ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১ | সৃজনশীল প্রশ্ন ২১-২৫ | PDF : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১ | সৃজনশীল প্রশ্ন ২১-২৫ | PDF
প্রশ্ন ২১: জাহাঙ্গীর একজন মধ্যম আয়ের চাকরিজীবী। তার শেয়ার ব্যবসার প্রতি নেক আগ্রহ। তারই ফলে তিনি একটি কোম্পানির ইউনিট সার্টিফিকেট ক্রয় করেন যারা ঐ সংগৃহীত র্থ দেশের মাধ্যমিক বাজারসহ ন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করে। ন্যদিকে, জামান তার মুদি ব্যবসায়ের ক্ষেত্রে প্রকট র্থ সংকটে পতিত হয়ে তার থানায় একটি ব্যাংকের শরণাপন্ন হন। ব্যাংকটি তাকে কোনো ধরনের ঋণ প্রদানে সমম্মিত জানায় এবং সাথে সাথে এটাও জানায় যে, এই ব্যাংকটি কৃষকদের সহযোগিতার জন্য কাজ করে। [কিএশারগল্ক সরকারি মহিলা কএলজ]
ক.একক ব্যাংক কাকে বলে?১
খ.ব্যাংককে ব্যবসায়ের জীবনীশক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো।২
গ.উদ্দীপকে উলিখিত প্রথম ব্যাংকটি কার্যের ভিত্তিতে কোন ধরনের আওতায় পড়ে বর্ণনা করো।৩
ঘ.জাহাঙ্গীর ও জামানের ব্যাংক দুটির মধ্যে যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আছে তা বিশ্লেষণ করো।৪
২১ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: যে ব্যবস্থায় একটি ফিসের মাধ্যমে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়, তাকে একক ব্যাংক বলে।
খ উত্তর: ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে বলে ব্যাংককে ব্যবসায়ের জীবনীশক্তি বলা হয়।
ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে র্থ প্রয়োজন। ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে ব্যাংক থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে ঋণ নিতে পারে। তাছাড়া ব্যবসায়ের জন্য পণ্য আমদানি রপ্তানি করতেও ব্যাংকের সাহায্য প্রয়োজন হয়।
গ উত্তর: উদ্দীপকে উলিখিত প্রথম ব্যাংকটি কার্যের ভিত্তিতে বিশেষায়িত ব্যাংকের আওতায় একটি বিনিয়োগ ব্যাংক।
দীর্ঘমেয়াদি ঋণদান, নতুন কোম্পানিকে শেয়ার ইস্যুতে সহায়তা করার উদ্দেশ্যে বিনিয়োগ ব্যাংক কাজ করে। এ ব্যাংক বলেখক হিসেবেও কাজ করে।
উদ্দীপকে জাহাঙ্গীর একজন মধ্যম আয়ের চাকরিজীবী। তার শেয়ার ব্যবসায়ের প্রতি নেক আগ্রহ। তার ফলে তিনি একটি কোম্পানির সার্টিফিকেট ক্রয় করেন। তারা সংগৃহীত র্থ দেশের মাধ্যমিক বাজারের ন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করে।
বিনিয়োগ ব্যাংক নতুন ব্যবসায়ে দীর্ঘমেয়াদি ঋণদান করে থাকে। এ ঋণ সাধারণত শেয়ার ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করা হয়। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে এরা র্থ সংগ্রহ করে।
এ র্থ বিনিয়োগকারীদের পক্ষে বিভিন্ন লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করে। উদ্দীপকে জাহাঙ্গীর একইভাবে কোম্পানির ইউনিট সার্টিফিকেট ক্রয় করেছেন। এ থেকে বলা যায়, জাহাঙ্গীরের লেনদেনকৃত ব্যাংকটি একটি বিনিয়োগ ব্যাংক।
ঘ উত্তর: জাহাঙ্গীরের ব্যাংকটি বিনিয়োগ ব্যাংক আর জামানের ব্যাংকটি কৃষি ব্যাংক। ব্যাংক দুটির কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে।
র্থনীতির বিশেষ কোনো খাতের উন্নয়নের লক্ষ্যে কাজ করে বিশেষায়িত ব্যাংক। বিনিয়োগ ব্যাংক ও কৃষি ব্যাংক উভয়ই বিশেষায়িত ব্যাংকের উদাহরণ।
