মাস্টার্স শেষ পর্ব এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তুরস্ক ইরান ও আফগানিস্তানের ইতিহাস বিষয়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর নিচে দেওয়া হলো।
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বিষয়: তুরস্ক, ইরান ও আফগানিস্তানের ইতিহাস
বিষয় কোড: ৩১১৬০৭
তুরস্ক ইরান ও আফগানিস্তানের ইতিহাস এর গুরুত্বপূর্ণ সাজেশন –
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালে সংঘটিত হয়।
২. ভার্সাই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ভার্সাই চুক্তি ১৯১৯ সালের ২৮ জুন স্বাক্ষরিত হয়।
৩. কাকে ইউরোপের রুগ্নব্যক্তি বলা হয়?
উত্তর : তুরস্ককে ইউরোপের রুগ্নব্যক্তি বলা হয়
৪. আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল পাশা।
৫. অটোমান সাম্রাজ্যের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর : অটোমান সাম্রাজ্যের শেষ সুলতান ৬ষ্ঠ মুহাম্মদ ছিলেন ।
৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৪৫ সালে শেষ হয়।
৭. ইরানের পূর্বনাম কি ছিল?
উত্তর : ইরানের পূর্বনাম পারস্য।
৮. ইরানের পাহলভী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ইরানের পাহলভী বংশের প্রতিষ্ঠাতা প্রথম রেজা শাহ পাহলভী।
৯. বন্দর আব্বাস কোথায় অবস্থিত?
উত্তর : বন্দর আব্বাস ইরানে অবস্থিত ।
১০. আফসারী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : নাদির শাহ – আফসারী বংশের প্রতিষ্ঠাতা।
১১. আমির আব্দুর রহমান কে ছিলেন?
উত্তর : আফগানিস্তানের আমির এবং দোস্ত মুহাম্মদের পৌত্র ছিলেন।
১২. আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি?
উত্তর : আফগানিস্তানের পার্লামেন্টের নাম লয়াজিরগা।
১৩. তুরস্কের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
উত্তর : তুরস্কের বর্তমান প্রেসিডেন্টের নাম রিসেপ তায়েপ এরদোগান।
১৪. কোন সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয়?
উত্তর : ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয়।
১৫. তানজিমাত শব্দের অর্থ কি?
উত্তর : তানজিমাত শব্দের অর্থ সংস্কার, পুনর্গঠ, নীতিমালা।
আরও পড়ুনঃ মাস্টার্স শেষ পর্ব নিরাপত্তা অধ্যায়ন বই ও সাজেশন
আরও পড়ুনঃ সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন বই ও প্রশ্নোত্তর
তুরস্ক ইরান ও আফগানিস্তানের ইতিহাস এর গুরুত্বপূর্ণ সাজেশন –
১৬. ‘ইরাদ-ই-জাদিদ’ কী?
উত্তর : সুলতান তৃতীয় সেলিম কর্তৃক প্রতিষ্ঠিত কেন্দ্রীয় কোষাগার।
১৭. কত খ্রিস্টাব্দে খিলাফত রহিত করা হয়?
উত্তর : ১৯২৪ সালে খিলাফত রহিত করা হয়।
১৮. ইরাক ইরান যুদ্ধের মূল কারণ কি?
উত্তর : ইরাক ইরান যুদ্ধের মূল কারণ সীমান্ত সমস্যা।
১৯. ডুরাল্ড লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত?
উত্তর : ডুরাল্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে অবস্থিত ।
২০. ইরানের তেল সম্পদকে জাতীয়করণ করা হয় কবে?
উত্তর : ইরানের তেল সম্পদকে জাতীয়করণ করা হয় ১৯৫১ সালে ।
২১. ‘তালিবান’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘তালিবান’ শব্দের অর্থ ছাত্র বা জ্ঞান অন্বেষণকারী।
২২. কার শাসনামলে ‘ডুরান্ড লাইন’ তৈরি করা হয়?
উত্তর : আমির আব্দুর রহমানের শাসনামলে ‘ডুরান্ড লাইন’ তৈরি করা হয় ।
২৩. আফগানিস্তানের সর্বশেষ বাদশাহ কে ছিলেন?
উত্তর : আফগানিস্তানের সর্বশেষ বাদশাহ জহির শাহ ছিলেন ।
২৪. রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে?
উত্তর : রুশ বিপ্লব সংঘটিত হয় ১৯১৭ সালে।
২৫. প্যান-ইসলামীবাদের জনক কে?
উত্তর : প্যান-ইসলামীবাদের জনক সৈয়দ জামাল উদ্দিন আফগানি।
২৬. কাপিকুলি ও তোপ্রাকুলি কি?
উত্তর : তুরস্কের বেতনভোগী সৈন্যদের কাপিকলি ও অবৈতনিক সৈন্যদের তোপ্রাকুলি বলা হয়।
২৭. ক্রিমিয়া কোথায়?
উত্তর : ক্রিমিয়া- রাশিয়ায়।
২৮. দ্বিতীয় বলকান যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : দ্বিতীয় বলকান যুদ্ধ ১৯১৩ সালে সংঘটিত হয় ।
২৯. কাজার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : কাজার বংশের প্রতিষ্ঠাতা আগা মোহাম্মদ খান।
৩০. গ্রিসের রাজধানী কোথায়?
উত্তর : গ্রিসের রাজধানী এথেন্স।
৩১. ক্রিমিয়ার য্দ্ধু শুরু হয় কোন সালে?
উত্তর : ক্রিমিয়ার য্দ্ধু শুরু হয় ১৮৫৪ সালে।
৩২. ‘দি গ্রেট রোড’ কে তৈরি করেন?
