পঞ্চম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৪ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ৪র্থ অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৪ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও।
১) চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. জলীয় বাষ্প
২) পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. জলীয় বাষ্প
৩) কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. জলীয় বাষ্প
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
১. তোমার এলাকার পরিবেশ সুন্দর রাখতে এলাকাবাসীকে নিয়ে নিচের কোন কাজটি করবে?
ক. নিজ এলাকার বস্তি অন্যত্র স্থানান্তর
খ. প্রত্যেক বাড়ির ফাঁকা স্থানে বৃক্ষরোপণ
গ. জলাশয় ভরাট করে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ
ঘ. গ্রামকে পরিচ্ছন্ন করার জন্য আবর্জনা নদীতে ফেলা
২. পালতোলা নৌকা অধিকতর জোরে চলে কারণ এতে
ক. বায়ু প্রবাহের শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়
খ. সূর্যের আলোকে শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়
গ. বায়ু প্রবাহের শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়
ঘ. বায়ু প্রবাহের শক্তির কারণে পানিতে স্রোত সৃষ্টি হয়
৩. কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখানে কিভাবে শক্তির রূপান্তর ঘটেছে?
ক. তাপশক্তি বিদ্যুৎ শক্তিতে
খ. বিদ্যুৎ শক্তি গতি শক্তিতে
গ. গতিশক্তি বিদ্যুৎ শক্তিতে
ঘ. বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে
৪. ইটের ভাটায় ইট পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. নিয়ন
৫. তোমার স্কুলের মাঠে গাছের ঝরা পাতাগুলো জড়ো করে আগুন ধরানো হলো। এতে কী হবে?
ক. মাটি দূষণ
খ. বায়ু দূষণ
গ. শব্দ দূষণ
ঘ. পানিদূষণ
৬. তোমাদের বাড়িতে বা অন্য কোথাও আগুন লাগলে আগুন নেভানোর জন্য তুমি কোন গ্যাস ব্যবহার করবে?
ক. কার্বন ডাইঅক্সাইড
খ. অক্সিজেন
গ. হাইড্রোজেন
ঘ. নাইট্রোজেন
৭. অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙ্গে শক্তি উৎপাদন করে। উৎপাদিত শক্তি আমাদের শরীরকে কী করে?
ক. ঠাণ্ডা রাখে
খ. গরম রাখে
গ. হিমশীতল রাখে
ঘ. আর্দ্র রাখে
৮. সুজন যক্ষায় আক্রান্ত। সে মাঝে মাঝে হাঁচি কাশি দেয়। এতে জীবাণু কোনটি দূষিত করছে?
ক. পানি খ. মাটি গ. বায়ু ঘ. জলীয় বাষ্প
৯. অধিক উৎপাদনের লক্ষ্যে জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা হয়। কোন উপাদান ব্যবহার করে এই সার তৈরি করা হয়?
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. হাইড্রোজেন
১০. জ্বালানী পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা গেলেও ইদানিং বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে?
ক. বৈদ্যুতিক পাখা ঘুরিয়ে
খ. পাল তুলে
গ. বৈদ্যুতিক বাতি লাগিয়ে
ঘ. টারবাইন ঘুরিয়ে
১১. অধিক মুনাফা লাভের আশায় অনেকে জনপদের মধ্যে ইটের ভাটা তৈরি করছেন। এতে তারা কোন ধরনের দূষণ ঘটাচ্ছেন?
ক. বায়ু খ. মাটি গ. শব্দ ঘ. পানি
১২. তোমার এলাকার বায়ু দূষণ রোধ করতে তুমি কোন পদক্ষেপ নেবে?
ক. অক্সিজেন উৎপাদন করবে
খ. বনভ‚মি সৃষ্টি করবে
গ. কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করবে
ঘ. সবাইকে শিক্ষিত করবে
১৩. আমরা আগুনের সাহায্যে খাবার রান্না করি, পানি ফুটাই। কোনটি ছাড়া এ কাজগুলো কথা করা অসম্ভব?
ক. কার্বন ডাইঅক্সাইড
খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন
১৪. শিল্প-কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া বায়ুতে মিশে আছে। এর ফলে মানবদেহে কী রোগ হতে পারে?
