ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১৪ | সৃজনশীল প্রশ্ন ৬-১০ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্দশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্দশঅধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১৪ | সৃজনশীল প্রশ্ন ৬-১০ | PDF
প্রশ্ন ৬: মি. সালমান ও মি. কামাল একই কলেজে ধ্যাপনা করেন। কামাল সাহেবের মোটরসাইকেল আছে। জনাব সালমান সহকর্মী কামালের সাথেই মোটরসাইকেলে কলেজে যাতায়াত করেন। কামাল সাহেবের মোটরসাইকেলের জন্য ঢ বিমা কোম্পানিতে একটি বিমা করা আছে। মি. সালমানও নিজের জন্য ণ বিমা কোম্পানিতে বিমা করেছেন। একদিন মোটরসাইকেলে কলেজে যাওয়ার পথে মারাÍক সড়ক দুর্ঘটনায় জনাব সালমানের মৃত্যু হয়। [য. বো. ১৬]
ক. দায় বিমা কী? ১
খ. জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের মি. সালমান নিজের জন্য কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের জনাব সালমান ও জনাব কামালের গৃহীত বিমাপত্রের বৈশিষ্ট্যগত পাঅর্থক্য আলোচনা করো। ৪
৬ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: দায়ী ব্যক্তি তার দায়, বিমা কোম্পানির ওপর বর্তানোর উদ্দেশ্যে যে বিমা করে তাকে দায় বিমা বলে।
খ উত্তর: মানুষের জীবনহানি হলে ক্ষতির পরিমাণ অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। তাই জীবন বিমার ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্র“তি দেয়া হয়।
ন্যান্য বিমা ক্ষতিপূরণের চুক্তি হলেও জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়। সম্পদ ফিরিয়ে দেয়া সম্ভব হলেও মানুষের জীবন ফিরিয়ে দেয়া সম্ভব নয়। তাই জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়। এক্ষেত্রে বিমা কোম্পানি শুধু একটি নির্দিষ্ট পরিমাণ আঅর্থিক সহায়তাদানের নিশ্চয়তা দেয়। এ কারণেই জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়।
গ উত্তর: উদ্দীপকের মি. সালমান তার নিজের জন্য ব্যক্তিগত দুর্ঘটনা বিমাপত্র গ্রহণ করেছিলেন।
দুর্ঘটনার দ্বারা ব্যক্তির শারীরিক ও মানসিক বস্থার ক্ষতির জন্য যদি মৃত্যু হয় বা আহত হন তাহলে এর জন্য যে বিমা করা হয় তাকে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা বলে। দুর্ঘটনাজনিত কারণে ব্যক্তির ক্ষয়ক্ষতির আঅর্থিক মোকাবিলার জন্য এ বিমাপত্র চালু হয়েছে।
উদ্দীপকে মি. সালমান একটি কলেজে ধ্যাপনা করেন। তিনি তার সহকর্মী মি. কামালের মোটরসাইকেলে করে কলেজে যাতায়াত করেন। মি. সালমান তার নিজের জন্য ণ বিমা কোম্পানিতে বিমা করেছেন। অর্থাৎ তিনি ব্যক্তিগত দুর্ঘটনা বিমাপত্র গ্রহণ করেছেন।
কেননা, তিনি কামালের মোটরসাইকেলে কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটলে তা থেকে ক্ষতিপূরণের জন্যই একটি বিমাপত্র গ্রহণ করেছেন। ব্যক্তিগত দুর্ঘটনা বিমার মাধ্যমেই তার ক্ষতিপূরণ করা সম্ভব।
