পঞ্চম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ১১তম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ১১ আবহাওয়া ও জলবায়ু
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :
প্রশ্ন \ ১ \ বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখ।
উত্তর : বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো বন্যা, খরা ও ঘূর্ণিঝড়।
প্রশ্ন \ ২ \ আবহাওয়া কী?
উত্তর : আবহাওয়ার হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা।
প্রশ্ন \ ৩ \ আবহাওয়ার উপাদানগুলো কী কী?
উত্তর : আবহাওয়ার উপাদানগুলো হলো : তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ।
প্রশ্ন \ ৪ \ সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়?
উত্তর : সাধারণত দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়।
প্রশ্ন \ ৫ \ আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কীভাবে সাহায্য করে?
উত্তর : আমাদের দৈনন্দিন জীবনে কোন দিন কোন কাপড় পরব, বাইরে যাওয়ার সময় ছাতা নিমে বের হব কি-না তা ঐ দিনের আবহাওয়া দেখে ঠিক করি। এছাড়া ছুটির দিনের কার্যবিধিও আমরা আবহাওয়া পূর্বাভাস দেখে ঠিক করি।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ নিম্নচাপ কী?
উত্তর : কোনো জায়গার তাপমাত্রা বেশি হলে সেখানকার বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং বায়ুচাপ কমে যায়। এরকম অবস্থাকে নিম্নচাপ বলে।
প্রশ্ন \ ২ \ বাংলাদেশের দুইটি প্রাকৃতিক দূর্যোগের নাম লিখ।
উত্তর : বাংলাদেশের দুইটি প্রাকৃতিক দূর্যোগের নাম হলো :
১. বন্যা;
২. ঘূর্ণিঝড়।
প্রশ্ন \ ৩ \ আমাদের দেশে আমরা কোন সময় কালবৈশাখী দেখতে পাই?
উত্তর : আমাদের দেশে আমরা চৈত্রের শেষে ও বৈশাখের শুরুতে কালবৈশাখী দেখতে পাই।
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
প্রশ্ন \ ৪ \ আবহাওয়া পরিবর্তনের দুইটি নিয়ামকের নাম লিখ।
উত্তর : আবহাওয়া পরিবর্তনের দুইটি নিয়ামক হলো : র. বায়ুর আর্দ্রতা; রর. বায়ুচাপ।
প্রশ্ন \ ৫ \ জলবায়ু কী?
উত্তর : জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা।
প্রশ্ন \ ৬ \ বাংলাদেশে বর্ষাকালের সময়কাল উল্লেখ কর।
উত্তর : বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝিতে (আষাঢ়ের শুরু) এবং শেষ হয় আগস্ট (শ্রাবণ-ভাদ্র) মাসে।
প্রশ্ন \ ৭ \ বাংলাদেশের কখন মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
উত্তর : বাংলাদেশের বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।
প্রশ্ন \ ৮ \ তাপদাহ কী?
উত্তর : অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাই হলো তাপদাহ।
প্রশ্ন \ ৯ \ শৈত্যপ্রবাহ কী?
উত্তর : উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থাই হলো শৈত্য প্রবাহ।
প্রশ্ন \ ১০ \ খরার কারণ কী?
উত্তর : অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা দেয়। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ।
প্রশ্ন \ ১১ \ খরা কাকে বলে?
উত্তর : দীর্ঘসময় পরিবেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করাকে খরা বলে।
প্রশ্ন \ ১২ \ পরিবেশের উপর ঘূর্ণিঝড়ের একটি প্রভাব লিখ।
উত্তর : ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ¡াসে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।