: উদ্দীপকে মি. মিলন মেয়াদি জীবন বিমাপত্র খুলেছেন, যেখানে তিনি আঅর্থিক প্রতিরক্ষার পাশাপাশি বিনিয়োগ সুবিধাও পাবেন।
মেয়াদি জীবন বিমাপত্র বলতে এমন বিমাপত্রকে বুঝায় যা নির্দিষ্ট সময়কাল বা মেয়াদের জন্য খোলা হয়ে থাকে।
এক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের পর বিমাগ্রহীতাকে বিমা দাবি পরিশোধ করা হয়। তবে ঐ মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করা হয়।
উদ্দীপকে মি. মিত ও মি. মিলন দুজন বন্ধু। মি. মিলন একটি বিমা পলিসি খুলেছেন। এক্ষেত্রে তিনি মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে থবা বেঁচে থাকলে মেয়াদ শেষে তাকেই বিমার মূল্য পরিশোধ করা হবে।
বিমাচুক্তির বৈশিষ্ট্য নুযায়ী তিনি মেয়াদি জীবন বিমাপত্র খুলেছেন।
এরূপ বিমাপত্রের মাধ্যমে মি. মিলন তার পরিবারের জন্য আঅর্থিক সুরক্ষার ব্যবস্থা করেছেন। কেননা তার মৃত্যুতে পরিবার যেন অর্থকষ্টে না থাকে, সেই জন্য বিমা কোম্পানি বিমার মূল্য তার পরিবারকে পরিশোধ করবে।
অন্যদিকে, তিনি বেঁচে থাকলে এ বিমা পলিসি তার জন্য বিনিয়োগ স্বরূপ। কেননা, মেয়াদ শেষে তার প্রদত্ত সকল প্রিমিয়ামের সাথে বোনাসও প্রদান করা হবে। তাই বলা যায়, মি. মিলন এতে আঅর্থিক প্রতিরক্ষার পাশাপাশি বিনিয়োগ সুবিধাও পাবেন উক্তিটি যথাঅর্থ।
প্রশ্ন ৩৪: জনাব রিফাত সাহেব তার একটি মেশিন ক্রয়ের জন্য ‘সোনালী’ বিমা কোম্পানির সাথে ২,০০,০০০ টাকার এবং ‘রমনা’ বিমা কোম্পানির সাথে ৪,০০,০০০ টাকার বিমাপত্র ক্রয়ের মাধ্যমে চুক্তিবদ্ধ হলেন। কিন্তু দুর্ঘটনাবশত মেশিনটির ২,০০,০০০ টাকা সমমূল্যের ক্ষতি সংঘটিত হয়। [ভোলা সরকারি কলেজ]
ক.দায় বিমা কী?১
খ.‘নৈতিক ঝুঁকি’ কীভাবে বিমা পলিসিতে প্রভাব ফেলে?২
গ.উদ্দীপকের জনাব রিফাত সাহেব মেশিনের জন্য কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেন? ব্যাখ্যা করো।৩
ঘ.উদ্দীপকের আলোকে এ ধরনের বিমাপত্র গ্রহণের যৌক্তিকতা কতটুকু? মূল্যায়ন করো।৪
৩৪ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: কোনো দুর্ঘটনার কারণে তৃতীয় পক্ষের কোনো ক্ষতি হলে দায় বিমা চুক্তির মাধ্যমে তা পূরণের ব্যবস্থা করা হয়।
কারখানায় কোনো দুর্ঘটনায় শ্রমিকগণ আহত হলে সেখানে কর্মরত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে মালিক বাধ্য থাকে। এক্ষেত্রে কারখানার মালিক এরূপ ক্ষতিপূরণের জন্য বিমাচুক্তি করলে তা দায় বিমা হিসেবে গণ্য হবে।
খ উত্তর: নৈতিক ঝুঁকি বিমা পলিসিতে নেতিবাচক প্রভাব বিস্তার করে।
মানব সৃষ্ট ঝুঁকিই মূলত নৈতিক ঝুঁকি। প্রাকৃতিক ঝুঁকির ক্ষেত্রে নানা বিষয় বিবেচনা করে ঝুঁকি নুমান করা যায়। তবে নৈতিক ঝুঁকি নুমান করা সম্ভব। পণ্য গুদাম বিমা করে পরে পণ্য সরিয়ে আগুন লাগানো ও ক্ষতিপূরণ দাবি মূলত নৈতিক ঝুঁকির দ্বারা সৃষ্টি। তাই সম্পত্তির ক্ষতিতে নৈতিক ঝুঁকির প্রমাণ মিললে বিমা পলিসি কার্যকর হয়।
