পঞ্চম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৮ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ৮ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৮ মহাবিশ্ব
সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও।
১) কোনটি সঠিক?
ক. চাঁদের নিজস্ব আলো রয়েছে
খ. চাঁদ একটি উপগ্রহ
গ. চাঁদ একটি গ্রহ
ঘ. চাঁদ সূর্যের চারপাশে ঘুরে
২) সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ২৪ দিন
খ. ২৭ দিন
গ. ৩৬৫ দিন
ঘ. ৭ দিন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
১. পৃথিবীতে দিন ও রাত্রি হয় যখন
ক. পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে
খ. পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে
গ. চাঁদ নিজ অক্ষের উপর ঘুরে
ঘ. চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে
২. তুমি কীভাবে রাতের আকাশে স্পষ্টভাবে উল্কাবৃষ্টি দেখতে পারবে?
ক. অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে
খ. দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে
গ. খালি চোখে
ঘ. উজ্জ্বল আলো জ্বালিয়ে
৩. অন্তুর ছোট মামা তার জন্মদিনে দূরবীক্ষণ যন্ত্র কিনে দিয়েছেন? অন্তু সেটা দিয়ে কী করবে?
ক. গ্রহ-নক্ষত্র গবেষণা করবে
খ. মহাবিশ্বের প্রকৃত আকার জানবে
গ. পৃথিবীর অক্ষে ঘুরে আসবে
ঘ. চাঁদের কক্ষপথে ঘুরে আসবে
৪. মনে কর, সূর্যের পৃষ্ঠে কোনো বিশাল বিস্ফোরণ ঘটল। পৃথিবী থেকে কতক্ষণ পর সেটি দেখা যাবে?
ক. ১.৩ সেকেন্ড
খ. ৮ মিনিট
গ. ২৩ ঘণ্টা ৫৬ মিনিট
ঘ. ৩৬৫ দিন ৬ ঘণ্টা
৫. একদল বিজ্ঞানী এমন একটি মহাকাশযান আবিষ্কার করলেন যা আলোর গতিতে চলতে পারে। এই যানে চড়ে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তার কত সময় লাগে?
ক. ৮ মিনিট ১.৩ সেকেন্ড
খ. ২৩ ঘন্টা ৫৬ মিনিট
গ. ৩৬৫ দিন ৬ ঘণ্টা
ঘ. ১,৩০,০০০ বছর
৬. একটা সময় ধারণা করা হতো সূর্য পৃথিবী নামক গ্রহের চারদিকে ঘোরে। কোন বিজ্ঞানী উক্ত ধারণাকে ভুল প্রমাণিত করেন?
ক. স্যার এডিংটন
খ. আইনস্টাইন
গ. গ্যালিলিও গ্যালিলি
ঘ. আইজ্যাক নিউটন
৭. মৌরিকে তার বড় ভাই বলল, যেকোনো পথেরই নাম থাকে। এমনকি পৃথিবীও নিজ অক্ষের উপর যে পথে ঘূর্ণায়মান থাকে সে পথেরও নাম আছে। সে পথের নাম কী?
ক. ছায়াপথ খ. কক্ষপথ গ. অক্ষপথ ঘ. আহ্নিক পথ
৮. সোহম, সায়ন, ঈশিতা মাঠে লাটিম খেলছে। মৌটুসী এসে বলল, পৃথিবীও এভাবে ঘোরে। পৃথিবীর এই ঘূর্ণনের নাম কী?
ক. বার্ষিক গতি
খ. আহ্নিক গতি
গ. আবর্তন গতি
ঘ. অক্ষ গতি
৯. তন্বী লক্ষ করেছে প্রতিদিন একই সময় দিন এবং রাত হয়। সে এর ব্যাখ্যা অনুসন্ধান করে কী কারণ জানতে পারল?
ক. পৃথিবীর আহ্নিক গতি
খ. সূর্যের দশা পরিবর্তন
গ. পৃথিবীর বার্ষিক গতি
ঘ. চাঁদের দশা পরিবর্তন
১০. নক্ষত্র সূর্যের চারদিকে ঘোরে পৃথিবী গ্রহ, আবার পৃথিবীর চারদিকে ঘোরে উপগ্রহ চাঁদ। একবার আবর্তন সম্পন্ন করতে এই উপগ্রহের কত সময় লাগে?
