দু’দিনের জীবন
—তাসনিম ইসলাম আনিকা
ওহে শোনো তবে মোর জীবন কাহিনী
বহুত সহ্য করিয়াছি তবু হাল ছাড়িনি।
প্রার্থনা করিয়াছি মহান প্রভুর সনে,
কষ্ট সহিবার ধৈর্য যেন রাখিতে পারি মনে।
এটি হলো এক নিয়মানুবর্তিতা আজব ধরণী,
হয়তো আজও যোগ্য তাহার হয়ে উঠতে পারিনি !
জানিনা মরণ আসিবে কখন আমার পিছু টানে,
হারাম মৃত্যুর দিও না আমায়, চাই যে ক্ষমা তোমারি পানে।
নিত্যদিন আযান তোমার বাজিতেছে মোর কানে,
দুঃখ কষ্ট ভুলাইয়া দিয়া সুখ ভরিয়া দেয় প্রাণে।
একদিন না একদিন মিলিবে সুখ সেই আশাতেই রাঙ্গিয়া মুখ,
চুপটি করিয়া থাকি গো আমি প্রতিদিনের কাজে।
মন প্রাণ উজাড় করিয়া কাঁদিয়া থাকি নিত্যদিন,
নিশ্চুপ সেই কান্না, প্রভু তুমি ছাড়া কেহ বুঝেনা !
প্রশ্ন করি প্রভু তোমারে, যন্ত্রনা বুঝাবো কাহারে ?
তুমি ছাড়া আপন মোর আর তো কেহ নাই !
স্রষ্টা মোর দয়ালু তুমি আপন করো মোরে,
জানিনা পাপ কত করেছি নিজেরই অগোচরে।
সুখ সুখ করিয়া কতইবা কান্দিব আর?
বুঝিয়াছে সুখ আমার তোরে নয়, গড়িয়া ওঠে যন্ত্রণার পাহাড় !
সুন্দর করিয়া জীবন সাথীবার তরে, কাহারেউ পাই না আপন করে,
একলা একা দিন যায় কাটিয়া যন্ত্রনার অভিশপ্ত ঘরে।
ভাগ্য আমায় করিয়াছে বন্দি, যন্ত্রণারি জেলখানায়,
জানিনা কবে মিলিবে মুক্তি, দুঃখ হৃদয় চিড়িয়া খায় !!
কবিতাটি লিখেছেন:
তাসনিম ইসলাম আনিকা
অষ্টম শ্রেণি,
ইছাইল সরকারি উচ্চ বিদ্যালয়।