ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১৪ | সৃজনশীল প্রশ্ন ১-৫ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্দশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্দশঅধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
প্রশ্ন ১: পাবনাতে জনাব শামীমের একটি পশুপালনের খামার আছে। সেখানে তিনি গরু মোটাতাজাকরণ প্রকল্প গ্রহণ করেছেন। গত বছরে এই খামারে মড়কের কারণে তাকে বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাই এবার তিনি ১৫০টি গরুর প্রাকৃতিক ও চুরিজনিত ক্ষতির বিপরীতে ৮০ লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেছেন। এবার তার ৫০টি গরু চুরি হয়েছে যার মূল্য ৩০ লক্ষ টাকা। [কু. বো. ১৭]
ক. ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কী? ১
খ. বন্যা-খরায় ফসলহানির জন্য কী ধরনের বিমা করা হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে শামীম কোন ধরনের বিমা করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. আমাদের দেশের প্রেক্ষাপটে জনাব শামীমের দ্বারা গৃহীত বিমাপত্রটি নেক গুরুত্বপূর্ণ এই চুক্তির সপক্ষে তোমার যুক্তি দেখাও। ৪
১ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: কোনো দুর্ঘটনায় বা রোগ ব্যাধিতে বিমাগ্রহীতার মৃত্যু হলে আঅর্থিক সহায়তা বা উপার্জনক্ষমতা সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্র“তির ভিত্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা বলে।
খ উত্তর: বন্যা- খরায় ফসলহানির জন্য শস্য বিমা করা হয়।
বিভিন্ন প্রাকৃতিক বিপদ যেমন- বন্যা, খরা, শিলাবৃষ্টি, বিভিন্ন রোগ ও পোকা-মাকড়ের উপদ্রব এবং বিভিন্ন প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট বিপদ যেমন- চুরি, লুট, গ্নিসংযোগ, দাঙ্গা ইত্যাদি কারনে ফসলের ক্ষতি হতে পারে। এসব ক্ষতির বিপরীতে কৃষকদেরকে আঅর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যেই শস্য বিমার উদ্ভব হয়েছে।
গ উত্তর: উদ্দীপকে জনাব শামীম গবাদি পশু বিমা করেছেন।
এ বিমা চুক্তিতে বিমাকারী গবাদি পশুর মৃত্যুজনিত ক্ষতি আঅর্থিকভাবে মোকাবিলা করার নিশ্চয়তা প্রদান করে । বিমাকৃত কোনো গবাদিপশু মারা গেলে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে আঅর্থিক ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে।
উদ্দীপকে জনাব শামীমের পাবনাতে একটি পশুপালনের খামার আছে। সেখানে তিনি গরু মোটাতাজাকরণ প্রকল্প গ্রহণ করেছেন। তার প্রকল্পের ১৫০টি গরুর প্রাকৃতিক ও চুরিজনিত ক্ষতির বিপরীতে তিনি ৮০ লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেছেন।
