নবম ও দশম শ্রেণী | SSC | বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | PDF : নবম ও দশম শ্রেণীয় বাংলা দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে এখানে। আপনারা যদি চান এখান থেকে PDF ফাইল ও ডাউনলোড করতে পারবেন ।
বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
০১. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে
ক. ৩২, ৮, ১০
খ. ৩২, ৭, ১১
গ. ৩০, ৮, ১২
ঘ. ৩২, ৭, ৯
০২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
ক. বত্রিশটি
খ. দশটি
গ. আটটি
ঘ. এগারটি
০৩. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ১০টি
ঘ. ৯টি
০৪. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক. কার
খ. ফলা
গ. মাত্রা
ঘ. কষি
০৫. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক. পাঁচটি
খ. আটটি
গ. দশটি
ঘ. এগারটি
০৬. বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো?
ক. ঙ, ঞ, ম
খ. ঃ, ং, ঁ
গ. জ, য, ৎ
ঘ. শ, ষ, স
০৭. ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কী হয়?
ক. দীর্ঘ হয়
খ. বদলে যায়
গ. সংক্ষেপ হয়
ঘ. গরমিল হয়
০৮. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
ক. ঐ
খ. ঋ
গ. ঈ
ঘ. অ
০৯. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী?
ক. ই এবং উ
খ. অ এবং এ
গ. ঐ এবং ঔ
ঘ. আ এবং ও
১০. পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়?
ক. বিবৃত
খ. স্বাভাবিক
গ. অবিবৃত
ঘ. সংবৃত
১১. নিচের কোন শব্দে ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে?
ক. তণৃ
খ. মৌন
গ. অতি / অতুল
ঘ. অমানিশা
১২. তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কী হয়?
ক. বিবৃত হয়
খ. প্রকৃত হয়
গ. সংবৃত হয়
ঘ. অপ্রকৃত হয়
১৩. ‘পর্যটন’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পর্য + টন
খ. পর্য + অনট
গ. পর+টন
ঘ. পরি+অটন
১৪. ‘প্রত্যস’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. প্রত্য + উষ
খ. প্রত্য + ঊষ
গ. প্রতি + উষ
ঘ. প্রতি + ঊষ
১৫. ‘মস্যাধার’ – এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মৎস + আধার
খ. মৎস্য + আধার
গ. মসী + আধার
ঘ. মসি + আধার
১৬. ‘তন্বী’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কী?
ক. তনু + ঈ
খ. তনু + ই
গ. তন্বী + ঈ
ঘ. তনী + ব
১৭. উপরি + উপরি সন্ধি সাধিত শব্দ কোনটি?
ক. উপর্যুপরি
খ. উপর্যপরি
গ. উপরিউপার
খ. পুনরপি
১৮. উপরি + উক্ত সন্ধি সাধিত শব্দ কোনটি?
ক. উপরিউক্ত
খ. উপর্থপরি
গ. উপর্যুক্ত
ঘ. পুনরপি
১৯. ‘পশু + অধম’-এর শুদ্ধ সন্ধি কী?
ক. পশ্বধম
খ. পশ্বাধম
গ. পশুধম
ঘ. পশাধম
২০. ঢিলেমি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. ঢিলে+মি
খ. ঢিলে+আমি
গ. ঢিলা+আমি
ঘ. ঢিলা+মি
২১. ‘গায়ক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গা + অক
খ. গৈ + অক
গ. গায় + ক
ঘ. গা + য়ক
২২. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গব + এষণা
খ. গো + এষণা
গ. গো + ষণা
ঘ. + বেষণা
২৩. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. ষড়ানন
খ. কথাচ্ছলে
গ. পরিষ্কার
ঘ. হস্তান্তর
২৪. ঔ + উ = আব্ + উ – এই সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির?
ক. পাবক
খ. নাবিক
গ. ভাবুক
ঘ. গায়ক
২৫. নিচের কোন নিয়মটি সঠিক নয়?
ক. ই+অ = য্ + অ
খ. উ+অ = ব+অ
গ. ঔ+ঊ = অব্ + উ
ঘ. আ+ছ = চ্ছ
২৬. ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত কোনটি?
ক. শব্দের পরিবর্তন
খ. অর্থের পরিবর্তন
গ. ধ্বনির পরিবর্তন
ঘ. ভাষার পরিবর্তন
২৭. ‘স্কুল > ইস্কুল’ ধ্বনি পরিবর্তন প্ররিয়ায় এর নাম কী?
ক. আদি স্বরাগম
খ. স্বরলোপ
গ. মধ্যস্বরাগম
ঘ. অন্ব্যস্বরাগম
২৮. চৎড়ঃযবংরং -অর্থ হল?
ক. মধ্যস্বরাগম
খ. আদি স্বরাগম
গ. অন্ব্যস্বরাগম
ঘ. অপিনিহিতি
২৯. কোনগুলো আদি স্বরাগম?
ক. স্নেহ>সিনেহ, দর্শন> দরিশন
খ. রত্ন > রতন, ধর্ম > ধরম
গ. স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
ঘ. গ্রাম > গেরাম, প্রেক > পেরেক
৩০. ‘মধ্যস্বরাগম’ – এর অপর নাম কী?
ক. অসমীকরণ
খ. বিষমীভবন
গ. বিপ্রকর্ষ
ঘ. সমীভবন
৩১. কিলিপ, শ্লোক, ভ্রু এগুলো কিসের উদাহরণ?
