ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ১১-১৫ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ১১-১৫ | PDF
প্রশ্ন ১১: জনাব রিফাত সাহেব তার একটি মেশিন ক্রয়ের জন্য ‘সোনালী’ বিমা কোম্পানির সাথে ২,০০,০০০ টাকার এবং ‘রমনা’ বিমা কোম্পানির সাথে ৪,০০,০০০ টাকার বিমাপত্র ক্রয়ের মাধ্যমে চুক্তিবদ্ধ হলেন। কিন্তু দুর্ঘটনাবশত মেশিনটির ২,০০,০০০ টাকা সমমূল্যের ক্ষতি সংঘটিত হয়। [ঢা. বো. ১৬]
ক.দায় বিমা কী?১
খ.‘নৈতিক ঝুঁকি’ কীভাবে বিমা পলিসিতে প্রভাব ফেলল?২
গ.জনাব রিফাত সাহেব মেশিনের জন্য কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেন? ব্যাখ্যা করো।৩
ঘ.উদ্দীপকের আলোকে এ ধরনের বিমাপত্র গ্রহণের যৌক্তিকতা কতটুকু? মূল্যায়ন করো।৪
১১ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: যে চুক্তি মোতাবেক নির্ধারিত ঝুঁকিজনিত যেকোনো ধরনের ক্ষতিপূরণ করার জন্য বিমাগ্রহীতার মতো বিমাকারী প্রতিষ্ঠানও সমভাবে দায়বদ্ধ থাকে তাকে দায় বিমা বলে।
খ উত্তর: নৈতিক ঝুঁকির সম্ভাবনা যত বেশি সেক্ষেত্রে বিমা গৃহীত হওয়ার সম্ভাবনা তত কম।
বিমাগ্রহীতার চরিত্র বা পার্শ্ববর্তী লোকজনের কার্যকলাপ থেকে সৃষ্ট ঝুঁকিকেই নৈতিক ঝুঁকি বলে। এ ধরনের ঝুঁকির মাত্রা বেশি থাকলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই এ ঝুঁকির সম্ভাবনা বেশি হলে বিমা কোম্পানি কর্তৃক বিমা গৃহীত হওয়ার সম্ভাবনা তত কম হয়ে থাকে।
গ উত্তর: উদ্দীপকে জনাব রিফাত সাহেব মেশিনের জন্য দ্বৈত বিমাপত্র গ্রহণ করেন।
কোনো একক বিষয়বস্তু একাধিক বিমা কোম্পানির নিকট বিমা করা হলে তাকে দ্বৈত বিমাপত্র বলে।
উদ্দীপকে রিফাত সাহেব তার মেশিনের জন্য ‘সোনালী’ ও ‘রমনা’ দুটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। তিনি প্রথমটির জন্য ২ লক্ষ টাকা এবং দ্বিতীয়টির জন্য ৪ লক্ষ টাকার বিমাপত্র গ্রহণ করেন। ৎ
সাধারণত, সম্পত্তি বিমার ক্ষেত্রে ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে একই সম্পত্তি একাধিক বিমা কোম্পানির নিকট বিমা করা যায়। এরূপ বিমাপত্রকে দ্বৈত বিমা বলা হয়ে থাকে।
যেহেতু জনাব রিফাত একই মেশিনের জন্য দুটি বিমা কোম্পানির নিকট থেকে বিমাপত্র সংগ্রহ করেন সেহেতু তার বিমাপত্রটি দ্বৈত বিমাপত্রের সাথেই সঙ্গতিপূর্ণ। সুতরাং তিনি মেশিনের জন্য দ্বৈত বিমাপত্র গ্রহণ করেছেন।
ঘ উত্তর: উদ্দীপকে দ্বৈত বিমাপত্র গ্রহণ করা পুরোপুরি যৌক্তিক হয়েছে।
সাধারণত ধিক মূল্যমানের সম্পত্তির ঝুঁকি হ্রাস ও ঝুঁকি বণ্টনের নিমিত্তে একাধিক বিমা কোম্পানিতে একাধিক বিমাচুক্তি সম্পাদন করা হয়, যা দ্বৈত বিমা নামে পরিচিত।