উদ্দীপকে জাহাঙ্গীর মধ্যম আয়ের চাকরিজীবী। তিনি একটি কোম্পানির ইউনিট সার্টিফিকেট ক্রয় করেন। কোম্পনি তার মতো বিনিয়োগকারীর কাছ থেকে র্থ সংগ্রহ করে বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে।
এ সকল বৈশিষ্ট্য প্রমাণ করে জাহাঙ্গীর বিনিয়োগ ব্যাংক থেকে ইউনিট সার্টিফিকেট ক্রয় করেন। ন্যদিকে জামান তার মুদি ব্যবসায়ের জন্য ঋণ সহায়তা চাইলে তার ব্যাংকটি সম্মতি জানায়। সাথে আরও জানায় ব্যাংকটি কৃষকদের সহযোগিতার কাজ করে। র্থাৎ ব্যাংকটি কৃষি ব্যাংক।
বিনিয়োগ ব্যাংক ও কৃষি ব্যাংক উভয়ই বিশেষ ক্ষেত্র নিয়ে কাজ করে। এ দিকে থেকে তারা উভয়ই বিশেষায়িত ব্যাংক। তারা র্থনীতির উন্নয়নে ঋণ সহায়তা প্রদান করে।
বিনিয়োগ ব্যাংক শেয়ারে বিনিয়োগ কর, বলেখক হিসেবে কাজ করে। ইউনিট সার্টিফিকেট বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। ন্যদিকে কৃষি ব্যাংক কৃষি খাতে ঋণদান করে। ঋণদানের পাশাপাশি কিছু সাধারণ ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে।
প্রশ্ন ২২: একটি দেশের র্থনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য ব্যাংকের ভ‚মিকা বর্ণনাতীত। রোম সভ্যতা যেমন একদিনেই গড়ে উঠেনি ঠিক তেমনি আধুনিক ব্যাংক ব্যবস্থাও একদিনে গড়ে উঠেনি। নেক বিবর্তন এবং ক্রমোন্নতির ধারাবাহিকতার ফসল এই বর্তমান আধুনিক ব্যাংক ব্যবস্থা। এই উন্নয়নের পেছনে নেক শ্রেণি পেশার মানুষের বদান রয়েছে। আধুনিক ব্যাংকের পূর্বসূরি হিসেবে তাদের বদান রয়েছে এবং তাদের সেই র্থনৈতিক কার্যাবলির সাথে আজকের আধুনিক ব্যাংক কার্যক্রমের নেক মিল পরিলক্ষিত হচ্ছে। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ্যান্ড কলেজ, সৈয়দপুর]
ক.হোল্ডিং কোম্পানি ব্যাংক কী?১
খ.“তালিকাভুক্ত ব্যাংক কম ঝুঁকিপূর্ণ”Ñ ব্যাখ্যা করো।২
ঈ গ. “পূর্বেকার ব্যাংক ব্যবস্থার উত্তরসূরীদের নেক কাজ এখন বর্তমান ব্যাংক ব্যবস্থায় পরিলক্ষিত হয়”Ñ ব্যাখ্যা করো। ৩
ঈ ঘ. উদ্দীপকের আলোচনা নুযায়ী আধুনিক ব্যাংক ব্যবস্থায় উন্নয়নের পেছনে উত্তরসূরীদের বদান সম্পর্কে তোমার মতামত দাও। ৪
২২ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: যে ব্যাংক ন্য কোনো ব্যাংকের ৫০% এর বেশি শেয়ারের মালিকানা লাভ করে এবং ঐ ব্যাংককে নিয়ন্ত্রণ করে, তাকে হোল্ডিং কোম্পানি ব্যাংক বলে।
খ উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের বিধিবিধান মেনে চলার ঙ্গীকার করে যে ব্যাংক এর তালিকায় ন্তর্ভুক্ত হয়, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চলে। গ্রাহক সেবার লক্ষ্যে যথাযথ তারল্য সংরক্ষণ করে। এ প্রতিষ্ঠান উৎপাদনশীল ও লাভজনক খাতে ঋণদান করে।
এছাড়া আর্থিক সংকটে তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে প্রয়োজনীয় ঋণ সুবিধা পেয়ে থাকে। এ সকল কারণে তালিকাভুক্ত ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের চেয়ে কম ঝুঁকিপূর্ণ।
গ উত্তর: ‘পূর্বেকার ব্যাংক ব্যবস্থার উত্তরসূরীদের নেক কাজ এখন বর্তমান ব্যাংক ব্যবস্থায় পরিলক্ষিত হয়’ উক্তিটি যথার্থ।
আধুনিক ব্যাংক ব্যবস্থা একদিনে সৃষ্টি হয়নি। এর পেছনে বিভিন্ন সভ্যতার বিভিন্ন গোষ্ঠীর বদান রয়েছে। পূর্বেকার যুগে প্রচলিত নেক কার্যাবলি এখন ব্যাংকিং ব্যবস্থায় প্রচলতি রয়েছে। তবে তা ভিন্ন রূপে।
ব্যাংক ব্যবস্থার উত্তরসূরী তিন শ্রেণিতে বিভক্ত। প্রথম শ্রেণি হলো মহাজন। এরা মানুষের মূল্যবান কাগজপত্র, সম্পদ, স্বর্ণ-লংকার নিরাপদে জমা রাখতো। বর্তমান ব্যাংক ব্যবস্থা এদের মতো জনগণের আমানত জমা রাখে, লকার সুবিধায় মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করে।
