তথ্য অধিকার আইন ২০০৯-Laws of bangladesh আবেদন ফরম লিংক ।। তথ্য অধিকার আইন কি, কেনো তথ্য অধিকার আইন প্রয়োজন! এমন হাজারও প্রশ্ন আমাদের মাঝে। আসলে তথ্য জানা বাংলাদেশের প্রতিটি নাগরিক এর অধিকার। দেশের সরকারী-বেসরকারী ও বিদেশী প্রতিষ্ঠানগুলোর কাছে নিজের বা রাস্ট্রের কোন তথ্য জানতে চাইলে তথ্য দিতে গড়িমসি করে থাকেন।
নানা ভাবে দেশের নাগরিকদের হয়রানি করে থাকেন। সরকার এই হয়রানি বন্ধ করার জন্য ২০০৯ সালে তথ্য অধিকার আইন নামক একটি বিল পাশ করেছেন।
যাতে সাধারণ মানুষ ঘরে বসে ডাক যোগে বা অনলাইন (ইমেল) এর মাধ্যমে সঠিক সময়ে তথ্য পেতে পারেন এ জন্য তথ্য অধিকার আইন চালুন করেছেন। চলুন আরো বিস্তারিত জেনে নেই তথ্য অধিকার কি? কেনো তথ্য প্রয়োজন এবং কিভাবে তথ্য পেতে পারি।
এই বিভাগে আরো পড়ুন
তথ্য অধিকার আইন ২০০৯-Laws of bangladesh আবেদন ফরম লিংক
তথ্য অধিকার কি?
কোন কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যেক নাগরিকের তথ্য পাওয়ার অধিকার। [সূত্র: তথ্য অধিকার আইন ২০০৯, ধারা (৪)]
তথ্য অধিকার আইনে তথ্য কি?
তথ্য অর্থ কোন কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকান্ড সংক্রান্ত যে কোন স্মারক, বই, নকশা, মানচিত্র, চুক্তি, তথ্য উপাত্ত, লগ-বহি, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনা, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিও, ভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যে কোন ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌতিক গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে অন্য যে কোন তথ্যবহ বস্তু বা এগুলোর প্রতিলিপি। তবে দাপ্তরিক নোট সিট বা নোট সিটের প্রতিলিপি তথ্য হিসেবে বিবেচিত হবে না। [সূত্র: তথ্য অধিকার আইন ২০০৯, ধারা (২)]
তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্য কি?
এই আইনের মাধ্যমে জনগণ সরকারের সকল কর্মকান্ড সম্পর্কে জানতে পারবে, যার মাধ্যমে সরকারের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। [সূত্র: তথ্য অধিকার আইন, ২০০৯ সহজ পাঠ]
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে?
কোন তথ্য প্রদান ইউনিটের জন্য কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত কর্মকর্তা। [সূত্র: তথ্য অধিকার আইন ২০০৯, ধারা (১০)]
আপীল কর্তৃপক্ষ কে?
কোন তথ্য প্রদান ইউনিটের প্রশাসনিক প্রধান বা কোন উর্ধ্বতন কার্যালয় থাকলে সেক্ষেত্রে সেই উর্ধ্বতন কার্যালয়ের প্রশাসনিক প্রধান। [সূত্র: তথ্য অধিকার আইন ২০০৯, ধারা (২)]
কর্তৃপক্ষ কি
তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান (সরকারি অফিস এবং সরকারি অথবা বিদেশি অনুদানে চলে এমন বেসরকারি অফিস)। [সূত্র: তথ্য অধিকার আইন ২০০৯, ধারা (২)]
(ক) সরকারের কোন মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয়ের সাথে সংযুক্ত বা অধিনস্থ কোন অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, জেলা কার্যালয় বা উপজেলা কার্যালয় (খ) কর্তৃপক্ষের- প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়,
জেলা কার্যালয় বা উপজেলা কার্যালয় তবে, কার্যকর অর্থে কোন প্রতিষ্ঠানে যখন কোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপীল কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়, তখন ওই প্রতিষ্ঠানে তথ্য ইউনিট স্থাপিত হয়েছে বলে ধরা হয়। [সূত্র: তথ্য অধিকার আইন ২০০৯, ধারা (২)]
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।