বাংলা ২য় | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | পত্র লিখন | নবম ও দশম

বাংলা ২য় | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | পত্র লিখন | নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পত্র লিখন হতে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর  নিয়ে আলোচনা করা হয়েছে ।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনার খুশি হবেন যে, আপনাদের জন্য পত্র লিখন হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

 

 নবম ও দশম শ্রেণীর বাংলা ২য় পত্র লিখন হতে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:

০১। ‘পত্র’ শব্দটির আভিধানিক বা ব্যবহারিক অর্থ কী?

ক. চিহ্ন বা স্মারক

খ. যোগাযোগ 

গ. সংযোগ

ঘ. বিনিময়

 

০২। পত্র প্রধানত কয় প্রকার?

ক. তিন প্রকার

খ. চার প্রকার 

গ. দুই প্রকার

ঘ. পাঁচ প্রকার

 

০৩। পত্রের আসল বা মূল অংশ নিচের কোনটি?

ক. গর্ভাংশ/পত্রগর্ভ

খ. সম্ভাষণ 

গ. ঠিকানা

ঘ. শিরোনাম

 

০৪। সাধারণত পত্রের দুটি অংশ থাকে, এদের নাম কী?

ক. প্রেরক ও প্রাপক

খ. আরম্ভ ও শেষ

গ. শিরোনাম ও পত্রগর্ভ

ঘ. পোস্টকার্ড ও এনভেলাপ

 

০৫। সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে?

ক. আভিধানিক

খ. সামাজিক 

গ. ঐতিহাসিক

ঘ. সাহিত্যের

 

০৬। পোস্টাল কোড কী নির্দেশ করে?

ক. ডাক বিভাগের নাম

খ. পোস্ট অফিসের নাম

গ. চিঠি লেখার স্থান

ঘ. প্রাপকের এলাকা

 

০৭। পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?

ক. পত্রের ভাষা

খ. পত্রের বক্তব্য বিষয়

গ. পত্রের আঙ্গিক

ঘ. স্থান ও তারিখ

 

০৮। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে আমরা যে পত্র লিখি তাকে কী বলে?

ক. ব্যক্তিগত পত্র

খ. যোগাযোগ পত্র 

গ. সম্মানপত্র

ঘ. মানপত্র

 

০৯। সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম কী?

ক. চুক্তিপত্র

খ. মানপত্র 

গ. ব্যক্তিগত পত্র

ঘ. আবেদনপত্র

 

১০। ব্যক্তিগত পত্রে বর্তমানে কোনটির ব্যবহার অবলুপ্তির পথে?

ক. পত্রের উপরের ঠিকানা

খ. বিদায় সম্ভাষণ

গ. মঙ্গলসূচক শব্দ

ঘ. সম্বোধন

 

১১। মাতার নিকট পুত্রের পত্রে কী সম্বোধন করতে হয়?

ক. প্রিয় আম্মাজান

খ. পাক জনাবা 

গ. পাক আম্মাজান

ঘ. শ্রদ্ধাস্পদ

 

১২। বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতার আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?

ক. স্মারক পত্র

খ. যোগাযোগ পত্র 

গ. দলিলপত্র

ঘ. কোনোটিই নয়

 

১৩। কোন ধরনের পত্রে সংযুক্তি আবশ্যক?

ক. চাকরির দরখাস্বে

খ. প্রশংসা পত্রে

গ. মানপত্রে

ঘ. নিমন্ত্রণ পত্রে

 

১৪। কোন শ্রেণির পত্রে জীবন বৃত্তান্ত উল্লেখ করতে হয়?

ক. ব্যক্তিগত পত্রে

খ. সংবর্ধনা পত্রে

গ. চাকরির আবেদনপত্রে

ঘ. সংবাদপত্রের চিঠিতে

 

১৫। সাক্ষীর স্বাক্ষর থাকা প্রয়োজন কোন ধরনের পত্রে?