ক. ফুসফুসের ক্যানসার
খ. মাথা ব্যথা
গ. ডায়রিয়া
ঘ. কাঁশি
১৫. মাছ, মাংস, ফল টিন বা প্যাকেটে সংরক্ষণ করা হয়। এসব সংরক্ষণে কোন উপাদানটি ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন
খ. জলীয় বাষ্প
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. নাইট্রোজেন
১৬. একটি জ্বলন্ত মোমবাতিকে একটি খালি গøাস দিয়ে ঢেকে দিলে দেখা যাবে মোমবাতিটি নিভে গেছে। মোমবাতি নিভে যাওয়ার কারণÑ
ক. অক্সিজেনের উপস্থিতি
খ. অক্সিজেনের অভাব
গ. কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি
ঘ. কার্বন ডাইঅক্সাইডের অভাব
১৭. একটি কাচের গøাসে বরফ নিয়ে রেখে দিলে দেখা যায় গøাসের বাইরের পিঠে বিন্দু বিন্দু পানি জমা হতে থাকে। এ পানি জমা হওয়ার কারণ কী?
ক. বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি
খ. বায়ুতে অক্সিজেনের উপস্থিতি
গ. বায়ুতে নাইট্রোজেনের উপস্থিতি
ঘ. নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে বলে
১৮. উঁচু পর্বতে উঠতে গেলে সাথে অক্সিজেনের সিলিন্ডার নিতে হয় কেন?
ক. অক্সিজেনের পরিমাণ বেশি থাকে বলে
খ. নাইট্রোজেনের পরিমাণ কম থাকে বলে
গ. অক্সিজেনের পরিমাণ কম থাকে বলে
ঘ. নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে বলে
১৯. নিঃশ্বাসে বায়ুর কোন উপাদানটি থাকে বলে ফুঁ দিলে মোমবাতি নিভে যায়?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. জলীয় বাষ্প
ঘ. কার্বন ডাইঅক্সাইড
২০. তোমার এলাকায় অনেক কলকারখানা গড়ে উঠেছে। সেখানে কোনটি হওয়ার সম্ভাবনা বেশি?
ক. সড়ক দুর্ঘটনা
খ. এসিড বৃষ্টি
গ. অত্যধিক বায়ুপ্রবাহ
ঘ. অধিক বৃষ্টিপাত
২১. তোমার বাসায় প্লাস্টিক, টিন, রাবার ইত্যাদি দ্বারা তৈরি বোতল, ক্যান বেশি জমে গেলে কী করবে?
ক. পুড়িয়ে ফেলব
খ. মাটিতে পুঁতে ফেলব
গ. পুনঃব্যবহার করব
ঘ. পানিতে ফেলে দেব
২২. কোমল পানীয়তে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করার ফলে তুমি কী বিশেষত্ব অনুভব কর?
ক. পানীয়টি ঠাণ্ডা থাকে
খ. পানীয় ঝাঁঝাঁলো থাকে
গ. মিষ্টি স্বাদ বজায় থাকে
ঘ. সুগন্ধ পাওয়া যায়
২৩.চিত্র : কোমল পানীয়
উপরের বোতলের পণ্যে কোন গ্যাস মিশ্রিত আছে?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. হাইড্রোজেন
২৪. সিরাজ মাঝি তার নৌকায় পাল লাগিয়েছেন। তিনি কোনটি ব্যবহার করে নৌকা চালাবেন?
ক. বায়ুপ্রবাহ
খ. ইঞ্জিন
গ. টারবাইন
ঘ. বৈদ্যুতিক পাখা
২৫.উপরের চিত্রটিতে সিলিন্ডারে কোন গ্যাস বিদ্যমান?
ক. হিলিয়াম খ. অক্সিজেন গ. বোরন ঘ. নাইট্রোজেন
২৬. মাথার চুল বেশিক্ষণ ভেজা থাকলে পাপিয়ার ঠাণ্ডা লেগে যায়। সে কীভাবে দ্রæত চুল শুকাতে পারে?
ক. হেয়ার ড্রায়ার ব্যবহার করে
খ. রোদে বসে থেকে
গ. হাতপাখার বাতাস লাগিয়ে
ঘ. চুলার আগুনের উত্তাপে
২৭.চিত্রে দেখানো যানটি কিসের সাহায্যে চলে?
ক. মোটর খ. জেনারেটর গ. বিদ্যুৎ শক্তি ঘ. বায়ুপ্রবাহ
২৮. তোমার এলাকায় বায়ু দূষণ রোধে উপযুক্ত উপায় কোনটি?
ক. গাছ লাগানো
খ. ড্রেনে ময়লা ফেলা
গ. খাল খনন করা
ঘ. গাছ কেটে ফেলা
২৯.চিত্রে দেখানো যন্ত্র থেকে কী প্রবাহিত হয়?
