ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্ন ৩১-৩৫ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্ন ৩১-৩৫ | PDF
প্রশ্ন ৩১: মি. নাদিম একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি অবসরকালীন ৩০,০০,০০০ টাকার মধ্যে ২০,০০,০০০ টাকা নির্দিষ্ট সময় শেষে দ্বিগুণ অর্থ পাবেন ভেবে ব্যাংকে একটি হিসাব খুললেন। বাকি অর্থ দিয়ে তার ঘনিষ্ঠ বন্ধু মি. জাভেদের সাথে অংশীদারি ব্যবসায়ে যুক্ত হলেন। যথারীতি মি. নাদিম ও মি. জাভেদকে ব্যাংকে আরও একটি হিসাব খুলতে হলো। অ [ঢাকা কলেজ]
ক. চলতি হিসাব কী? ১
খ. কণঈ ফর্ম বলতে কী বোঝ? ২
গ. মি. নাদিম প্রথমে কোন ধরনের হিসাব খুলেছিলেন? বুঝিয়ে লেখো। ৩
ঘ. উদ্দীপকে মি. নাদিমের হিসাবটি ও পরবর্তী হিসাবটির মধ্যে কতটুকু পার্থক্য বিদ্যমান? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও। ৪
৩১ নং প্রশ্নের উত্তর
ক উত্তরঃ যে ব্যাংক হিসাবের ক্ষেত্রে একজন গ্রাহক কর্মদিবসে প্রয়োজন অনুযায়ী যতবার ইচ্ছা অর্থ জমা দিতে ও উত্তোলন করতে পারে তাকে চলতি হিসাব বলে।
খ উত্তরঃ যে ফরমের মাধ্যমে ব্যাংক গ্রাহক সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করে তাকে কণঈ ফর্ম বলে।
কণঈ শব্দের পূর্ণরূপ হলো “কহড়ি ুড়ঁৎ পঁংঃড়সবৎ” অর্থাৎ তোমার গ্রাহককে জানো। ভুয়া গ্রাহক চিহ্নিতকরণ ও অবৈধ লেনদেন বন্ধ করা এই ফর্মের উদ্দেশ্য। ব্যাংক কর্তৃপক্ষ এই ফর্মের সত্যতা যাচাই করে গ্রাহকের হিসাব চালু করে। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে এ ফর্ম পূরণ করা গ্রাহকের জন্য বাধ্যতামূলক।
গ উত্তরঃ মি. নাদিম প্রথমে স্থায়ী হিসাব খুলেছিলেন।
স্থায়ী হিসাবে একজন আমানতকারী নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখে। তবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে অর্থ উত্তোলন করা যায় না। এ হিসাবে অপেক্ষাকৃত বেশি হারে সুদ প্রদান করা হয়।
উদ্দীপকে মি. নাদিম অবসরকালীন ৩০,০০,০০০ টাকা পান। এর মধ্যে ২০,০০,০০০ টাকা জমা রাখার জন্য ব্যাংকে একটি হিসাব খোলেন। এই হিসাব থেকে তিনি নির্দিষ্ট সময় শেষে দ্বিগুণ অর্থ পাবেন। এখানে তিনি প্রথমে সুবিধা গ্রহণের জন্য স্থায়ী হিসাব খুলেছিলেন।
এই হিসাবের ক্ষেত্রে তাকে একত্রে সব অর্থ নির্দিষ্ট মেয়াদের জন্য জমা দিতে হয়েছে। এই জমাকৃত আমানতের ওপর তিনি অধিক হারে সুদ পাবেন। তবে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারবেন না। মেয়াদ শেষে তিনি জমাকৃত অর্থ সুদসহ উত্তোলন করতে পারবেন। সুতরাং বলা যায়, মি. নাদিম যে হিসাবটি খুলেছিলেন তা একটি স্থায়ী হিসাব।
ঘ উত্তরঃ উদ্দীপকে বর্ণিত মি. নাদিমের হিসাবটি একটি স্থায়ী হিসাব ও পরবর্তী হিসাবটি হলো চলতি হিসাব। অ
স্থায়ী হিসাবে একজন আমানতকারীকে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখতে হয়। এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তিনি অর্থ উত্তোলন করতে পারেন না। চলতি হিসাবের ক্ষেত্রে গ্রাহক কার্যদিবসে প্রয়োজনমত অর্থ জমা ও উত্তোলন করতে পারেন।