ক. নিমন্ত্রণ পত্রে

খ. চুক্তিপত্রে 

গ. মানপত্রে

ঘ. স্মারকলিপিতে

 

১৬। চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কী?

ক. সরকারি পত্র

খ. ব্যক্তিগত পত্র

গ. আবেদনপত্র

ঘ. অভাব-অভিযোগ সংধান্ব পত্র

 

১৭। কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে বিদায়ানুষ্ঠানে যে শ্রদ্ধার্ঘ পত্র দেওয়া হয় তাকে কী বলে?

ক. বিদায়পত্র

খ. শ্রদ্ধাঞ্জলি 

গ. মানপত্র

ঘ. সম্মানপত্র

 

১৮। জমি বিরয় করতে গেলে অগ্রিম কিছু টাকা গ্রহণ করে যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয় তার নাম কী?

ক. চুক্তিবদ্ধনামা

খ. অগ্রিমনামা

গ. বায়নানামা

ঘ. জমি বিধয়নামা

 

১৯। কোন ধরনের পত্রে একাধিক সম্বোধন পদের ব্যবহার হয়ে থাকে?

ক. ব্যক্তিগত পত্রে

খ. অভিনন্দন পত্রে/মানপত্রে

গ. আবেদনপত্রে

ঘ. নিমন্ত্রণ পত্রে

 

২০। কোন পত্র প্রাপকের উপস্থিতিতে পঠিত হয়?

ক. ব্যক্তিগত পত্র

খ. আবেদনপত্র 

গ. মানপত্র

ঘ. দাওয়াত পত্র

 

২১। মানপত্রে কোনটি প্রাধান্য পায়?

ক. উদ্দিষ্ট ব্যক্তির গুণাবলি ও প্রশংসা

খ. উদ্দিষ্ট ব্যক্তির জীবন বৃত্তান্ব

গ. উদ্দিষ্ট ব্যক্তির আকার-প্রকৃতি

ঘ. উদ্দিষ্ট ব্যক্তির নিন্দা

 

২২। কোন পত্র আসলে পত্র নয়?

ক. ব্যক্তিগত

খ. আবেদনপত্র 

গ. মানপত্র

ঘ. চুক্তিপত্র

 

২৩। সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর তা পাঠাতে হবে? 

ক. মালিকের বরাবর

খ. সাংবাদিকের বরাবর

গ. সম্পাদকের বরাবর

ঘ. প্রকাশকের বরাবর

 

২৪। পত্রের কোন অংশ ব্যতিরেকে পত্র লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?

ক. সম্বোধন

খ. পত্রগর্ভ 

গ. শিরোনাম

ঘ. স্বাক্ষর

 

২৫। পত্র রচনার সময় অবশ্য বর্জনীয় কোনটি?

ক. সহজ ভাষা

খ. সর্বপ্রকার বাহুল্য

গ. সংক্ষিপ্ত ভাষা

ঘ. অলঙ্কৃত ভাষা

 

২৬। দূরে অবস্থানকারী ব্যক্তির সাথে যোগাযোগের সহজতম/প্রধান মাধ্যম কোনটি?

ক. চিঠিপত্র

খ. টেলিগ্রাম 

গ. টেলিফোন

ঘ. টেলিভিশন

 

২৭। কোনটির অভাবে চিঠিপত্র ‘ডেড লেটার’ বলে চিহ্নিত হয়?

ক. উপযোগী সম্ভাষণ

খ. সঠিক দিন-তারিখ

গ. প্রয়োজনীয় সীলমোহর

ঘ. পূর্ণ ও স্পষ্ট ঠিকানা

 

২৮। পত্রে প্রাপকের নাম ও ঠিকানা কোথায় লিখতে হয়?

ক. চিঠির ডানদিকে

খ. খামের বামদিকে

গ. খামের ডানদিকে

ঘ. চিঠির বামদিকে

 

২৯। পত্রের প্রারম্ভে প্রাপকের প্রতি কেমন সম্ভাষণ হওয়া উচিত?