অর্থাৎ বিমাচুক্তির শর্তানুযায়ী, তার গরু কোন রোগে মারা গেলে বা চুরি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। তার বিমা পলিসির বিষয়বস্তু গবাদিপশু হওয়ার কারণে এটি একটি গবাদিপশু বিমা।
ঘ উত্তর: জনাব শামীমের গবাদিপশু বিমাপত্রটি আমাদের দেশের কৃষিখাতের গ্রগতি ও বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে।
গবাদিপশু দেশের একটি মূল্যবান সম্পদ। গবাদিপশু বিমার মাধ্যমে গবাদিপশুর মৃত্যুতে বা চুরিজনিত কারণে বিমাগ্রহতীকে ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করা হয়।
উদ্দীপকে জনাব শামীমের একটি পশুপালনের খামার রয়েছে। গত বছর এই খামারে মড়কের কারণে তাকে বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাই এবার তিনি ১৫০টি গরুর প্রাকৃতিক ও চুরিজনিত ক্ষতিপূরণের জন্য ৮০ লক্ষ টাকার গবাদিপশু বিমাপত্র গ্রহণ করেন।
গত বছর গবাদিপশু বিমাপত্র না করায় নেক গবাদিপশুর মৃত্যুতে তিনি আঅর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এবার বিমাপত্র থাকায় ৫০টি গরু চুরি হয়ে গেলেও তাকে আঅর্থিক ক্ষতিতে পড়তে হবে না। কেননা বিমা কোম্পানি এ ক্ষতিপূরণ প্রদান করবে। এরূপ বিমা পলিসি আমাদের দেশের খামার মালিকদেরকে আঅর্থিকভাবে নিরাপত্তা প্রদান করে। এ বিমার আওতায় পশু মৃত্যু বা সুস্থজনিত কারণে উদ্ভ‚ত ক্ষতি বিমা কোম্পানি পূরণ করে। এর ফলে জনাব শামীমের মতো খামার ব্যবসায়ীরা নির্বিঘেœ তাদের ব্যবসায় প্রসার ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।
প্রশ্ন ২: গ্রীন ফার্ম লিমিটেড তাদের প্রতিষ্ঠানের কৃষি বিভাগে কর্মরত কৃষকদের কর্ক উত্তর:ালীন দুর্ঘটনার জন্য ‘ঢ’ বিমা কোম্পানি থেকে একটি পলিসি গ্রহণ করে। এছাড়াও প্রতিষ্ঠানটি ডেইরি বিভাগের ১০০০টি গরুর জন্য ‘ণ’ বিমা কোম্পানি থেকে একটি পলিসি গ্রহণ করে। [য. বো. ১৭]
ক. শস্য বিমা কী? ১
খ. ‘বিমা ঝুঁকি বণ্টনের যৌথ ব্যবস্থা’Ñ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে ‘ঢ’ কোম্পানি থেকে গৃহীত বিমা পলিসিটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. গ্রীন ফার্ম লি.-এর ‘ণ’ বিমা কোম্পানি থেকে বিমা পলিসি গ্রহণ করা কতটুকু যৌক্তিক ছিল? উদ্দীপকের আলোকে যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪
২ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: শস্য বিনষ্টের সম্ভাব্য প্রাকৃতিক ঝুঁকিসমূহ (যেমন: বন্যা, খরা, তিবৃষ্টি, নাবৃষ্টি ইত্যাদি) ও প্রাকৃতিক ঝুঁকিসমূহ (যেমন: চুরি, লুট, গ্নিসংযোগ, দাঙ্গা ইত্যাদি) মোকাবিলার জন্য যে বিমা গ্রহণ করা হয় তাকে শস্য বিমা বলে।
খ উত্তর: বিমার মাধ্যমে বিমাগ্রহীতা তার সম্ভাব্য ঝুঁকিকে কয়েকটি পক্ষের মধ্যে বণ্টন করে, তাই বিমাকে ঝুঁকি বণ্টনের যৌথ ব্যবস্থা বলা হয়।