গ উত্তর: উদ্দীপকের জনাব রিফাত সাহেব মেশিনের জন্য দ্বৈত বিমা গ্রহণ করেন।
দ্বৈত বিমায় একই বিষয়বস্তু একাধিক বিমা কোম্পানির নিকট বিমা করা হয়। এ ধরনের বিমা সাধারণত ধিক মূল্যমানের সম্পদের ক্ষেত্রে করা হয়।
উদ্দীপকের জনাব রিফাত সাহেব একটি মেশিন ক্রয় করেন। জনাব রিফাত মেশিনটির আঅর্থিক ঝুঁকি নিরসনে এর বিমা করেন। তবে তিনি মেশিনটি দুটি বিমা কোম্পানির নিকট বিমা করেন।
অর্থাৎ জনাব রিফাত একই বিষয়বস্তুর জন্য দুটি বিমা কোম্পানির কাছ থেকে দুটি বিমাপত্র গ্রহণ করেন। এটি দ্বৈত বিমাপত্রের সাথে বৈশিষ্ট্যপূর্ণ। এক্ষেত্রে মেশিনটির ক্ষতিতে উভয় বিমা কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ করতে বাধ্য থাকবে।
ঘ উত্তর: উদ্দীপকে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতিতে আঅর্থিক সহায়তা নিশ্চিত করতে দ্বৈত বিমাপত্র গ্রহণ যৌক্তিক হয়েছে।
ধিক মূল্যমানের সম্পদ একটি বিমা কোম্পানির কাছে বিমা করা নেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। দ্বৈত বিমার ক্ষেত্রে একটি ধিক মূল্যের সম্পত্তির জন্য কোম্পানির কাছে বিমা করা হয়।
উদ্দীপকে জনাব রিফাত একটি মেশিন ক্রয় করেন। তবে মেশিনের মূল্য ধিক হওয়ায় তিনি দুটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। এক্ষেত্রে, মেশিনের জন্য একাধিক বিমাপত্র গ্রহণের উদ্দেশ্য হলো বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতিতে নিশ্চিত ক্ষতিপূরণ আদায়।
ধিক মূল্যবান সম্পত্তি বা যন্ত্রপাতির বিমাকৃত মূল্যও ধিক হয়। সেক্ষেত্রে বিমাকৃত সম্পত্তির ক্ষতিতে বিমাকারী প্রতিষ্ঠানটি তা পরিশোধে ক্ষম হতে পারে।
তাই একটি সম্পত্তির জন্য একাধিক বিমাকারী প্রতিষ্ঠানে বিমা করলে ক্ষতিপূরণ আদায়ে ধিক নিশ্চয়তা পাওয়া যায়। সুতরাং, মূল্যবান সম্পত্তির আঅর্থিক ঝুঁকি মোকাবিলায় দ্বৈত বিমা করা হয়ে থাকে।
প্রশ্ন ৩৫: জনাব ঢ এবং জনাব ণ দুইজন সরকারি চাকরিজীবী। জনাব ঢ দুই বছরের জন্য জাতিসংঘ মিশনে সোমালিয়া যান। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দুটি বিমাপত্র গ্রহণ করেন। সেখানে তিনি মারা গেলেই কেবল তার সন্তানেরা বিমা দাবি পাবেন। পরদিকে জনাব ণ বার্ষিক ২৫,০০০ টাকা বিমা কিস্তিতে ১০ বছরের জন্য তিন লক্ষ টাকায় একটি বিমাপত্র গ্রহণ করেন, সেখানে তিনি মারা না গেলেও নির্দিষ্ট সময় শেষে বিমা দাবি করেন। [ভোলা সরকারি কলেজ]
ক.মৃত্যুহার পঞ্জি কাকে বলে?১
খ.পুনর্বিমা বলতে কী বোঝায়?২
গ.জনাব ঢ গৃহীত বিমাপত্রটি কোন ধরনের বিমাপত্র? ব্যাখ্যা করো।৩
