বাংলা ১ম ‘পল্লিসাহিত্য’ গল্পের বহুনির্বাচনি প্রশ্নোত্তর- এসএসসি (PDF): পল্লিসাহিত্য গল্পটির রচয়িতা হলেন মুহম্মদ শহীদুল্লাহ্ । এটি তার অনবদ্য একটি সৃষ্টি । এই গল্পটির সব গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো পাবেন জাগোরিক ডট কম এ. তাই চলে আসুন আমাদের ওয়েব সাইটে এবং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
আমাদের ওয়েব সাইট থেকে গুরুত্বপূর্ণ সকল সাজেশন সম্পর্কে জানতে পারবেন ।এছাড়াও বাংলা ১ম পত্রের সকল অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোত্তর পাবেন আমাদের এখানে । আরো পাবেন এসএসসি- SSC এর যেকোন বিভাগের বহু নির্বাচনী, অতিসংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোত্তর সমুহ।
বাংলা ১ম ‘পল্লিসাহিত্য’ গল্পের বহুনির্বাচনি প্রশ্নোত্তর- এসএসসি (PDF)
বাংলা ১ম:অন্ধবধূ কবিতার সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নোত্তর (PDF)
অধ্যায় তৃতীয়: জীবন সঙ্গীত বহু নির্বাচনী -বাংলা ১ম পত্র (PDF)
১। ড.মুহম্মদ শহীদুল্লাহ কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭০ সালের ৩০ মার্চ
খ. ক১৯৬৮ সালের ৭মার্চ
গ. ১৯৬৯ সালের ১৩ জুলাই
ঘ, ১৯৬৯ সালের ৩১ ডিসেম্বর
২। আঙুর শিশু পত্রিকাটি কে সম্পাদনা করেন?
ক. বেগম রোকেয়া
খ. মুহম্মদ শহীদুল্লাহ
গ. শওকত ওসমান
ঘ. আবু ইসহাক
৩। পল্লিসাহিত্য রচনাটির লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
গ. জসীমউদ্দিন
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যয়
৪। পল্লিসাহিত্য প্রবন্ধে কোন পাখির কথা উল্লেখ আছে?
ক. কোকিল দোয়েল পাপিয়া
খ. চুড়ই বাবুই বুলবুলি
গ. বক মাছরাঙা শালিক
ঘ. কাক চিল শুকন
৫। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে পল্লির প্রত্যেক পরতে পরতে কী ছড়িয়ে আছে?
ক. রুপা
খ. সোনা
গ প্রবন্ধ
ঘ. সাহিত্য
৬। পরতে পরতে কথাটির অর্থ কী?
ক. স্তরে স্তরে
খ. বিক্ষিপ্তভাবে
গ. ওপরে ওপরে
ঘ. দূরে দূরে
৭। মৈমনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন?
ক. কবি জসীমউদ্দীন
খ. ড. দীনেশচন্দ্র সেন
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. চন্দ্রকুমার দে
৮। মৈমনসিংহ গীতিকার মদিনা বিবির সৌন্দর্যে কে মুগ্ধ হয়েছিলেন?
ক. রোমা রোলা
খ. শেলি
গ. দীনেশচন্দ্র সেন
ঘ. চন্দ্রকুমার দে
৯। বাংলাদেশের লোকসাহিত্যের গৌরব ও মর্যাদা সর্বপ্রথম সাহিত্যের দরবারে তুলে ধরেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. ডক্টর দীনেশচন্দ্র সেন
গ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. দক্ষিণামিত্র মজুমদার
১০। পল্লিসাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৩ ভাগ
খ. ৪ ভাগে
গ. ৭ ভাগে
ঘ. ৮ভাগে
১১। প্রতœতাত্তি¡ক শব্দটির অর্থ কী?
ক. প্রাচীন শাস্ত্রাভিজ্ঞ
খ পুরাতত্ত¡বিদ
গ. প্রত্যাদেশপ্রাপ্ত ব্যক্তি
ঘ. প্রাচীন যুগ
১২। ফোকলের কথাটির উদ্ভাবক কে?
ক. দক্ষিণারঞ্জ মিত্র
খ, উউলিয়াম থমস
গ. ড, দীনেশচন্দ্র সেন
ঘ. ড, মুহম্মদ শহীদুল্লাহ
১৩। ফোকলোর সোসাইটি কোন দেশ আছে?
ক. ইউরোপ আমেরিকার দেশে
খ. ল্যাটিন আমেরিকা ওসেনিয়ার দেশ
গ. ইউরোপ অস্ট্রেলিয়ার দেশে
ঘ. এশিয়া আফ্রিকার দেশে
১৪। ঠাকুমার ঝুলির সংগ্রাহক কে?