ক. ১.৩ সেকেন্ড
খ. ২৪ ঘণ্টা
গ. ২৮ দিন
ঘ. ৩৬৫ দিন
১১. এডওয়ার্ড মাঠে বন্ধুদের সাথে খেলছিল। মধ্যদুপুরেও সে শীতে কাঁপছিল। এর কারণ কী?
ক. সূর্যের খাড়া কিরণ
খ. সূর্যের অপেক্ষাকৃত উঁচু অবস্থান
গ. দিনের চেয়ে বড় রাত
ঘ. তাপমাত্রা বৃদ্ধি
১২. রিফাতের দাদির চোখ অপারেশন হওয়ার পর তিনি দীর্ঘদিন পর চোখ মেলে রাতের আকাশে সম্পূর্ণ চাঁদ দেখতে পেলেন। এই চাঁদের নাম কী?
ক. অমাবস্যার চাঁদ
খ. আলোকিত চাঁদ
গ. দশা চাঁদ
ঘ. পূর্ণিমা চাঁদ
১৩. উত্তর গোলার্ধের বাসিন্দা চিংমিআঁই তার দক্ষিণ গোলার্ধের অধিবাসী বন্ধু ওয়াসাতা কে চিঠিতে লিখল। “আমাদের এখানে এখন শীতকাল। তোমরা কোন ঋতু অতিক্রম করছ? উত্তরে ওয়াসাতা কী লিখবে?
ক. গ্রীষ্মকাল
খ. বর্ষাকাল
গ. শরৎকাল
ঘ. বসন্তকাল
১৪. রাতের আকাশে বিভিন্ন সময় চাঁদের বিভিন্ন অবস্থা থাকার কারণ হিসেবে তুমি কোনটিকে দায়ী করবে?
ক. পৃথিবীর আহ্নিক গতি
খ. চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তন
গ. চাঁদের নির্দিষ্ট অক্ষপথে আবর্তন
ঘ. মহাবিশ্বের ক্রমাগত প্রসারণ
১৫. তিতলি ও ত্রপা একটি খেলা ঠিক করল যে, তিতলি হবে সূর্য আর ত্রপা হবে পৃথিবী। তিতলিকে মাঝখানে দাঁড় করিয়ে ত্রপা তার চতুর্দিকে একটি পথ এঁকে নিয়ে তাকে আবর্তন করে ঘুরতে লাগল। এই পথের নাম কী?
ক. অক্ষপথ
খ.বার্ষিক পথ
গ. কক্ষপথ
ঘ. আহ্নিক পথ
১৬. চাঁদ কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধ-গোলাকার হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে তুমি কী বলবে?
ক. চাঁদের দশা
খ. তরঙ্গ দশা
গ. সূর্যের দশা
ঘ. নক্ষত্রের দশা
১৭. বাংলাদেশে একটি ঋতুতে আমরা সূর্যের নিকটতম থাকি। সেই ঋতু কোনটি?
ক. গ্রীষ্মকাল খ. শীতকাল গ. বসন্তকাল ঘ. বর্ষাকাল
১৮. যখন চাঁদের সম্পূর্ণ অংশ আলোকিত দেখতে পাই তখন আমরা একে কী বলি?
ক. অর্ধচন্দ্র খ. অমাবস্যা গ. পূর্ণিমা ঘ. দশা
১৯. যখন আমরা চাঁদের আলোকিত অংশ একদমই দেখতে পাই না তখন একে কী বলা হয়?
ক. অমাবস্যা চাঁদ
খ. পূর্ণিমা চাঁদ
গ. অর্ধচন্দ্র
ঘ. দশা
২০. আমাদের নিকটতম নক্ষত্র কোনটি?
ক. পৃথিবী খ. চাঁদ গ. ধ্রবতারা ঘ. সূর্য
২১. পৃথিবীতে জীবনের উদ্ভব ও দিন রাত্রির পরিবর্তন ঘটছে কেন?
ক. সামাজিক পরিবর্তনের কারণে
খ. বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য
গ. সূর্যের জন্য
ঘ. চাঁদের জন্য
২২. ঘুরতে ঘুরতে এক সময় চাঁদ, পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। এতে সৃষ্টি হয় Ñ
ক. সূর্যগ্রহণ খ. অমাবস্যা গ. পূর্ণিমা ঘ. চন্দ্রগ্রহণ
২৩. পৃথিবী তার অক্ষের চারদিকে কীভাবে ঘুরছে?
ক. পূর্ব থেকে পশ্চিম দিকে
খ. পশ্চিম থেকে পূর্ব দিকে
গ. উত্তর থেকে দক্ষিণ দিকে
ঘ. দক্ষিণ থেকে উত্তর দিকে
২৪. মহাকাশে গড়ে দশ সহস্র কোটি নক্ষত্র রয়েছে। এক্ষেত্রে মিল্কিওয়ে কী?
ক. সপ্তর্ষি খ. গ্যালাক্সি গ. জ্যোতিষ্ক ঘ. নক্ষত্র
২৫. অর্নি তার শিক্ষকের কাছে জানতে চাইলো কখন আমরা সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করি। শিক্ষক কী উত্তর দিলেন?
ক. গ্রীষ্মকাল খ. বর্ষাকাল গ. বসন্তকাল ঘ. শীতকাল
২৬. শোভা ভ‚গোল পড়তে বসে চিন্তা করল কেন গ্রীষ্মকালে অন্যান্য সময়ের তুলনায় বেশি গরম লাগে?
ক. সূর্য তীর্যকভাবে কিরণ দেয়
খ.সূর্য খাড়াভাবে কিরণ দেয়
গ. সূর্য হেলে কিরণ দেয়
ঘ. সূর্য বিপরীত দিকে সরে পড়ে
২৭.চিত্রের ফ এর মান কত কি.মি.
ক. ৩,৮০,৪০০
খ. ৩,৮৪,৪০০
গ. ৩,৮৮,৪০০
ঘ. ৩,৮৮,৪৪০
২৮. চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। এর নিজস্ব আলো নেই। এর আলো আসে কোথা থেকে?
ক. সূর্য খ.পৃথিবী গ. মিল্কিওয়ে ঘ. গ্রহ
২৯. আরাফাত বাংলাদেশের দক্ষিণ গোলার্ধে বাস করে সেখানে শীতকাল বিরাজ করছে। তাহলে তার বন্ধূ সুমন উত্তর গোলার্ধে বাস করলে সেখানকার ঋতু কোনটি হবে?
ক. বসন্ত খ. গ্রীষ্ম গ. হেমন্ত ঘ. শীত
৩০. কোনটি রাতের আকাশে খালি চোখে তুমি দেখতে পাও?
ক. গ্রহ খ.উপগ্রহ গ. নক্ষত্র ঘ. ছায়াপথ
৩১.চিত্রে উ এর মান কত কি.মি.?
ক. ১৪,৫০,০০,০০০
খ. ১৫,০০,০০,০০০
গ. ১৫,০০,৫৫,৫৫৫
ঘ. ১৫,৫০,৫৫০০
৩২. অহনা, সুমনার কাছে ঋতু পরিবর্তনের কারণ জানতে চাইল। সে কী উত্তর দেবে?
ক. আহ্নিক গতি খ. বার্ষিক গতি গ. অক্ষাংশ ঘ. দ্রাঘিমা
৩৩.চিত্র : পৃথিবীর আবর্তন
তথ্য চিত্রের অ এর পরিমাণ কত?
ক. ২২.৫
খ. ২৩.৫
গ. ২৪.৫
ঘ. ২৩.০৫
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
সাধারণ প্রশ্ন :
৩৪. শুদ্ধ উত্তরটি চিহ্নিত কর।
ক. চাঁদ একটি নক্ষত্র
খ. চাঁদ একটি উপগ্রহ
গ. চাঁদ একটি গ্রহ
ঘ. চাঁদ একটি গ্রহাণু
৩৫. কোনটি সৌরজগতের বস্তু নয়?
ক. পৃথিবী খ. ধুমকেতু গ. গ্যালাক্সি ঘ. চাঁদ
৩৬. চন্দ্র মাস পূর্ণ হয়
ক. ৩১ দিনে খ. ৩০ দিনে গ. ২৯ ১২ দিনে ঘ. ২৯ দিনে
৩৭. সৌরজগতের গ্রহ কয়টি?