উত্তর : দি গ্রেট রোড তৈরি করেন বাদশাহ নাদির শাহ।
তুরস্ক ইরান ও আফগানিস্তানের ইতিহাস এর গুরুত্বপূর্ণ সাজেশন –
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন
১. ক্রিমিয়ার যুদ্ধের কারণসমূহ আলোচনা কর।
২. কুর্দী কারা?
৩. গ্রীকদের স্বাধীনতা যুদ্ধ সম্বন্ধে সংক্ষেপে বর্ণনা কর।
৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের চারটি কারণ লিখ।
৫. ইরানের সাংবিধানিক আন্দোলনের বিবরণ দাও।
৬. ল্যুজান চুক্তির গুরুত্ব লিখ।
৭. কিভাবে নাদির শাহ আফগানিস্তানে ক্ষমতা দখল করেন?
৮. তালেবান কারা?
You Like Also: Heart of Darkness Honours 4th year
You Like Also: A Passage to India Honours 4th Year
৯. নব্য তুর্কি সম্পর্কে সংক্ষেপে লিখ।
১০. বলকান যুদ্ধের কারণসমূহ উল্লেখ কর।
তুরস্ক ইরান ও আফগানিস্তানের ইতিহাস এর গুরুত্বপূর্ণ সাজেশন –
১১. প্রথম মহাযুদ্ধের ফলাফল লিখ।
১২. ‘সেভার্স চুক্তি’ সংক্ষেপে আলোচনা কর।
১৩.আমীর হাবিবুল্লাহ খানের পরিচয় দাও।
১৪. ‘পাকতুনিস্তান সমস্যা’ বলতে কি বুঝ।
১৫. মোস্তফা কামাল পাশা কে ছিলেন?
১৬. তানজিমাত আন্দোলনের ফলাফল লিখ।
১৭. কামালবাদ সম্পর্কে লিখ।
১৮. ‘নব্য তুর্কী’ বলতে কি বুঝ? আলোচনা কর।
১৯. প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষে যোগ দিয়েছিল কেন?
২০. বার্লিন চুক্তির প্রধান শর্তাবলি লিখ।
২১. শ্বেত বিপ্লব কি?
২২. দোস্ত মুহাম্মদের পরিচয় দাও।
তুরস্ক ইরান ও আফগানিস্তানের ইতিহাস এর গুরুত্বপূর্ণ সাজেশন –
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১. নিজাম-ই-জাদিদ শব্দটি ব্যাখ্যা কর। তুর্কী সাম্রাজ্য আধুনিকীকরণে সুলতান তৃতীয় সেলিমের প্রচেষ্টা পর্যালোচনা কর।
২. প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর।
৩. তানজিমাত কি? তুরস্কে তানজিমাত আন্দোলনের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
৪. প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানীর পক্ষে যোগ দিয়েছিল কেন? তুরস্কের উপর এর কি ফলাফল হয়েছিল?
৫. ইরানে তেল সম্পদ জাতীয়করণে ড. মোসাদ্দেকের ভূমিকা মূল্যায়ন কর এবং ব্যর্থতার কারণ নির্ণয় কর।
৬. শেত বিপ্লবের বিশেষ উল্লেখপূর্বক ইরানে মোহাম্মদ রেজাশাহ পাহলভী-প্রবর্তিত সংস্কারসমূহ আলোচনা কর।
৭. আফগানিস্তানের আধুনিকীকরণে বাদশা আমানুল্লাহের ভূমিকা পর্যালোচনা কর।
৮. জহির শাহের রাজত্বকালে আফগানিস্তানের গণতন্ত্র চর্চার একটি বিবরণ দাও।
৯. সুলতান দ্বিতীয় মাহমুদের সংস্কারবলি আলোচনা কর।
আরও পড়ুনঃ সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা pdf বই ও প্রশ্নোত্তর
আরও পড়ুনঃ বাংলাদেশের রাজনীতি ইস্যু ও প্রবণতা বই ও সাজেশন
১০. ‘প্রাচ্য সমস্যা’ বলতে কি বুঝ? এতে বৃহৎ শক্তিবর্গের কি ভূমিকা?
১১. তানজিমাতের সংজ্ঞা দাও। তানজিমাত আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ লিখ।
১২. কামালবাদের অধীনে তুরস্কে সূচিত প্রধান সংস্কারসমূহ পর্যালোচনা কর।
১৩. ইরানের আধুনিকীরণে প্রথম রেজা শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। তিনি কি সফল হয়েছিলেন?
১৪. আফগানিস্তানে রাজতন্ত্র পতনের কারণ আলোচনা কর।
১৫. বাদশাহ জহির শাহের রাজত্বকাল আলোচনা কর।
১৬. বলকান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৭. আনাতলিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের বিবরণ দাও।
১৮. কোন অবস্থায় তুরস্কে ১৯৬০ সালে সামরিক অভ্যুত্থান ঘটেছিল?
১৯. ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ইরানে বৃহৎ শক্তিবর্গের প্রতিদ্বন্দ্বিতার বিবরণ দাও।
২০. ইরাক-ইরান যুদ্ধের কারণসমূহ আলোচনা কর।
২১. আমীর হাবীবুল্লাহ খানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি পর্যালোচনা কর।
তুরস্ক ইরান ও আফগানিস্তানের ইতিহাস – এই বিষয় সর্ম্পকে কোন প্রশ্ন থাকলে কিংবা মার্স্টাস শেষ র্পব ও রাষ্ট্রবিজ্ঞান , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।