উদ্দীপকে মি. নাদিম অবসরকালীন ৩০,০০,০০০ টাকার মধ্যে ২০,০০,০০০ টাকা ব্যাংকে রাখেন। নির্দিষ্ট সময় শেষে দ্বিগুণ অর্থের আশায় তিনি ব্যাংকে একটি স্থায়ী হিসাব খোলেন। বাকি অর্থ দিয়ে তিনি মি. জাভেদের সাথে ব্যবসায় শুরু করেন। মি. নাদিম ও মি. জাভেদ ব্যাংকে একটি চলতি হিসাব খোলেন।
মূলত চলতি হিসাব ব্যবসায়ীদের জন্য উপযোগী। একজন ব্যবসায়ীকে একই কার্যদিবসে বহুবার ব্যাংকের সাথে লেনদেন করার প্রয়োজন হয়। তবে এই হিসাবে জমাকৃত অর্থের ওপর ব্যাংক কোনো সুদ প্রদান করে না।
কিন্তু মি. নাদিমের স্থায়ী হিসাবে তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ একত্রে জমা দিতে হয়। এক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বে অর্থ উত্তোলনের সুযোগ পাবেন না। এ স্থায়ী আমানত থেকে তাকে সবচেয়ে বেশি সুদ দেয়া হয়। সুতরাং আমি মনে করি, উদ্দীপকে মি. নাদিমের হিসাব ও পরবর্তী হিসাবের মধ্যে হিসাবের বৈশিষ্ট্যগত পার্থক্য বিদ্যমান।
প্রশ্ন ৩২: ফাহিম আইডিয়াল কলেজের একজন ছাত্র। ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে সে অঞগ, অনলাইনসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা চায়। অন্যদিকে তার বাবা ঢাকার চক বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসায়ের বিভিন্ন আর্থিক লেনদেন ও কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য একটি ব্যাংক হিসাব খুলতে চান। অ [আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা]
ক. নমুনা স্বাক্ষর কার্ড কী? ১
খ. কণঈ ফর্ম বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উলিখিত ফাহিমের ব্যাংকিং সেবার ভিত্তিতে কোন হিসাব খোলা উত্তম? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে ফাহিমের বাবা ফাহিমের ব্যাংক হিসাব খুললে কোনো সমস্যা সৃষ্টি হবে কি? তোমার মতামত দাও। ৪
৩২ নং প্রশ্নের উত্তর
ক উত্তরঃ চেকের স্বাক্ষর যথার্থ কিনা তা মিলিয়ে দেখার জন্য ব্যাংক আমানতকারীর নমুনা স্বাক্ষর যে কার্ডে সংরক্ষণ করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে।
খ উত্তরঃ হিসাব খোলার সময় আবেদনকারীর বিস্তারিত ব্যক্তিগত তথ্য দিয়ে হিসাবগ্রহীতাকে যে ফর্ম বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয় তাকে কণঈ ফর্ম বলে।
লেনদেনের জালিয়াতি রোধ করার জন্য কণঈ (কহড়ি ণড়ঁৎং ঈঁংঃড়সবৎ) ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। দেশে মানি লন্ডারিং আইন চালু হবার পর অপরাধীদের শনাক্ত করার জন্য হিসাব খোলার সময় কণঈ ফর্ম অবশ্যই পূরণ করতে হয়।
গ উত্তরঃ উদ্দীপকে উলিখিত ফাহিমের ব্যাংকিং সেবার ভিত্তিতে তার সঞ্চয়ী হিসাব খোলা উচিত।