ঘ.জনাব ঢ এবং জনাব ণ গৃহীত দুটি বিমাপত্রের মধ্যে কোনটি বেশি লাভজনক বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।৪
৩৫ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: পরিসংখ্যান নুযায়ী নির্দিষ্ট বয়স সীমায় নির্দিষ্ট এলাকায় প্রতি হাজারে মৃত্যু ব্যক্তির সংখ্যা সংবলিত তালিকাকে মৃত্যুহার পঞ্জি বলে।
খ উত্তর: পুনর্বিমা বলতে পুনরায় বিমা করাকে বোঝায়।
এ ব্যবস্থায় বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির সম্পূর্ণ বা আংশিক নতুন কোনো বিমাকারীর নিকট র্পণ করে। এক্ষেত্রে, বিমা কোম্পানি নিজেই বিমাকারী ও বিমাগ্রহীতা উভয় ভ‚মিকা পালন করে। সাধারণত, ধিক ঝুঁকি সম্পন্ন বা ধিক মূল্যের বিমা পলিসি পুনর্বিমা করে ঝুঁকি বণ্টন করা হয়।
গ উত্তর: উদ্দীপকে জনাব ঢ-এর গৃহীত বিমাপত্রটি হলো সাময়িক বিমাপত্র।
সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে বিমা দাবির অর্থ পরিশোধ করা হয়।
উদ্দীপকে, জনাব ঢ একজন সরকারি চাকরিজীবী। তিনি দুই বছরের জন্য জাতিসংঘ মিশনে সোমালিয়া যান। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দুটি বিমাপত্র গ্রহণ করেন।
সেখানে তিনি মারা গেলেই কেবল তার সন্তানেরা বিমা দাবি পাবেন। সাধারণত সাময়িক বিমাপত্রের ক্ষেত্রেই বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমা দাবি পেয়ে থাকে। এখানেও, জনাব ঢ-এর গৃহীত বিমাপত্রের বৈশিষ্ট্য এরূপ হওয়ায় নিঃসন্দেহে বলা যায়, তার গৃহীত বিমাপত্রটি সাময়িক বিমাপত্র।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
ঘ উত্তর: উদ্দীপকে জনাব ঢ -এর গৃহীত সাময়িক বিমাপত্র এবং জনাব ণ-এর গৃহীত সাধারণ মেয়াদি বিমাপত্রের মধ্যে সাধারণ মেয়াদি বিমাপত্রটিই ধিক লাভজনক।
সাধারণ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করা হয়। তবে ঐ মেয়াদের মধ্যে উক্ত ব্যক্তির মৃত্যু না হলে মেয়াদ শেষে তাকেই বিমাকৃত অর্থ প্রদান করা হয়।
উদ্দীপকে জনাব ঢ তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে দুটি সাময়িক বিমাপত্র গ্রহণ করেন। ন্যদিকে জনাব ণ ১০ বছরের জন্য তিন লক্ষ টাকায় একটি বিমাপত্র গ্রহণ করেন। সেখানে উক্ত সময়ের মধ্যে তার মৃত্যু না হলে মেয়াদ শেষে তিনি বিমা দাবি পাবেন। অর্থাৎ জনাব ণ সাধারণ মেয়াদি বিমাপত্র গ্রহণ করেন।
এখানে, জনাব ঢ-এর মৃত্যু না হলে তিনি বিমা দাবি হিসেবে কোনো অর্থ পাবেন না। ন্যদিকে জনাব ণ মেয়াদ শেষে বিমা দাবি পাবেন। আবার, উভয় বিমাপত্রের ক্ষেত্রে বিমাকারীর মৃত্যু হলে তাদের মনোনীত ব্যক্তি বিমা দাবি পাবেন। অর্থাৎ জনাব ণ-এর গৃহীত সাধারণ মেয়াদি বিমাপত্র ধিক সুবিধা প্রদান করে বিধায় এটিই বেশি লাভজনক।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।