নগদ একাউন্ট দেখার নিয়ম সহ বিস্তারিত জেনে নিন ।। প্রিয় পাঠক, “নগদ একাউন্ট দেখার নিয়ম সহ বিস্তারিত জেনে নিন” শিরোনামে এই পোস্টটি পড়তে আসছেন, যার কারণে বুঝে নিতে পারি যে, আপনি একজন নগদ গ্রাহক কিংবা নগদ নতুন ব্যবহারকারী।
তাই আপনি নগদ কোড নাম্বার দেখতে অথবা নগদ একাউন্ট সম্পর্কিত যেকোনো তথ্য জানতে এসেছেন। এই পোষ্টে নগদ একাউন্ট কয় ভাবে দেখা যায়, নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট পরিচালনা করার নিয়ম, কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম থেকে শুরু করে নগদ কোড নাম্বার, নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানবো।
কয়ভাবে নগদ একাউন্ট দেখা যায় ?
নগদ একাউন্ট দেখা যায় কয়ভাবে বলতে মূলত বোঝায় কয়ভাবে নগদ মোবাইল ব্যাংকিং এর একাউন্ট পরিচালনা করা যায়।
দুই ভাবে নগদ একাউন্ট পরিচালনা করা যায়। উপায় দুটি হচ্ছে
নগদ অ্যাপ ব্যবহার করে।
ম্যানুয়ালি নগদ কোড নাম্বার ডায়াল করে।
আপনি একজন নগদ গ্রাহক হলে এর দুই উপায়েই নগদ একাউন্ট দেখার নিয়ম অনুযায়ী দুই ভাবেই আপনার নগদ একাউন্ট দেখতে অর্থাৎ পরিচালনা করতে পারবেন।
অর্থাৎ আপনি নগদ অ্যাপ এবং নগদ ম্যানুয়াল কোড ডায়াল করে আপনার নগদ একাউন্ট পরিচালনা করতে পারবেন। নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার, পরিচালনা করার নিয়ম
প্রিয় নগদ গ্রাহক, নগদের সবথেকে জনপ্রিয় এবং সুবিধামুলক একাউন্ট পরিচালনা করার অপশন হচ্ছে নগদ অ্যাপ। নগদ অ্যাপ থেকে সেন্ড মানি ফ্রি করা যায়। ক্যাশ আউট চার্জ ডায়াল করে ম্যানুয়ালি ক্যাশাউট এর থেকে অনেক কম।
এছাড়া নগদ অ্যাপ ব্যবহার করে লেনদেন করলে কোনও রকম নাম্বার ভুল হয়ে টাকা অন্য দিকে চলে যাওয়া হয়না বললেই চলে। এছাড়াও নগদ অ্যাপ এ হাজার ফিচার আছে যা নগদ ম্যানুয়ালি কোড ডায়াল করে একাউন্ট পরিচালনা করলে পাওয়া যায় নাহ।
তাই নিঃসন্দেহে সকল নগদ ব্যবহারকারীর নগদ অ্যাপ ব্যবহার করা উচিত। তবে নগদ অ্যাপ ব্যবহার করার জন্য আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে। থাকতে হবে ইন্টারনেট কানেকশন।
এবং যেই সিমে আপনার নগদ একাউন্ট খোলা যেই সিমটি ওই অ্যান্ড্রয়েড মোবাইলে থাকতে হবে।
এখানে নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করে নগদ অ্যাপ নামাতে হবে। এরপর আপনার ইতিমধ্যে একাউন্ট থাকলে লগইন অপশনে ক্লিক করে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে।
প্রবেশ করার পর আপনি আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখা থেকে শুরু করে সবকিছু দেখতে পাবেন। তবে আপনাকে অবশ্যই আপনার নগদ একাউন্ট খোলা সিমটি আপনার এনড্রয়েড মোবাইলে থাকতে হবে।
অফিসিয়াল নগদ অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Nagad official App Bangladesh.
ম্যানুয়ালি নগদ কোড নাম্বার ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম
আপনার যদি এনড্রয়েড মোবাইল না থাকে তাই বলে কি আপনি নগদ একাউন্ট ব্যবহার করবেন না? অবশ্যই ব্যবহার করবেন।
আপনি আপনার বাটন মোবাইল থেকে কিংবা এনড্রয়েড মোবাইলে ডাটা না থাকলে এনড্রয়েড থেকেও কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম অনুযায়ী নগদ একাউন্ট দেখা সহ্য সব কার্যক্রম করতে পারেন।
তবে নগদ অ্যাপ এবং নগদ কোড ডায়াল করে একাউন্ট দেখা এর মধ্যে নগদ অ্যাপ এর অপশন অনেক বেশী এবং এর সুবিধাও অনেক।
নগদ একাউন্ট দেখার জন্য ডায়াল করুণ *167# এই নাম্বারটি।
তাই আপনি যদি নগদ একাউন্ট কোনটি ভালো তাহলে বলবো নগদ অ্যাপ। তবে নগদ অ্যাপ ব্যবহার করার জন্য আপনার অবশ্যই এনড্রয়েড মোবাইল লাগবে। এবং ইন্টারনেট সংযোগ লাগবে।
নগদ অ্যাপ সম্পর্কে সর্বশেষ
আজকের পোস্ট থেকে আমরা জেনেছি নগদ মোবাইল ব্যাংকিং এর একাউন্ট দেখার নিয়ম কয়টি এবং কি কি।
কোন নিয়মে নগদ একাউন্ট দেখা সহজ এবং সেবা পাওয়া যায় ভালো।
আশা করছি আজকের পোস্ট থেকে একটু হলেও নগদ একাউন্ট সম্পর্কিত তথ্য জানতে পেরেছেন।
নগদ, বিকাশ সহ সকল মোবাইল ব্যাংকিং সম্পর্কিত তথ্য জানতে আমাদের মোবাইল ব্যাংকিং ক্যাটাগরি ভিজিট করুন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।