যে ব্যাংক হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেয়া যায়; কিন্তু সপ্তাহে দুইবারের বেশি উত্তোলন করা যায় না তাকে সঞ্চয়ী হিসাব বলে। সঞ্চয়ী হিসাবে ব্যাংক চেক প্রদান করে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা সঞ্চয়ী হিসাবের মাধ্যমে পাওয়া সম্ভব।
উদ্দীপকে ফাহিম আইডিয়াল কলেজের একজন ছাত্র। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে সে অঞগ, অনলাইনসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা চায়। এক্ষেত্রে সঞ্চয়ী হিসাবের মাধ্যমে সে উক্ত সেবাসমূহ পেতে পারে।
একজন ছাত্র হওয়ায় তার ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ সঞ্চয় সে বারবার ব্যাংকে জমা করতে পারবে। সঞ্চয়ী হিসাবে ব্যাংক সুদও দেয়। আবার অনলাইন ব্যাংকিংসহ অন্যান্য ই-ব্যাংকিং সেবাও দিয়ে থাকে। ফাহিম সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে ব্যাংক থেকে চেক বই পেতে পারে। সুতরাং ফাহিমের চাহিদা এবং সঞ্চয়ী হিসাবের যাবতীয় সুবিধা বিবেচনায় তার সঞ্চয়ী হিসাব খোলাই উত্তম।
ঘ উত্তরঃ উদ্দীপকের ফাহিমের বাবা ফাহিমের ব্যাংক হিসাব অর্থাৎ সঞ্চয়ী হিসাব খুললে সমস্যা সৃষ্টি হবে।
সঞ্চয়ী হিসাব সাধারণত স্বল্প আয়ের মানুষদের জন্য প্রযোজ্য। পক্ষান্তরে, চলতি হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেয়া এবং উত্তোলন করা যায় বিধায় এটি ব্যবসায়ীদের জন্য উপযুক্ত।
উদ্দীপকে ফাহিম কলেজের ছাত্র। সে তার ব্যাংক হিসাব থেকে অঞগ, অনলাইনসহ বিভিন্ন ধরনের সেবা চায়। তার জন্য সঞ্চয়ী হিসাব উপযুক্ত। পক্ষান্তরে, তার বাবা ঢাকার চক বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসায়ের বিভিন্ন আর্থিক লেনদেন ও কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য তিনি একটি ব্যাংক হিসাব খুলতে চান। এক্ষেত্রে তিনি যদি ফাহিমের মতো সঞ্চয়ী হিসাব খোলেন তাহলে তার জন্য সমস্যা হবে। কারণ তিনি একজন ব্যবসায়ী আর ফাহিম একজন ছাত্র।
একজন ব্যবসায়ী হিসেবে ফাহিমের বাবাকে দৈনিক অসংখ্য পরিমাণ লেনদেন করতে হবে। তার ব্যবসায়ের দেনা-পাওনা নিষ্পত্তি করার জন্য তাকে দৈনিক অনেকবার জমা বা উত্তোলন করা লাগতে পারে। যা শুধু চলতি হিসাবের মাধ্যমেই সম্ভব।
সঞ্চয়ী হিসাবে সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করা সম্ভব নয়। কিন্তু ফাহিমের বাবার ব্যবসায়ে সপ্তাহে দুইবার টাকা উত্তোলন করে পরিচালনা করা সম্ভব না। আবার ব্যবসায়ের কাজে তার অনেক সময় জমাতিরিক্ত উত্তোলন করা লাগতে পারে যা সঞ্চয়ী হিসাবে সম্ভব নয়। সুতরাং বলা যায়, ফাহিমের বাবার সঞ্চয়ী হিসাব খুললে সমস্যার সৃষ্টি হবে, এজন্য তার চলতি হিসাব খোলা উচিত।
