পঞ্চম শ্রেণি | হিন্দুধর্ম | অধ্যায় ৮ | গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির হিন্দুধর্ম বিষয়টির ৮ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অষ্টম অধ্যায়
দেশপ্রেম
অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
ক. শূন্যস্থান পূরণ কর :
১। মানুষ জন্মগ্রহণ করে পৃথিবীর নির্দিষ্ট কোনো ।
২। দেশের প্রতি ভালোবাসাকে বলে ।
৩। দেশপ্রেমিক ————-করে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন।
৪। দেশপ্রেমিক হাসিমুখে ————-উৎসর্গ করেন।
৫। দেশপ্রেমের গৌরবে ————-স্মরণীয় হয়ে রইলেন।
৬। আমরা ভালোবাসব ।
উত্তর : ১। ভ‚খণ্ডে ২। দেশপ্রেম ৩। যুদ্ধ ৪। জীবন ৫। বিদুলা ৬। দেশকে।
খ. ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :
১। দেশের জন্য জন্ম হয়———–সৌবীর-রাজ্য।
২। দেশপ্রেম———–
৩। দেশপ্রেমের গুরুত্ব———–দেশপ্রেমিক হবো।
৪। হয় স্বাধীনতা———–শ্রদ্ধেয়।
৫। প্রজাদের জয়ধ্বনিতে প্রকম্পিত হলো———–নিবিড় ভালোবাসা।
৬। আমরাও বিদুলার মতো———–কাজ করব।
৭। দেশের স্বাধীনতা রক্ষার জন্য ———–না হয় মৃত্যু।
———–অপরিসীম।
———–মনুষ্যত্বের প্রসূতি।
উত্তর :
১। দেশের জন্য জন্ম হয় নিবিড় ভালোবাসা।
২। দেশপ্রেম মনুষ্যত্বের প্রসূতি।
৩। দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম।
৪। হয় স্বাধীনতা না হয় মৃত্যু।
৫। প্রজাদের জয়ধ্বনিতে প্রকম্পিত হলো সৌবীর-রাজ্য।
৬। আমরাও বিদুলার মতো দেশপ্রেমিক হবো।
৭। দেশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করব।
গ. সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও।
১। রানি বিদুলার কাহিনী কোন গ্রন্থের অন্তর্গত?
ক. রামায়ণের
খ. পুরাণের
গ. উপনিষদের
ঘ. মহাভারতের
২। সৌবীর-রাজ্যের রানি ছিলেন কে?
ক. অবলা খ. মৃদুলা গ. বিদুলা ঘ. চপলা
৩। রানি বিদুলার কয়জন পুত্র ছিলেন?
ক. একজন খ. দুজন গ. তিনজন ঘ. চারজন
৪। রানি বিদুলার পুত্রের নাম কী?
ক. বিজয় খ. সঞ্জয় গ. দুর্জয় ঘ. অজয়
৫। সৌবীর-রাজ্য কে আক্রমণ করেছিলেন?
ক. অঙ্গরাজ খ. বিদেহরাজ গ. সিন্ধুরাজ ঘ. মগধরাজ
ঘ. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :
১। দেশপ্রেম বলতে কী বোঝায়?
উত্তর : দেশের প্রতি মানুষের অনুরাগ ও ভালোবাসাই দেশপ্রেম।
২। দেশপ্রেমিক কিভাবে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন?
উত্তর : দেশপ্রেমিক যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন।
৩। দেশপ্রেম মানুষের মধ্যে কী সৃষ্টি করে?
উত্তর : দেশপ্রেম মানুষের মধ্যে আবেগ, উদ্যম ও কর্মচাঞ্চল্য সৃষ্টি করে।
৪। রানি বিদুলা পুত্রকে ভর্ৎসনা করলেন কেন?
উত্তর : সিন্ধুরাজের কাছে পরাজিত হয়ে রানি বিদুলা পুত্র রাজ্য উদ্ধারের কোন চেষ্টা করেন নাই। তাই রানি বিদুলা পুত্রকে ভর্ৎসনা করেছিলেন।
৫। ‘শত্রকে পরাজিত করে হারানো রাজ্য উদ্ধার কর’- উক্তিটি কে এবং কাকে করেছিলেন?
উত্তর : ‘শত্রকে পরাজিত করে হারানো রাজ্য উদ্ধার কর’ উক্তিটি রানি বিদুলা তার পুত্র সঞ্জয়কে করেছিলেন।
৬। বিদুলা কেন সঞ্জয়কে যুদ্ধ করতে বলেছিলেন।
উত্তর : হারানো রাজ্য উদ্ধারের জন্য বিদুলা সঞ্জয়কে যুদ্ধ করতে বলেছিলেন।
৭। বিদুলা যুদ্ধ করতে বললে সঞ্জয় কী বলেছিলেন?
