মাস্টার্স শেষ পর্ব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নিরাপত্তা অধ্যায়ন বই এবংনিরাপত্তা অধ্যায়ন বই এর প্রশ্নোত্তর সহ সকল গুরুত্বপূর্ণ সাজেশন সমূহ এখানেই পাবেন।
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান
বিষয়: নিরাপত্তা অধ্যায়ন
বিষয় কোড: ৩১১৯০৯
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
মাস্টার্স শেষ পর্ব নিরাপত্তা অধ্যায়ন বই ও সাজেশন
১. Securitization শব্দের অর্থ কি?
উত্তর : Securitization শব্দের অর্থ- সুরক্ষাকরণ।
২. SDG- এর পূর্ণরূপ কী?
উত্তর : SDG- এর পূর্ণরূপ হলো- Sustainable Development Goals.
৩. লীগ অব ন্যাশন কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯২০ সালে লীগ অব ন্যাশন কত গঠিত হয় ।
৪. বিশ স্বাস্থ্য দিবস কত তারিখে?
উত্তর : বিশ স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল তারিখে ।
৫. ISO- এর পূর্ণরূপ কী?
উত্তর : ISO- এর পূর্ণরূপ- ওহঃবৎহধঃরড়হধষ ঝঃধহফধৎফ ঙৎমধহরুধঃরড়হ(ওঝঙ).
৬. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর : আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ৩৩।
৭. BELA-এর পূর্ণরূপ কি?
উত্তর : BELA-এর পূর্ণরূপ হলো- Bangladesh Environmental Lawyers Association.
৮. কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখ।
উত্তর : কার্বন ডাই-অক্সাইড, ক্লোরো ফ্লোরো কার্বন, মিথেন ইত্যাদি।
৯. স্নায়ুযুদ্ধের সময়কাল কত?
উত্তর : স্নায়ুযুদ্ধের সময়কাল- ১৯৪৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।
১০. ‘গ্রাসনস্ত ও পেরেস্ক্রোইকা’ নীতি দুটির প্রণেতা কে?
উত্তর : ‘গ্রাসনস্ত ও পেরেস্ক্রোইকা’ নীতি দুটির প্রণেতা- মিখাইল গর্বোচেভ।
১১. বোকো হারাম কি?
উত্তর : বোকো হারাম- নাইজেরিয়া ভিত্তিক একটি সন্ত্রাসী সংগঠন।
১২. “নিরাপত্তা অধ্যয়ন’ বিষয়টি কোন বিষয় থেকে উদ্ভ’ত?
উত্তর : আন্তর্জাতিক সম্পর্ক থেকে “নিরাপত্তা অধ্যয়ন’ বিষয়টি উদ্ভ’ত।
১৩. খ্রিস্টান ধর্মে ন্যায় যুদ্ধকে কি বলে?
উত্তর : খ্রিস্টান ধর্মে ন্যায় যুদ্ধকে “ক্রুসেড” বলে ।
১৪. IAEA কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ২৯ জুলাই ১৯৫৭ সালে IAEA প্রতিষ্ঠিত হয় ।
১৫. বিশ্ব খাদ্য বিষয়ে গঠিত সংস্থার নাম কি ?
উত্তর : বিশ্ব খাদ্য বিষয়ে গঠিত সংস্থার নাম- Food and Agricultural Organization (FAO).
১৬. খাদ্য দিবস কোনটি?
উত্তর : খাদ্য দিবস- ১৬ অক্টোবর ।
১৭. বর্তমান বিশ্ব কতটি দেশ এনপিটি স্বাক্ষর করেছে ?
উত্তর : বর্তমান বিশ্ব ১৯১ টি দেশ এনপিটি স্বাক্ষর করেছে ।
১৮. কোন মহাদেশে ক্ষুধা ও দারিদ্রের হার বেশি?
উত্তর : আফ্রিকা মহাদেশে ক্ষুধা ও দারিদ্রের হার বেশি ।
১৯. জাতিসংঘের স্বাস্থ্য সংক্রান্ত সহযোগী সংস্থার নাম কি ?
উত্তর : জাতিসংঘের স্বাস্থ্য সংক্রান্ত সহযোগী সংস্থার নাম- World Health Organization (WHO).
২০. স্নায়ুযুদ্ধের চলাকালীন বিশে পরাশক্তি ছিল কয়টি?
উত্তর : স্নায়ুযুদ্ধের চলাকালীন বিশে পরাশক্তি ছিল ২টি।
মাস্টার্স শেষ পর্ব নিরাপত্তা অধ্যায়ন বই ও সাজেশন
২১. বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল বক্তব্য কি?
উত্তর : বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল বক্তব্য- “সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়”।
২২. কোন নেতৃত্বে সিয়াটো চুক্তি স্বাক্ষরিত হয়।
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বে সিয়াটো চুক্তি স্বাক্ষরিত হয়।
২৩. কে প্রথম সুরক্ষাকরণ বিষয়ে আলোচনা উত্থাপন করেন?