প্রশ্ন ৩৩: জনাব জামাল টঙ্গীতে বসবাস করেন। তিনি সোনালী ব্যাংকের টঙ্গী বাজার শাখায় একটি হিসাব খোলেন। উক্ত হিসাবে তিনি একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে বারবার অর্থ জমা দিতে পারবেন এবং মেয়াদান্তে একবারে বা কিস্তিতে টাকা উত্তোলন করতে পারবেন। জামালের ভাই কামাল জাপানে থাকেন। বাংলাদেশে তার মাকে টাকা পাঠানোর জন্য সোনালী ব্যাংকে তার একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। উক্ত হিসাবে বিদেশ থেকে প্রেরিত অর্থ দেশীয় মুদ্রায় রূপান্তরপূর্বক জমা রাখা হয়। অ [সফিউদ্দীন সরকার একাডেমী এন্ড কলেজ, গাজীপুর]
ক. জমা রসিদ বই কী? ১
খ. জাতীয় মূলধন গঠনে ব্যাংক হিসাবের ভ‚মিকা আলোচনা করো। ২
গ. জনাব জামাল সোনালী ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জাপান প্রবাসী কামাল যে ধরনের হিসাব খুলেছেন তা কি তার জন্য উপযুক্ত? মতের স্বপক্ষে যুক্তি দাও। ৪
৩৩ নং প্রশ্নের উত্তর
ক উত্তরঃ ব্যাংক হিসাবে অর্থ জমাদানকারী গ্রাহককে ব্যাংকের পক্ষ থেকে ছাপানো যে রসিদ বই সরবরাহ করা হয় তাকে জমা রসিদ বই বলে।
খ উত্তরঃ জাতীয় মূলধন গঠনে ব্যাংকসমূহ শক্তিশালী ভ‚মিকা রাখে।
ব্যাংক হিসাব জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে এবং মানুষের বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অর্থ সংগ্রহ করে। এসব অর্থ দিয়ে ব্যাংক বড় ধরনের মূলধন গঠন করে শিল্প ও বড় বড় ব্যবসায়ে বিনিয়োগ করে। যা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে সম্ভব না।
গ উত্তরঃ জনাব জামাল সোনালী ব্যাংকে পৌনঃপুনিক হিসাব খুলেছেন।
যে হিসাবে আমানতকারী একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে বারবার অর্থ জমা করতে পারে এবং মেয়াদান্তে একবারে বা কিস্তিতে টাকা উত্তোলন করতে পারে তাকে পৌনঃপুনিক হিসাব বলে।
উদ্দীপকের জামাল টঙ্গীতে বসবাস করেন। তিনি সোনালী ব্যাংকের টঙ্গী বাজার শাখায় একটি হিসাব খোলেন। তার হিসাবটিতে তিনি একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বারবার টাকা জমা দিতে পারবেন। কিন্তু উত্তোলন করতে পারবেন একেবারে মেয়াদ শেষে।
মেয়াদান্তে জনাব জামাল তার হিসাবের টাকা একেবারেও উত্তোলন করতে পারেন, আবার কিস্তিতেও উত্তোলন করতে পারেন। এছাড়া এই হিসাবে তিনি সঞ্চয়ী হিসাবের চেয়ে বেশি হারে সুদ পাবেন।
কারণ হিসাবটিতে সঞ্চয়ী হিসাবের মতো বারবার অর্থ জমা দেয়া গেলেও উত্তোলন করা যায় শুধু মেয়াদ শেষে। ফলে ব্যাংক উক্ত আমানতটি ঋণদানের কাজে ব্যবহার করতে পারে। এসব বৈশিষ্ট্য বিচারে বলা যায়, জনাব জামাল সোনালী ব্যাংকে পৌনঃপুনিক হিসাব খুলেছেন।
ঘ উত্তরঃ জাপান প্রবাসী কামালের অনাবাসিক বহিঃস্থ হিসাবটি তার জন্য উপযুক্ত।
কোনো নাগরিক দেশের বাইরে অবস্থানকালে দেশের কোনো শাখায় সঞ্চয়ী বা স্থায়ী হিসাব খুললে তাকে অনাবাসিক বহিঃস্থ হিসাব বলে। এরূপ হিসাবে বিদেশ থেকে প্রেরিত অর্থ দেশীয় মুদ্রায় রূপান্তরপূর্বক জমা রাখা হয়।
উদ্দীপক জনাব জামাল টঙ্গীতে বসবাস করেন। তার ভাই কামাল জাপান থাকেন। বাংলাদেশে তার মাকে টাকা পাঠানোর জন্য তার একটি সঞ্চয়ী হিসাব আছে সোনালী ব্যাংকে। উক্ত হিসাবে বিদেশ থেকে জনাব কামালের প্রেরিত অর্থ দেশীয় মুদ্রায় জমা করা হয়। কামালের হিসাবটি একটি অনাবাসিক বহিঃস্থ হিসাব, যা আমরা হিসাবটির বৈশিষ্ট্য থেকে বুঝতে পারি।
