তৃতীয় সেশন Class 8 science book 2024 || চৌম্বকে পর্যবেক্ষণ‘র সমাধান || Class 8-2024. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
কাজ-১০ বাটিটিকে একটু ঘুরিয়ে দেখো সুচের দিক একই থাকছে কিনা । তোমাদের পর্যবেক্ষণ নিচে লিখে রাখো।
উত্তর : আমরা চৌম্বকে ঘষা সুচটিকে কাগজে গেঁথে তারপরে বাটিতে পানি রেখে ভাসিয়ে দিলাম। দেখলাম এটি উত্তর দক্ষিণ মুখ বরাবর করে আছে। এর কারণ হচ্ছে চৌম্বক সব সময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে।
পৃথিবী আসলে একটা বিশাল চুম্বক হিসাবে কাজ করে সেজন্য কোন চুম্বককে ঝুলিয়ে দিলেই পৃথিবীর এই বিশাল চুম্বকের আকর্ষণ সেটা উত্তর দক্ষিণ বরাবর দূরে থাকে। বাটিটি আমরা আরেকবার ঘুরিয়ে দেখলাম। কিন্তু চুম্বকটি আবারও উত্তর-দক্ষিণ বরাবর ঘুরে গেল। যেহেতু সুচটিকে চুম্বকের সাথে ঘষার ফলে সেটিও চৌম্বক পদার্থের পরিণত হয়ে গিয়েছে। তাই এটি উত্তর-দক্ষিণ বরাবর মুখ করে আছে।
কী কী ব্যবহার করেছ?
নমুনা উত্তর : উপরিউক্ত পরীক্ষায় যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়েছে তা হলো- ড্রিংকিং স্ট্রয়ের টুকরা, প্লাস্টিক আবৃত বৈদ্যুতিক ‘তার, একটি কম্পাসও একটি ব্যাটারি।
প্রশ্নঃচুম্বুক কেন কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে, আর কেনই বা উত্তর দক্ষিণ মুখ করে থাকে?
উত্তর : চুম্বক যে সকল পদার্থকে আকর্ষণ করতে পারে তাদের একটা বিশেষত্ব আছে এবং এরকম পদার্থকে চৌম্বকীয় পদার্থ বলে । চুম্বকের দুই পাশে দুটি মেরু, একটি উত্তর মেরু একটি দক্ষিণ মেরু। উত্তর মেরু আর দক্ষিণ মেরু একে অপরকে আকর্ষণ করে আবার উত্তর মেরু অপর উত্তর মেরুকে এবং দক্ষিণ মেরু অপর দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে। চার্জের সঙ্গে চুম্বকের মেরুর একটি মিল রয়েছে।
এ প্রশ্ন] চুম্বক কেন কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে, আর কেনই বা উত্তর দক্ষিণ মুখ করে থাকে?
চুম্বকের মেরুগুলো উত্তর দক্ষিণে মুখ করে থাকে কারণ পৃথিবী একটি বিশাল চুম্বক হিসেবে কাজ করে। সেজন্য কোনো চুম্বককে ঝালিয়ে দিলেই পৃথিবীর এই বিশাল চুম্বকের আকর্ষণে সেটা উত্তর দক্ষিণ বরাবর মুখ করে ঝুলে থাকে ।
তৃতীয় সেশন Class 8 science book 2024 || চৌম্বকে পর্যবেক্ষণ‘র সমাধান
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
প্রশ্ন কম্পাস কী?
উত্তর : কম্পাস একটি দিক নির্ণয়কারী যন্ত্র; যার মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থানে, যেকোনো পরিস্থিতিতেই দিক নির্ণয় করা যায়। এটি মূলত একটি চুম্বক কাটা, কম্পাসের গায়ে উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম ইত্যাদি লেখা এবং ডিগ্রি ভাগ করা থাকে ।
প্রশ্ন চুম্বক কী?
উত্তর : চুম্বক একটি ধাতুর টুকরা, যার দিগদর্শী ধর্ম আছে এবং যা অন্য ধাতব বস্তুর প্রতি তীব্র আকর্ষণ প্রদর্শন করে । চুম্বক যে আকর্ষণ সৃষ্টি করে তাকে চুম্বক ক্ষেত্র বলে ।
প্রশ্ন কম্পাস কাছে নেওয়ার পর কি ঘটলো?
