পঞ্চম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ২ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ২য় অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ২ পরিবেশ দূষণ
১. সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও।
১) কোনটি বায়ু দূষণের কারণ?
ক. কীটনাশকের ব্যবহার
খ. কলকারখানার ধোঁয়া
গ. উচ্চ শব্দে গান বাজানো
ঘ. রাসায়নিক পদার্থের মিশ্রণ
২) কোনটি পানি দূষণের ফলে হয়?
ক. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি
খ. ঘুমে ব্যাঘাত সৃষ্টি
গ. ডায়রিয়া
ঘ. মাটির উর্বরতা হ্রাস
৩) মাটি দূষণের কারণ কোনটি?
ক. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি
খ. চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার
গ. কীটনাশকের ব্যবহার
ঘ. মাটির উর্বরতা হ্রাস
৪) পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি?
ক. অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা
খ. মোটর গাড়ি ব্যবহার করা
গ. জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা
ঘ. রিসাইকেল করা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
১. কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির কী হয়?
ক. ক্ষয় রোধ হয়
খ. লবণাক্ততা বাড়ে
গ. উৎপাদন ক্ষমতা কমে
ঘ. উর্বরতা বজায় থাকে
২. কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী?
ক. দূষিত বায়ু খ. দূষিত পানি গ. আর্সেনিকযুক্ত পানি ঘ. বাসি খাবার
৩. তোমার বাড়ির পাশে ইটভাটা থাকায় পরিবারের সদস্যরা প্রায়ই কাশিতে ভোগে এর কারণ
ক. ইটভাটায় উঁচু চিমনী ব্যবহার না করা
খ. ইটভাটায় অনেক যন্ত্রপাতি ব্যবহার করা
গ. ইটভাটায় মাটি কাটার ফলে
ঘ. ইটভাটায় অনেক শ্রমিক কাজ করার ফলে
৪. কখন তুমি ফিটকিরি ও হ্যালোজেন ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করার পরামর্শ দিবে?
ক. খরার সময়
খ. ঝড়ের সময়
গ. বৃষ্টির সময়
ঘ. বন্যার সময়
৫. পানি দূষণের জন্য নিচের কোন গ্রæপের কারণগুলো দায়ী?
ক. সার, কীটনাশক এবং রাসায়নিক পদার্থ
খ. পশু, পাখি এবং ইটভাটার কালো ধোঁয়া
গ. সিগারেটের ধোঁয়া, শিল্প প্রতিষ্ঠান এবং কয়লা
ঘ. মলমূত্র, গৃহপালিত পশু ও ইটভাটা
৬. ইদানীং মানুষের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ ও ত্বকের রোগ বেশি হচ্ছে। এর কারণ কোনটি বলে তুমি মনে কর?
ক. খাদ্যাভাব
খ. পরিবেশ দূষণ
গ. পুষ্টিহীনতা
ঘ. শিল্পায়ন
৭. ঢাকা শহরে সবচেয়ে বড় সমস্যা যানজট। এর ফলে নিম্নের কোনটি হয়?
ক. শারীরিক ও মানসিক সমস্যা
খ. শ্রবণ শক্তি বৃদ্ধি পায়
গ. কর্মক্ষমতা বৃদ্ধি পায়
ঘ. মানসিক শান্তি বজায় থাকে
৮. হাসান অধিক ফসল পাওয়ার জন্য জমিতে অধিক পরিমাণে সার ও কীটনাশক ব্যবহার করেন। এতে কোনটি হয়?
ক. জমির উর্বরতা বৃদ্ধি পায়
খ. জমির উর্বরতা নষ্ট হয়
গ. উৎপাদন বৃদ্ধি পায়
ঘ. ফসল কম হয়
৯. ইদানীং পৃথিবীতে ঘন ঘন প্রাকৃতিক দূর্যোগ দেখা যাচ্ছে। এর প্রতিকারে কী করা উচিত বলে মনে কর?
ক. জনসচেতনতা বৃদ্ধি
খ. বৃক্ষ কর্তন
গ. কাঠের বিকল্প ব্যবহার বৃদ্ধি
ঘ. জীবাশ্ম জ্বালানির ব্যবহার
১০. খুলনার ফুলতলায় বেশ কিছু ইটের ভাটা স্থাপন করা হয়েছে। উক্ত এলাকার জনগণ কী ধরনের দূষণের সম্মুখীন হবে বলে তুমি মনে কর?
ক. পানি খ. মাটি গ. শব্দ ঘ. বায়ু
১১. অভয়নগর গ্রামে হঠাৎ কলেরা ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এর কারণ কী?
ক. পানি দূষণ খ. মাটি দূষণ গ. বায়ু দূষণ ঘ. শব্দ দূষণ
১২. দোকান থেকে আসা গানের উচ্চ স্বরে সাদিয়া ভালোভাবে পরীক্ষা দিতে পারছে না। সে কোন প্রকার দূষণের শিকার?
