চতুর্থ সেশন || Class 8 science book 2024 || পৃথিবীর উল্টোদিকে তখন মধ্যরাত‘র চিত্রের মাধ্যমে ব্যাখ্যা | Class 8-2024. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
চতুর্থ সেশন
বাংলাদেশে যখন ভরদুপুর, পৃথিবীর উল্টোদিকে তখন মধ্যরাত। চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর।
উত্তর : আহ্নিক গতির কারণে দিন-রাত হয়। পৃথিবী তার নিজ অক্ষের উপর ক্রমাগত ঘুরছে, এই ঘূর্ণনকে বলা হয় আহ্নিক গতি ।
সূর্যের আলো পৃথিবীর যে পৃষ্ঠে পড়ে সেইদিকে দিন এবং বিপরীত পৃষ্ঠে অন্ধকার অর্থাৎ রাত হয় ।
সূর্যের আলো যখন বাংলাদেশে খাড়াভাবে পড়ে, অর্থাৎ ভরদুপুর, অন্যদিকে তখন ঘোর অন্ধকার সূর্যালোক না থাকায়। এজন্যই বাংলাদেশে যখন ভরদুপুর, পৃথিবীর উল্টোদিকে তখন মধ্যরাত।
কাজ-৩ বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের সময় নির্ণয় করে দেখাও।
প্রয়োজনীয় সামগ্রী : অনুসন্ধানী পাঠ, অনুশীলন বই, গ্লোব, পোস্টার পেপার, মার্কার।
কাজের উদ্দেশ্য : বিভিন্ন দেশের সময় নির্ণয় সম্পর্কে জানা ।
কাজের ধরন : দলীয় কাজ ।
কাজের ধারা
- শুরুতে পৃথিবীর মডেলটি সংগ্রহ করি ।
পৃথিবীর মডেলে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা মিলিয়ে নিই ।
অনুসন্ধানী পাঠ বই থেকে সময় নির্ণয় অংশটুকু ভালোভাবে পড়ে নিই
- নিজেদের মধ্যে আলোচনা করি, প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিই।
- ঘড়িতে কয়টা বাজে দেখে, ছকের দেশগুলোর সময় নির্ণয় করি ।
নমুনা উত্তর
দেশের নাম | এই মুহূর্তে ঘড়িতে সময় |
দক্ষিণ আফ্রিকা | 6:30 PM |
বাংলাদেশ | 2:30 PM |
সার্বিয়া | 1:30 PM |
পোল্যান্ড | 1:30 PM |
জিম্বাবুয়ে | 2:30 PM |
নিউজিল্যান্ড | 1:30 AM |
চীন | 8:26 PM |
কাজ-৪] অনুশীলন বইয়ে উল্লেখিত প্রধান ফ্লাইওয়ে (Flyway) গুলোর নাম এবং কোন কোন দেশের উপর দিয়ে গিয়েছে, তা ছকের মাধ্যমে বর্ণনা করো।
প্রয়োজনীয় সামগ্রী : অনুসন্ধানী পাঠ, অনুশীলন বই, গ্লোব, পোস্টার পেপার, মার্কার।
কাজের উদ্দেশ্য : পরিযায়ী পাখিদের ফ্লাইওয়ে সম্পর্কে জানা।
কাজের ধরন : দলীয় কাজ।
চতুর্থ সেশন || Class 8 science book 2024 || পৃথিবীর উল্টোদিকে তখন মধ্যরাত‘র চিত্রের মাধ্যমে ব্যাখ্যা
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
কাজের ধারা :
অনুশীলন বইয়ে দেয়া ফ্লাইওয়েগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি।
- মানচিত্রের কোন কোন দেশের উপর দিয়ে ফ্লাইওয়েগুলো অতিক্রম করেছে তা দেখি।
- প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিই।
- দেশগুলোর নাম ছকে লিখি ।
নমুনা উত্তর
ভ্রমণ পথ বা ফ্লাইওয়ের নাম | অতিক্রমকারী দেশ/অঞ্চল |
Central Asian Flyway | ওমান, কাতার, ইয়েমেন, মালদ্বীপ, ইন্ডিয়া, ভুটান, কুয়েত, মায়ানমার, নেপাল, ইরাক |
East Atlantic Flyway | যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রীনল্যান্ড, আইসল্যান্ড, সাইবেরিয়া, উত্তর ইউরোপ |
Black Sea Flyway | উত্তর ইউরোপ, এশিয়া |
Mississippi Americas Flyway | মিসিসিপি, মিসৌরি, যুক্তরাষ্ট্র |
Atlantic Americas Flyway | উত্তর আমেরিকা, গ্রীনল্যান্ড, কানাডা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ |
Pasific Americas Flyway | আলাস্কা, প্যাটাগোনিয়া, দক্ষিণ আমেরিকা । |
West Pacific Flyway | আলাস্কা, ক্যালিফোর্নিয়া, কানাডা, মেক্সিকো, দক্ষিণ আমেরিকা |
West Asian East African Flyway | ইয়েমেন, ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, সৌদি আরব। |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।