ঘ উত্তর: উদ্দীপকে জনাব সালমান ও জনাব কামালের গৃহীত বিমাপত্রের মধ্যে যথেষ্ট বৈশিষ্ট্যগত পাঅর্থক্য বিদ্যমান।
দুর্ঘটনাজনিত ক্ষতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য বিমাগ্রহীতা বিমাকারীর সাথে যে চুক্তিতে আবদ্ধ হয় তাকে দুর্ঘটনা বিমা বলে। দুর্ঘটনা বিমা দুই ধরনের- ব্যক্তিগত দুর্ঘটনা বিমা ও সম্পত্তি দুর্ঘটনা বিমা।
উদ্দীপকে সালমান ও কামাল একই কলেজের ধ্যাপক। কামাল সাহেবের মোটরসাইকেলে সালমান কলেজে যাতায়াত করেন। কামাল সাহেবের মোটরসাইকেলের জন্য ঢ কোম্পানিতে একটি বিমা করা আছে। মি. সালমান তার নিজের জন্য ণ বিমা কোম্পানিতে একটি বিমা করেছেন। একদিন মোটরসাইকেলে কলেজে যাওয়ার পথে দুর্ঘটনায় জনাব সালমানের মৃত্যু হয়।
উদ্দীপকে জনাব কামাল তার মোটরসাইকেলের জন্য মোটরগাড়ি বিমাপত্র গ্রহণ করেছেন। ন্যদিকে সালমান নিজের জন্য ব্যক্তিগত দুর্ঘটনা বিমাপত্র গ্রহণ করেছেন। দুটি বিমাপত্রের মধ্যে যথেষ্ট পাঅর্থক্য বিদ্যমান। মোটরগাড়ি বিমায় বিমা কোম্পানি দুর্ঘটনাজনিত মোটরগাড়ির ক্ষতি, এর চালক, যাত্রী ও পথচারীর মৃত্যু এবং পঙ্গুত্বজনিত ক্ষতি আঅর্থিকভাবে পূরণের নিশ্চয়তা দেয়।
অন্যদিকে ব্যক্তিগত দুর্ঘটনা বিমায় বিমাকৃত ব্যক্তি কোনো কারণে দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে থবা শারীরিক ও মানসিক দিক থেকে সম্পূর্ণ বা আংশিক ক্ষম হয়ে পড়লে তাকে বা তার মনোনীত ব্যক্তিকে বিমাকারী নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে।
ব্যক্তিগত দুর্ঘটনা বিমা নিশ্চয়তার চুক্তি আর মোটরগাড়ি বিমা ক্ষতিপূরণের চুক্তি। তাই বলা যায়, বৈশিষ্ট্যগত দিক থেকে জনাব সালমান ও জনাব কামালের গৃহীত বিমাপত্রে উপর্যুক্ত পাঅর্থক্য বিদ্যমান।
প্রশ্ন ৭: মি. কামাল একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী। ঝুঁকি কমাতে তিনি তার সব সম্পদ ৬০ লক্ষ টাকার বিপরীতে বিমা করেছেন। বিমাকারী তার ঝুঁকি কমাতে ন্য একটি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। গ্নিকান্ডে মি. কামালের ৫০ লক্ষ টাকার সম্পদ সম্পূর্ণ ভস্মীভ‚ত হয়। তিনি তার বিমাকারীর নিকট দাবি পেশ করেছেন।
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. যে বিমাপত্রের ধীনে একই মালিকানায় বিভিন্ন স্থানের সম্পত্তি বিমাকৃত হয় তাকে কী বলে? ১
খ. নির্দিষ্ট বিমাপত্র বলতে কী বোঝায়? ২
গ. মি. কামাল-এর বিমাকারী বিমাকৃত বিষয়বস্তুর ওপর কীরূপ বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. কামাল কী বিমাকারীর নিকট হতে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৭ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: যে বিমাপত্রের ধীনে একই মালিকানায় বিভিন্ন স্থানের সম্পত্তি বিমাকৃত হয় তাকে ভাসমান বা ছাউনি বিমাপত্র বলে।