বিমা এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিমাগ্রহীতার ক্ষতি হলে তা বিভিন্ন পক্ষের মধ্যে বণ্টনের ব্যবস্থা করা যায়। এ ব্যবস্থায় বিমাকারী বিভিন্ন বিমাগ্রহীতার কাছ থেকে প্রিমিয়াম সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত বিমাগ্রহীতার ক্ষতিপূরণ করে।
গ উত্তর: উদ্দীপকে ঢ কোম্পানি থেকে গৃহীত বিমা পলিসিটি হলো নিয়োগকারীর দায় বিমা।
সাধারণত কোনো প্রতিষ্ঠানে কর্মরত বস্থায় কোনো শ্রমিক বা কর্ক উত্তর:র্তা মারা গেলে বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে এর দায় মালিকের ওপরই বার্তায়। মালিক বা নিয়োগকারী এরূপ দায় বিমা কোম্পানির নিকট র্পণের উদ্দেশ্যেই দায় বিমা করে থাকে।
উদ্দীপকে গ্রীন ফার্ম লিমিটেড তাদের প্রতিষ্ঠানে কর্মরত কৃষকদের জন্য ঢ কোম্পানি থেকে একটি বিমা পলিসি গ্রহণ করে। বিমার শর্ত নুযায়ী, কর্মরত বস্থায় কোনো কৃষকের দুর্ঘটনার দায় বিমা কোম্পানি গ্রহণ করবে।
অর্থাৎ এ চুক্তির মাধ্যমে গ্রীন ফার্মের মালিকগণ তাদের দায় বিমা কোম্পানির ওপর র্পণ করে। সুতরাং, বৈশিষ্ট্য নুযায়ী গ্রীন ফার্ম লিমিটেডের গৃহীত বিমাপত্রটি হলো নিয়োগকারীর দায় বিমা।
ঘ উত্তর: উদ্দীপকে গ্রীন ফার্ম লি. এর ণ বিমা কোম্পানি থেকে গবাদিপশু বিমা পলিসি গ্রহণ করা সম্পূর্ণ যৌক্তিক।
গবাদিপশুর মৃত্যুজনিত ক্ষতির হাত থেকে বিমাগ্রহীতাকে আঅর্থিকভাবে রক্ষার জন্যই গবাদিপশু বিমার উদ্ভব হয়েছে। সাধারণত ১ বছর বা এর চেয়ে কম সময়ের জন্য এরূপ বিমা করা হয়ে থাকে।
উদ্দীপকে গ্রীন ফার্ম লিমিটেড এর ডেইরি বিভাগে ১০০০টি গরু রয়েছে। গ্রীন ফার্ম এই ১০০০টি গরুর জন্য ণ কোম্পানি থেকে একটি বিমা পলিসি গ্রহণ করে।
গরু গবাদিপশু বিধায় গ্রীন ফার্মের গৃহীত বিমাপত্রটি নির্দ্বিধায় গবাদিপশু বিমা।
এই ১০০০টি গবাদিপশু গরু গ্রীন ফার্মের জন্য সম্পদস্বরূপ। তাই গরুর আকস্মিক রোগ বা মৃত্যুজনিত কারণে গ্রীন ফার্ম লিমিটেডকে বশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে। এরূপ গবাদিপশু বিমার মাধ্যমে গ্রীন ফার্ম ণ কোম্পানি হতে আঅর্থিক ক্ষতিপূরণ আদায় করতে পারবে। সুতরাং, গ্রীন ফার্ম লিমিটেড কর্তৃক গবাদিপশু বিমাপত্র গ্রহণ করার সিদ্ধান্তটি সঠিক।
প্রশ্ন ৩ : জনাব শাকিল একটি নতুন ট্রাক কিনেন এবং তা সুরক্ষার জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। গরু ব্যবসায়ী শিপলু দিনাজপুর থেকে ঢাকায় গরু ট্রাকে নিয়ে যাবার জন্য ট্রাকটি ভাড়া করেন। পথিমধ্যে গরু বোঝাই ট্রাকটি উল্টে ক্ষতিগ্রস্ত হয় এবং গরুগুলো মারা যায়। জনাব শাকিল ট্রাক ও গরুর ক্ষতিপূরণের জন্য বিমা দাবি করলে বিমা কোম্পানি শুধু ট্রাকের বিমা দাবি পূরণ করে। গরুগুলোর ক্ষতিপূরণ শাকিলকেই দিতে হয়। [ব. বো. ১৭]
ক. ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কী? ১