ক. আদি স্বরাগম
খ. প্রণত
গ. মধ্যস্বরাগম
ঘ. অন্যান্য
৩২. কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে বলা হয় –
ক. অপিনিহিতি
খ. অসমীকরণ
গ. স্বরসঙ্গতি
ঘ. অন্ব্যস্বরাগম
৩৩. পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?
ক. বিপ্রকর্ষ
খ. স্বরাগম
গ. অভিশ্রতি
ঘ. অপিনিহিতি
৩৪. সত্য > সইত্য -কিসের উদাহরণ?
ক. আদি স্বরাগম
খ. মধ্যস্বরাগম
গ. অপিনিহিতি
ঘ. অভিশ্রতি
৩৫. দুটি সমবর্ণের একটির অপরিবর্তনকে কী বলে?
ক. সমীভবন
খ. বিষমীভবন
গ. ব্যঞ্জনদ্বিত্বতা
ঘ. ব্যঞ্জনবিকৃতি
৩৬. বিষমীভবনের উদাহরণ কোনটি?
ক. গ্রাম > গেরাম
খ. বিলাতি > বিলিতি
গ. ধোবা > ধোপা
ঘ. লাল > নাল
৩৭. অপিনিহিতি অথবা বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কী বলে?
ক. নামধাতু
খ. অন্বর্হতি
গ. অভিশ্রæতি
ঘ. যোগরূঢ় শব্দ
৩৮. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কোন সরসঙ্গতি বলে?
ক. আদি স্বরসঙ্গতি
খ. পরাগত স্বরসঙ্গতি
গ. প্রগত স্বরসঙ্গতি
ঘ. মধ্য স্বরসঙ্গতি
৩৯. কোন বানানটি সঠিক?
ক. নশ্ট
খ. কৃশক
গ. কস্ট
ঘ. ওষ্ঠ
৪০. কোন দুটি বর্ণের সাথে যুক্ত হলে দন্ত্য স মূর্ধন্য ষ হয়?
ক. ত, থ
খ. র, ষ
গ. ট, ঠ
ঘ. ড, ঢ
৪১. ষত্ব বিধানের স্বাভাবিকভাবে ‘ষ’ হয়েছে কোন শব্দে?
ক. মানুষ
খ. বর্ষা
গ. নষ্ট
ঘ. বিষয়
৪২. কোনটি স্বভাবতই ‘ষ’ এর ব্যবহার?
ক. বষর্ণ
খ. প্রতিষ্ঠান
গ. উৎকৃষ্ট
ঘ. মানুষ
৪৩. স্বভাবত ‘ষ’-এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
ক. অনুষঙ্গ
খ. অভিষেক
গ. অনুষ্ঠান
ঘ. অভিলাষ
৪৪. কোন বানানটি ষত্ব বিধানের নিয়মে শুদ্ধ?
ক. মাষ্টার
খ. পোশাক
গ. জিনিষ
ঘ. পোষ্ট অফিস
৪৫. কোন বানানটি সঠিক?
ক. বিষন্য
খ. বিষন্ন
গ. বিষণ
ঘ. বিসন্ন
৪৬. স্বভাবতই ‘মূর্ধন্য (ণ)’-এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
ক. বাণী
খ. মরণ
গ. ঘণ্টা
ঘ. ব্যাকরণ
বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | নবম ও দশম শ্রেণী | SSC
৪৭. স্বভাবতই ‘ণ’ হয়েছে কোন শব্দটিতে?
ক. ঋণ
খ. তৃণ
গ. অপর্ণ
ঘ. ভণিতা
৪৮. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’-এর ব্যবহার হয়েছে?
ক. ন
খ. ণ
গ. স
ঘ. শ
৪৯. কোন বর্গীয় বর্ণের আগে কখনও মূধর্ণ্য হয় না?
ক. ক-বর্গ
খ. চ-বর্গ
গ. প-বর্গ
ঘ. ত-বর্গ
৫০. সমাসবদ্ধ শব্দে দু পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। এর উদাহরণ কোনটি?
ক. অনুষঙ্গ
খ. যতন
গ. রতন
ঘ. ত্রিনয়ন
উত্তর মালা:
১ | ক | ২ | গ | ৩ | গ | ৪ | খ | ৫ | ক |
৬ | খ | ৭ | খ | ৮ | ক | ৯ | গ | ১০ | ঘ |
১১ | গ | ১২ | গ | ১৩ | ঘ | ১৪ | ঘ | ১৫ | গ |
১৬ | ক | ১৭ | ক | ১৮ | গ | ১৯ | ক | ২০ | ক |
২১ | খ | ২২ | খ | ২৩ | ঘ | ২৪ | গ | ২৫ | |
২৬ | ঘ | ২৭ | ক | ২৮ | খ | ২৯ | গ | ৩০ | গ |
৩১ | গ | ৩২ | ঘ | ৩৩ | ঘ | ৩৪ | গ | ৩৫ | খ |
৩৬ | ঘ | ৩৭ | গ | ৩৮ | গ | ৩৯ | ঘ | ৪০ | গ |
৪১ | ক | ৪২ | ঘ | ৪৩ | ঘ | ৪৪ | খ | ৪৫ | গ |
৪৬ | ক | ৪৭ | ক | ৪৮ | খ | ৪৯ | ঘ | ৫০ | ঘ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।