দ্বিতীয় শ্রেণি হলো মহাজন শ্রেণি। এরা বন্ধকী ঋণের প্রচলন ঘটায়, যা বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় বিদ্যমান। তৃতীয় শ্রেণি হলো ব্যবসায়ী শ্রেণী। এদের প্রচলিত ডিপোজিট স্লিপ, উত্তোলন চিঠা আজও ব্যবহৃত হচ্ছে। এ থেকে বলা যায়, পূর্বেকার ব্যাংক ব্যবস্থার উত্তরসূরীদের নেক কাজ এখন বর্তমান ব্যাংক ব্যবস্থায় পরিলক্ষিত হয়।
ঘ উত্তর: ব্যাংক ব্যবস্থার উন্নয়নের পেছনে তিন শ্রেণির উত্তরসূরীর বদান নস্বীকার্য। এরা হলো স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণি।
আধুনিক ব্যাংক ব্যবস্থার বিবর্তিত রূপ একদিনে সৃষ্টি হয়নি। এর পেছনে যেসকল শ্রেণি ও পেশার মানুষ জড়িত ছিল, তাদের ব্যাংক ব্যবস্থার উত্তরসূরী নামে চিহ্নিত করা হয়।
উদ্দীপকে ব্যাংক ব্যবস্থার বিবর্তন সম্পর্কে বলা হয়েছে। দেশের র্থনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য ব্যাংকের ভ‚মিকা বর্ণনাতীত। আধুনিক ব্যাংক নেক বিবর্তন ও ক্রমোন্নতির ধারাবাহিক ফসল। এর পেছনে স্বর্ণকার শ্রেণির বিশেষ বদান রয়েছে।
প্রাচীনকালে এরা সচ্ছল, সৎ ও বিশ্বাসী হিসেবে পরিচিত ছিল। লোকজন তাদের নিকট মূল্যবান দ্রব্যাদি যেমন, স্বর্ণ, রৌপ্য, মনিমুক্তা, লঙ্কারাদি নিরাপদে জমা রাখত। এরা এসব দ্রব্যাদি জমাকারীকে একটি হাতে লেখা রসিদ সরবরাহ করত।
আবার উত্তোলনের সময় জমাকারীদের থেকে উত্তোলন স্লিপ সংগ্রহ করে জমাকৃত দ্রব্যাদি ফেরত দিতে। এদের প্রচলিত হাতে লেখা স্লিপ বা রসিদই বর্তমানকালে ব্যবহৃত চেকের পূর্বরূপ।
ঋণ ব্যবসায়ের জন্য মহাজন শ্রেণি তি প্রাচীনকাল থেকেই সুপরিচিত ছিল। এরা বড় ধরনের ব্যবসায়ীদের সুদের পরিবর্তে ঋণ প্রদান করত। ঋণ ফেরত প্রাপ্তির নিশ্চয়তা হিসেবে সম্পত্তি বন্ধকী রাখার ব্যবস্থা এরাই প্রচলন করেন। ব্যবসায়ী শ্রেণি কর্তৃক প্রত্যয়পত্র, ডিপোজিট, স্লিপ ও উত্তোলন চিঠার ব্যবহার ঐ যুগের ব্যাংক ব্যবসায়ের স্তিত্ব প্রমাণ করে।
প্রশ্ন ২৩: আবাসন ক্ষেত্রে বিনিয়োগ ও ঋণদানের লক্ষ্যে ‘মেঘনা ব্যাংক লি.’ প্রতিষ্ঠিত। কেবল আবাসন ক্ষেত্রে জড়িত থেকে ব্যাংকটির প্রত্যাশিত গ্রগতি হয়নি। ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে লাভজনকভাবে ব্যাংকিং কার্যাবলি পরিচালনা করার লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ জনসাধারণে নিকট হতে সঞ্চয় সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেন। [কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজ]
ক.ব্যাংক কী?১
খ.বিনিয়োগ ব্যাংক বলতে কী বোঝায়?২
গ.উদ্দীপকের ব্যাংকটি প্রথম দিকে কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম শুরু করে? ব্যাখ্যা করো।৩
ঘ.সঞ্চয় সংগ্রহের ফলে ‘মেঘনা ব্যাংক লি.’ যে ব্যাংকিং ব্যবস্থা প্রবেশ করেছে তার যথার্থতা নিরূপণ করো।৪
২৩ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: মুনাফা র্জনের উদ্দেশ্যে আমানত হিসেবে গৃহীত র্থ থেকে ঋণ সৃষ্টির কাজে নিয়োজিত আর্থিক প্রতিষ্ঠানকে ব্যাংক বলে।
খ উত্তর: শিল্প ও ব্যবসায় সম্প্রসারণে দীর্ঘ ও মধ্যমেয়াদি ঋণ সহায়তা প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান হলো বিনিয়োগ ব্যাংক।
বিনিয়োগ ব্যাংক ঋণ প্রদান ছাড়াও বিভিন্ন কোম্পানির শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ক্রয়-বিক্রয়ে বলেখক হিসেবে কাজ করে। এ প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানিকে একীভ‚ত (গবৎমব) করতে পরামর্শ দিয়ে থাকে।