খ. গবাদিপশু বিমা কেন করা হয়? ২
গ. জনাব শাকিলের বিমাটি কী ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব শাকিলকে ভবিষ্যতে এ ধরনের ক্ষতি থেকে রেহাই পেতে কি করতে হবে? বুঝিয়ে লেখো। ৪
৩ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: কোনো দুর্ঘটনায় বা রোগ ব্যাধিতে বিমাগ্রহীতার মৃত্যু হলে বা উপার্জনক্ষমতা সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্র“তির ভিত্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা বলে।
খ উত্তর: গবাদিপশুর মৃত্যুজনিত ক্ষতির হাত থেকে আঅর্থিকভাবে রক্ষার জন্য বিমাগ্রহীতা এ বিমাপত্র গ্রহণ করে।
গবাদিপশু একটি মূল্যবান সম্পদ। এক্ষেত্রে সম্পত্তি বিমার নিয়ম প্রযোজ্য। সাধারণত এক বছর বা তার চেয়ে কম সময়ের জন্য এরূপ বিমাপত্র খোলা হয়। ক্ষতিপূরণের নীতি নুযায়ী এক্ষেত্রে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়।
গ উত্তর: উদ্দীপকে জনাব শাকিলের বিমাটি হলো যানবাহন বিমার ন্তর্ভুক্ত দুর্ঘটনা বিমা।
দুর্ঘটনা বিমার মাধ্যমে দুর্ঘটনাজনিত কারণে যানবাহন ও সম্পদের ক্ষতি হলে তা পূরণের প্রতিশ্র“তি দেয়া হয়। এ চুক্তির মাধ্যমে বিমাকারীর ওপর বিষয়বস্তুর ক্ষতিজনিত দায় র্পণ করা হয়।
উদ্দীপকে জনাব শাকিল একটি নতুন ট্রাক ক্রয় করেন। ট্রাকটির সুরক্ষার জন্য তিনি একটি বিমাপত্র গ্রহণ করেন। যাত্রাপথে গরু বোঝাই থাকা বস্থায় তার ট্রাকটি উল্টে যায় এবং গরুগুলো মারা যায়। বিমা কোম্পানির নিকট বিমা দাবি করলে জনাব শাকিল শুধু ট্রাকের ক্ষতিপূরণ পান।
অর্থাৎ তিনি এমন একটি বিমা চুক্তি করেছেন যেটিতে শুধু যানবাহনের ক্ষতিতে ক্ষতিপূরণ দেয়া হয়। জনাব শাকিলের গৃহীত বিমার বৈশিষ্ট্য বিবেচনা করে বলা যায়, তিনি যানবাহন বিমার ন্তর্ভুক্ত দুর্ঘটনা বিমাটি করেছেন।
ঘ উত্তর: উদ্দীপকে জনাব শাকিলকে ভবিষ্যতের ক্ষতি থেকে রেহাই পেতে সার্বিক যানাবহন বিমাপত্র গ্রহণ করতে হবে।
সার্বিক যানবাহন বিমাপত্রে যানবাহনের সম্ভাব্য সকল প্রকার ঝুঁকি প্রতিরোধের নিশ্চয়তা দেয়া হয়। অর্থাৎ যানবাহন ও যানবাহনে বাহিত পণ্য বা সম্পত্তির ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়া হয়।
উদ্দীপকে জনাব শাকিল তার নতুন ট্রাকের জন্য যানবাহন বিমার ন্তর্ভুক্ত দুর্ঘটনা বিমাপত্র গ্রহণ করেন। দিনাজপুর থেকে ঢাকায় গরু আনার জন্য গরু ব্যবসায়ী শিপলু তার ট্রাকটি ভাড়া করে। পথিমধ্যে ট্রাকটি উল্টে যায়।
দুর্ঘটনা বিমাপত্রের ক্ষেত্রে শুধু যানবাহনের ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়া হয়। এ কারণেই বিমা কোম্পানি শুধু ট্রাকের ক্ষতিপূরণ প্রদান করেছে। কিন্তু গরুগুলোর ক্ষতি পূরণ করেনি।