উত্তর : সঞ্জয় বলেছিলেন, “আমি যদি মারা যাই তাহলে সমস্ত পৃথিবী পেয়ে তোমার কী হবে, মা?”
ঙ. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
১। দেশপ্রেম কীভাবে প্রকাশ পায়? বুঝিয়ে লেখ।
উত্তর : দেশপ্রেম প্রকাশ পায় মানুষের কাজে, মানুষের আচরণে। দেশের মঙ্গলের জন্য কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ। দেশ শত্রæর দ্বারা আক্রান্ত হলে দেশপ্রেমিক শত্রæর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন। এমনকি প্রয়োজনে হাসিমুখে জীবন পর্যন্ত উৎসর্গ করেন।
২। দেশপ্রেমের গুরুত্ব বর্ণনা কর।
উত্তর : দেশপ্রেমের গুরুত্ব অনেক। দেশপ্রেম আত্মমর্যাদার উৎস। মনুষ্যত্বের অঙ্গ। দেশপ্রেম মানুষকে স্বার্থপরতা, স¤প্রদায় ও গোষ্ঠিগত সংকীর্ণতা, রাজনৈতিক মতাদর্শগত ভেদাভেদ থেকে ঊর্ধ্বে উঠতে সহায়তা করে। সবাইকে উদ্বুদ্ধ করে দেশের কল্যানে আত্মনিবেদনে। আরও উদ্বুদ্ধ করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একই চেতনায় কাজ করতে।
৩। স্বাধীনতা রক্ষার জন্য মৃত্যু, সে তো বীরের মৃত্যু।- ব্যাখ্যা কর।
উত্তর : পরাধীনতা যে কোনো জাতির জন্যই অপমানজনক। স্বাধীনতা হারিয়ে পরাধীনতায় আবদ্ধ হওয়া অনেকাংশে মৃত্যুর ন্যায়। এর চেয়ে স্বাধীনতা রক্ষার জন্য মৃত্যুবরণ করাও শ্রেয়। কারণ স্বাধীনতার জন্য যুদ্ধ করে, হারানো রাজ্য পুনরুদ্ধার করতে গিয়ে মৃত্যু অনেক গৌরবের। তাই বলা যায়, স্বাধীনতা রক্ষার জন্য মৃত্যু, সে তো বীরের মৃত্যু।
৪। স্বাধীনতা যুদ্ধে মৃত্যু হলে মানুষ মরেও অমর হয়ে থাকে। Ñব্যাখ্যা কর।
উত্তর : স্বাধীনতা রক্ষার জন্য জীবন উৎসর্গের মাধ্যমে সর্বোচ্চ দেশপ্রেম প্রকাশ পায়। দেশে দেশে যারা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন এবং রাখছেন জীবন উৎসর্গের মাধ্যমে, তারা সকলের শ্রদ্ধেয় ও পূজনীয়। তারা সর্বদা সকলের ভালোবাসায় সিক্ত থাকে। ফলে তারা মরেও অমর থাকে, অন্যের চিন্তায় বেঁচে থাকে।
৫। আমরা দেশকে ভালোবাসব কেন? বুঝিয়ে লেখ।
উত্তর : আমরা নিম্নোক্ত কারণে দেশকে ভালোবাসব-
– আমরা দেশের নির্দিষ্ট ভ‚খণ্ডে জন্ম নিয়েছি।
– আমরা দেশের মাটি, আলো-বাতাসে বড় হয়েছি।
– আমরা দেশের অন্ন-জলে লালিত পালিত হয়েছি।
উপরের কারণগুলোর ফলে দেশের প্রতি আবেগময় অনুরাগ তৈরি হয় আমাদের মাঝে। দেশের ভাষা, সাহিত্য এবং ঐতিহ্যের সঙ্গে গড়ে ওঠে এক নাড়ির সম্পর্ক।
৬। দেশপ্রেমিক বিদুলার কাহিনী লেখ।
অথবা, দেশপ্রেমিক বিদুলার কাহিনী দশটি বাক্যে লেখ।
উত্তর : দেশপ্রেমিক বিদুলা সৌবীর রাজ্যের রানি ছিলেন। তার একটি মাত্র পুত্র ছিল। তার নাম সঞ্জয়। সঞ্জয় যুবক অবস্থায় সৌবীর রাজা মারা যান। এ সুযোগে সিন্ধুরাজ সৌবীর রাজ্য আক্রমণ করেন এবং সৌবীর রাজ্য দখল করে নেন। এ ঘটনায় পুত্র হারানো রাজ্য পুনরুদ্ধারের কোনো চেষ্টাই করেন না।
এ কারণে মা বিদুলা তাকে তিরষ্কার করেন এবং হারানো রাজ্য পুনরুদ্ধার করতে বলেন। পুত্র সঞ্জয় মৃত্যুভয় পেলেও দেশপ্রেমিক বিদুলার উৎসাহে যুদ্ধে অবতীর্ণ হন। সিন্দু রাজকে পরাজিত করে হারানো রাজ্য উদ্ধার করেন। দেশের স্বাধীনতার জন্য নিজের একমাত্র সন্তানকে মৃত্যুমুখে ঠেলে দিতেও পিছপা হননি মা বিদুলা।
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
সাধারণ
১. দেশকে ভালোবাসা ও দেশের জন্য কাজ করা হলো
ক.নসেবা
খ ধর্মের অঙ্গ.