ক. পানি খ. মাটি গ. শব্দ ঘ. বায়ু
১৩. পৃথিবীর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ও মানুষের শ্বাসজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ কোনটি বলে তুমি মনে কর?
ক. ক্ষতিকর গ্যাস ও ধোঁয়া
খ. অধিক বনায়ন
গ. সার ও কীটনাশক
ঘ. বৃক্ষরোপণ করা
১৪. রূপসা নদীতে বিভিন্ন ময়লা আর্বজনা ফেলা হচ্ছে। এ পানি ব্যবহারের ফলে কী হচ্ছে
ক. বিভিন্ন চর্মরোগ ও ডায়রিয়া
খ. শ্বাসজনিত ও ফুসফুস ক্যান্সার
গ. শ্রবণ শক্তি হ্রাস
ঘ. বিপাক প্রক্রিয়ার সমস্যা
১৫. ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা বায়ু দূষণ। এর প্রধান কারণ কোনটি?
ক. কলকারখানার ধোঁয়া ও যানবাহন
খ. পয়ঃনিষ্কাশন
গ. শিল্পায়ন
ঘ. নগরায়ন
১৬. মোর্শেদ একজন কৃষক। তিনি ফসল পাওয়ার আশায় জমিতে বিভিন্ন সার প্রয়োগ করেন। উৎপাদিত এই ফসল খাদ্য হিসেবে গ্রহণে নিম্নের কোন রোগ হয়?
ক. ত্বকের রোগ
খ. ক্যান্সার
গ. ফুসফুসের রোগ
ঘ. কলেরা
১৭. ১০০ বছর আগের বাংলাদেশ ও বর্তমানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এর প্রধান কারণÑ
ক. গ্রাম্য জীবন
খ. শহুরে জীবন
গ. শিল্পায়ন
ঘ. প্রযুক্তি
১৮. প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে, পুনঃব্যবহার করে আমরা নিম্নের কোনটি করতে পারি?
ক. সম্পদের অপচয়
খ. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
গ. সম্পদের পুনঃব্যবহার
ঘ. দূষণ রোধ
১৯. মোর্শেদা বেগম বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ফেলনা জিনিস কিনে স্থানীয় দোকানে বিক্রি করেন। এতে দেশে সম্পদের কোনটি হবে?
ক. অপচয়
খ. সংরক্ষণ
গ. পুনঃব্যবহার
ঘ. নষ্ট
২০. সামনে সমাপনী পরীক্ষা। কিন্তু দোকানে গান বাজানোর জন্য রনি পড়তে পারছে না। এখানে কোন ধরনের দূষণ হচ্ছে?
ক. বায়ু
খ. পানি
গ. মাটি
ঘ. শব্দ
২১. শ্রাবনীর অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস ও ঘুমে ব্যাঘাত হচ্ছে। এর ফলে কী হবে?
ক. কর্মক্ষমতা বৃদ্ধি
খ. কর্মক্ষমতা হ্রাস
গ. পড়াশোনা বৃদ্ধি পাবে
ঘ. প্রশান্তি
২২. ভৈরব নদীতে বিভিন্ন ময়লা ও রাসায়নিক তেল ফেলা হচ্ছে। এতে কোনটি হবে?
ক. জলজ জীব মারা যাবে
খ. জলজ জীব বৃদ্ধি পাবে
গ. পলি কমে যাবে
ঘ. পানি শুকিয়ে যাবে
২৩. হিমবাহ গলে যাওয়ায় বঙ্গোপসাগরে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটি কোনটির জন্য হচ্ছে?
ক. তাপমাত্রা কমার জন্য
খ. তাপমাত্রা বৃদ্ধির জন্য
গ. জলবায়ুর পরিবর্তন
ঘ. জলীয় বাষ্প
২৪. হাজারীবাগে ট্যানারী শিল্পের কারণে দুর্গন্ধ ছড়ায়। ফলে কোনটি ঘটে?
ক. প্রাকৃতিক দুর্যোগ
খ. প্রাকৃতিক বিপর্যয়
গ. পরিবেশ দূষণ
ঘ. পরিবেশের ভারসাম্যহীনতা
২৫. বৈশ্বিক উষ্ণায়নের ফলে কোনটি হচ্ছে?
ক. তাপমাত্রা বৃদ্ধি
খ. তাপমাত্রা হ্রাস
গ. হিমবাহের আকার বৃদ্ধি
ঘ. জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি হবে
২৬. কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে কী দূষণ হচ্ছে বলে তুমি মনে কর?