খ উত্তর: যে গ্নিবিমাপত্রে বিমাকৃত সম্পত্তি একটি সুনির্দিষ্ট মূল্যে বিমা করা হয় তাকে নির্দিষ্ট বিমাপত্র বলে।
উদাহরণস্বরূপ, ১০ হাজার টাকার সম্পত্তি ৭ হাজার টাকা মূল্যে নির্দিষ্ট করে বিমা করা হলে সেটি হবে নির্দিষ্ট বিমাপত্রের আওতাভুক্ত। এক্ষেত্রে ৮ হাজার টাকা ক্ষতি হলেও ক্ষতিপূরণ ৭ হাজার টাকা প্রদান করা হবে। আবার, ৪ হাজার টাকা ক্ষতি হলেও ক্ষতিপূরণ ৭ হাজার টাকা প্রদান করা হবে।
গ উত্তর: উদ্দীপকে মি. কামালের বিমাকারী বিমাকৃত বিষয়বস্তুর ওপর পুনঃবিমাপত্র গ্রহণ করেছে।
পুনঃবিমার মাধ্যমে কোনো বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির ংশবিশেষ ন্য কোনো বিমা কোম্পানির ওপর হস্তান্তর করতে পারে। এক্ষেত্রে, বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই হলো বিমা কোম্পানি।
উদ্দীপকে মি. কামাল একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী। ঝুঁকি কমাতে তিনি তার সব সম্পদ ৬০ লক্ষ টাকার বিপরীতে বিমা করেছেন। পক্ষান্তরে, বিমাকারী তার ঝুঁকি কমাতে ন্য একটি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। অর্থাৎ দ্বিতীয় চুক্তিটিতে দুটো পক্ষই হলো বিমা কোম্পানি। এভাবে একটি বিমা কোম্পানি ঝুঁকি কমানোর স্বাঅর্থে ন্য বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করায় তা নিঃসন্দেহে পুনঃবিমা।
ঘ উত্তর: উদ্দীপকে মি. কামাল বিমাকারীর নিকট হতে সম্পূর্ণ ক্ষতিপূরণই পাবেন।
বিমা হলো ক্ষতিপূরণের চুক্তি। তাই চুক্তিতে উলিখিত কারণে ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে।
উদ্দীপকে মি. কামাল ঝুঁকি কমাতে তার সব সম্পদ ৬০ লক্ষ টাকার বিপরীতে বিমা করেছেন। গ্নিকাণ্ডে তার ৫০ লক্ষ টাকার সম্পদ সম্পূর্ণ পুড়ে যায়। তাই তিনি তার বিমাকারীর নিকট বিমাদাবি পেশ করেছেন।
এখানে মি. কামাল তার সব সম্পত্তির মূল্য ৬০ লক্ষ টাকা নির্ধারণ করে মূল্যায়িত গ্নিবিমা করেছে। অর্থাৎ গ্নিকাণ্ডের পর এ সম্পত্তির মূল্য আর নতুন করে মূল্যায়ন করতে হবে না।
এখানে গ্নিদুর্ঘটনায় তার ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে, সম্পত্তির বাজারমূল্য সম্পর্কে কিছু না বলায় ধরে নেয়া যায়, প্রকৃত মূল্য ও বাজারমূল্য একই। তাই তিনি ক্ষতিপূরণের নীতি নুযায়ী ৫০ লক্ষ টাকা ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণই পাবেন।
প্রশ্ন ৮: জনাব রহমানের মোটর যন্ত্রাংশ তৈরির কারখানা আছে। গ্নিজনিত ক্ষতি মোকাবেলার জন্য তিনি ৫০ লক্ষ টাকা মূল্যের বিমাচুক্তি সম্পাদন করেন। পক্ষান্তরে, তার বিমাকারী নিরাপত্তার জন্য পর একটি বিমা কোম্পানির সাথে ৪০ লক্ষ টাকার বিমা করেন। কারখানায় গ্নিকাণ্ডে জনাব রহমানের ৩০ লক্ষ টাকা ক্ষতি হয়। তিনি তার বিমা কোম্পানির নিকট বিমা দাবি পেশ করেন। [নটর ডেম কলেজ, ঢাকা]