গ উত্তর: উদ্দীপকের ‘মেঘনা ব্যাংকটি’ প্রথম দিকে গৃহসংস্থান ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
গ্রাহকদের আবাসন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ঋণ সুবিধা, কিস্তিতে প্লট বিক্রয় সেবা প্রদানকারী ব্যাংক হলো গৃহসংস্থান ব্যাংক।
উদ্দীপকে আবাসান ক্ষেত্রে বিনিয়োগ ও ঋণদানের লক্ষ্যে ‘মেঘনা ব্যাংক লি.’ প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটি গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান না করে একটি বিশেষ ক্ষেত্র হিসেবে আবাসন খাতের উন্নয়নে নিয়োজিত।
তাই এটি একটি বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংকের মাঝে এটি একটি গৃহসংস্থান ব্যাংক। তাই বলা যায়, ‘মেঘনা ব্যাংক লি.’ প্রথমে বিশেষায়িত ব্যাংক হিসেবে গৃহসংস্থান ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
ঘ উত্তর: সঞ্চয় সংগ্রহের ফলে ‘মেঘনা ব্যাংক লি.’ বাণিজ্যিক ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করেছে।
মুনাফা র্জনের উদ্দেশ্যে আমানত গ্রহণ ও তা থেকে ঋণ সৃষ্টির কাজে জড়িত আর্থিক প্রতিষ্ঠান হলো বাণিজ্যিক ব্যাংক।
উদ্দীপকে আবাসন ক্ষেত্রে বিনিয়োগ ও ঋণদানের লক্ষ্যে ‘মেঘনা ব্যাংক লি.’ প্রতিষ্ঠিত হয়। র্থাৎ এটি বিশেষায়িত ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। কেবল আবাসন ক্ষেত্রে জড়িত থেকে ব্যাংকটির প্রত্যাশিত গ্রগতি হয়নি।
ব্যবসায়ের সম্প্রসারণের মাধ্যমে লাভজনকভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ জনগণের নিকট থেকে সঞ্চয় সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে এটি বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হবে।
বাণিজ্যিক ব্যাংক চলতি, সঞ্চয়ী ও মেয়াদি হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে মূলধন গঠন করে। বিভিন্ন পক্ষকে উচ্চ সুদে ঋণদানে এ মূলধন ব্যবহার করা হয়।
উদ্দীপকের ‘মেঘনা ব্যাংক লি.’ আবাসন খাতে সাফল্য র্জন করতে না পেরে, জনগণের কাছ থেকে আমানত গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে, যা বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। তাই বলা যায়, ‘মেঘনা ব্যাংক লি.’ সঞ্চয় গ্রহণের ফলে বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হবে।
প্রশ্ন ২৪: জনাব রাসেল গ্রাম উন্নয়ন ব্যাংকে চাকরি করেন। তাঁর ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত সকল নিয়ম মানে না। তাই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তেমন সহযোগিতাও পায় না। তাঁর বন্ধু জনাব জামান ইউনিক ব্যাংকের ব্যাংকার। ইউনিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় আর্থিক, নীতিগত ও প্রশাসনিক সুবিধা পায়। [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক.স্বায়ত্তশাসিত ব্যাংক কী?১
খ.ব্যাসেল-২ এর স্তম্ভগুলো ব্যাখ্যা করো।২
গ.উদ্দীপকে গ্রাম উন্নয়ন ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।৩
ঘ.উদ্দীপকের ব্যাংক দুটোর মধ্যে কোন ব্যাংকটি দেশের র্থনৈতিক ধিকতর ভ‚মিকা পালন করছে বলে তুমি মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও।৪
২৪ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: সরকারের বিশেষ আইনবলে ও সংবিধানের বিশেষ ধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংক হলো স্বায়ত্তশাসিত ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর উদাহরণ।