গ. দায়িত্ববোধ
ঘ. প্রার্থনার অঙ্গ
২. দেশপ্রেমিক রানি বিদুলার কাহিনী কোথায় আছে?
ক. উপনিষদে খ মহাভারতে গ গীতায় ঘ পুরাণে
৩. বিদুলা কোন রাজ্যের রানি ছিলেন?
ক. সৌবীর খ. পৌবীর গ. সিন্ধু ঘ অযোধ্যার
৪. সৌবির রাজ্য কে আক্রমণ করেছিলেন?
ক. রানি বিদুলা
খ সিন্ধুরাজ
গ. হিন্দ্রাজ
ঘ. মগ্ধরাজ
৫. রানি বিদুলার পুত্রের নাম কী ছিল?
ক ধনঞ্জয় খ অঞ্জন গ সঞ্জয় ঘ বিজয়
যোগ্যতাভিত্তিক
৬. একদিন তোমরা তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়েছ। হঠাৎ দেখলে এক লোক গরুর দুধের সাথে পানি মিশাইতেছে। তুমি কী করবে?
ক. তাকে প্রহার করবে
খ. বিষয়টি এড়িয়ে যাবে
গ তাকে সচেতন করবে
ঘ তকে ঘৃণা করবে
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. আত্মমর্যাদার উৎস কী?
উত্তর : আত্মমর্যাদার উৎস দেশপ্রেম।
২. দেশপ্রেম কিসে উদ্বুদ্ধ করে?
উত্তর : দেশপ্রেম জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একই চেতনায় একপ্রাণ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে।
৩. কারা সকলের শ্রদ্ধেয় ও পুজনীয়?
উত্তর : যাঁরা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন বা রাখছেন তাঁরা সকলের শ্রদ্ধেয় ও পূজনীয়।
৪. রানি বিদুলা তাঁর পুত্র সঞ্জয়কে কেন ভর্ৎসনা করেছিলেন?
উত্তর : সিন্ধুরাজ সৌবীর রাজ্য আক্রমণ করলেও পুত্র সঞ্জয় কোনো প্রতিরোধ করেন নাই ফলে বিদুলা তাকে ভর্ৎসনা করেছিলেন।
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
সাধারণ
১. কে সৌবীর রাজ্য আক্রমণ করেন? যুদ্ধে পরাজয়ের পর রানি বিদুলা সঞ্জয়কে কী বলে উৎসাহ দিলেন?
উত্তর : সিন্ধুরাজ সৌবীর রাজ্য আক্রমণ করেন। সঞ্জয়কে উৎসাহ দেওয়ার জন্য রানি বিদুলা বলেন, “আমার পুত্র এমন কাপুরুষ হতে পারে না। তুমি তোমার পিতা সৌবীর রাজের কথা স্মরণ কর। কী তেজ আর সাহস ছিল তাঁর। এ পরাধীনতা তিনি কিছুতেই মেনে নিতে পারতেন না। নির্ভীক হও। শত্রæকে পরাজিত করে হারানো রাজ্য উদ্ধার কর।
যোগ্যতাভিত্তিক
২.জন্মভমির প্রতি তপুর এক ধরনের আবেগময় অনুরাগ আছে। তপুর এই অনুভ‚তিকে কী বলা যায়? তপুর চেতনাকে ধারণ করতে আমাদের চারটি করণীয় উল্লেখ কর।
উত্তর : তপুর অনুভ‚তিকে দেশপ্রেম বলা যায়।
দেশপ্রেমের চেতনাকে ধারণ করতে আমাদের চারটি করণীয় :
১. আমাদেরকে দেশের মঙ্গলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
২. শত্রæর দ্বারা দেশ আক্রান্ত হলে দেশকে শত্রæমুক্ত করতে হবে।
৩. দেশের কোনো সম্পদ অপচয় বা অপব্যবহার করা যাবে না।
৪. দেশ ও জাতির অগ্রগতির লক্ষ্যে নিজের দায়িত্ব যথার্থভাবে পালন করতে হবে।
৩. দেশের প্রতি ভালোবাসা তুমি কীভাবে প্রকাশ করবে এ সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
উত্তর : দেশের প্রতি আমি যেভাবে ভালোবাসা প্রকাশ করব তা নিচে পাঁচটি বাক্যে লেখা হলো :
১) দেশকে ভালোবাসব।
২) দেশের প্রতি অনুগত থাকব।
৩) রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করব।
৪) বহিঃশত্রæর আক্রমণ প্রতিহত করব।
৫) যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করব।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।