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. প্যারীচাদ মিত্র
গ. দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
ঘ. সুকুমার রায়
১৫। গানের অফুরন্ত ভান্ডার আছে কোথায়?
ক. শহরের অলি গলিতে
খ. পল্লির আনাচে কানাচে
গ. শিক্ষিত সমাজে
ঘ. বিদেশি গ্রন্থে
১৬। খনা কে ছিলেন?
ক. প্রাচীনকবি
খ. প্রাচীন দার্শনিক
গ. প্রাচীন ভারতের মহিলা জ্যোতির্ষী
ঘ. একজন সমাজসেবী
১৭। বাংলা সাহিত্যের কয় আনা শহুরে সাহিত্য?
ক. পনর আনা
খ. বার আনা
গ. চার আনা
ঘ. এক আনা
১৮। আমাদের আজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেয়ে সাহিত্যের জোড়াবাংলা ঘর তুলতে। উক্তিটির প্রবক্তা কে?
ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বিশ^কিব রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ, কাজী নজরুল ইসলাম
১৯। ফক্কিকার শব্দটি অর্থ কী?
ক. ফাকিবাজি
খ. ফন্দিফিকির
গ.ফরমান
ঘ. ফরিয়াদ
২০। কোন প্রবন্ধটি একটি অভিভাষনের পুনলিখিত রুপ?
ক. দুরন্ত পথিক
খ. বই পড়া
গ, পল্লিসাহিত্যে
ঘ. জাগো গো ভগিনী
অধ্যায়-২ কপোতাক্ষ নদ কবিতার বহুনির্বাচনী – বাংলা ১ম পত্র
জুতা আবিষ্কার কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -বাংলা ১ম পত্র
২১। ধুরি মাছ না ছুই পানি এটা কী?
ক. ছড়া
খ. গান
গ. প্রবাদ বাক্য
ঘ. খনার রচনা
২২। জাতির পুরানো ইতিহাসের অনেক গোপন কথাও খুজে পাওয়া যায় কোনটিতে?
ক. উপকথা ও রুপকথার
খ. প্রবাদ ডাক খনার বচনে
গ. পল্লিগানে
ঘ. ছড়া ও খেলার গৎ এ
২৩। পিড়েয় বসে পেড়োর খবর এটা কী?
ক. ছড়া
খ. প্রবাদ বাক্য
গ. খনার বচন
ঘ. আঞ্চলিক লোককথা
২৪। রোদ হচ্ছে পানি হচ্ছে খেকশিয়ালীর বিয়ে হচ্ছে এটা কী?
ক. প্রবাদ বাক্যে
খ. খনার বচন
গ. ছড়া
ঘ. বাধা গৎ
২৫। এগুলো সরস প্রারে জীবন্ত উৎস কোনগুলো?
ক. ছড়া
খ. প্রবাদ বাক্যে
গ. প্রবচন
ঘ. রুপকথা
২৬। পল্লিসাহিত্যের কোন ধারাকে অমুল্য রতœবিশেষ বলা হয়?
ক. পল্লিগীতি
খ. প্রবাদ প্রবচন
গ. মৈমনসিংহ গীতিকা
ঘ. খনার বচন
২৭। হাউ মাউ খাউ মানুষের গন্ধ পাও হচ্ছে
i.খনার ব চন ii.প্রবাদ বাক্যে
iii. রাক্ষসদের বাধা বুলি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
২৮। লেখক পল্লির নতুন সম্পদ বলতে বুঝিযেছেন
i.পল্লির সংগৃহীত সাহিত্য ii.পল্লির অসংগৃহীত সাহিত্য
iii. পল্লিকে নিয়ে লেখা আধুনিক সাহিত্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
২৯। পিড়েয় বসে পেড়োর খবর। এ প্রবাদ বাক্যটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন
i.পিড়িতে বসে খাওয়া হতো ii.পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল
iii.পন্ডিচেরী বঙ্গের রাজধানী ছিল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং৩০ ও ৩১ নং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
আমরা আজও বলি পড়িয়ে বসে পেড়োর খবর। এই প্রবাদে বাক্যটি সেই সময়ের কথা মনে করিযে দেয় যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। কে এই প্রবাদ বাক্যে কডাক খনার বচনগুলি সংগ্রহ করে তাদের চিরকাল জীবন্তু করে রাখবে?