উদ্দীপকে জনাব রিফাত সাহেব একটি মেশিনের জন্য দ্বৈত বিমাপত্র সংগ্রহ করেন। তিনি সোনালী ও রমনা নাক উত্তর: দু’টি কোম্পানির সাথে একই মেশিনের জন্য বিমাপত্র সংগ্রহ করেন।
সাধারণত ধিক মূল্যের সম্পত্তির ক্ষেত্রে ধিক ঝুঁকি বিদ্যমান। ফলে একটি বিমা কোম্পানির নিকট এরূপ বিমা করা হলে জনাব রিফাতের বিমাকৃত মূল্য প্রাপ্তিতে নিশ্চয়তার সৃষ্টি হতে পারে।
এমনকি সম্পূর্ণ ক্ষতিতে বিমা কোম্পানি দেউলিয়াও হয়ে যেতে পারে। তাই আনুপাতিক ংশগ্রহণের মাধ্যমে এই ঝুঁকি দ্বৈত বিমাপত্রের মাধ্যমে হ্রাস করা যায়। সুতরাং এ ধরনের বিমাপত্র গ্রহণ করা সম্পূর্ণ যৌক্তিক।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
প্রশ্ন ১২ : জনাব ঢ এবং জনাব ণ দুইজন সরকারি চাকরিজীবী। জনাব ঢ দুই বছরের জন্য জাতিসংঘ মিশনে সোমালিয়া যান। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দুই বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। যেখানে তিনি মারা গেলেই কেবল তার সন্তানেরা বিমা দাবি পাবেন। পরদিকে জনাব ণ বার্ষিক ২৫,০০০ টাকা বিমা কিস্তিতে ১০ বছরের জন্য তিন লক্ষ টাকায় একটি বিমাপত্র গ্রহণ করেন, যেখানে তিনি মারা না গেলেও নির্দিষ্ট সময় শেষে বিমা দাবি পাবেন।
[রা. বো., সি. বো. ১৬]
ক.মৃত্যুহার পঞ্জি কাকে বলে?১
খ.পুনর্বিমা বলতে কী বোঝায়?২
গ.জনাব ঢ-এর গৃহীত বিমাপত্রটি কোন ধরনের বিমাপত্র? ব্যাখ্যা করো।৩
ঘ.জনাব ঢ এবং জনাব ণ গৃহীত দুটি বিমাপত্রের মধ্যে কোনটি বেশি লাভজনক বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।৪
১২ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: তীতের পরিসংখ্যান ও ভিজ্ঞতার আলোকে নির্দিষ্ট বয়সসীমায় প্রতি হাজারে সম্ভাব্য মৃত ব্যক্তির সংখ্যা সম্বলিত সারণিকে মৃত্যুহার পঞ্জি বলে।
খ উত্তর: বড় ঝুঁকির ক্ষেত্রে একটি বিমা কোম্পানি সব ঝুঁকি নিতে সক্ষম না হলে ঝুঁকির ংশবিশেষ পুনঃচুক্তির মাধ্যমে ন্য কোনো বিমা কোম্পানির ওপর ন্যস্ত করলে তাকে পুনর্বিমা বলে।
পুনর্বিমা তখনই করা হয় যখন একটি বিমা কোম্পানি নুধাবন করে যে তার গৃহীত ঝুঁকির পরিমাণ ত্যধিক হয়ে যাচ্ছে এবং সামঅর্থ্যরে বাইরে চলে যাচ্ছে। পুনর্বিমার মাধ্যমে ঝুঁকিকে বিমাকারীদের মাঝে পুনর্বণ্টন করা হয় ঝুঁকি হ্রাস ও ঝুঁকি বণ্টনের উদ্দেশ্যে।
গ উত্তর: উদ্দীপকে জনাব ঢ কর্তৃক গৃহীত বিমাপত্রটি সাময়িক বিমাপত্র।
স্বল্প মেয়াদের জন্য অর্থাৎ তিন মাস থেকে সর্বোচ্চ ৫ বছরের জন্য যে জীবন বিমাপত্র খোলা হয় তাকে সাময়িক বিমাপত্র বলে। কেবলমাত্র বিমাকৃত মারা গেলেই বিমা কোম্পানি বিমাদাবির অর্থ পরিশোধ করে।
উদ্দীপকে সরকারি চাকরিজীবী জনাব ঢ দুই বছরের জন্য জাতিসংঘ মিশনে সোমালিয়া যান। তিনি তার সন্তানদের নিয়ে চিন্তিত এবং তাদের কথা বিবেচনা করে দুই বছর মেয়াদি একটি সাময়িক বিমাপত্র গ্রহণ করেন।
