পঞ্চম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৩ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ৩য় অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৩ জীবনের জন্য পানি
১. সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও।
১) উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন?
ক. পানি
খ. মাটি
গ. আলো
ঘ. বায়ু
২) কোনটি পানি দূষণের কারণ?
ক. ধোঁয়া
খ. উচ্চ শব্দ
গ. হর্ন বাজানো
ঘ. নর্দমার বর্জ্য
৩) পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে?
ক. ছাঁকন
খ. থিতানো
গ. ফুটানো
ঘ. ঘনীভবন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
১. তোমার এলাকায় ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব প্রায়ই দেখা দেয়। এমন পরিস্থিতিতে তুমি তোমার এলাকাবাসীকে নিয়ে কী করবে?
ক. আর্সেনিক দূষণ সম্পর্কে সচেতন করবে
খ. বেশি বেশি গাছ রোপণ করতে বলবে
গ. প্রতিকারের জন্য কবিরাজের কাছে যেতে বলবে
ঘ. পানি দূষণের কারণ ও ফলাফল জানাবে
২. কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির কী হয়?
ক. ক্ষয়রোধ হয়
খ. লবণাক্ততা বাড়ে
গ. উৎপাদন ক্ষমতা কমে
ঘ. উর্বরতা বজায় থাকে
৩. পুকুর বা নদীর পানি পানের জন্য পুরোপুরি নিরাপদ হয়
ক. থিতালে
খ. ফুটিয়ে নিলে
গ. অল্প ফিটকিরি মিশালে
ঘ. ফুটানোর পর ছেঁকে নিলে
৪. কাদা ও বালিযুক্ত পানিকে কোন প্রক্রিয়ায় সম্পূর্ণ নিরাপদ করা যায়?
ক. থিতানো—–ফুটানো
খ. ছাঁকন—–থিতানো
গ. থিতানো—–ছাঁকন
ঘ. ট্যাবলেট মেশানো—–ছাঁকন
৫. তুমি দেখলে তোমাদের গ্রামের অনেকেই নিয়মিতভাবে পুকুরের পানি পান করছে। এ অবস্থায় তুমি কেন তাদেরকে পুকুরের পানি পান করতে নিষেধ করবে?
ক. ডায়রিয়া হতে পারে
খ. বসন্ত হতে পারে
গ. হাম হতে পারে
ঘ. দাঁতের রোগ হতে পারে
৬. কখন তুমি ফিটকিরি ও হ্যালোজেন ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করার পরামর্শ দিবে?
ক. খরার সময়
খ. ঝড়ের সময়
গ. বৃষ্টির সময়
ঘ. বন্যার সময়
৭. গ্রীষ্মের ছুটির পর তুমি বিদ্যালয়ে গিয়ে দেখলে বাগানের চারাগাছগুলো শুকিয়ে মারা গেছে। এ অবস্থায় নতুন চারাগাছ রোপণ করে তোমার প্রথম করণীয় কী?
ক. নিয়মিত সার প্রয়োগ করবে
খ. আগাছা পরিষ্কার করবে
গ. নিড়ানী দিবে
ঘ. নিয়মিত পানি দিবে
৮. কমলের পরিবার দীর্ঘদিন ধরে তাদের বাড়ির নলকূপের পানি পান করছে। হঠাৎ করে তাদের হাতে পায়ের চামড়ায় ঘা দেখা দিল। কেন এমনটি হলো?
ক. পানি ময়লাযুক্ত ছিল
খ. নলকূপটি বন্যায় ডুবে গিয়েছিল
গ. নলকূপের পানি আর্সেনিকযুক্ত ছিল
ঘ. পােিত জন্ডিসের জীবাণু ছিল
৯. প্রতিকূল পরিবেশে তুমি তোমার পরিবারের জন্য নিরাপদ পানি নাও পেতে পার। এ পরিস্থিতি মোকাবেলায় তুমি কী ধরনের প্রস্তুতি নেবে?
ক. পানি দূষিত করবে না
খ. পানি অপচয় করবে না
গ. পানি সংগ্রহে রাখবে
ঘ. পানি শোধনের প্রক্রিয়া রপ্ত করবে
১০. “আর্সেনিকোসিস রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম” কারণ
ক. চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল
খ. সহজ কোন চিকিৎসা নেই
গ. রোগের কোন লক্ষণ প্রকাশ পায় না
ঘ. পরীক্ষা-নিরীক্ষায় এ রোগ ধরা পড়ে না
১১. তোমার এলাকায় গ্রীষ্মকালে নলকূপের পানি পাওয়া যায় না। এক্ষেত্রে পুকুরের পানি নিরাপদ করতে তুমি কী করবে?