ক. বায়ু খ. পানি গ. মাটি ঘ. শব্দ
২৭. রাস্তার মোড়ে দোকানে দোকানে মাইক ব্যবহার করা হচ্ছে। এতে কোন ধরনের দূষণ হচ্ছে?
ক. মাটি খ. বায়ু গ. পানি ঘ. শব্দ
২৮. ঢাকার রাস্তায় ত্রæটিপূর্ণ যানবাহন থেকে কালো ধোঁয়া নির্গত হয়। এতে কোন ধরনের দূষণ হয়?
ক. বায়ু খ. পানি গ. মাটি ঘ. শব্দ
২৯. সজীবদের গ্রামের প্রভাবশালীরা কয়েকটি ইটের ভাটা দিয়েছেন। এতে পরিবেশের কোন উপাদান দূষিত হতে পারে?
ক. মাটি খ. বায়ু গ. পানি ঘ. শব্দ
৩০. জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রতিনিয়ত বিভিন্ন কারণে পানি দূষিত হচ্ছে। এর ফলে কোন রোগ বেড়ে যায়?
ক. শ্বাসকষ্ট
খ. কলেরা
গ. অবসন্নতা
ঘ. কর্মক্ষমতা হ্রাস
সাধারণ প্রশ্ন :
৩১. কৃষি ক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে কোনটি দূষিত হয়?
ক. বায়ু খ. পানি গ. মাটি ঘ. শব্দ
৩২. বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি?
ক. জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি
খ. কলকারখানার বর্জ্য
গ. যানবাহনের ব্যবহার
ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৩৩. উচ্চস্বরে গান বাজালে কোন দূষণ ঘটে?
ক. পানি দূষণ
খ. মাটি দূষণ
গ. শব্দ দূষণ
ঘ. বায়ু দূষণ
৩৪. নিচের কোন কারণে বায়ু দূষিত হয়?
ক. কীটনাশকের ব্যবহার
খ. বৃষ্টির পানি জমে যাওয়া
গ. ইটের ভাটায় ইট পোড়ানো
ঘ. রাসায়নিক সার ব্যবহার
৩৫. নিচের কোনটি পরিবেশ দূষণের প্রধান কারণ?
ক. পশু খ. পাখি গ. উদ্ভিদ ঘ. মানুষ
৩৬. শব্দ দূষণের ফলে
ক. মানুষের রক্তচাপ বাড়ে
খ. চর্মরোগ বৃদ্ধি পায়
গ. মানসিক সমস্যা বৃদ্ধি পায়
ঘ. শারীরিক বৃদ্ধি হ্রাস পায়
৩৭. পরিবেশ দূষণের অন্যতম কারণ কোনটি?
ক. শিল্পায়ন খ. নগরায়ন গ. বনায়ন ঘ. গৃহায়ন
৩৮. শিল্পকারখানা সচল রাখতে ব্যবহার করা হয়
ক. কাঠ
খ. প্রাকৃতিক গ্যাস
গ. সার
ঘ. সৌরশক্তি
৩৯. নিচের কোন রোগটি পরিবেশ দূষণের কারণে হয়ে থাকে?
ক. টিউমার
খ. ম্যালেরিয়া
গ. ক্যান্সার
ঘ. এইডস
৪০. পানি দূষণের কারণে মানুষের কোন রোগটি হয়ে থাকে?
ক. ক্যান্সার
খ. হাঁপানি
গ. এইডস
ঘ. ডায়রিয়া
৪১. মাটি দূষণের ফলে
ক. জমির উর্বরতা নষ্ট হয়
খ. পশুপাখির সংখ্যা বৃদ্ধি পায়
গ. গাছপালা দ্রæত বৃদ্ধি পায়
ঘ. ফসলের পরিমাণ বৃদ্ধি পায়
৪২. কোনটি শব্দ দূষণের ফলে হয়?
ক. মাটির উর্বরতা হ্রাস
খ. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি
গ. কর্মক্ষমতা হ্রাস
ঘ. পশুপাখির বাসস্থান ধ্বংস
৪৩. বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে কী হয়?
ক. মাটি দূষিত
খ. পানি দূষিত
গ. বায়ু দূষিত
ঘ. পরিবেশ দূষিত
৪৪. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণ কী?
ক. জমির উর্বরতা বৃদ্ধি
খ. তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি
গ. সমুদ্রপৃষ্ঠে পলি জমাট
ঘ. সমুদ্রে আবর্জনা ফেলা
৪৫. মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার অন্যতম কারণ কী?
ক. বায়ু দূষণ খ. মাটি দূষণ গ. পানিদূষণ ঘ. শব্দ দূষণ
৪৬. পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মূল কারণ কী?
ক. গাছ কাটা
খ. অধিক যানবাহন
গ. জনসংখ্যা বৃদ্ধি
ঘ. কলকারখানা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।