উত্তর : Barry Buzan- প্রথম সুরক্ষাকরণ বিষয়ে আলোচনা উত্থাপন করেন।
২৪. SALT- এর পূর্ণরূপ কী?
উত্তর : SALT- এর পূর্ণরূপ হলো Stategic Arms Limitation Treaty.
২৫. Food and Agricultural Organization( FAO) এর সদর দপ্তর কোথায়?
উত্তর : Food and Agricultural Organization( FAO) এর সদর দপ্তর- রোম, ইতালি।
২৬. ডাম্পিং কি ?
উত্তর : আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অবলম্বনকৃত মুদ্রানীতি (Price-Policy).
২৭. ASEAN কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯৬৭ সালে ৮ই আগস্ট “ASEAN গঠিত হয় ।
২৮. বিশ^ পরিবেশ দিবস কবে পালিত হয়।
উত্তর : ৫ জুন বিশ^ পরিবেশ দিবস পালিত হয় ।
২৯. দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক জোটের নাম লেখ।
উত্তর : দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক জোটের নাম- ঝঅচঞঅ.
৩০. বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিবাদমান প্রধান ইস্যু কোনটি?
উত্তর : বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিবাদমান প্রধান ইস্যু- রোহিঙ্গা।
মাস্টার্স শেষ পর্ব নিরাপত্তা অধ্যায়ন বই ও সাজেশন
৩১. AIDS- এর পূর্ণরূপ কী?
উত্তর : AIDS- এর পূর্ণরূপ হলো Acquired Immune Deficiency Syndrome.
৩২. পরিবেশ সুরক্ষায় জাতিসংঘের আন্তর্জাতিক সংগঠনের নাম কি?
উত্তর : পরিবেশ সুরক্ষায় জাতিসংঘের আন্তর্জাতিক সংগঠনের নাম- IPCC.
৩৩. নিরাপত্তা কি?
উত্তর : সুরক্ষিত থাকার ব্যবস্থা।
৩৪. নিরাপত্তা কথাটির অর্থ কি?
উত্তর : নিরাপত্তা কথাটির অর্থ- Conventional security.
৩৫. CFC- এর পূর্ণরূপ কী?
উত্তর : CFC- এর পূর্ণরূপ হলো Chloro Fluoro Carbon.
৩৬. ন্যাটো কত সালে গঠিত হয়?
উত্তর : ন্যাটো ১৯৪৯ সালের ৪ এপ্রিল সালে গঠিত হয় ।
৩৭. মুসলিম ধর্ম অনুসারের কখন যুদ্ধ করা অন্যায় নয়।
উত্তর : আত্মরক্ষার জন্য বাধা হলে মুসলিম ধর্ম অনুসারের যুদ্ধ করা অন্যায় নয় ।
৩৮. কত সালে ঠান্ডাযুদ্ধ থেমে যায়?
উত্তর : ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সাথে সাথে ঠান্ডাযুদ্ধ থেমে যায় ।
৩৯. নাফটা ভুক্ত দেশগুলোর নাম লিখ।
উত্তর : নাফটা ভুক্ত দেশগুলোর নাম হল- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
৪০. ANZUS- এর পূর্ণরূপ কী?
উত্তর : ANZUS- এর পূর্ণরূপ হলো Australia, New- Zeeland and United States Security Treaty.
৪১. বাংলাদেশ কত সালে মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হবে বলে ধারণা করা যায়?
উত্তর : বাংলাদেশ ২০২১ সালে মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হবে বলে ধারণা করা যায় ।
৪২. সিঙ্গাপুরের উন্নয়নের রুপকার কে ?
উত্তর : সিঙ্গাপুরের উন্নয়নের রুপকার- লী কুয়ান ইউ।
৪৩. ভারত ও বাংলাদেশের নিরাপত্তায় প্রধান ঝুকি কি?
উত্তর : ভারত ও বাংলাদেশের নিরাপত্তায় প্রধান ঝুকি ধর্মীয় উগ্রবাদ।
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
মাস্টার্স শেষ পর্ব নিরাপত্তা অধ্যায়ন বই ও সাজেশন
১. নিরাপত্তা নিশ্চিতকরণ বলতে কি বুঝ?
২. নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তা দেখা দেয় কেন?
৩. নারী ও শিশু পাচার মানব নিরাপত্তার জন্য কিভাবে হুমকি সৃষ্টি করে?
৪. খাদ্য নিরাপত্তার দিকগুলো কী কী?
৫. গ্রিন হাউজ বলতে কি বুঝ?
৬. বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞা দেও ।
৭. স্নায়ুযুদ্ধের বৈশিষ্ট্য আলোচনা কর।
৮. সন্ত্রাসবাদের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর।
৯. মানবিক নিরাপত্তা বলতে কি বুঝ?
১০. এইডস কি?
১১. আন্তর্জাতিক অপরাধ কি?