ক. ঠাণ্ডা বায়ু
খ. গরম বায়ু
গ. অক্সিজেন
ঘ. কার্বন ডাইঅক্সাইড
সাধারণ প্রশ্ন :
৩০. উচু পর্বতে উঠতে গেলে সিলিন্ডারে করে কোন গ্যাস নিয়ে যেতে হয়?
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. হিলিয়াম
৩১. ইউরিয়া সার প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন
৩২. বায়ুর তাপমাত্রা দিয়ে কী প্রকাশ করা হয়?
ক. কতটা গরম বা ঠাণ্ডা
খ. বায়ু ঘন না হালকা
গ. জলীয় বাষ্প কম না বেশি
ঘ. রোদ কম না বেশি
৩৩. বায়ু দূষণের ফলে নিচের কোন রোগটি হয়?
ক. মস্তিষ্ক ধ্বংস হয়
খ. ফুসফুসের রোগ হয়
গ. চোখের রোগ হয়
ঘ. চর্মরোগ হয়
৩৪. উদ্ভিদ কোনটির সাহায্যে খাদ্য তৈরি করে?
ক. নাইট্রোজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. বোরন
ঘ. ফসফরাস
৩৫. শ্বাস গ্রহণের জন্য প্রাণীর কোনটি প্রয়োজন?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নিয়ন
ঘ. নাইট্রোজেন
৩৬. বায়ু প্রবাহের সাহায্যে কী উৎপাদন করা সম্ভব?
ক. আলো
খ. তাপ
গ. বিদ্যুৎ
ঘ. শব্দ
৩৭. জীবনের অস্তিত্ব রক্ষার জন্য কোনটি অপরিহার্য?
ক. ক্ষমতা খ. শক্তি গ. কাজ ঘ. বায়ু
৩৮. অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস থাকে?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. হিলিয়াম
৩৯. ভেজা কাপড় শুকানো হয় কোন শক্তি ব্যবহার করে?
ক. আলো
খ. শব্দ
গ. বিদ্যুৎ
ঘ. বায়ুপ্রবাহ
৪০. বায়ু দূষণ হতে রক্ষা পাওয়ার অন্যতম উপায় হচ্ছে
ক. বনভমি রক্ষা করা
খ. কোনো জিনিষ একবার ব্যবহার করার পর পুনরায় ব্যবহার করা
গ. বেশি জ্বালানি লাগে এমন যানবাহন ব্যবহার করা
ঘ. ইটের ভাটা তৈরি করা
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৪১. কোমল পানীয়ের সাথে কীভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশানো হয়?
ক. উচ্চ চাপে
খ. উচ্চ গলনাঙ্কে
গ. নিম্ন চাপে
ঘ. নিম্ন তাপমাত্রায়
৪২. বায়ু দূষণের প্রধানতম কারণ কোনটি?
ক. প্রাকৃতিক দুর্যোগ
খ. গাছপালা বৃদ্ধি
গ. কর্মকাণ্ড
ঘ. পশুপাখির সংখ্যা হ্রাস
৪৩. কোন গ্যাসের কারণে কোমল পানীয়ের স্বাদ ঝাঁঝালো হয়?
ক. কার্বন ডাইঅক্সাইড
খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন
ঘ. জলীয় বাষ্প
৪৪. শ্বাস কষ্টের রোগীদেরকে সিলিন্ডার থেকে কোন গ্যাস দেওযা হয়?
ক. হাইড্রোজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. অক্সিজেন
ঘ. নাইট্রোজেন
৪৫. নাইট্রোজেন গ্যাস কোন কাজে ব্যবহার করা হয়?
ক. মাছ ও মাংস সংরক্ষণে
খ. ফল পাকাতে
গ. কোমল পানীয়ের বোতলে
ঘ. অগ্নি নির্বাপক যন্ত্রে
৪৬. কোমল পানীয় বোতলে বুদবুদ আসলে কী?
ক. কার্বন মনোক্সাইড
খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন
ঘ. কার্বন ডাইঅক্সাইড
৪৭. কলকারখানার নির্গত ধোঁয়ার কারণে কোনটি দূষিত হচ্ছে?
ক. মাটি খ. পানি গ. বায়ু ঘ. শব্দ
৪৮. আবর্জনা পোড়ালে কী হয়?
ক. পানি দূষণ খ. মাটি দূষণ গ. শব্দ দূষণ ঘ. বায়ু দূষণ
৪৯. বায়ুর কোন উপাদান আগুন জ্বালাতে সাহায্যে করে?
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. আর্গন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।