চুক্তিপত্র নুযায়ী দুই বছরের মধ্যে তিনি মারা গেলে তার সন্তানেরা বিমাদাবি পাবেন। আবার সাময়িক বিমার শর্তানুযায়ী তিনি যদি মারা না যান তাহলে তিনি বিমাদাবির কিছুই পাবেন না।
সুতরাং দেখা যাচ্ছে, জনাব ঢ-এর গৃহীত বিমাপত্রটির বৈশিষ্ট্যের সাথে সাময়িক বিমাপত্রের বৈশিষ্ট্য মিলে যায়। তাই তার গৃহীত বিমাপত্রটি সাময়িক বিমাপত্র।
ঘ উত্তর: জনাব ঢ এবং জনাব ণ-এর গৃহীত বিমাপত্র দুটি যথাক্রমে সাময়িক ও মেয়াদি বিমাপত্রের মধ্যে মেয়াদি বিমাপত্রটি ধিক লাভজনক বলে আমি মনে করি।
যে বিমাপত্রের অর্থ বিমার মেয়াদপূর্তিতে বা বিমাগ্রহীতার মৃত্যুতে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীকে নিশ্চিতভাবে পরিশোধ করা হবে বলে প্রতিশ্র“তি দেয়া হয় তাকে মেয়াদি বিমাপত্র বলে।
উদ্দীপকে জনাব ঢ এবং জনাব ণ দুইজন সরকারি চাকরিজীবী। জনাব ঢ সোমালিয়া যান, যে কারণে তিনি দুই বছরের একটি সাময়িক বিমাপত্র নেন। পক্ষান্তরে, জনাব ণ বার্ষিক ২৫,০০০ টাকা কিস্তিতে ১০ বছর মেয়াদি ৩ লক্ষ টাকার একটি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেন। এখানে তিনি মারা না গেলেও টাকা পাবেন।
উদ্দীপক নুসারে জনাব ঢ-কে জনাব ণ পেক্ষা কম প্রিমিয়াম পরিশোধ করতে হবে। কিন্তু জনাব ঢ কর্তৃক গৃহীত সাময়িক বিমাপত্রে কেবল তার মৃত্যুতেই বিমাদাবি পরিশোধ করা হবে।
অথচ জনাব ণ কর্তৃক গৃহীত মেয়াদি বিমাপত্রে তার মৃত্যুতে মনোনীত ব্যক্তি বা মেয়াদপূর্তিতে স্বয়ং জনাব ণ ঐ বিমাদাবির অর্থ ভোগ করতে পারবেন, যা জনাব ঢ পারবেন না। তাছাড়া সাময়িক বিমাপত্র সম্পূর্ণ মুনাফাবিহীন।
তাই লাভজনকতা বিচারে জনাব ঢ ও জনাব ণ-এর গৃহীত বিমাপত্রদ্বয়ের মধ্যে জনাব ণ-এর বিমা অর্থাৎ মেয়াদি বিমা জনাব ঢ-এর সাময়িক বিমা পেক্ষা উত্তম।
প্রশ্ন ১৩: মি. সাজ্জাদ একজন বৈমানিক। ত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশায় নিয়োজিত থাকায় তার পরিবারের কথা চিন্তা করে তিনি এককালীন কিস্তি পরিশোধের ভিত্তিতে ৫ বছর মেয়াদি একটি জীবন বিমাপত্র ক্রয় করেন। ৫ বছর তিবাহিত হলে তিনি বিমা দাবি করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে। ন্যদিকে মি. আলগ উত্তর:ীর ১৮ বছর মেয়াদি একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। ৫ বছর তিক্রান্ত হওয়ার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মি. আলগ উত্তর:ীরের স্ত্রী দাবি উপস্থাপন করলে বিমা কোম্পানি দাবি পরিশোধ করে। [দি. বো. ১৬]
ক.সমর্পন মূল্য কী?১
খ.মৃত্যুহার পঞ্জি বলতে কী বোঝায়?২
গ.উদ্দীপকে মি. সাজ্জাদ যে বিমাপত্র ক্রয় করেছেন তা মেয়াদের ভিত্তিতে কী ধরনের বিমাপত্র? ব্যাখ্যা করো।৩
ঘ.উদ্দীপকের ২য় বিমাপত্রটি একই সাথে বিনিয়োগ ও আঅর্থিক সুরক্ষার সুযোগ দেয়- তোমার মতামত দাও।৪