হিসাবটি জনাব কামালের জন্য উপযুক্ত। কারণ এই হিসাবের মাধ্যমে তিনি অর্থ প্রেরণ করার ফলে তা দেশীয় মুদ্রায় রূপান্তরিত হয়ে জমা হয়। কামাল যেহেতু তার মাকে টাকা পাঠান, দেশীয় মুদ্রায় রূপান্তরিত করার ফলে তার মাকে ঝামেলা পোহাতে হয় না।
অর্থাৎ অনাবাসিক বহিঃস্থ হিসাবটি থাকার কারণে কামাল সহজে লেনদেন করতে পারছেন বিধায় হিসাবটি তার জন্য উপযুক্ত।
প্রশ্ন ৩৪:জনাব আলিমুদ্দিন চাকরিজীবন শেষে চাকরিরত সন্তানদের রেখে সস্ত্রীক গ্রামে চলে এসেছেন। তিনি অবসর সময়ে এককালীন যে টাকা পেয়েছিলেন তা গ্রামের অদূরে একটি ব্যাংকে এমন একটা হিসাব জমা রেখেছেন যেখান থেকে আয় বেশি আসবে। তবে তিনি চেক বই পাননি। ব্যাংক কর্ক উত্তরঃর্তাদের কথামতো তিনি আরেকটি হিসাব খুলেছেন। যেখানে আগের হিসাব থেকে ত্রৈমাসিক ভিত্তিতে আয় এ হিসাবে জমা হয়। তাকে চেক বই ও জমা বই দেওয়া হয়েছে। ছেলেমেয়েরাও তার হিসাবে টাকা পাঠায়। অ [আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ]
ক. ব্যাংক হিসাব কী? ১
খ. একজন ব্যবসায়ীর জন্য কোন ধরনের হিসাব উত্তম ও কেন? ২
গ. উদ্দীপকের জনাব আলিমুদ্দিন ব্যাংকে প্রথমে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. পরে খোলা হিসাবটিতে আয় কম হলেও তিনি এর মাধ্যমে অধিক ব্যাংকিং সেবা পাবেন বক্তব্যের যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৪
৩৪ নং প্রশ্নের উত্তর
ক উত্তরঃ যে হিসাবের মাধ্যমে ব্যাংক গ্রাহককে আর্থিক লেনদেন করার ও অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণ করার সুযোগ দেয় তাকে ব্যাংক হিসাব বলে।
খ উত্তরঃ একজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উত্তম।
ব্যবসায়ীদের সাধারণত বেশি বেশি লেনদেন করতে হয় তাদের ব্যবসায়ের দেনা-পাওনা নিষ্পত্তি করার জন্য। আর চলতি হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেওয়া যায় এবং উত্তোলন করা যায়। এ কারণেই চলতি হিসাব ব্যবসায়ীদের জন্য উত্তম।
গ উত্তরঃ উদ্দীপকে জনাব আলিমুদ্দিন ব্যাংকে প্রথমে স্থায়ী হিসাব খুলেছেন।
যে হিসাব একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে সাধারণত টাকা উত্তোলন করা যায় না তাকে স্থায়ী হিসাব বলে। স্থায়ী হিসাবে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে, কিন্তু কোনো চেক বই প্রদান করে না।
উদ্দীপকে জনাব আলিমুদ্দিন চাকরিজীবন শেষে চাকরিরত সন্তানদের রেখে সস্ত্রীক গ্রামে চলে এসেছেন। তিনি অবসর সময়ে এককালীন যে টাকা পেয়েছিলেন তা গ্রামের অদূরে একটি ব্যাংক হিসাবে রেখেছিলেন। যেখান থেকে বেশি পরিমাণে আয় আসবে।