খ উত্তর: ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন ব্যবস্থাপনার একটি আন্তর্জাতিক মানদণ্ড হলো ব্যাসেল-২।
ব্যাসেল-২ এর স্তম্ভ হলো তিনটি যথা: ন্যূনতম মূলধনের প্রয়োজনীয়তা, তত্ত¡াবধায়ক পর্যালোচনা ও বাজার শৃঙ্খলা। বাংলাদেশে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে ১ জানুয়ারি, ২০১০ হতে ব্যাসেল-২ নুসরণ করতে হচ্ছে।
গ উত্তর: উদ্দীপকে গ্রাম উন্নয়ন ব্যাংকটি তালিকাভুক্ত ব্যাংক।
প্রচলিত ব্যাংকিং আইন নুযায়ী প্রতিষ্ঠিত হলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত বিধিমালা পালনে বাধ্য নয় এমন ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংক বলে।
উদ্দীপকে জনাব রাসেল গ্রাম উন্নয়ন ব্যাংকে চাকরি করেন।
তার ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত সকল নিয়ম মানে না। তাই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তেমন সহযোগিতাও পায় না। উলিখিত বৈশিষ্ট্য থেকে বলা যায়, গ্রাম উন্নয়ন ব্যাংকটি তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় ন্তর্ভুক্ত নয়।
এ জন্য এ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের বিধি নিষেধ যেমন মানতে হয় না তেমনি আর্থিক সংকটে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য সহযোগিতাও পায় না। যা গ্রাম উন্নয়ন ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য। তাই বলা যায় গ্রাম উন্নয়ন ব্যাংক একটি তালিকাভুক্ত ব্যাংক।
ঘ উত্তর: উদ্দীপকে ‘গ্রাম উন্নয়ন’ ব্যাংক একটি তালিকাভুক্ত ব্যাংক আর ‘ইউনিক ব্যাংক’ একটি তালিকাভুক্ত ব্যাংক। দেশের র্থনৈতিক উন্নয়নে তালিকাভুক্ত ব্যাংকের চেয়ে তালিকাভুক্ত ব্যাংক বেশি বদান রাখে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত বিধিমালা পালনে ঙ্গীকারবদ্ধ ব্যাংক হলো তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে বিধিমালা পালনের বাধ্যবাধকতা নেই।
উদ্দীপকে জনাব রাসেল গ্রাম উন্নয়ন ব্যাংকে চাকরি করেন। তার ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত সকল নিয়ম মানে না।
তাই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তেমন সহযোগিতাও পায় না। যা প্রমাণ করে গ্রাম উন্নয়ন ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক। পরদিকে, তার বন্ধু জনাব জামান ইউনিক ব্যাংকে কর্মরত।
যা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক’ থেকে প্রয়োজনীয় আর্থিক, নীতিগত ও প্রশাসনিক সুবিধা পায়। তাই ইউনিক ব্যাংক একটি তালিকাভুক্ত ব্যাংক।
তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পালন করে বলে, বিভিন্ন লাভজনক খাতের উন্নয়নে ঋণ প্রদানে বাধ্য। ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে শহরের পাশাপাশি গ্রামে ও প্রত্যন্ত ঞ্চলে ব্যাংকিং সেবা প্রদান করে।
আবার ঋণের পরিমাণ বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে র্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে। এ সকল নির্দেশনা তালিকাভুক্ত ব্যাংক পালনে বাধ্য নয় বলে, তালিকাভুক্ত ব্যাংকের মাধ্যমে দেশের র্থনীতির ধিক উন্নতি হয়।