ক. সম্মানসূচক

খ. প্রেরক-প্রাপকের সম্পর্ক অনুসারে

গ. স্নেহ পূর্ণ

ঘ. সাধারণ

 

৩০। পত্র শিরোনামের কয়টি অংশ?

ক. দুটি

খ. চারটি 

গ. ছয়টি

ঘ. পাঁচটি

 

৩১। ‘রেজিস্টার্ড’, ‘বুকপোস্ট’ ইত্যাদি প্রয়োজনীয় শব্দগুলো চিঠির কোন অংশে লিখতে হয়?

ক. চিঠির উপরে ডান দিকের কোণায় 

খ. চিঠির সমাপ্তির পর বা পাশে

গ. সম্বোধনের পূর্বে বা পাশে 

ঘ. চিঠির খামের উপরে

 

৩২। ইণ অওজ গঅওখ−খামের উপরে এ কথাটি কখন লিখতে হয়?

ক. বহু দশরে চিঠি পাঠাতে হলে

খ. বিদেশে চিঠি পাঠাতে হলে

গ. ডাকটিকিট না থাকলে

ঘ. বিমান কর্তৃপক্ষের কাছে চিঠি লিখতে হলে

 

৩৩। পত্রের বিবরণ কেমন হওয়া আবশ্যক?

ক. জ্ঞানগর্ভ

খ. চাতুর্যপূর্ণ

গ. স্বয়ংসম্পূর্ণ

ঘ. অতি সংক্ষিপ্ত

 

৩৪। পত্রে লেখকের ঠিকানা কোন অংশে লিখতে হয়?

ক. পত্রের শুরুতে

খ. পত্রের শেষে

গ. পত্রের উপরে ডান পাশে

ঘ. পত্রের উপরে মাঝখানে

 

৩৫। কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয়?

ক. সম্বোধন অংশকে

খ. ঠিকানা অংশকে

গ. মূল বিষয় অংশকে

ঘ. লেখকের স্বাক্ষর অংশকে

 

৩৬। বেসরকারি ব্যবস্থাপনায় চিঠিপত্র বিলিবণ্টন করে কে?

ক. ডাক বিভাগ

খ. কুরিয়ার সার্ভিস

গ. যোগাযোগ মন্ত্রণালয়

ঘ. পোস্ট অফিস

 

৩৭। পোস্টকার্ড বা খামের ডান দিকে লিখতে হয়Ñ

ক. প্রেরকের নাম ও ঠিকানা

খ. তারিখ ও সন

গ. মূল বিষয়বস্তু

ঘ. প্রাপকের নাম ও ঠিকানা

 

৩৮। পত্রের কোন স্থানে ইতি লেখার রীতি আছে?

ক. পত্রের শুরুতে

খ. পত্রের মাঝখানে

গ. পত্রের শেষে

ঘ. ঠিকানা লেখার পর

 

৩৯। সংবাদপত্রে প্রকাশের জন্য হারানো বিজ্ঞপ্তি কোন ধরনের পত্র? 

ক. অভিযোগ পত্র

খ. বিজ্ঞাপন পত্র

গ. আবেদনপত্র

ঘ. চুক্তিপত্র

 

৪০। সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠিপত্রের বিষয়বস্তু কী?

ক. ব্যক্তিগত

খ. বায়নানামা

গ. চাকরির আবেদন

ঘ. স্থানীয় জনগণের অভাব-অভিযোগ ও দুরবস্থার কথা

 

উত্তর মালা:

১০
১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫
৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০

PDF ফাইল

 

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Check Also

SSC | বাংলা ২য় গুরুত্বপূর্ণ ৫টি প্রতিবেদন | (PDF Download)

SSC | বাংলা ২য় গুরুত্বপূর্ণ ৫টি প্রতিবেদন | (PDF Download)

SSC | বাংলা ২য় গুরুত্বপূর্ণ ৫টি প্রতিবেদন | (PDF Download): নবম ও দশম শ্রেণীয় বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *