পঞ্চম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৬ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ৬ষ্ট অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৬ সুস্থ জীবনের জন্য খাদ্য
১. সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও।
১) কোনটি জাঙ্ক ফুড?
ক. পাউরুটি
খ. দই
গ. পরটা
ঘ. পটেটো চিপস
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
২) জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে?
ক. যকৃত অকার্যকর হওয়া
খ. মোটা হয়ে যাওয়া
গ. শ্বাসকষ্ট
ঘ. ক্যান্সার
৩) মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে?
ক. কার্বাইড
খ. ফরমালিন
গ. ব্যাকটেরিয়া
ঘ. লবণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
১. সুষম খাদ্যের অভাবে শিশুরা পুষ্টিহীনতায় ভোগে। এর ফলে শিশুর
ক. ঘন ঘন ডায়রিয়া হবে
খ. দেহ সুস্থ সবলভাবে বেড়ে উঠতে ব্যাঘাত ঘটবে
গ. সহজে মাথা ব্যথা ও জ্বরে আক্রান্ত হবে
ঘ. কলেরা, আমাশয় রোগে আক্রান্ত হবে
২. তোমাদের বাসায় কোনো ফ্রিজ নেই। এই অবস্থায় মাছ দীর্ঘদিন সংরক্ষণের জন্য তুমি তোমার মাকে কী বলবে?
ক. রান্না করে রাখতে
খ. ভাজি করে রাখতে
গ. ভর্তা করে রাখতে
ঘ. রোদে শুকিয়ে রাখতে
৩. ‘জাঙ্কফুড অপুষ্টিকর খাবার” কারণ এতে উচ্চমাত্রায় থাকে
ক. শর্করা, ভিটামিন, আমিষ ও চিনি
খ. চর্বি, কার্বনেট, শর্করা ও চিনি
গ. চর্বি, লবণ, ভিটামিন ও চিনি
ঘ. চর্বি, লবণ, কার্বনেট ও চিনি
৪. তোমার বন্ধু রহিম প্রতিদিন খেলাধুলা করে। এ অবস্থায় তার শরীর সুস্থ ও সবল রাখার জন্য নিচের কোন কাজটি বেশি গুরুত্ব সহকারে করার জন্য তুমি তাকে পরামর্শ দিবে?
ক. নিয়মিত গোসল করতে বলবে
খ. নিয়মিত ভ্রমণ করতে বলবে
গ. নিয়মিত স্কুলে যেতে বলবে
ঘ. নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে বলবে
৫. আমাদের শরীরের খাদ্য গ্রহণের পরিমাণ ও মাত্রা নিচের কোনটির উপর নির্ভর করে?
ক. মেধা, বিশ্রামের মাত্রা ও দেহের আকৃতি
খ. বয়স, বিশ্রামের মাত্রা ও দেহের আকৃতি
গ. বয়স, পরিশ্রমের মাত্রা ও দেহের আকৃতি
ঘ. মেধা, পরিশ্রমের মাত্রা ও দেহের আকৃতি
৬. বর্ষাকালে শুকনো খাবারের প্রয়োজনে তুমি কীভাবে মুড়ি, খই, আমসত্ত¡ সংরক্ষণ করবে?
ক. তাপমাত্রা কমিয়ে
খ. উচ্চ তাপে শুকিয়ে
গ. বরফ জমিয়ে
ঘ. টিনের কৌটায় রেখে
৭. তুমি বাজার থেকে বিস্কুট কিনলে। এতে কী ধরনের দ্রব্য মেশানো হয়?
ক. কৃত্রিম রং
খ. লবণ
গ. স্যাকারিন
ঘ. চিনি
৮. মিজান প্রায়ই কৃত্রিম রং ও স্যাকারিনযুক্ত খাবার খায়। ফলে তার কোন রোগটি হতে পারে?
ক. আর্সেনিকোসিস
খ. কিডনী অকার্যকর
গ. মাথা ব্যথা
ঘ. ডায়রিয়া
৯. নিচের কোন সেটের খাদ্যগুলোকে তুমি সুষম খাদ্য বলবে?
ক. ভাত, ডিম ও কলা
খ. গম, দুধ ও শাকসবজি
গ. পোলাও, আইসক্রিম ও আঙ্গুর
ঘ. গোল আলু, রুটি ও ভাত
১০. মিরাজ নিয়মিত প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ করে। তার
ক. শরীর দুর্বল হয়ে পড়ে
খ. দেহ সহজেই রোগে আক্রান্ত হয়
গ. কর্মক্ষমতা হ্রাস পায়
ঘ. শরীর সুস্থ ও সবল থাকে
১১. তিন বছরের শিশু রাইসা অপুষ্টিতে আক্রান্ত। তার
ক. স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ হয় না
খ. স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ হয়
গ. ওজন বৃদ্ধিজনিত সমস্যা হতে পারে
ঘ. সুষম খাদ্যের প্রয়োজন নেই
১২. নাবিলা তার খাবারগুলোকে ৬টি দলে ভাগ করে নিয়ে সেখান থেকে পরিমাণমতো খাবার বাছাই করে খেয়ে থাকে। তার এই গ্রহণ করা খাদ্যকে কী বলে?
ক. পুষ্টিকর খাদ্য
খ. সুষম খাদ্য
গ. দলীয় খাদ্য
ঘ. পরিমিত খাদ্য
১৩. নিশিতার ইচ্ছে করে সারাবছরই তার প্রিয় খাবারগুলো খেতে। কিন্তু সবসময় সব খাদ্য পাওয়া যায় না। তাহলে তাকে কী করতে হবে?
ক. বিভিন্ন ফসল চাষ
খ. বিদেশ থেকে আমদানি
গ. খাদ্য সংরক্ষণ
ঘ. খাদ্য ব্যবহার
১৪. সুপ্রিয়ার দাদি বিভিন্ন ফলের জ্যাম, জেলি ও আচার তৈরি করেছেন। তাকে সেগুলো কোথায় রাখতে হবে?
ক. ফ্রিজে
খ. হিমাগারে
গ. খোলা বাতাসে
ঘ. বায়ুরোধী পাত্রে
১৫. জনাব হামিদ বাজার থেকে মাছ কিনে এনেছেন। কিন্তু বাসায় পর্যাপ্ত বরফ নেই। অন্য কোন জিনিস দিয়ে তিনি মাছগুলো সংরক্ষণ করতে পারবেন?
ক. চিনি খ. লবণ গ. সিরকা ঘ. তেল
১৬. শায়লা আহমেদ জলপাই, আম, বরই ইত্যাদি ফল দীর্ঘদিন সংরক্ষণ করেন। নিচের কোন দ্রব্যটি এই সংরক্ষণ কাজের অনুপযোগী?
ক. বরফ খ. চিনি গ. সিরকা ঘ. লবণ
১৭. রজব আলী কাঁচা পণ্যের ব্যবসায়ী। তিনি মাছ, মাংস, শাকসবজি কীভাবে সংরক্ষণ করেন?
ক. রোদে শুকিয়ে
খ. বায়ুরোধী পাত্রে রেখে
গ. হিমাগারে রেখে
ঘ. সিরকা বা তেলে ডুবিয়ে
১৮. হেকমত খান মুদি ব্যবসায়ী। তিনি চাল, ডাল, গম কীভাবে সংরক্ষণ করেন?
ক. বায়ুরোধী পাত্রে রেখে
খ. রোদে শুকিয়ে
গ. হিমাগারে রেখে
ঘ. লবণ বা বরফ দিয়ে
১৯. মাছ-মাংস, ফল, দুধ ইত্যাদি খুব সহজেই পচে কিসের কারণে?
ক. ছত্রাক খ. ভাইরাস গ. গরম ঘ. ব্যাকটেরিয়া
২০. কাকলি ঘোষ সবকিছু ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পছন্দ করেন। কিন্তু নিচের কোনটি তাঁকে বায়ুরোধী পাত্রে রেখে সংরক্ষণ করতে হবে?
ক. মাছ, মাংস
খ. শাক, সবজি
গ. জ্যাম, জেলি
ঘ. চাল, ডাল
২১. বাজারে অনেক আকর্ষণীয় ও লোভনীয় খাবার পাওয়া যায়। অসৎ ব্যবসায়ীরা কিসের সাহায্যে এসব খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করে?
ক. মিষ্টি খ. টক গ. ঝাল ঘ. কৃত্রিম রং
২২. রনি ১২ বছরের শিশু। তার আমিষ জাতীয় খাদ্য প্রতিদিন কত বার খেতে হবে?
ক. ২-৩ বার
খ. ৩-৪ বার
গ. ১-২ বার
ঘ. ৪-৫ বার
২৩. লাবন্যের বয়স ৭ বছর। প্রতিদিনের খাদ্য তালিকায় তার কতটুকু সবজি খেতে হবে?
ক. ১/২ কাপ খ. ১ কাপ গ. ২ কাপ ঘ. ৩ কাপ
২৪. সুস্থ সবল দেহের অধিকারী হতে হলে তোমাকে প্রতিদিন কয়টি উপাদান মিশ্রিত খাদ্য গ্রহণ করতে হবে?
ক. ২ খ. ৩ গ. ৫ ঘ. ৬
২৫. ৮ বছরের মাসুমের প্রতিদিন সর্বনিম্ন কতটুকু দুধ পান করা প্রয়োজন?
ক. ১০০ মিলি
খ. ১৫০ মিলি
গ. ২৫০ মিলি
ঘ. ১০০০ মিলি
২৬. তুমি বার্গার কিনে খেলে। এতে কোন ক্ষতিকর পদার্থটি থাকতে পারে?
ক. কার্বনেট
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. ফরমালিন
ঘ. তারপিন
২৭. তোমাদের গ্রামে একটি হিমাগার তৈরি হয়েছে। এখানে তুমি কোনটি সংরক্ষণ করতে পারবে?
ক. পনির
খ. মাছ
গ. আলু
ঘ. মাংস
২৮. তোমার স্কুলের টিফিনের খাবারটিতে আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি রয়েছে। তোমার খাবারটিকে কী খাদ্য বলা যেতে পারে?
ক. আমিষ জাতীয় খাদ্য
খ. সুষম খাদ্য
গ. জাঙ্ক ফুড
ঘ. কৃত্রিম খাদ্য
২৯. খাদ্যের বৈশিষ্ট্য বা গুণাগুণ ঠিক রেখে খাদ্যদ্রব্যকে উচ্চ তাপে শুকানো হয়। কোনটিকে এভাবে সংরক্ষণ করা হয়?
ক. গম
খ. সবজি
গ. ফল
ঘ. পনির
৩০. নন্দিনীর কিনে আনা অনেক দিন রেফ্রিজারেটর ছাড়া খাবার ফলেও নষ্ট হলো না। উক্ত ফলে কোন রাসায়নিক পদার্থ ছিল?
ক. ফরমালিন
খ. ভিনেগার
গ. কার্বাইড
ঘ. লবণ
৩১. লাবন্য রেস্টুরেন্টে এমন খাবার খায় যা অনেক সুস্বাদু। এতে অধিক চিনি, লবণ ও চর্বি থাকে। সে কোন খাবার খায়?
ক. গুড ফুড
খ. জাঙ্ক ফুড
গ. সল্ট ফুড
ঘ. ফ্যাট ফুড
৩২. অমিত বাজার থেকে কলা কিনে এনে দেখল কলার উপরটা পাকা আর ভিতরে কাঁচা। দোকানি কলায় কী ব্যবহার করেছিল?
ক. ফরমালিন
খ. কার্বাইড
গ. ভিনেগার
ঘ. লবণ
৩৩. রাজুদের বাজারের মাছ বিক্রেতা নদী থেকে মাছ ধরে তা সংরক্ষণ করে। মাছ সংরক্ষণ করতে সে কী ব্যবহার করে?
ক. সিরকা
খ. চিনি
গ. লবণ
ঘ. তেল
৩৪. মিনা বাড়িতে জ্যাম, জেলি ও আচার তৈরি করেছে। এইসব খাবার সংরক্ষণ করতে তার কেমন পাত্র নির্বাচন করতে হবে?
ক. স্টিলের পাত্র
খ. টিনের পাত্র
গ. প্লাস্টিকের পাত্র
ঘ. বায়ুরোধী পাত্র
৩৫. রাজুর মা রেফ্রিজারেটরে দুধ রাখতে ভুলে গেরে তা নষ্ট হয়ে যায়। কোনটি দ্বারা এ খাদ্য নষ্ট হলো?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. ছত্রাক
ঘ. দূষিত বায়ু
৩৬. খাদ্য সংরক্ষণের নানা পদ্ধতি রয়েছে। কোনটি খাদ্য সংরক্ষণের প্রাচীন পদ্ধতি?
ক. ফ্রিজে সংরক্ষণ
খ. রোদে শুকিয়ে সংরক্ষণ
গ. উচ্চ তাপে সংরক্ষণ
ঘ. ঠাণ্ডায় সংরক্ষণ
৩৭. রবিন জাঙ্ক ফুডে আসক্ত। তার কোন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে?
ক. ডায়রিয়া খ. ডায়াবেটিস গ. ইনফ্লুয়েঞ্জা ঘ. বসন্ত
৩৮. তামিম জাঙ্ক ফুড খেতে পছন্দ করে। খাদ্যের কোন উপাদানটি এতে অনুপস্থিত?
ক. চিনি খ. লবণ গ. লবণ ঘ. ভিটামিন
৩৯. শ্রাবনী জাঙ্ক ফুড খায় না। সে সুষম খাদ্য খেয়ে থাকে। তার শারীরিক অবস্থা কেমন?
ক. পুষ্টিহীনতায় আক্রান্ত
খ. অতিরিক্ত ওজন
গ. মোটা হয়ে যাচ্ছে
ঘ. সুস্থ ও সবল
৪০. কোন খাবারটি দেহের জন্য ক্ষতিকর বলে তুমি মনে কর?
ক. ফল খ. মাছ গ. বার্গার ঘ. ফলমূল
সাধারণ প্রশ্ন :
৪১. খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে
ক. দাঁত অকার্যকর হয়
খ. বাচ্চারা ভারী দেহধারী হয়
গ. লিভার ও কিডনি অকার্যকর হয়
ঘ. শিশুরা শুকিয়ে যায়
৪২. নিচের কোন রাসায়নিক পদার্থ খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়?
ক. আয়োডিন
খ. ফরমালিন
গ. ক্যালসিয়াম
ঘ. কার্বোহাইড্রেট
৪৩. ফ্রিজে মাছ, মাংস, গাজর, টমেটো ইত্যাদি সংরক্ষণ করা যায়
ক. তিন-নয় মাস পর্যন্ত
খ. পাঁচ-ছয় মাস পর্যন্ত
গ. পাঁচ-আট মাস পর্যন্ত
ঘ. চার-দশ মাস পর্যন্ত
৪৪. একটি শিশু জন্মগ্রহণের পর তার প্রথম মৌলিক চাহিদা হচ্ছে
ক. মাতৃদুগ্ধ খ. পোশাক গ. চিকিৎসা ঘ. বাসস্থান
৪৫. টিনে মাছ, মাংস সংরক্ষণ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. জলীয় বাষ্প
৪৬. নিচের কোনটি জাঙ্ক ফুড?
ক. ফ্রুট লুপস
খ. আলুর ভর্তা
গ. পরটা
ঘ. রুটি
৪৭. নিচের কোন রাসায়নিক পদার্থ খাদ্যের পচন রোধে ব্যবহার করা হয়?
ক. আয়োডিন
খ. ক্যালসিয়াম
গ. ফরমালিন
ঘ. কার্বোহাইড্রেট
৪৮. জাঙ্ক ফুড খাবারের সাথে নিচের কোন স্বাস্থ্য ঝুকিটি জড়িত?
ক. ডায়রিয়া
খ. ইনফ্লুয়েঞ্জা
গ. বসন্ত
ঘ. ডায়াবেটিস
৪৯. নিচের কোন সারির খাদ্যগুলো জাঙ্কফুডের উদাহরণ?
ক. ভাত, মাছ ও দুধ
খ. শাক-সব্জি, ভাত ও ডাল
গ. চকলেট, চিপস ও কোমল পানীয়
ঘ. রুটি, মাংস ও কোমল পানীয়
৫০. প্রতিদিন অধিক ভাত খাওয়ার ফলে কী হতে পারে?
ক. দেহ হালকা হয়ে যাবে
খ. দেহ ভারী হয়ে যাবে
গ. স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে
ঘ. লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে
৫১. আলু, পিঁয়াজ, গাজর ইত্যাদি হিমাগারে রাখা হয় কেন?
ক. ঠাণ্ডা রাখার জন্য
খ. খাদ্যমান বাড়ানোর জন্য
গ. ফরমালিন দেয়ার জন্য
ঘ. পচন রোধ করার জন্য
৫২. গলদা চিংড়ি হিমায়িত করে সংরক্ষণ করা হয় কেন?
ক. স্বাদ বৃদ্ধি করতে
খ. পচন রোধ করতে
গ. পুষ্টিগুণ বৃদ্ধি করতে
ঘ. ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য কমাতে
৫৩. সমবয়সী নিচের কোন বাহন চালকের বেশি খাদ্যের প্রয়োজন?
ক. স্বাদ বৃদ্ধি করতে
খ. পচন রোধ করতে
গ. পুষ্টিগুণ বৃদ্ধি করতে
ঘ. ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য কমাতে
৫৪. কাদের বেশি খাদ্যের প্রয়োজন হয়?
ক. যারা অলস সময় কাটান
খ. যারা শারীরিক পরিশ্রম করেন
গ. বৃদ্ধদের
ঘ. শিশুদের
৫৫. খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে কী বোঝায়?
ক. সুষম খাদ্য
খ. বিশুদ্ধ খাদ্য
গ. পরিমিত খাদ্য
ঘ. শুদ্ধ খাদ্য
৫৬. চাল, ডাল, গম সংরক্ষণের উপায় কোনটি?
ক. হিমাগারে
খ. উচ্চ তাপে
গ. রোদে শুকিয়ে
ঘ. ফ্রিজ
৫৭. হিমাগারে সংরক্ষণ করা হয় কোনটি?
ক. চাল, ডাল, মশলা
খ. জলপাই, নোনা ইলিশ, চিংড়ি
গ. গাজর, টমেটো, রসুন
ঘ. আলু, গাজর, পিঁয়াজ
৫৮. গাজর, পেঁয়াজ সংরক্ষণের উপায় কোনটি?
ক. চিনি, তেল
খ. আচার করে
গ. লবণ দিয়ে
ঘ. হিমাগারে
৫৯. অসাধু ব্যবসায়ীরা খাবারে কী ধরনের পদার্থ মিশিয়ে থাকে?
ক. রাসায়নিক খ. ভৌত গ. অজৈব ঘ. জৈব
৬০. কোথা থেকে আমাদের দেহের সব শক্তি আসে?
ক. বিদ্যুৎ থেকে
খ. খাবার থেকে
গ. বায়ু থেকে
ঘ. আলো থেকে
৬১. অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে দেহ কিরূপ হয়ে পড়ে?
ক. ভারী খ. খাটো গ. রোগাক্রান্ত ঘ. পাতলা
৬২. বরফ না দিয়ে কীভাবে মাছ সংরক্ষণ করা যায়?
ক. পানি দিয়ে
খ. হলুদ দিয়ে
গ. লবণ দিয়ে
ঘ. মরিচ দিয়ে
৬৩. বার্গার, পিজা, পটেটো চিপস, চকলেট ইত্যাদি খাদ্যগুলো কী নামে পরিচিত?
ক. ড্রাই ফুড খ. জাঙ্ক ফুড গ. হট ফুড ঘ. ফ্রাইড ফুড
৬৪. অসৎ ব্যবসায়ীরা ফল পাকাতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করে?
ক. ফরমালিন
খ. ক্যালসিয়াম কার্বাইড
গ. বিষাক্ত পাউডার
ঘ. স্যাকারিন
৬৫. জাঙ্ক ফুডে কোনটি খুব সামান্য পরিমাণে বিদ্যমান থাকতে পারে?
ক. চর্বি খ. চিনি গ. খাদ্য-আঁশ ঘ. লবণ
৬৬. মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদার পরিমাণে কম-বেশি হয় কী অনুযায়ী?
ক. বয়স ও জ্ঞান
খ. বয়স ও উচ্চতা
গ. বয়স ও কাজ
ঘ. উচ্চতা ও ওজন
৬৭. খাদ্যের অপচয় রোধ করার উদ্দেশ্যে কী করা হয়?
ক. খাদ্য সংরক্ষণ
খ. খাদ্য উৎপাদন
গ. খাদ্য চাষবাদস
ঘ. শীতকালীন শস্য বেশি উৎপাদন
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৬৮. জলপাই কোনটির মাধ্যমে সংরক্ষণ করা হয়?
ক. তেল
খ. পানি
গ. খনিজ লবণ
ঘ. কোমল পানীয়
৬৯. কোন রাসায়নিক দ্রব্যাটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
ক. পানি
খ. ক্যালসিয়াম ক্লোরাইড
গ. ক্যালসিয়াম কার্বাইড
ঘ. সোডিয়াম ক্লোরাইড
৭০. খাদ্যের দল কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৬টি
৭১. কোন খাদ্য ফ্রিজে সংরক্ষণ করতে হয়?
ক. চাল
খ. আচার
গ. মাংস
ঘ. বরই
৭২. কোন খাবারগুলো কম খাওয়া উচিত?
ক. দুধ, দই
খ. শাকসবজি
গ. ফলমূল
ঘ. বাগার, চিপস
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।