ক. বিশ মিনিট ফুটাবে
খ. কাপড় দিয়ে ছাঁকবে
গ. পানি থিতাবে
ঘ. পানির পাত্র ঢেকে রাখবে
১২. কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এর প্রধান কারণ কী?
ক. দূষিত বায়ু
খ. দূষিত পানি
গ. আর্সেনিকযুক্ত পানি
ঘ. বাসি খাবার
১৩. নিচের কোনটি পানি চক্রের প্রবাহচিত্র?
ক. পানি—–বরফ—–বাষ্প—–বৃষ্টি
খ. পানি—–বৃষ্টি—–বাষ্প—–বরফ
গ. পানি—–বাষ্প—–মেঘ—–বৃষ্টি
ঘ. পানি—–মেঘ—–বাষ্প—–বৃষ্টি
১৪. একটি গ্রামে খাবার পানির জন্য শুধুমাত্র নদী ও পুকুরের পানি আছে। এ অবস্থায় তুমি কীভাবে পানি পান করবে?
ক. ২০ মিনিট ফুটিয়ে ঠাণ্ডা করে পান করবো
খ. ১০ মিনিট ফুটিয়ে ঠাণ্ডা করে পান করবো
গ. ১০ মিনিট ফিল্টার করে পান করবো
ঘ. ২০ মিনিট সূর্যের আলোতে রেখে পান করবো
১৫. তোমার বোন ডায়রিয়াতে ভুগছে। তার জন্য খাবার স্যালাইন তৈরির জন্য তুমি কোন পানি ব্যবহার করবে?
ক. নদীর পানি
খ. ক‚পের পানি
গ. ফুটানো পানি
ঘ. পুকুরের পানি
১৬. ফ্রিজ থেকে ঠাণ্ডা পানির বোতল বের করার পর কিছুক্ষণের মধ্যে দেখা গেল বোতলের গায়ে বিন্দু বিন্দু পানি জমেছে। এই পানিকণা কীভাবে সৃষ্টি হলো?
ক. বাতাসের জলীয় বাষ্প থেকে
খ. বোতলের পানি থেকে
গ. পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে
ঘ. শিশির কণা থেকে
১৭. অনন্যা দূষিত পানি পান করে। তার কোন রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে?
ক. য²া খ. ডায়রিয়া গ. হাঁপানি ঘ. বসন্ত
১৮. সালাউদ্দিন সকালে পুকুরে গিয়ে দেখল, তার পুকুরে অনেক মাছ মরে ভেসে উঠেছে। এর জন্য দায়ী কোনটি?
ক. মাটি দূষণ খ. বায়ু দূষণ গ. পানি দূষণ ঘ. শব্দ দূষণ
১৯. দূষিত পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত করতে চাইলে তুমি কী করবে?
ক. পানি ছেঁকে নিবে
খ. পানি থিতিয়ে নিবে
গ. পানি ফ্রিজে রাখবে
ঘ. পানি ফুটিয়ে নিবে
২০. বন্যার কারণে এলাকায় নিরাপদ পানির অভাব। এ সময় তুমি কী মিশিয়ে পানি নিরাপদ করবে?
ক. ফিটকিরি
খ. স্যাকারিন
গ. ফরমালিন
ঘ. সোডা পাউডার
২১. সুহাসী পাশের পুকুর থেকে এক কলস পানি এনে তাতে বিচিং পাউডার মিশালো। তার উদ্দেশ্য কোনটি?
ক. পানি গরম করা
খ. পানি জীবাণুমুক্ত করা
গ. পানি পরিষ্কার করা
ঘ. পানি ঠাণ্ডা করা
২২. পানি দূষণ কমাতে হাবিব তার জমিতে কোন সার ব্যবহার করবে?
ক. রাসায়নিক সার
খ. কীটনাশক
গ. জৈব সার
ঘ. টিএসপি
২৩. জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠাণ্ডা হয়ে যায়। এরপর তা কিসে পরিণত হয়?
ক. বাষ্প কণায়
খ. বরফ কণায়
গ. বৃহৎ পানি কণায়
ঘ. ক্ষুদ্র পানি কণায়
২৪. আবুল হোসেন গোসলের জন্য এক বালতি পানি উঠানে রাখল। কিছুক্ষণের মধ্যে সূর্যরশ্মি পানিতে পড়লে কী ঘটবে?
ক. পানি জলীয় বাষ্পে পরিণত হবে
খ. বালতির গায়ে পানি জমবে
গ. বালতির গায়ে দাগ পড়বে
ঘ. পানি ঘুটতে থাকবে
২৫. নদীর পানি সূর্যতাপে বাষ্প হয়, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি। পদ্ধতিটি কী নামে পরিচিত?