১২. গ্রিন হাউজ প্রভাব বলতে কি বুঝ?
মাস্টার্স শেষ পর্ব নিরাপত্তা অধ্যায়ন বই ও সাজেশন
১৩. সন্ত্রাসবাদ বলতে কি বুঝ?
১৪. মানবিক নিরাপত্তা কি?
১৫. ক্ষুদ্র রাষ্ট্র কিভাবে নিরাপত্তা বজায় রাখে?
১৬. সুরক্ষিতকরণ বলতে কি বুঝ?
১৭. ASEAN বলতে কি বুঝ?
১৮. জলবায়ু শরণার্থী বলতে কি বুঝ?
১৯. বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুকি উল্লেখ কর।
২০. “নিরস্ত্রীকরণ অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি” আলোচনা কর।
২১. (NPT) পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি সম্পর্কে কি জান?
২২. NATO এর লক্ষ্য ও উদ্দেশ্য কি?
২৩. ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দেও।
২৪. বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি উল্লেখ কর।
২৫. ক্যান্সারের লক্ষণগুলো কি কি ?
২৬. পরিবেশ বলতে কি বুঝ?
২৭. বিশ্বায়ন কাকে বলে?
২৮. আসিয়নের লক্ষ ও উদ্দেশ্য কি?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
মাস্টার্স শেষ পর্ব নিরাপত্তা অধ্যায়ন বই ও সাজেশন
১. বাংলাদেশের নিরাপত্তা অধ্যায়নের তাৎপর্য সম্পর্কে বিশদভাবে আলোচনা কর।
২. প্রচলিত ও সমকালীন নিরাপত্তা ধারণা সংক্ষেপে লিখ।
৩. মানব নিরাপত্তা নিশ্চিতকরণের প্রতিবন্ধকতা সম্পর্কে যা জানো লেখ।
৪. খাদ্য নিরাপত্তা কি ? বাংলাদেশের খাদ্য নিরাপত্তার পরিস্থিতি সম্পর্কে আলোচনা কর।
৫. অর্থনৈতিক নিরাপত্তা কী? তৃতীয় বিশ্বের জন্য বিশ^ব্যাংকের ভূমিকা কেমন?
৬. পরিবেশ কি ? পরিবেশগত নিরাপত্তার হুমকিসমূহ সম্পর্কে আলোচনা কর।
৭. স্নায়ুযুদ্ধের বিশ্ব নিরাপত্তার হুমকিসমূহ সম্পর্কে আলোচনা কর।
৮. বিশ্বায়নের ইতিবাচক প্রভাব সম্পর্কে লিখ।
৯. নিরাপত্তা অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
১০. স্নায়ুযুদ্ধের বিভিন্ন পর্যায়ে আলোচনা কর।
১১. বিশ্ব উষ্ণায়ন কি ? বাংলাদেশের উপর এর প্রভাব আলোচনা কর।
১২. বিশ্ব শান্তি রক্ষায় যৌথ নিরাপত্তার ভূমিকা আলোচনা কর।
১৩. আন্তজাতিক রাজনীতির প্রেক্ষাপটে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা বিষয়ে আলোচনা কর।
১৪. নিরস্ত্রীকরণ কি? নিরস্ত্রীকরণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ আলোচনা কর।
১৫. সন্ত্রাসবাদ কি ? বর্তমান বিশ্বে আলোচিত সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম তুলে ধর।
১৬. ভারত সার্ককে কার্যকারী করার চেয়ে আসিয়ানের সদস্য হতে বেশি আগ্রহী তুমি কি মনে কর।
১৭. ‘জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশগত বিপর্যয় আন্তজার্তিক নিরাপত্তার হুমকি সৃষ্টি করবে?’- আলোচনা কর ।
১৮. ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দেও। ক্ষুদ্ররাষ্ট্র নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে পারে আলোচনা কর।
১৯. একবিংশ শতাব্দীর মানব নিরাপত্তার হুমকিসমূহ আলোচনা কর।
২০. পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি সম্পর্কে যা জান লিখ।
মাস্টার্স শেষ পর্ব নিরাপত্তা অধ্যায়ন বই ও সাজেশন
২১. গ্রীন হাউজ প্রতিক্রিয়া ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে যা জান লিখ।
২২. আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাস বিরোধী যুদ্ধের বিবরণ দাও।
২২. স্নায়ু যুদ্ধের অবসানে বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের প্রধান দিকসমুহ তুলে ধর।
২৩. বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি কিভাবে মোকাবেলা করা যায়? তা আলোচনা কর।
২৪. বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিক উল্লেখ কর।
২৫. বিশ্ব পরিক্রমায় NATO’র প্রয়োজনীয়তা তুলে ধর।
নিরাপত্তা অধ্যায়ন – এই বিষয় সর্ম্পকে কোন প্রশ্ন থাকলে কিংবা মার্স্টাস শেষ র্পব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
Comments ৩