ক. দায় বিমা কী? ১
খ. কৃষকের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার লক্ষ্যে কোন ধরনের বিমা করা হয়? ব্যাখ্যা করো। ২
গ. জনাব রহমানের বিমাকারী নিরাপত্তার জন্য কিরূপ বিমা করেছে? ইহার গুরুত্ব বুঝিয়ে লিখ। ৩
ঘ. জনাব রহমান বিমা কোম্পানির কাছ থেকে কী সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন? মতামত দাও। ৪
৮ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: কোনো দুর্ঘটনার কারণে তৃতীয় পক্ষের কোনো ক্ষতি সাধন হলে যে চুক্তির মাধ্যমে তা পূরণের ব্যবস্থা করা হয় তাকে দায় বিমা বলে।
উদহারণস্বরূপ শিল্প কারখানার মালিকরা তাদের শ্রমিকদের জন্য যে জীবন বিমা করে থাকে তা দায় বিমার ন্তর্ভুক্ত।
খ উত্তর: কৃষকের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার লক্ষ্যে শস্য বিমা করা হয়।
অর্থাৎ শস্য বিনষ্টের প্রাকৃতিক ও প্রাকৃতিক ঝুঁকিসমূহ মোকাবেলার জন্য এ বিমা করা হয়ে থাকে। এরূপ বিমা কৃষকদেরকে উৎপাদনের নিশ্চয়তাজনিত ক্ষতি থেকে রক্ষা করে।
গ উত্তর: উদ্দীপকে জনাব রহমানের বিমাকারী নিরাপত্তার জন্য পুনঃবিমা করেছে।
বিমা কোম্পানি নেক সময় তার গৃহীত ঝুঁকির ংশবিশেষ পুনঃচুক্তির মাধ্যমে ন্য কোনো বিমা কোম্পানির ওপর র্পণ করে। এরূপ ব্যবস্থাকেই পুনঃবিমা বলা হয়।
উদ্দীপকে জনাব রহমানের মোটর যন্ত্রাংশ তৈরির কারখানা আছে। তিনি গ্নিজনিত ক্ষতি মোকাবেলার জন্য ৫০ লক্ষ টাকা মূল্যের বিমাচুক্তি করেন।
পক্ষান্তরে তার বিমাকারী প্রতিষ্ঠান ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে ন্য বিমা কোম্পানির সাথে ৪০ লক্ষ টাকার বিমা করে। এখানে পরবর্তীতে সংঘটিত বিমাচুক্তিতে বিমাকরী ও বিমাগ্রহীতা উভয়ই হলো বিমা কোম্পানি। অর্থাৎ একটি বিমা কোম্পানি একই বিষয়বস্তুর ওপর ন্য বিমা কোম্পানির নিকট নতুন বিমা করায় এটি নিঃসন্দেহে পুনঃবিমা হিসেবে গণ্য হবে।
ঘ উত্তর: উদ্দীপকে জনাব রহমান বিমা কোম্পানির কাছ থেকে ৩০ লক্ষ টাকার সম্পূর্ণ ক্ষতিপূরণই পাবেন।
জীবন বিমা ব্যতীত সকল বিমাই ক্ষতিপূরণের চুক্তি। অর্থাৎ চুক্তিতে উলিখিত কারণে ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে।
উদ্দীপকে জনাব রহমানের মোটর যন্ত্রাংশ তৈরির কারখানা রয়েছে। গ্নিজনিত ক্ষতি মোকাবেলার জন্য তিনি ৫০ লক্ষ টাকা মূল্যের বিমাচুক্তি করেন। অর্থাৎ তিনি মূল্যায়িত গ্নিবিমাচুক্তি করেন। কারখানায় গ্নিজনিত কারণে তার ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়।
জনাব রহমান তার সম্পত্তির মূল্য পূর্বেই নির্ধারণ করে বিমা করেছেন। তাই ক্ষতির পর নতুন করে কোনো কিছু মূল্যায়ন করতে হবে না। এখানে, জনাব রহমানের সম্পূর্ণ সম্পত্তি ক্ষতি হয়নি। মূল্যায়িত সম্পত্তির মধ্যে তার ক্ষতি হয়েছে মাত্র ৩০ লক্ষ টাকা। চুক্তিতে উলিখিত গ্নিজনিত কারণে ক্ষতি হওয়ায় তিনি ৩০ লক্ষ টাকা ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণই পাবেন।