ক. মাটিচক্র খ. পানি চক্র গ. বায়ুচক্র ঘ. খাদ্যচক্র
২৬. হিরা একখণ্ড বরফ জগে রেখে দিল। কিছুক্ষণ পর সে দেখতে পেল
ক. বরফ আরও শক্ত হয়েছে
খ. পানি জলীয় বাষ্পে পরিণত হয়েছে
গ. জগের বাইরে পানি কণা জমেছে
ঘ. জগ ফেটে চৌচির হয়েছে
২৭. আমরা প্রতিদিন খাবার খাই। এ খাবার পরিপাকে সাহায্য করে কোনটি?
ক. পানি খ. বায়ু গ. আলো ঘ. তাপ
২৮. তুমি আকাশে মেঘ দেখতে পাও। এ মেঘ আসলে কী?
ক. সাদা বাতাস
খ. সাদা ধোঁয়া
গ. ক্ষুদ্র পানি কণা
ঘ. বরফ খণ্ড
২৯. গ্রীষ্মকালে হাসান দেখতে পেল তাদের গ্রামের পুকুরটি দ্রæত শুকিয়ে যাচ্ছে। এর কারণ কী?
ক. প্রচুর বাতাস
খ. অধিক ব্যবহার
গ. প্রচুর বৃষ্টি
ঘ. প্রচন্ড সূর্যতাপ
৩০. শীতের সকালে ঘাসে শিশির জমে। এই শিশিরগুলো কোথা থেকে আসে?
ক. জলীয় বাষ্প থেকে
খ. কুয়াশা থেকে
গ. বৃষ্টি থেকে
ঘ. তুষার ঝড় থেকে
৩১. পাহাড়তলী গ্রামের অধিবাসীরা ফুটিয়ে, থিতিয়ে, ছেঁকে এমনকি রাসায়নিক পদ্ধতিতেও পানি বিশুদ্ধ করতে পারে না। ঐ পানিতে কী আছে বলে তুমি মনে কর?
ক. ব্যাকটেরিয়া
খ. ভাইরাস
গ. আর্সেনিক
ঘ. আবর্জনা
৩২. আমাদের শরীরে সঠিক তাপমাত্রা বজায় রাখতে কোনটি দরকার?
ক. ফলমূল
খ. লবণ
গ. পানি
ঘ. গুকোজ
৩৩. নন্দিনী বেড়াতে গিয়ে পুকুরের পানি পান করলে, তার মা তাকে নিরাপদ পানি পান করতে বললেন। তার মায়ের মতে নিরাপদ পানি কোনটি?
ক. কুয়ার পানি
খ. নদীর পানি
গ. সাগরের পানি
ঘ. নলকূপের পানি
৩৪. শোভন পানি জীবাণুমুক্ত করার সর্বোত্তম পদ্ধতি অবলম্বন করতে চায়। সে কোন পদ্ধতিটি ব্যবহার করবে?
ক. ঘণীভবন
খ. ছাঁকন
গ. ফুটানো
ঘ. থিতানো
৩৫. অমিতের মা ধরে রাখা বৃষ্টির পানি একটি পাতলা কাপড়ে ছেঁকে নেন। এই পদ্ধতিটির নাম কী?
ক. থিতানো
খ. ফুটানো
গ. ঘণীভবন
ঘ. ছাঁকন
৩৬. লাবন্য কলসে পানি রেখে পানিতে থাকা বালি, কাদা ইত্যাদি সরিয়ে ফেলে। এই প্রক্রিয়াটির নাম কী?
ক. ছাঁকন
খ. ফুটানো
গ. থিতানো
ঘ. বাষ্পীভবন
সাধারণ প্রশ্ন :
৩৭. আর্সেনিক আছে এমন নলকূপ চিহ্নিত করা হয় কোন রং দিয়ে?
ক. কালো রং
খ. হলুদ রং
গ. লাল রং
ঘ. কমলা রং
৩৮. নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ?
ক. ময়লা ও আবর্জনা
খ. ভূগর্ভস্থ আর্সেনিক
গ. কীটনাশকের ব্যবহার
ঘ. কলকারখানার বর্জ্য
৩৯. ঘূর্ণিঝড়ের সময় পানি শোধন করার সর্বোত্তম উপায় কোনটি?
ক. থিতানোর মাধ্যমে
খ. ছাঁকন প্রক্রিয়ায়
গ. ফুটানোর মাধ্যমে
ঘ. রাসায়নিক পদার্থ মিশিয়ে
৪০. দেহের পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে কোনটি?
