ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | অধ্যায় ৭ | বহুনির্বাচনি সাজেশন | PDF : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ৭ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ৭ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-৭ : মূলধন ব্যয়
২১৪. মূলধন ব্যয় নির্ণয়ের সুবিধা কী? (জ্ঞান)
[নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
ক. মূলধন বৃদ্ধি
খ. মূলধন ব্যয় নির্ণয়
গ. মূলধন তহবিলের উৎস নির্বাচন
ঘ. বাট্টা নির্ণয়
উত্তর: গ
২১৫. বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ে কী বলা হয়? (জ্ঞান) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
ক. মুনাফার হার
খ. মূলধন ব্যয়
গ. তহবিলের উৎস
ঘ. বিনিয়োগের সুদ
উত্তর: খ
২১৬. প্রত্যাশিত লভ্যাংশ ৫.৫ টাকা। লভ্যাশং বৃদ্ধির হার ১০% হলে অতীত লভ্যাংশ কত?
(প্রয়োগ) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. ৫ টাকা
খ. ৫.৫ টাকা
গ. ৫.৬ টাকা
ঘ. ৭ টাকা
উত্তর: ক
২১৭. ঢণত কোম্পানির শেয়ারের বর্তমান বাজারমূল্য ১২০ টাকা। লভ্যাংশ বৃদ্ধির হার ১০%, বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ ১৫ টাকা, কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত? (প্রয়োগ)
[ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
ক. ১৫%খ ১৭%গ. ২২.৫%ঘ ২৫% উত্তর: গ
২১৮. সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় কেন? (অনুধাবন)
[ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
ক. এর বিভিন্ন জটিলতার জন্য
খ. শেয়ারের মালিক সংখ্যা বেশির জন্য
গ. কোম্পানির মুনাফা বৃদ্ধির জন্য
ঘ. কোম্পানির ব্যয় হ্রাসের জন্য
উত্তর: ক
২১৯. নিচের কোন সিকিউরিটির ক্ষেত্রে মূলধনী লাভ সর্বাধিক? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
ক. ক্রয়মূল্য ৪০ টাকা, বিক্রয়মূল্য ৫২ টাকা
খ. ক্রয়মূল্য ৭০ টাকা, বিক্রয়মূল্য ৯৫ টাকা
গ. ক্রয়মূল্য ১০০ টাকা, বিক্রয়মূল্য ১২০ টাকা
ঘ. ক্রয়মূল্য ১৫০ টাকা, বিক্রয়মূল্য ২৩৫ টাকা
উত্তর: ঘ
২২০. প্রতি শেয়ারের বাজারমূল্য ২০০ টাকা ও শেয়ারপ্রতি প্রাপ্ত লভ্যাংশ ২৬ টাকা হলে সাধারণ শেয়ারের ব্যয় কত? (প্রয়োগ) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
ক. ৬.৫%খ. ১০%গ. ১৩%ঘ. ১৯% উত্তর: গ
২২১. গাজি কোং লি. ১৫ শতাংশ অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করবে, যার প্রতিটির বাজারমূল্য ১০০ টাকা, বিক্রয় খরচ ৫ শতাংশ। গাজি কোং লিমিটেডের মূলধন খরচ কত হবে?
(প্রয়োগ) [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা]
ক. ১১.৯৪%খ. ১২.৮৮%
গ. ১৪.২৯%ঘ. ১৫.৭৯%
উত্তর: ঘ
২২২. ‘ঋষড়ঃধঃরড়হ পড়ংঃ’ কোন মূলধন ব্যয়কে প্রভাবিত করে না? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. সাধারণ শেয়ার
খ. অগ্রাধিকার শেয়ার
গ. ঋণপত্র
ঘ. রক্ষিত আয়
উত্তর: ঘ
২২৩. উত্তরণ ব্যয় ও ব্যক্তিগত কর না থাকলে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নিচের কোনটির সমান হবে? (অনুধাবন) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
ক. ঋণ মূলধনের ব্যয়
খ. সংরক্ষিত আয়ের ব্যয়
গ. অগ্রাধিকার শেয়ারের ব্যয়
ঘ. নতুন সাধারণ শেয়ারের ব্যয়
উত্তর: খ
২২৪. উত্তরণ ব্যয় না থাকলে কোনটি সঠিক? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. কং > কৎখ. কং < কৎ
গ. কং = কৎঘ. কং = কফ
উত্তর: গ
২২৫. কখন কোম্পানিকে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়? (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. শেয়ার বিক্রি করলে
খ. প্রিমিয়াম গ্রহণ করলে
গ. নতুন শেয়ার ইস্যু করলে
ঘ. বিনিয়োগ হ্রাস করলে
উত্তর: গ
২২৬. কোনটির জন্য নতুন সাধারণ শেয়ারের ব্যয় সংরক্ষিত মুনাফার ব্যয়ের চেয়ে বেশি হয়?
(অনুধাবন) [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক. নতুন লভ্যাংশ
খ. সুদ
গ. উত্তরণ ব্যয়
ঘ. মেয়াদ
উত্তর: গ
২২৭. ভার আরোপিত গড় মূলধন ব্যয়ে কোন ব্যয়গুলো অন্তর্ভুক্ত? (অনুধাবন) [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক. প্রতিটি উৎসের ব্যক্ত ব্যয়
খ. প্রতিটি উৎসের ঐতিহাসিক ব্যয়
গ. প্রতিটি উৎসের গড় মূলধন ব্যয়
ঘ. প্রতিটি উৎসের করপরবর্তী ব্যয়
উত্তর: গ
২২৮. ঋণের ব্যয় পরিবর্তন হয় কোনটির প্রভাবে?
(জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. জামানত খ. লভ্যাংশ
গ. মুদ্রাস্ফীতিঘ. কর হার
উত্তর: ঘ
২২৯. কোন মূলধন ব্যয় নির্ণয়ে কোম্পানির কর বাদ দেয়া হয়? (জ্ঞান) [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক. অগ্রাধিকার শেয়ার মূলধন
খ. সাধারণ শেয়ার মূলধন
গ. ঋণ মূলধন
ঘ. সংরক্ষিত আয়
উত্তর: গ
২৩০. করপূর্ব ঋণের ব্যয় ১০%। করের হার ৪০% হলে কর পরবর্তী ঋণের ব্যয় কত? (প্রয়োগ)
[ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
ক. ৬%খ. ৭%
গ. ৮% ঘ. ১০%
উত্তর: ক
২৩১. ঋণ মূলধন ব্যবহারের সাথে নিচের কোনটি সম্পর্কিত? (জ্ঞান) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
ক. ব্যবসায়িক ঝুঁকি
খ. তারল্য ঝুঁকি
গ. সুদহার ঝুঁকি
ঘ. আর্থিক ঝুঁকি
উত্তর: ঘ
২৩২. ঋণপত্রের সুদের পরিমাণের সাথে জড়িত কোনটি? (জ্ঞান) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
ক. বাজারমূল্য
খ. উত্তরণ ব্যয়
গ. মেয়াদপূর্তি মূল্য
ঘ. অভিহিত মূল্য
উত্তর: ঘ
২৩৩. সাবিনা ইয়াসমিন ১৫% হারে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে মুদি দোকান ব্যবসায় আরম্ভ করেন। করের হার ১০% হলে তার কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত হবে? (প্রয়োগ) [কক্সবাজার সরকারি কলেজ]
ক. ১০.৬%
খ. ১২.৫%
গ. ১৩.৫%
ঘ. ১৪.৭%
উত্তর: গ
২৩৪. মূলধন ব্যয় বলতে বোঝায় (অনুধাবন)
[নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
i.মূলধন কাঠামোর বিভিন্ন উৎসের ব্যয়
ii.গড় মূলধন ব্যয়
iii.সার্বিক মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
২৩৫. মূলধন ব্যয়ের প্রভাব রয়েছে (অনুধাবন)
[বি এ এফ শাহীন কলেজ, যশোর]
i.তহবিল সংগ্রহের ক্ষেত্রে
ii.তহবিল বিনিএয়াএগর প্টৈএষ্ণ
iii.লভ্যাংশ নীতির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
২৩৬. ঋতু ফ্রেন্ডস কোম্পানির ১০% অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করেছে। এজন্য তিনি বিবেচিত হবেন(প্রয়োগ)
i.নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার অধিকারী হিসেবে
ii.কোম্পানির প্রকৃত মালিক হিসেবে
iii.সাধারণ শেয়ারহোল্ডার ও বন্ডহোল্ডারদের মাঝামাঝি অবস্থানকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
উষ্টীপকটি পএড়া বৈং ২৩৭ ও ২৩৮ নং পণ্ঠএশ²র উল্ফর দাও।
‘ক’ কোম্পানির বিগত বছরের শেয়ারপ্রতি লভ্যাংশ ১০ টাকা, লভ্যাংশ বৃদ্ধির হার ২০% ও শেয়ারের বর্তমান বাজারমূল্য ১০০ টাকা। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
২৩৭. চলতি বছর শেষে ‘ক’ কোম্পানির লভ্যাংশ কত হবে? (প্রয়োগ)
ক. ১২ টাকাখ. ১৫ টাকা
গ. ১৮ টাকাঘ. ২০ টাকা
উত্তর: ক
২৩৮. প্রতিষ্ঠানটির সাধারণ শেয়ারের ব্যয় কত? (প্রয়োগ)
ক. ১৭%খ. ১৮%গ. ২০%ঘ. ৩২%
উত্তর: ঘ
উদ্দীপকটি পড়ো এবং ২৩৯-২৪১ নং প্রশ্নের উত্তর দাও।
নেলসন কোম্পানির মূলধন সম্পর্কিত তথ্য নিæরূপ:
মূলধনের উৎস পরিমাণ ব্যয়
সাধারণ শেয়ার
অগ্রাধিকার শেয়ার
ঋণ
সংরক্ষিত আয় ৪ লক্ষ
৩ লক্ষ
২ লক্ষ
১ লক্ষ ১৫%
১২%
১০%
১৪%
[ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]
২৩৯. উদ্দীপকের সাধারণ শেয়ার মূলধনের ভার (বিরমযঃ) কত? (প্রয়োগ)
ক. ০.১০খ. ০.২০গ. ০.৩০ঘ. ০.৪০ উত্তর: ঘ
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৪০. কোম্পানির ভার আরোপিত মূলধন ব্যয় কত? (প্রয়োগ)
ক. ১০%
খ. ১১.৫০%
গ. ১২.৮০%
ঘ. ১৩%
উত্তর: ঘ
২৪১. উদ্দীপকে উলিখিত কোন উৎসের ব্যয় সর্বনিæ?
(প্রয়োগ)
ক. সাধারণ শেয়ার
খ. অগ্রাধিকার শেয়ার
গ. ঋণপত্র
ঘ. সংরক্ষিত তহবিল
উত্তর: গ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।