প্রশ্ন ৯: বলাকা পরিবহন ও গুডলাইন পরিবহন দু’টি স্বনামধন্য পরিবহন সংস্থা। বাংলাদেশের পরিবহন খাতটি খুবই দুর্ঘটনাপ্রবণ। বলাকা পরিবহন-এর ক্ষেত্রে বিআরটিসি থেকে লাইসেন্স গ্রহণের সময়-এর মালিককে বাধ্যতামূলকভাবে একটি বিমাপত্র নিতে হয়েছিল। ন্যদিকে গুডলাইন পরিবহন সংস্থাটি পরিবহন খাতে সম্পৃক্ত বিভিন্ন ঝুঁকির কথা চিন্তা করে সকল ঝুঁকির বিপক্ষে একটিমাত্র বিমাপত্র সংগ্রহ করেন। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
ক. দায় বিমা কী? ১
খ. স্বাস্থ্য বিমা কিভাবে মানসিক স্বস্তি দেয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বলাকা পরিবহনকে কোন ধরনরে বিমাপত্র সংগ্রহ করতে হয়েছিল? বর্ণনা করো। ৩
ঘ. ‘বলাকা পরিবহনের গৃহীত বিমাপত্র হতে গুডলাইন পরিবহনের সংগৃহীত বিমাপত্রের আওতা ব্যাপক’ উক্তিটির সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ৪
৯ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: দুর্ঘটনার কারণে তৃতীয় পক্ষের কোনো ক্ষতিসাধন হলে যে বিমাচুক্তির মাধ্যমে তা পূরণের ব্যবস্থা করা হয় তাকে দায় বিমা বলে।
খ উত্তর: স্বাস্থ্য বিমায় বিমাগ্রহীতার সুখ হলে বিমা কোম্পানি উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে। সুস্থ না হওয়া পর্যন্ত বিমা কোম্পানি যাবতীয় ব্যয়ভার বহন করে বিমাগ্রহীতাকে মানসিক স্বস্তি দেয়।
ন্যান্য বিমার মতো এ বিমাতেও এসব সুবিধার জন্য বিমাকারীকে বিমাগ্রহীতা একটি নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধ করে। ফলে বিমাগ্রহীতাকে তার স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে সব সময় চিন্তা করতে হয় না। এভাবে স্বাস্থ্য বিমা গ্রাহককে মানসিক স্বস্তি দেয়।
গ উত্তর: উদ্দীপকের বলাকা পরিবহনকে আইন বিমাপত্র সংগ্রহ করতে হয়েছিল।
আইন বিমাপত্র পথচারী এবং চালকের জীবনের দুর্ঘটনাজনিত দায় ও ঝুঁকি বহনের বাধ্যতামূলক ব্যবস্থা। এ বিমার আওতায় যেকোনো ধরনের মোটরগাড়ি রাস্তায় নামানোর পূর্বে বিমা করা আবশ্যক।
উদ্দীপকে বলাকা পরিবহন একটি স্বনামধন্য পরিবহন সংস্থা। বলাকা পরিবহন বিআরটিসি থেকে লাইসেন্স গ্রহণের সময় এর মালিককে বাধ্যতামূলকভাবে একটি বিমাপত্র নিতে হয়েছিল।
বাংলাদেশের পরিবহন খাতটি খুবই দুর্ঘটনাপ্রবণ হওয়ায় এ ধরনের ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। যা মূলত মোটরগাড়ির আইন বিমাপত্রের বৈশিষ্ট্যপূর্ণ। তাই বলা যায়, বলাকা পরিবহনকে বাধ্যতামূলকভাবে আইন বিমাপত্র সংগ্রহ করতে হয়েছিল।
ঘ উত্তর: উদ্দীপকে উলিখিত বলাকা পরিবহনের বিমাপত্রের চেয়ে গুডলাইন পরিবহনের বিমাপত্রের আওতা নেক ব্যাপক-আমি এ ব্যক্তব্যের সাথে একমত।