ভবিষ্যতে এ ধরনের ক্ষতি থেকে রেহাই পেতে জনাব শাকিল সার্বিক যানবাহন বিমাপত্র গ্রহণ করতে পারেন। এ বিমাপত্রের আওতায় দুর্ঘটনা হলে তিনি তার ট্রাকের এবং ট্রাকে বোঝাইকৃত পণ্যের ক্ষতিপূরণও পাবেন।
প্রশ্ন ৪: জসীম সাহেব ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রাইম ব্যাংকের মাধ্যমে কিস্তিসহ ৩৫ লক্ষ টাকায় একটি প্রাইভেট কার কিনে রূপালী ইন্স্যুরেন্সের সাথে বিমা চুক্তি সম্পাদন করেন। পরবর্তীতে গাড়িটি ছিনতাই হলে তিনি মামলা দায়ের করেন এবং বিমা কোম্পানির কাছে বিমার অর্থ দাবি করেন। মামলাটি নিষ্পত্তি হলে বিমা কোম্পানি তাকে ১৮,৫০,০০০ টাকা প্রদান করে। [চ. বো. ১৬]
ক. স্বাস্থ্য বিমা কী? ১
খ. জীবন বিমা কি ক্ষতিপূরণের চুক্তি? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে যে বিমাপত্রটি জসীম সাহেব গ্রহণ করেছিলেন তা কোন ধরনের? বিস্তারিত লেখো। ৩
ঘ. বিমাদাবি বাবদ জসীম সাহেব যে পরিমাণ টাকা পেলেন তা কি যথাঅর্থ? বিশ্লেষণ করো। ৪
৪ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: স্বাস্থ্য বিমা চুক্তি দ্বারা বিমাগ্রহীতার ক্ষমতাজনিত ব্যয়, চিকিৎসা ব্যয় ও দুর্ঘটনাজনিত মৃত্যুর ঝুঁকি মোকাবিলা করা হয়।
খ উত্তর: জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়। কারণ জীবন বিমায়, বিমাগ্রহীতার মৃত্যুতে থবা মেয়াদ পূর্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়া হয়।
সম্পত্তি বিমার ক্ষতি আঅর্থিক পরিমাণ নির্ণয় করা যায় কিন্তু জীবন বিমায় জীবনহানি হলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়।
এক্ষেত্রে বিমা কোম্পানি কেউ মারা গেলে বা পঙ্গুত্ববরণ করলে কী পরিমাণ অর্থ প্রদান করবে তার নিশ্চয়তা দিয়ে থাকে। তাই জীবন বিমা কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়, এটি নিশ্চয়তার চুক্তি।
গ উত্তর: উদ্দীপকে জসীম সাহেব যে বিমাপত্রটি গ্রহণ করেছিল তা একটি সার্বিক ঝুঁকির মোটর বিমাপত্র।
একটি বিমাপত্রের ধীনে নেক মোটর ঝুঁকি ন্তর্ভুক্ত করে যে বিমাপত্র গ্রহণ করা হয় তাকে সার্বিক ঝুঁঁকির মোটর বিমাপত্র বলে। এক্ষেত্রে মোটরযান চুরি বা দুর্ঘটনায় যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি, ন্য গাড়ির সাথে ধাক্কায় ক্ষতি, ঝড় বা দুর্ঘটনায় গাড়ির যাত্রী বা সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণ করা হয়।
উদ্দীপকে জসীম সাহেব তার ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রাইম ব্যাংকের মাধ্যমে একটি প্রাইভেট কার কিনেন। কারটি তিনি রূপালী ইন্স্যুরেন্সের সাথে বিমা করেন। পরবর্তীতে গাড়িটি ছিনতাই হলে তিনি মামলা দায়ের করেন ও বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করেন।