১৩ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: বিমা পলিসি কোম্পানির নিকট র্পণের পর পলিসি মালিক যে পরিমাণ অর্থ গ্রহণ করে তাকে সমর্পন মূল্য বলে।
খ উত্তর: তীত পরিসংখ্যানের আলোকে নির্দিষ্ট বয়সসীমার হাজার প্রতি মৃত্যুর সম্ভাবনা যে সারণিতে প্রস্তুত করা হয় তাকে মৃত্যুহার পঞ্জি বলে।
মৃত্যুহার পঞ্জি তালিকা সাধারণত বিমাকারী প্রতিষ্ঠান তৈরি করে থাকে। এর সাহায্যে তীত ভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ মৃত্যুহার সম্পর্কে ধারণা পাওয়া যায়।
গ উত্তর: উদ্দীপকে মি. সাজ্জাদ মেয়াদের ভিত্তিতে একটি সাময়িক বিমাপত্র ক্রয় করেছেন।
যে বিমাপত্রে স্বল্প মেয়াদের জন্য সাধারণত ৩ মাস থেকে ৫ বছরের জন্য খোলা হয় তাকে সাময়িক বিমাপত্র বলে। এ বিমাপত্রে মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী বিমাদাবি আদায় করতে পারেন। তবে মারা না গেলে কোনো বিমাদাবি প্রদান করা হয় না।
উদ্দীপকে মি. সাজ্জাদ এককালীন কিস্তি পরিশোধের মাধ্যমে ৫ বছর মেয়াদি একটি জীবন বিমাপত্র ক্রয় করেন। কিন্তু মেয়াদ পূর্ণ হলেও বেঁচে থাকায় তিনি কোনো বিমাদাবি পাননি।
কারণ, তার গৃহীত বিমাপত্রটি একটি সাময়িক বিমাপত্র। এ ধরনের জীবন বিমায় শুধু বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলেই বিমাদাবি পরিশোধ করা হয়। এক্ষেত্রে প্রদত্ত প্রিমিয়াম বিমা কোম্পানির লাভ। সুতরাং মি. সাজ্জাদের ক্রয়কৃত বিমাপত্রটি একটি সাময়িক জীবন বিমাপত্র।
ঘ উত্তর: উদ্দীপকের দ্বিতীয় বিমাপত্রটি একই সাথে বিনিয়োগ ও আঅর্থিক সুরক্ষার সুযোগ দেয়।
নির্দিষ্ট মেয়াদের জন্য যে বিমাপত্র গ্রহণ করা হয় এবং মেয়াদ শেষে বা বিমাগ্রহীতা মারা গেলে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলে।
উদ্দীপকে উলিখিত মি. আলগ উত্তর:ীর ১৮ বছরের জন্য একটি বিমা চুক্তি সম্পাদন করেন এবং ৫ বছর প্রিমিয়াম প্রদানের পর তিনি মারা যান। মি. আলমীগের স্ত্রী বিমাদাবি করলে বিমা কোম্পানি তা পরিশোধ করে।
কারণ, তার গৃহীত বিমাপত্রটি একটি মেয়াদি বিমাপত্র ছিল।
মি. আলগ উত্তর:ীরের নির্দিষ্ট সময় পর পর প্রিমিয়াম প্রদান করেন। এ প্রিমিয়ামের অর্থ যেহেতু মেয়াদপূর্তির আগে প্রদান করা হবে না তাই বিমা কোম্পানি এ অর্থ বিনিয়োগের সুযোগ পায়।
আবার মি. আলগ উত্তর:ীর যেহেতু কিস্তিতে প্রিমিয়াম প্রদান করেছেন তাই এটি তাকে সঞ্চয়ের সুবিধাও প্রদান করছে। মেয়াদপূর্তিতে বা বিমাগ্রহীতার মৃত্যুতে এককালীন বিমাদাবি প্রাপ্তিতে তা বিনিয়োগযোগ্য মূলধন হিসেবেও পরিগণিত হয়।
তাই বলা যায়, মি. আলগ উত্তর:ীরের বিমাপত্রটি একই সাথে বিনিয়োগ ও আঅর্থিক সুরক্ষার সুযোগ সৃষ্টি করে।
প্রশ্ন ১৪: জনাব রিয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। স্বল্প বেতনের কারণে তিনি নিজের এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বিদ্যালয়টির প্রধান শিক্ষকের পরামর্শে তিনি ‘আলফা বিমা কোম্পানির নিকট থেকে নিজের ও স্ত্রীর নামে ২০ বছর মেয়াদি আলাদা দুইটি বিমা পলিসি গ্রহণ করেন। বিমা চুক্তির শর্ত নুযায়ী বিমাকৃত সময়ের মধ্যে মৃত্যু হলে বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তি আর মৃত্যু না হলে বিমাগ্রহীতা নিজে বিমা দাবি লাভ করবেন। বিমা পলিসি গ্রহণের ১০ বছর পর জনাব রিয়াজের মৃত্যু হলে তার স্ত্রী ও বৃদ্ধা মা উভয়ই বিমা দাবি প্রাপ্তির জন্য বিমা কোম্পানির নিকট দাবি পেশ করে। বিমা কোম্পানিটি জনাব রিয়াজের মায়ের দাবি প্রত্যাখ্যান করেন এবং তার স্ত্রীর দাবিকে সমঅর্থন করে দাবি পূরণের নিশ্চয়তা দেন। [কু. বো. ১৬]
ক.মৃত্যুহার পঞ্জি কী?১
খ.জীবন বিমা কোন ধরনের চুক্তি? ব্যাখ্যা করো।২
গ.উদ্দীপকের জনাব রিয়াজ কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।৩
ঘ.বিমা প্রতিষ্ঠানটি কর্তৃক জনাব রিয়াজের মায়ের দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।৪
১৪ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: মৃত্যুহার পঞ্জি হলো তীত মৃত্যুহারের নথিপত্রের ওপর ভিত্তি করে ভবিষ্যতের মৃত্যুহার সম্পর্কে ধারণা করার একটি কৌশল।
খ উত্তর: জীবন বিমা এক ধরনের নিশ্চয়তার চুক্তি।
মানুষের জীবন সংশ্লিষ্ট ঝুঁকি আঅর্থিকভাবে মোকাবিলার ব্যবস্থাই জীবন বিমা। ন্যান্য বিমার মতো এটি কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়। কারণ, জীবনহানি হলে ক্ষতির পরিমাণ অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। এক্ষেত্রে বিমাগ্রহীতাকে জীবনহানি বা ক্ষতির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্র“তি দেয়া হয়।
গ উত্তর: উদ্দীপকে জনাব রিয়াজ যে ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন তা মেয়াদি বিমাপত্র।
সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য বা বিমাগ্রহীতার নির্দিষ্ট বয়স পর্যন্ত মেয়াদি বিমা করা হয়। বিমার মেয়াদ শেষ হওয়ার পর বা বিমাগ্রহীতার মৃত্যুতে বিমাদাবি পরিশোধ করা হয়। মেয়াদি বিমাপত্র পেক্ষাকৃত দীর্ঘ সময়ের জন্য ইস্যু করা হয়।
উদ্দীপকে রিয়াজ আলফা বিমা কোম্পানির নিকট থেকে নিজের ও স্ত্রীর নামে ২০ বছর মেয়াদি আলাদা দুটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। বিমা চুক্তির শর্ত অনুযায়ী ২০ বছরের মধ্যে মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি আর মৃত্যু না হলে বিমাগ্রহীতা নিজে বিমাদাবি লাভ করবেন। অর্থাৎ তিনি তার নিজের ও স্ত্রীর জন্য পৃথক দুটি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।