ক. ভিটামিন খ. বায়ু গ. পানি ঘ. আলো
৪১. উদ্ভিদ খাদ্য তৈরিতে কোনটি ব্যবহার করে?
ক. পানি
খ. নাইট্রোজেন
গ. অক্সিজেন
ঘ. লবণ
৪২. কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ফলে কী হয়?
ক. বায়ু দূষিত হয়
খ. পানি দূষিত হয়
গ. শব্দ দূষণ হয়
ঘ. খাদ্য দূষিত হয়
৪৩. নিচের কোনটি পানি বিশুদ্ধকরণে ব্যবহৃত হয়?
ক. জিঙ্ক সালফেট
খ. কপার সালফেট
গ. কার্বাইড
ঘ. বিচিং পাউডার
৪৪. তলানি ফেলে দিয়ে উপরের পরিষ্কার পানি সংগ্রহ করাকে কী বলা হয়?
ক. থিতানো খ. ছ^াঁকন গ. পরিস্রাবণ ঘ. ঘনীভবন
৪৫. পানি বিশুদ্ধ করার রাসায়নিক পদার্থ কোনটি?
ক. ট্যালোরিন খ. ফিটকিরি গ. আয়রন ঘ. জিঙ্ক
৪৬. পানিকে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করতে হলে কী করতে হবে?
ক. ছাঁকতে হবে
খ. ফুটাতে হবে
গ. থিতাতে হবে
ঘ. ঠাণ্ডা করতে হবে
৪৭. আকাশে মেঘ কিরূপে ঘুরে বেড়ায়?
ক. ক্ষুদ্র বালিকণা
খ. ক্ষুদ্র পানি কণা
গ. বৃহৎ বরফ কণা
ঘ. গ্যাসীয় কণা
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৪৮. বায়ু আর্দ্র থাকার কারণ কী?
ক. পানি খ. তাপ গ. জলীয় বাষ্প ঘ. শিশির
৪৯. জলীয় বাষ্পের কী আছে?
ক. নির্দিষ্ট আকার
খ. নির্দিষ্ট ওজন
গ. বৃহৎ বরফ কণা
ঘ. নির্দিষ্ট অবস্থান
৫০. মানবদেহের শতকরা কত ভাগ পানি?
ক. ৩০ – ৪০
খ. ৪০ – ৫০
গ. ৫০ – ৬০
ঘ. ৬০ – ৭০
৫১. উদ্ভিদের দেহে কত ভাগ পানি থাকে?
ক. ৬০ ভাগ
খ. ৭০ ভাগ
গ. ৮০ ভাগ
ঘ. ৯০ ভাগ
৫২. প্রচণ্ড গরমে উদ্ভিদের দেহ শীতল রাখতে সাহায্য করে কোনটি?
ক. জলীয় বাষ্প
খ. বাতাস
গ. পানি
ঘ. মাটি
৫৩. নিচের কোনটি পানির প্রাকৃতিক উৎস?
ক. পুকুর
খ. বৃষ্টি
গ. নলকূপ
ঘ. দীঘি
৫৪. মানুষের তৈরি পানির উৎস কোনটি?
ক. সমুদ্র
খ. নদী
গ. মহাসাগর
ঘ. নলকূপ
৫৫. সাধারণত ছাঁকন পদ্ধতিতে কোনটি দূর করা যায়?
ক. জীবাণু
খ. ময়লা
গ. ব্যাকটেরিয়া
ঘ. গন্ধ
৫৬. তলানি ফেলে দিয়ে উপরের পরিষ্কার পানি সংগ্রহ করাকে কী বলা হয়?
ক. ছাঁকন
খ. ঘনীভবন
গ. থিতানো
ঘ. পাতন
৫৭. পানি বাষ্প হতে তরলে পরিণত হওয়াকে কী বলে?
ক. বাষ্পীভবন
খ. ঘনীভবন
গ. পাতন
ঘ. ঊর্ধ্বপাতন
৫৮. পানি তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
ক. ঘনীভবন
খ. বাষ্পীভবন
গ. ঊর্ধ্বপাতন
ঘ. ব্যাপন
৫৯. খাদ্য পরিপাকের জন্য মাধ্যম হিসেবে কাজ করে কোনটি?
ক. পানি
খ. এনজাইম
গ. তাপ
ঘ. হরমোন
৬০. বৃষ্টির পানি প্রবাহের সঠিক প্রবাহচিত্র কোনটি?
ক. বৃষ্টি—–নদী—–জলাশয়—–সমুদ্র
খ. মেঘ—–বৃষ্টি—–নদী—–সমুদ্র
গ. বৃষ্টি—–মেঘ—–সমুদ্র—–নদী
ঘ. মেঘ—–বৃষ্টি—–নদী—–পুকুর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।