এখানে তার ক্রয়কৃত বিমাপত্রটি একটি সার্বিক ঝুঁকির মোটর বিমাপত্র। কেননা এটি এমন একটি বিমাপত্র, যেখানে মোটরগাড়ির সাথে সম্পর্কযুক্ত সব ধরনের ঝুঁকির মোকাবিলা করা হয়। এজন্যই তার প্রাইভেট কার ছিনতাই হলেও তিনি বিমাদাবি পেয়েছেন।
ঘ উত্তর: বিমাদাবি বাবদ জসীম সাহেব যে পরিমাণ টাকা পেলেন তা যথাঅর্থ হয়েছে।
সার্বিক ঝুঁকির মোটর বিমাপত্র গ্রহণের ফলে বিমাকৃত সম্পত্তির কোনো ক্ষতি হলে ক্ষতির কারণ যাই হোক না কেন, বিমা কোম্পানি তা পূরণ করতে বাধ্য। এক্ষেত্রে সম্পত্তির বর্তমান বাজারমূল্যকে বিবেচনা করা হয়। তবে ক্ষতিপূরণের পরিমাণ বশ্যই বিমাকৃত মূল্যের বেশি হয় না।
উদ্দীপকে জসীম সাহেবের প্রাইভেট কারটি তিনি প্রাইম ব্যাংকের মাধ্যমে কিস্তিসহ ৩৫ লক্ষ টাকায় কিনেছেন। প্রাইভেট কারটির জন্য তিনি রূপালী লাইফ ইন্স্যুরেন্স থেকে একটি সার্বিক ঝুঁকির মোটর বিমাপত্র সংগ্রহ করেন। পরবর্তীতে গাড়িটি ছিনতাই হলে তিনি মামলা দায়ের ও বিমা কোম্পানির কাছে বিমা অর্থ দাবি করেন। মামলা নিষ্পত্তি হলে বিমা কোম্পানি তাকে ১৮,৫০,০০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করে।
সম্পত্তি বিমার ক্ষেত্রে বিমাকৃত সম্পত্তির কোনো ক্ষতি হলে বিমা কোম্পানি তা ক্ষতিপূরণ করে। ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বিমা কোম্পানি বর্তমান বাজারমূল্যকে বিবেচনায় রাখে। উদ্দীপক নুযায়ী, প্রাইম ব্যাংক প্রাইভেট কারটির মূল্য বাবদ ১৮,৫০,০০০ টাকা পরিশোধ করেছে, যা একটি নির্দিষ্ট সময় পর কিস্তিসহ ৩৫ লক্ষ টাকায় দাঁড়াবে। অর্থাৎ গাড়ির প্রকৃত মূল্য ৩৫ লক্ষ টাকা নয়।
গাড়িটি ছিনতাই হলে বিমা কোম্পানি ১৮,৫০,০০০ টাকা ক্ষতিপূরণ করে। ক্ষতিপূরণের নীতি নুযায়ী ১৮,৫০,০০০ টাকা ক্ষতিপূরণ যথাঅর্থ হয়েছে। কেননা বিমার ক্ষতিপূরণের নীতি নুযায়ী বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানি চুক্তির নিয়মানুযায়ী ক্ষতিপূরণ প্রদান করে থাকে।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
প্রশ্ন ৫: পায়রা পরিবহন ও বলাকা পরিবহন দুটি স্বনামধন্য পরিবহন সংস্থা। বাংলাদেশের পরিবহন খাতটি খুবই দুর্ঘটনাপ্রবণ বলে বিবেচিত। পায়রা পরিবহন বিআরটিসি থেকে লাইসেন্স গ্রহণের সময় এর মালিককে বাধ্যতামূলকভাবে একটি বিমাপত্র নিতে হয়েছিল। ন্যদিকে বলাকা পরিবহন সংস্থাটি পরিবহন ব্যবসায়ে যুক্ত বিভিন্ন ঝুঁকির কথা বিবেচনা করে সগ উত্তর:্র ঝুঁকির বিরুদ্ধে একটিমাত্র বিমাপত্র ক্রয় করে। [সি. বো. ১৬]
ক. স্বাস্থ্য বিমা কাকে বলে? ১
খ. গ্নি পচয় বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উলিখিত পায়রা পরিবহন সংস্থার কোন ধরনের বিমাপত্র নিতে হয়েছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত ‘পায়রা সংস্থার গৃহীত বিমাপত্র হতে বলাকা সংস্থার বিমাপত্রের আওতা ব্যাপক’ উদ্দীপকের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো। ৪