মোটগাড়ির পৃথক পৃথক ঝুঁকির জন্য পৃথক পৃথক বিমাপত্র সংগ্রহ করা গাড়ির মালিকের জন্য সুবিধাজনক, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তাই সব ঝুঁকির বিপক্ষে একটি বিমাপত্র গ্রহণ করা সুবিধাজনক।
উদ্দীপকে বলাকা পরিবহন আইন বিমাপত্র গ্রহণ করেছে এবং গুডলাইন পরিবহন সার্বিক মোটর দায় বিমাপত্র গ্রহণ করেছে। আইন বিমাপত্র পথচারী এবং চালকের জীবনের দুর্ঘটনাজনিত দায় ও ঝুঁকি বহনের বাধ্যতামূলক ব্যবস্থা। ন্যদিকে সার্বিক মোটর বিমাপত্রের ধীনে নেক মোটর ঝুঁকি ন্তর্ভুক্ত থাকে।
সার্বিক মোটর বিমাপত্রের ধীনে যেমনি নিজের গাড়ির দুর্ঘনার দরুণ বিমাগ্রহীতার মৃত্যু ন্তর্ভুক্ত করে, তেমনি এর পরিবারের সদস্যদের ন্তর্ভুক্ত করা হয়। যা দুর্ঘটনা বিমার মতো। আবার চুরি, গ্নিকাণ্ড ইত্যাদি কারণে গাড়ির ক্ষয়ক্ষতি একটি সম্পত্তি বিমা এবং সর্বোপরি তৃতীয়পক্ষের ঝুঁকি গ্রহণ করে বলে এটি দায় বিমা।
উদ্দীপকে তাই গুডলাইন পরিবহন সার্বিক মোটর বিমাপত্র গ্রহণ করায় এটি উক্ত সুরক্ষা পেয়ে থাকে, যা বলাকা পরিবহনের গৃহীত আইন বিমাপত্রের আওতার চেয়ে ব্যাপক।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
প্রশ্ন ১০: জনাব রাকিব একটি বৃহৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক। তার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্ক উত্তর:ালীন দুর্ঘটনাজনিত বিপদে তিনি “সান ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বিমা করলেন। পরবর্তী সময়ে “সান কোম্পানি” ব্ল– ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটি চুক্তি করে। চুক্তিতে উলেখ ছিল কোনো দুর্ঘটনার ফলে বিমা দাবির উদ্ভব হলে ব্ল– কোম্পানি বিমা দাবির এক-তৃতীয়াংশ পূরণ করবে।
[আবদুল কাদির মোলা সিটি কলেজ, নরসিংদী]
ক. স্বাস্থ্য বিমা কী? ১
খ. সার্বিক বিমাপত্রে প্রিমিয়ামের হার বেশি হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. জনাব রাকিবের সম্পাদিত বিমাচুক্তিটি দুর্ঘটনা বিমার কোন শ্রেণিভুক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. “সান ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্ল– ইন্স্যুরেন্স কোম্পানির সম্পাদিত চুক্তির ফলে জনাব রাকিবের বিমা দাবি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে”-উক্তিটি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৪
১০ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: সুস্থতাজনিত কারণে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য যে বিমা করা হয় তাকে স্বাস্থ্য বিমা বলে।
খ উত্তর: ভিন্ন ভিন্ন ধরনের ঝুঁকি সার্বিক বিমাপত্রের আওতায় একত্রে বিমা করার কারণে এক্ষেত্রে প্রিমিয়ামের হার বেশি হয়।