কেননা, তিনি ২০ বছর সময়ের জন্য বিমাপত্র গ্রহণ করেছেন। এর মধ্যে মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি এ বিমার দাবি আদায় করতে পারবেন। সুতরাং বলা যায়, তিনি তার নিজের ও স্ত্রীর জন্য পৃথক দুটি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।
ঘ উত্তর: জনাব রিয়াজের বিমার ক্ষেত্রে তার মা মনোনীত ব্যক্তি না হওয়ায় বিমা কোম্পানি তার দাবি প্রত্যাখ্যান করেছে।
যে বিমাপত্রের মাধ্যমে একটি নির্দিষ্ট মেয়াদ শেষে বিমার অর্থ পরিশোধ করা হবে বলে প্রতিশ্র“তি দেয়া হয় তাকে মেয়াদি বিমাপত্র। এক্ষেত্রে বিমাগ্রহীতা নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে বিমাকৃত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। উক্ত সময়ের আগে তার মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তিকে বিমার টাকা পরিশোধ করা হয়।
উদ্দীপকে জনাব রিয়াজ তার নিজের ও স্ত্রীর নামে ২০ বছর মেয়াদি দুটি বিমা পলিসি গ্রহণ করেন। তার গৃহীত পলিসি দুটি মেয়াদি বিমাপত্র। পলিসি গ্রহণের ১০ বছর পর তার মৃত্যু হলে তার স্ত্রী ও মা উভয়ই বিমা কোম্পানির নিকট দাবি পেশ করেন। বিমা কোম্পানি তার মায়ের দাবি প্রত্যাখ্যান করে তার স্ত্রীকে বিমাদাবি পরিশোধ করে।
জনাব রিয়াজের বিমা চুক্তির শর্ত নুযায়ী বিমাকৃত সময়ের মধ্যে তার মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি বা মৃত্যু না হলে তিনি নিজে বিমাদাবি লাভ করবেন। অর্থাৎ তার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকেই বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করবে।
তাই তার মাকে বিমাদাবি পরিশোধ করা হয়নি। কেননা, বিমাপত্রে তার বৃদ্ধা মা মনোনীত ব্যক্তি ছিলেন না। সুতরাং বলা যায়, জনাব রিয়াজের মনোনীত ব্যক্তি তার মা না হওয়ায় বিমা কোম্পানি কর্তৃক তার মায়ের দাবি প্রত্যাখ্যান করা যৌক্তিক হয়েছে।
প্রশ্ন ১৫: মনিরুজ্জামান নিজের বর্তমানে পরিবারের কথা বিবেচনা করে ১৮ বছর মেয়াদি একটি বিমাপত্র গ্রহণ করেন। কিন্তু তিনি মাত্র ৩টি প্রিমিয়াম প্রদান করে মৃত্যুবরণ করেন। [চ. বো. ১৬]
ক.বোনাস কী?১
খ.বিমাযোগ্য স্বাঅর্থ কী? বুঝিয়ে লেখো।২
গ.উদ্দীপকে মনিরুজ্জামান যে বিমাপত্রটি গ্রহণ করেন তা কোন ধরনের? বিস্তারিত লেখো।৩
ঘ.সম্পূর্ণ বিমার টাকা দাবি উক্ত পরিবারের জন্য কতটা যৌক্তিক বলে তুমি করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।৪
১৫ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: বিমা কোম্পানি ধিক মুনাফার যে ংশ বিমাগ্রহীতাদের মধ্যে বিতরণ করে সেই বিতরণকৃত লভ্যাংশকেই বোনাস বলে।