৫ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: সুস্থতার কারণে ব্যয়কৃত চিকিৎসা খরচ কমানোর জন্য যে বিমা করা হয় তাকে স্বাস্থ্য বিমা বলে।
খ উত্তর: গ্নিকাণ্ডের ফল সহায়-সম্পত্তির যে ক্ষতি হয় তাকে গ্নিজনিত ক্ষতি বা পচয় বলে।
গ্নিকাণ্ডের ফলে দালানকোঠা, শিল্প-কারখানা, ব্যবসায়-বাণিজ্যের আঅর্থিক ক্ষতি হতে পারে। এ ধরনের আঅর্থিক ক্ষতি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই এ ধরনের ক্ষতি তথা গ্নিজনিত পচয় সৃষ্ট ক্ষতি হ্রাস করতেই গ্নিবিমার উদ্ভব।
গ উত্তর: উদ্দীপকে উলিখিত পায়রা পরিবহন সংস্থার আইন বিমাপত্র নিতে হয়েছিল।
১৯৩৯ সালের ‘গড়ঃড়ৎ ঠবযরপষব পঃ’-এর আওতায় যেসব ঝুঁকি মোটর মালিকের কাঁধে পড়ে তা আইন বিমাপত্রের মাধ্যমে বিমা করা হয়।
সাধারণ গাড়ি চালাতে গিয়ে মোটরগাড়ির দ্বারা কোনো ব্যক্তির মুত্যু হলে বা শারীরিক জখমজনিত দায়ের জন্য গাড়ির মালিকের এ বিমাপত্র গ্রহণ বাধ্যতামূলক। উদ্দীপকে পায়রা পরিবহন সংস্থাকেও বাধ্যতামূলকভাবে এ বিমাপত্র নিতে হয়েছিল।
বাংলাদেশের পরিবহন খাতটি দুর্ঘটনাপ্রবণ হওয়ায় দুর্ঘটনাজনিত ক্ষতি হ্রাসের জন্য বিআরটিসি পায়রা পরিবহন সংস্থাকে এ বিমাপত্র গ্রহণে বাধ্য করে। অর্থাৎ পায়রা পরিবহন সংস্থা আইনত বিমাপত্র নিতে বাধ্য হয়েছিল।
ঘ উত্তর: উদ্দীপকে উলিখিত পায়রা পরিবহনের বিমাপত্রের চেয়ে বলাকা পরিবহনের বিমাপত্রের আওতা নেক ব্যাপক- আমি এ ব্যক্তব্যের সাথে একমত।
মোটরগাড়ির পৃথক পৃথক ঝুঁকির জন্য পৃথক পৃথক বিমাপত্র সংগ্রহ করা গাড়ির মালিকের জন্য সুবিধাজনক, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তাই সব ঝুঁকির বিপক্ষে একটি বিমাপত্র গ্রহণ করা সুবিধাজনক।
উদ্দীপকে পায়রা পরিবহন আইন বিমাপত্র গ্রহণ করেছে এবং বলাকা পরিবহন সার্বিক মোটর দায় বিমাপত্র গ্রহণ করেছে। আইন বিমাপত্র পথচারী এবং চালকের জীবনের দুর্ঘটনাজনিত দায় ও ঝুঁকি বহনের বাধ্যতামূলক ব্যবস্থা। ন্যদিকে সার্বিক মোটর বিমাপত্রের ধীনে নেকগুলো মোটর ঝুঁকি ন্তর্ভুক্ত থাকে।
সার্বিক মোটর বিমাপত্রের ধীনে যেমনি স্বীয় গাড়ির দুর্ঘটনার দরুন বিমাগ্রহীতার মৃত্যু ন্তর্ভুক্ত করে, তেমনি এর পরিবারের সদস্যদের ন্তর্ভুক্ত করা হয়; যা দুর্ঘটনা বিমার মতো। আবার চুরি, গ্নিকাণ্ড ইত্যাদি কারণে গাড়ির ক্ষয়ক্ষতি একটি সম্পত্তি বিমা এবং সর্বোপরি তৃতীয়পক্ষের ঝুঁকি গ্রহণ করে বলে এটি দায় বিমা।
উদ্দীপকে তাই বলাকা পরিবহন সার্বিক মোটর বিমাপত্র গ্রহণ করায় এটি উক্ত বিমার সুরক্ষা পেয়ে থাকে, যা পায়রা পরিবহনের গৃহীত আইন বিমাপত্রের আওতার চেয়ে ব্যাপক।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।