সার্বিক বিমাপত্রে একাধিক ঝুঁকিকে ন্তর্ভুক্ত করা হয়। এক্ষেত্রে বিমাপত্রে উলিখিত বিষয়ের যেকোনো ক্ষতির বিপক্ষে বিমাকারী ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে। তাই অধিক ঝুঁকি গ্রহণে ধিক প্রিমিয়াম গৃহীত হয়।
গ উত্তর: উদ্দীপকের জনাব রাকিবের সম্পাদিত বিমাচুক্তিটি দুর্ঘটনা বিমার নিয়োগকারি দায় বিমার শ্রেণিভুক্ত।
কোনো ব্যক্তি বা সম্পত্তির ক্ষতিতে ন্য কোনো ব্যক্তির দায়ের সৃষ্টি হতে পারে। দায়ী ব্যক্তি তার দায়, বিমা কোম্পানির ওপর র্পণের উদ্দেশ্যে যে বিমাপত্র সংগ্রহ করে তাকে দায় বিমা বলে। এ বিমার ক্ষেত্রে উলেখযোগ্য হলো নিয়োগকারীর দায় বিমা, গণ দায় বিমা ইত্যাদি।
উদ্দীপকের জনাব রাকিব একটি বৃহৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক। তার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্ক উত্তর:ালীন দুর্ঘটনাজনিত বিপদের বিপক্ষে তিনি একটি বিমাপত্র গ্রহণ করেন। অর্থাৎ জনাব রাকিব ন্য পক্ষের দুর্ঘটনার বিপক্ষে বিমাপত্র গ্রহণ করেছেন।
যা নিয়োগকারীর দায় বিমা নামে পরিচিত। এক্ষেত্রে বিমার শর্ত নুযায়ী কর্মরত বস্থায় কোনো শ্রমিকের দুর্ঘটনার দায় বিমা কোম্পানি গ্রহণ করবে। আর এ চুক্তির মাধ্যমে জনাব রাকিব তার দায় বিমা কোম্পানির ওপর র্পণ করেন। যা দুর্ঘটনা বিমার দায় বিমার শ্রেণিভুক্ত।
ঘ উত্তর: সান ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্ল– ইন্স্যুরেন্স কোম্পানির সম্পাদিত চুক্তির ফলে জনাব রাকিবের বিমা দাবি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে পুনর্বিমার আলোকে উক্তিটি যথাঅর্থ।
বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির ংশ বিশেষ পুনঃচুক্তির মাধ্যমে ন্য কোনো বিমা কোম্পানির ওপর ন্যস্ত করলে তাকে পুনর্বিমা বলে। এরূপ চুক্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই থাকে বিমা কোম্পানি।
উদ্দীপকের জনাব রাকিব একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক। তার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্ক উত্তর:ালীন দুর্ঘটনাজনিত বিপদের আশঙ্খায় তিনি সান ইন্স্যুরেন্স থেকে একটি দায় বিমাপত্র গ্রহণ করেন। তবে বিমাপত্রের মূল্য বেশি হওয়ায় সান ইন্স্যুরেন্সে পুনরায় ব্ল– ইন্স্যুরেন্সে তা বিমা করে। অর্থাৎ সান ইন্স্যুরেন্স পুনর্বিমা গ্রহণ করেছে।
পুনর্বিমা গ্রহণের ফলে সান ইন্স্যুরেন্সের ঝুঁকি যেমন হ্রাস পেয়েছে তেমনি জনাব রাকিবের বিমা দাবি প্রাপ্তির সম্ভাবনাও বেড়েছে। এক্ষেত্রে, জনাব রাকিবের গার্মেন্টের কোনো শ্রমিকের দুর্ঘটনার দায় সৃষ্টি হলে চুক্তি নুযায়ী দাবির এক-তৃতীয়াংশ ব্ল– ইন্স্যুরেন্স প্রদান করবে। তাই সৃষ্ট দায় পরিশোধে সান ইন্স্যুরেন্সের ঝুঁকি কমেছে। যার ফলে জনাব রাকিবের বিমা দাবি প্রাপ্তির সম্ভাবনাও বেড়েছে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।