উত্তর : একটি ড্রিংকিং স্ট্রয়ের এর টুকরোর উপরে প্লাস্টিক আবৃত বৈদ্যুতিক তার পেঁচিয়ে নিলাম । এবারে একটা কম্পাসের কাছে প্যাঁচানো তারটি রাখলাম । স্বাভাবিকভাবে কম্পাসের কাঁটাটি উত্তর-দক্ষিণ দিকে মুখ করে আছে।
এবারে কুণ্ডলীর তারের দুই মাথায় একটি ব্যাটারির দুই মাথা স্পর্শ করলাম। তখন আমরা দেখতে পেলাম কম্পাসটি সঙ্গে সঙ্গে কুণ্ডলীর দিকে ঘুরে গেল। ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহের কারণে এমনটি ঘটেছে অর্থাৎ চৌম্বক ক্ষেত্র তৈরি হেেছ ।। এই চৌম্বক ক্ষেত্রটি কম্পাসের কাঁটাটিকে তার নিজের দিকে টানছে ।
প্রশ্ন ব্যাটারির দিক বদলে দেয়ার পর কি ঘটেছে?
উত্তর : ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা ব্যাটারিটিকে ঘুরিয়ে বিদ্যুৎ প্রবাহের দিক পাল্টে দিলাম। তখন সাথে সাথে, দেখলাম কম্পাসটিও সাথে সাথে ঘুরে গেল। তার কারণ বিদ্যুৎ প্রবাহ সবসময় তাকে ঘিরে একটি নির্দিষ্ট দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি করে।
একটা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার জন্য তৈরি হওয়া চৌম্বক বল রেখার দিক কোন দিক হবে সেটা ডান হাতের নিয়মে বের করা সম্ভব। বুড়ো আঙুলটা যদি বিদ্যুৎ প্রবাহের দিক দেখায় তাহলে হাতের অন্যান্য আঙুলগুলো চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে।
তারের কুণ্ডলীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিতকালে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে সাথে সাথে চুম্বক ক্ষেত্র অদৃশ্য হয়ে যায় ।
নবম ও দশম সেশন
প্রশ্ন: কম্পাস বা চুম্বকের দু মেরু সবসময় উত্তর-দক্ষিণে মুখ করে থাকে কেন? উত্তর : পৃথিবী একটা বিশাল চুম্বক হিসেবে কাজ করে তাই পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে চুম্বকের উত্তর মেরু এবং উত্তর মেরুর দিকে চুম্বকের দক্ষিণ মেরু মুখ করে থাকে।
পৃথিবী তার নিজ অক্ষরেখার চারপাশে অবিরত ঘুরছে। এই ঘূর্ণনের ফলে পৃথিবীর অভ্যন্তরের তরল লোহা, নিকেলের ঘূর্ণন ভূ- চৌম্বকক্ষেত্র সৃষ্টি করে । এই চৌম্বকক্ষেত্রের দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরুর প্রায় কাছাকাছি থাকে।
এর আকর্ষণেই কম্প সের কাঁটা বা চুম্বকের দু মেরু সবসময় পৃথিবীর উত্তর-দক্ষিণ মেরু বরাবর মুখ করে থাকে। ভূপৃষ্ঠে দৃশ্যমান কোন চৌম্বকক্ষেত্র না দেখা গেলেও অদৃশ্য ভূচৌম্বকক্ষেত্রই এ ঘটনার জন্য দায়ী।
প্রশ্ন: পরিযায়ী পাখিরা কীভাবে কম্পাস ছাড়াই বিশাল দূরত্বেও দিক নির্ণয় করতে সক্ষম হয়?
উত্তর : পরিযায়ী পাখিরা পরিযানের সময় সূর্য বা তারার গতিপথ কাজে লাগায়। এ ক্ষেত্রে পাখিরা নদী, চাঁদ, পাহাড়শ্রেণি, উপকূল রেখা ইত্যাদির মাধ্যমে পথ খুঁজে নেয় বলে ধারণা করা হয়।
পাখিরা পরিযানের সময় পথ চেনাতে অভিজ্ঞ পাখিদের ঝাঁকের সামনের দিকে রাখে বলে গবেষণায় জানা যায়। অনুমান করা হয় পৃথিবীর চৌম্বকক্ষেত্র ব্যবহার করে পাখিগুলো সঠিক দিকে উড়ে যেতে পারে ।
খুব সম্প্রতি গবেষণায় দেখা গেছে পরিযায়ী পাখিদের ঠোঁটের উপর ম্যাগনেটাইট নামক ক্ষুদ্র বস্তুকণা থাকে যার চৌম্বকধর্ম রয়েছে। এছাড়া তাদের চোখের রেটিনার উপরেও ক্ষুদ্র চৌম্বককণা তৈরি হয় যা তাদের পৃথিবীর চৌম্বকক্ষেত্রের রেখাগুলো বুঝতে সাহায্য করে। এভাবেই পরিযায়ী পাখিরা কম্পাস ছাড়াই নির্ভুলভাবে বিশাল দূরত্বেও দিক নির্ণয় করতে সক্ষম হয়।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।