তবে ব্যাংক জনাব আলিমুদ্দিনকে এই হিসাবের বিপরীতে কোনো চেক বই ইস্যু করে নি। শুধু স্থায়ী হিসাবের ক্ষেত্রে ব্যাংক চেক বই ইস্যু করে না। কারণ স্থায়ী হিসাবের টাকা মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে তোলা যায় না। আবার স্থায়ী হিসাবে সুদের হার সর্বোচ্চ হওয়ায় আয়ের পরিমাণও বেশি। তাই বলা যায় জনাব আলিমুদ্দিনের প্রথম হিসাবটি ছিল স্থায়ী হিসাব।
ঘ উত্তরঃ পরে খোলা সঞ্চয়ী হিসাবটিতে আয় কম হলেও তিনি এর মাধ্যমে অধিক ব্যাংকিং সেবা পাবেন উক্তিটি যথার্থ। অ
যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেয়া যায়; কিন্তু সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করা যায় না তাকে সঞ্চয়ী হিসাব বলে। সঞ্চয়ী হিসাবে ব্যাংক চেক বই ইস্যু করে। এছাড়া অনলাইন ব্যাংকিং, ফান্ড ট্রান্সফার নানাবিধ সুবিধা পাওয়া যায়।
উদ্দীপকে জনাব আলিমুদ্দিন তার চাকরিজীবনের শেষে গ্রামে চলে এসেছেন এবং যে টাকা পেয়েছেন তা একটি স্থায়ী ব্যাংক হিসাবে জমা রাখেন। স্থায়ী হিসাবে ব্যাংক কোনো চেক বই ইস্যু করে না। ব্যাংক কর্ক উত্তরঃর্তাদের পরামর্শ অনুযায়ী তিনি আরেকটি হিসাব খোলেন।
এ হিসাবে আগের স্থায়ী হিসাব থেকে ত্রৈমাসিক ভিত্তিতে আয় এসে জমা হয়। তাছাড়াও তিনি এ হিসাবের বিপরীতে একটি চেক বই এবং একটি জমা বই পেয়েছেন। তার চাকরিরত ছেলেমেয়েরাও এই হিসাবে টাকা পাঠায়। অর্থাৎ পূর্বের হিসাবের চেয়ে তিনি পরের হিসাবটিতে অনেক বেশি সুবিধা পাচ্ছেন।
স্থায়ী হিসাব সাধারণত খোলা হয় অলস টাকা হাতে না রেখে ব্যাংকে রাখার জন্য। যাতে ব্যাংক থেকে সুদ পাওয়া যায়। এ হিসাবে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা করা হয়, সময় শেষে সুদসমেত পুরো টাকা উত্তোলন করা হয়। এ হিসাবে কোনো চেক বইয়ের প্রয়োজন হয় না। যার ফলে জনাব আলিমুদ্দিনকে কোনো চেক বই দেয়া হয় নি। পক্ষান্তরে সঞ্চয়ী হিসাবকে অনেক উদ্দেশ্যে ব্যবহার করা যায়।
যেমন জনাব আলিমুদ্দিন সেখান থেকে সুদ পাচ্ছেন। তার ছেলেমেয়েরা টাকা পাঠাতে পারছে, তিনি চেকবই পেয়েছেন ইত্যাদি। আবার ইচ্ছা করলে তিনি অনলাইন ব্যাংকিং সুবিধাও নিতে পারবেন। এগুলোর কোনোটিই স্থায়ী হিসাবে পাওয়া সম্ভব নয়। তবে সঞ্চয়ী হিসাবে সুদের হার তুলনামূলকভাবে কম। সুতরাং বলা যায়, উলিখিত উক্তিটি পুরোপুরি যৌক্তিক।
প্রশ্ন ৩৫: বাবুল সাহেবের হিসাবে ১,৫০,০০,০০০ টাকা জমা আছে। তিনি ২০ জুলাই ২০১৫ তারিখে সকাল ১০টায় ১,০০,০০০ টাকা উত্তোলনের জন্য ব্যাংকে একটি চেক পাঠান। দুপুর ১২টায় ৭৫,০০,০০০ টাকা জমা দেন। বিকাল ২টায় করিম সাহেবকে ৯০,০০,০০০ টাকার চেক প্রদান করেন। ঐ দিনই বিকাল ৩টায় চেকের টাকা তুলতে গেলে ব্যাংক করিম সাহেবকে টাকা প্রদানে অস্বীকৃতি জানায়। এতে বাবুল সাহেবের ব্যবসায়ে নেতিবাচক প্রভাব পড়ে। অ [সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ; কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ]
ক. বাহক চেক কী? ১
খ. চেকে দাগকাটা হয় কেন? ২