প্রশ্ন ২৫: আফিক সদ্য এমবিএ পাস করেছে। এখন সে আÍকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে শিল্পোদ্যোক্তা হতে চায়। এজন্য সে তার মূলধনের যোগান নিয়ে চিন্তিত। সে তার বন্ধুর কাছ থেকে একটি ব্যাংক সম্পর্কে জানাতে পারে যে, ব্যাংকটি শিল্পের উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোক্তার কাছে মূলধন সরবরাহ করে থাকে। পরবর্তীতে আফিক ব্যাংকটি থেকে ঋণ গ্রহণ করে ব্যবসায় শুরু করে। [ক্যান্টনমেন্ট কলেজ, যশোর]
ক.গারনিশি র্ডার কী?১
খ.ব্যাংককে র্থ ও ঋণের ব্যবসায়ী বলা হয় কেন?২
গ.আফিক যে ধরনের ব্যাংক থেকে ঋণ নিয়েছে তা ব্যাখ্যা করো।৩
ঘ.তুমি কি মনে কর ব্যাংক হতে ঋণ নেয়া আফিকের জন্য যুক্তিসঙ্গত হয়েছে? বিশ্লেষণ করো।৪
২৫ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: আদালত কর্তৃক ব্যাংকের ওপর গ্রাহকের হিসাব বন্ধের নির্দেশকে গারনিশি র্ডার বলে।
খ উত্তর: ব্যাংক স্বল্প সুদে গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং উক্ত র্থ ধিক সুদে ঋণ হিসেবে দেয়।
ব্যাংক গ্রাহকের র্থ আমানত হিসেবে নেয়। উক্ত আমানতের কিছু র্থ জমা রেখে বাকিটা ধিক সুদে ঋণ দেয়। এভাবে ব্যাংক নিজেকে ঋণের ব্যবসায়ী হিসেবে তুলে ধরে। তাই ব্যাংককে র্থ ও ঋণের ব্যবসায়ী বলা হয়।
গ উত্তর: আফিক বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে।
বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে। উক্ত আমানত থেকে ধিক সুদে গ্রাহককে ঋণ দেয়।
আফিক সদ্য এমবিএ পাস করেছে। সে আÍকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে শিল্পোদ্যোক্তা হতে চায়। তাই সে মূলধনের যোগান নিয়ে চিন্তিত ছিল। সে তার বন্ধুর কাছ থেকে একটি ব্যাংক সম্পর্কে জানতে পারে। উক্ত ব্যাংকটি শিল্পের উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোক্তাদের মূলধন সরবরাহ করে।
পরবর্তীতে আফিক ব্যাংকটি থেকে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করে। ব্যাংকটি প্রদত্ত ঋণের ওপর সুদ ধার্য করবে। সাধারণত বাণিজ্যিক ব্যাংক এসব কাজ করে থাকে। তাই বলা যায়, আফিক বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
ঘ উত্তর: আমি মনে করি, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া আফিকের জন্য যুক্তিসঙ্গত হয়েছে।
বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে। উক্ত আমানতের কিছু র্থ জমা রেখে বাকিটা ধিক সুদে ঋণ দেয়।
আফিক সদ্য এমবিএ পাস করেছে। সে আÍকর্মসংস্থানের মাধ্যমে শিল্পোদ্যোক্তা হতে চায়। কিন্তু তার মূলধনের ঘাটতি ছিল। তাই সে কোনো উদ্যোগ নিতে পারছিল না। সে তার এক বন্ধুর কাছ থেকে একটি ব্যাংকের খবর পায়। উক্ত ব্যাংকটি শিল্পের উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোক্তাদের মূলধন সরবরাহ করে। পরবর্তীতে আফিক উক্ত ব্যাংকটি থেকে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করে।
আফিক আÍীয়-স্বজনের কাছ থেকে র্থ ঋণ নিতে পারতো। থবা সে তার কোনো সম্পত্তি বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারতো। কিন্তু উভয় ক্ষেত্রেই ঝুঁকি বেশি হতো। কারণ, আÍীয়-স্বজন যেকোনো সময় টাকা ফেরত চাইতে পারে।
আবার সম্পত্তি বিক্রি করলে মূল্যবান সম্পদ হাতছাড়া হতে পারে। ন্যদিকে ব্যাংক থেকে সে নির্দিষ্ট সময়ের জন্য ঋণ নিতে পেরেছে। এই সময়ের মধ্যে তার ওপর ঋণ পরিশোধের কোনো চার্জ থাকবে না। সুতরাং আমার মতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়া আফিকের জন্য যুক্তিসঙ্গত হয়েছে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।