৩০। উদ্ধৃত প্রবাদ বাক্যটির সম্পর্ক হচ্ছে
ক. ধর্মের সাথে
খ. নৃতত্তে¡র সাথে
গ. ইতিহাসের সাথে
ঘ. বিজ্ঞানের সাথে
৩১। খনার জন্মস্থান হচ্ছে
i.পশ্চিমবঙ্গের মেদিনীপুরেমহকুমায় ii.পূর্ববঙ্গের নোয়াখালি জেলায়
iii. পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বারাসত মহকুমার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
৩২। জাতির পুরানো ইতিহাসের অনেক গোপন কথাও লুকিয়ে আছে
i.প্রবাদ বাক্য এবং ডাক ও খনার বচনে ii.ময়মনসিংহ গীতিকার
iii. উপকথা, রুপকথায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
৩৩। জোর যার মুল্লুক তার প্রবাদটি কোন কথা স্মরণ করিয়ে দেয়?
i.ইংরেজ আমলকে ii.জমিদারের আমলকে
iii. একদা বাংলাদেশে যে চরম বিরাজমান ছিল সেই আমলকে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং৩৪-৩৬ নং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
যদি আজ বাংলার সমস্ত রুপকথা সংগৃহীত হত তবে কোনো প্রতœতাত্তি¡ক গবেষনা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল সুমাত্রা যাভা কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনিভাবে প্রচলিত আছে।
৩৪। পুরাতাত্তি¡কদের গবেষণার উপরকণ কী?
ক. হাড় পাথর বালি
খ. প্রাচীন পান্ডুলিপি পুরাতন ইট
গ. প্রাচীন লিপি মুদ্রা ভগ্নাবশেষ
ঘ. নরকঙ্কাল ধ্বংসাবশেষ
৩৫। পিতামহী মাতামহী ছোটদের যে গল্প শোনায়তা হচ্ছে
ক. রুপকথা
খ. আরব্য উপন্যাস
গ. ইতিহাস
ঘ. সত্য ঘটনা
৩৬। উদ্ধৃত অংশ হতে বুঝা যায় যে
i.পল্লিসাহিত্য হারিয়ে যেতে বসেছে ii.পল্লিাসাহিত্য সর্বত্র প্রচলিত
iii. বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে পল্লিসাহিত্য নেই
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
৩৭। আলাউদ্দিনের আশ্চয় প্রদীপ কোন্ উপন্যাসের অন্তর্গত?
ক. আরব্য উপন্যাসের
খ. পারস্য উপন্যাসের
গ. মিসরীয় উপন্যাসের
ঘ. চৈনিক উপন্যাসের
৩৮। আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ কোন ঘটনাস্থল কোথায়?
ক. আরব দেশ
খ. আফ্রিকা মহাদেশ
গ. কম্বোডিয়া
ঘ. চীন দেশ
নিচের উদ্দীপকটি পড় এবং৩৯-৪০ নং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
গ্রামের উন্মুক্ত ময়দানে একদল কিশোর বউ ছি খেলছে। খেলার সঙ্গে তারা ব্যবহার করছে এক হাত বোল্লা বার হাত শিং/ উড়ে যায় বোল্লা ধা তিং তিং এর মতো কএমন সব সুমধুর বুলি।
৩৯। উদ্ধৃতাংশের বালকেেদর বুলিটি মূলত
ক. পল্লিসাহিত্যের উপাদান
খ. খনার বচন
গ মহাকাব্যের পঙক্তি
ঘ. শ্লোক
৪০। উদ্ধৃতাংশের বুলিটি আর কোন খেলায় ব্যবহৃত হয়?
i. কপাটি ii.গোল্লাছুটি
iii. ডাংগুলি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
উত্তর মালা:
১ | গ | ২ | খ | ৩ | খ | ৪ | ক | ৫ | ঘ |
৬ | ক | ৭ | খ | ৮ | ক | ৯ | খ | ১০ | গ |
১১ | খ | ১২ | খ | ১৩ | গ | ১৪ | গ | ১৫ | খ |
১৬ | গ | ১৭ | ক | ১৮ | ক | ১৯ | ক | ২০ | গ |
২১ | গ | ২২ | খ | ২৩ | খ | ২৪ | গ | ২৫ | ক |
২৬ | ক | ২৭ | গ | ২৮ | গ | ২৯ | খ | ৩০ | গ |
৩১ | গ | ৩২ | ক | ৩৩ | গ | ৩৪ | গ | ৩৫ | ক |
৩৬ | খ | ৩৭ | ক | ৩৮ | ঘ | ৩৯ | ক | ৪০ | গ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।