খ উত্তর: বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার যে আঅর্থিক স্বাঅর্থ থাকে তাকে বিমাযোগ্য স্বাঅর্থ বলে। এ ধরনের স্বাঅর্থ না থাকলে বিমা চুক্তি করা যায় না।
সাধারণত বিমাযোগ্য স্বাঅর্থ বিমাকারী প্রতিষ্ঠান দ্বারা সংরক্ষিত হয়। মূলত বিমার বিষয়বস্তুর ওপর বিমাকারীর আঅর্থিক স্বাঅর্থ থাকে এবং বিমাকারী প্রতিষ্ঠান এ বিমাকৃত বিষয়বস্তুর আঅর্থিক ক্ষতি হলে তা পূরণের দায়িত্ব গ্রহণ করে।
গ উত্তর: উদ্দীপকে মনিরুজ্জামান মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছেন।
যে জীবন বিমাপত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় এবং এ সময়ের মধ্যে ব্যক্তি মারা গেলে মনোনীত ব্যক্তিকে মেয়াদপূর্তিতে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলে।
উদ্দীপকে মনিরুজ্জামান নিজের বর্তমানে পরিবারের কথা বিবেচনা করে ১৮ বছর মেয়ািদ একটি বিমাপত্র গ্রহণ করেন। যা জীবন বিমাপত্রের মেয়াদি বিমার বৈশিষ্ট্য।
মূলত মেয়াদি জীবন বিমাপত্র দীর্ঘমেয়াদি হয়ে থাকে। সাধারণত ৫ বছর থেকে ধিক সময়ের জন্য এ বিমাপত্র গৃহীত হয়ে থাকে এবং এতে বিমা প্রিমিয়ামের পরিমাণও কম হয়। সুতরাং মনিরুজ্জামানের গৃহীত বিমাপত্রটির দীর্ঘমেয়াদি হওয়ায় তা মেয়াদি জীবন বিমাপত্র ।
ঘ উত্তর: উদ্দীপকে মনিরুজ্জামানের মৃত্যুতে তার পরিবার কর্তৃক সম্পূর্ণ বিমার টাকা দাবি যথাঅর্থই যৌক্তিক বলে আমি মনে করি।
মেয়াদি জীবন বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে থবা উক্ত মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা না গেলে মেয়াদপূর্তিতে তাকে বিমাকৃত অর্থ প্রদান করা হয়ে থাকে।
উদ্দীপকে মনিরুজ্জামান নিজের বর্তমানে পরিবারের আঅর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে নিজের জীবনের ওপর একটি বিমাপত্র গ্রহণ করেন। জীবন বিমাপত্রটির মেয়াদ ১৮ বছর। অর্থাৎ মনিরুজ্জামানের গৃহীত বিমাপত্রটি একটি মেয়াদি জীবন বিমাপত্র। তবে কেবলমাত্র তিনটি বিমা প্রিমিয়াম কিস্তি পরিশোধ করে মনিরুজ্জামান মারা যান।
মনিরুজ্জামান যেহেতু তার বর্তমানে পরিবারের আঅর্থিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিমাপত্রটি গ্রহণ করেছিলেন সেহেতু তার পরিবারের দ্বারা বিমাদাবি উপস্থাপন যৌক্তিক।
তবে এক্ষেত্রে প্রশ্ন আসে বিমা কোম্পানি সম্পূর্ণ বিমামূল্য পরিশোধ করবে কিনা। মেয়াদি বিমাপত্রের বিমাদাবি পরিশোধের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাদাবি পূরণে বাধ্য থাকে। তাই মনিরুজ্জামানের জীবন বিমাপত্রটি মেয়াদি বিমাপত্র হওয়ায় তার পরিবার বিমার সম্পূর্ণ মূল্য পাওয়ার যৌক্তিক দাবিদার।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।