ক. সাতটি খ. আটটি গ. নয়টি ঘ. দশটি
৩৮. চাঁদ একটি
ক. নক্ষত্র খ. উপগ্রহ গ. গ্রহ ঘ. গ্রহাণু
৩৯. দিন রাতের কারণ হলো
ক. পৃথিবী সূর্যের চার পাশে ঘোরে
খ. সূর্য উদয় হয় ও অস্ত যায়
গ. চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে
ঘ. পৃথিবী নিজ অক্ষের উপরে পাক খায়
৪০. ঋতু পরিবর্তন হয় কেন?
ক. পৃথিবীর আহ্নিক গতির জন্য
খ. পৃথিবীর বার্ষিক গতির জন্য
গ. পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে
ঘ. সূর্যের তাপমাত্রার পরিবর্তন ঘটে বলে
৪১. কোনটির নিজস্ব আলো নেই?
ক. সূর্য খ. তারা গ. চাঁদ ঘ. নক্ষত্র
৪২. পৃথিবীর অন্য বৈশিষ্ট্য কোনটি?
ক. সূর্যালোক
খ. সৌরজগতের সদস্য
গ. দিনরাত্রির পরিবর্তন
ঘ. মহাবিশ্বের সদস্য
৪৩. কোন গ্রহটি অন্যান্য গ্রহ থেকে সম্পূর্ণ ভিন্ন?
ক. পৃথিবী খ. মঙ্গল গ. বুধ ঘ. শনি
৪৪. চাঁদ সূর্যের আলো কী করে?
ক. প্রতিসরণ খ. প্রতিফলন গ. বিক্ষেপণ ঘ. প্রতিলিপন
৪৫. চাঁদের কতটুকু সূর্যের আলোতে সবসময় আলোকিত থাকে?
ক. এক চতুর্থাংশ
খ. অর্ধাংশ
গ. সম্পূর্ণ
ঘ. একাংশ
৪৬. কোন যন্ত্রের সাহায্যে নক্ষত্রসমূহ স্পষ্ট দেখতে পাওয়া যায়?
ক. অণুবীক্ষণ খ. দূরবীক্ষণ গ. দূরবীণ ঘ. অতশী কাঁচ
৪৭. চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে?
ক. ১.২ খ. ১.৪ গ. ১.৩ ঘ. ১.৫
৪৮. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?
ক. ৭ মিনিট খ. ৮ মিনিট গ. ৮ সেকেন্ড ঘ. ৯ সেকেন্ড
৪৯. নিচের কোনটি সূর্য থেকে উৎসরিত হওয়ার ৮ মিনিট পর দেখা যায়?
ক. বাতাস খ. আলো গ. বৃষ্টি ঘ. নক্ষত্র
৫০. একটি গ্যালাক্সিতে গড়ে কত নক্ষত্র রয়েছে?
ক. এগারো সহস্র কোটি
খ. দশ সহস্র কোটি
গ. বারো সহস্র কোটি
ঘ. চৌদ্দ সহস্র কোটি
৫১. মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কী বলা হয়?
ক. জ্যোতির্বিজ্ঞান
খ. জ্যাতিষ্ক
গ. গ্যালাক্সি
ঘ. মিল্কিওয়ে
৫২. দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে বিজ্ঞানীরা কোনটি সম্পর্কে জানতে পেরেছে?
ক. অভিকর্ষ খ. মহাকর্ষ গ. মহাবিশ্ব ঘ. পৃথিবী
৫৩. সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কে প্রমাণ করেছেন?
ক. আইনস্টাইন
খ. গ্যালিলিও
গ. থিওফ্রাস্টাস
ঘ. অ্যারিস্টটল
৫৪. কোনটি পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকর্ষ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন?
ক. অভিকর্ষ খ.মহাকর্ষ গ. মহাকাশ ঘ. গ্যালাক্সি
৫৫. কোনটি সৌরজগৎকে কেন্দ্র করে অবস্থান করছে?
ক. পৃথিবী খ. চাঁদ গ. ধূমকেতু ঘ. সূর্য
৫৬. সৌরজগতের গ্রহ কোনটি?
ক. চাঁদ খ. সূর্য গ. পৃথিবী ঘ. নক্ষত্র
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।