গ. বাবুল সাহেব কোন ধরনের ব্যাংক হিসাব পরিচালনা করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যবসায়ে সুনাম বজায় রাখতে এখানে কী করণীয়? ৪
৩৫ নং প্রশ্নের উত্তর
ক উত্তরঃ যে চেকের অর্থ চাহিবামাত্র ব্যাংক বাহককে প্রদান করে তাকে বাহক চেক বলে।
খ উত্তরঃ অধিক নিরাপত্তা নিশ্চিত করতে চেকে দাগকাটা হয়।
দাগকাটা চেক গ্রাহকের ব্যাংক হিসাবের মাধ্যমে উপস্থাপন করতে হয়। এই চেকের টাকা প্রকৃত প্রাপক ছাড়া অন্য কেউ সংগ্রহ করতে পারে না। সাধারণত বড় অঙ্কের অর্থ লেনদেনের ক্ষেত্রে দাগকাটা চেক বেশি ব্যবহার করা হয়। তাই এ চেক অধিক নিরাপদ।
গ উত্তরঃ বাবুল সাহেব সঞ্চয়ী হিসাব পরিচালনা করেছেন।
সঞ্চয়ী হিসাবের মাধ্যমে আমানতকারী দিনে যতবার ইচ্ছা অর্থ জমা দেয়। কিন্তু তিনি নির্দিষ্ট নিয়মের বাইরে অর্থ উত্তোলন করতে পারে না।
উদ্দীপকে বর্ণিত বাবুল সাহেবের হিসাবে ১,৫০,০০,০০০ টাকা জমা আছে। তিনি ২০ জুলাই ২০১৫ তারিখে সকাল ১০টায় ১,০০,০০০ টাকা উত্তোলনের জন্য ব্যাংকে একটি চেক পাঠান। দুপুর ১২টায় ৭৫,০০,০০০ টাকা জমা দেন।
বিকাল ২টায় করিম সাহেবকে ৯০,০০,০০০ টাকার চেক প্রদান করেন। কিন্তু বিকাল ৩টায় ব্যাংক করিম সাহেবকে চেকের অর্থ প্রদানে অস্বীকৃতি জানায়। সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মের বাইরে চেকের অর্থ উত্তোলন করা যায় না।
সাধারণত এ হিসাবে ১ লক্ষ টাকার বেশি অর্থ উত্তোলন করা যায় না। বিশেষ প্রয়োজনে ১ লক্ষ টাকার বেশি অর্থ উত্তোলন করতে চাইলে ব্যাংককে আগেই নোটিশ দিতে হবে। তাই বলা যায়, বাবুল সাহেব সঞ্চয়ী হিসাব পরিচালনা করেছেন।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
ঘ উত্তরঃ ব্যবসায়ে সুনাম বজায় রাখতে বাবুল সাহেবের চলতি হিসাব পরিচালনা করা উচিত। অ
চলতি হিসাবের মাধ্যমে আমানতকারী প্রয়োজন অনুযায়ী যতবার ইচ্ছা অর্থ জমা দিতে এবং উত্তোলন করতে পারে। ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উপযোগী।
উদ্দীপকে বর্ণিত বাবুল সাহেব ২০ জুলাই, ২০১৫ তারিখে সকাল ১০টায় ১,০০,০০০ টাকা উত্তোলনের জন্য ব্যাংকে একটি চেক পাঠান।
দুপুর ১২ টায় ৭৫,০০,০০০ টাকা জমা দেন। বিকাল ২টায় করিম সাহেবকে ৯০,০০,০০০ টাকার চেক প্রদান করেন। কিন্তু বিকাল ৩টায় করিম সাহেবকে চেকের অর্থ প্রদানে ব্যাংক অস্বীকৃতি জানায়।
বাবুল সাহেবের সঞ্চয়ী হিসাবে চলতি হিসাবের মতো বহুবার অর্থ জমা ও উত্তোলনের সুযোগ নেই। ফলে বাবুল সাহেবের ব্যবসায়ে নেতিবাচক প্রভাব পড়ে। এজন্য তার ব্যবসায়ের প্রয়োজন পূরণে চলতি হিসাব উপযুক্ত। উক্ত হিসাবের মাধ্যমে তিনি জমাকৃত অর্থ যেকোনো সময় চাহিবামাত্র উত্তোলন করতে পারবেন।
এভাবে তিনি প্রয়োজন মতো লেনদেন করার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করতে পারবেন। এছাড়াও তিনি জমাতিরিক্ত ঋণ নিতে পারবেন। সুতরাং, চলতি হিসাবে লেনদেন করে বাবুল সাহেব তার ব্যবসায়ের সুনাম বজায় রাখতে পারবেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।