চতুর্থ শ্রেণীর বাংলা ব্যাকারণ | চিঠি বা পত্র লিখন | PDF: চতুর্থ শ্রেণির বাংলা বিষয়টির চিঠি বা পত্র লিখন অংশ হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব চিঠি বা পত্র লিখার ফরমেট গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
চিঠিপত্র লিখন
চিঠি বা পত্র :
চিঠির আভিধানিক অর্থ হলো স্মারক বা চিহ্ন। তবে ব্যবহারিক অর্থে চিঠি বা পত্র লিখন বলতে বোঝায়, একের মনের ভাব বা বক্তব্যকে লিখিতভাবে অন্যের কাছে পৌঁছানোর বিশেষ পদ্ধতিকে। আরও সহজ করে বলা যায়, দূরের কিংবা কাছের কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের কাছে নিজের প্রয়োজনীয় কথাগুলো লিখে জানানোর পদ্ধতিকে চিঠি বা পত্র লিখন বলে।
চিঠি বা পত্রের বিভিন্ন অংশ :
একটি চিঠি বা পত্রে সাধারণত ছয়টি অংশ থাকে। এগুলো হলো ১. যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম ও তারিখ; ২.সম্বোধন বা সম্ভাষণ; ৩. মূল বক্তব্য; ৪. বিদায় সম্ভাষণ; ৫. প্রেরকের (যে চিঠি পাঠাচ্ছে তার) স্বাক্ষর ও ৬. প্রাপকের (যে চিঠি পাবে তার) নাম ও ঠিকানা।
চিঠি বা পত্র লেখার নিয়ম :
চিঠি বা পত্র লেখার সময় সাধারণ কয়েকটি নিয়ম পালন করতে হয়। যেমনঃ ১. সুন্দর ও স্পষ্ট হস্তাক্ষরে লেখা; ২. সহজ, সরল ভাষায় লেখা; ৩. নির্ভুল বানানে লেখা; ৪. চলিত ভাষায় লেখা; ৫. বিরামচিেহ্নর যথাযথ ব্যবহার করা; ৬. একই কথার পুনরাবৃত্তি না করা; ৭. পাত্রভেদে সম্মান ও স্নেহসূচক বাক্য ব্যবহার ইত্যাদি।
চিঠি বা পত্রের প্রকারভেদ :
বিষয়বস্তু বিবেচনায় চিঠিকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। যথা
১. ব্যক্তিগত চিঠি। যেমনঃ মা-বাবা বা বন্ধু-বান্ধবকে ব্যক্তিগত বিষয় উল্লেখ করে লেখা চিঠি।
২. সামাজিক চিঠি। যেমনঃ সামাজিক কোনো সমস্যা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য কিংবা প্রশাসনকে জানানোর জন্য লেখা চিঠি।
৩. ব্যবহারিক চিঠি। যেমনঃ ব্যবহারিক প্রয়োজনে লেখা আবেদনপত্র, ব্যবসাপত্র, নিমন্ত্রণপত্র ইত্যাদি।
ব্যক্তিগতপত্র
১. মনে কর, তোমার নাম শরীফ/শরীফা। তোমার এক বন্ধু অস্ট্রেলিয়ায় থাকে। ওর নাম জ্যাক/জেনিফার। তোমার প্রিয় ঋতুর বর্ণনা দিয়ে তাকে একটি পত্র লেখ।
ঢাকা, বাংলাদেশ।
১৮/০৩/২০১৬
প্রিয় জ্যাক,
শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। আজ তোমাকে আমার প্রিয় ঋতু সম্পর্কে কিছু কথা জানাচ্ছি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। সবগুলো ঋতুই ভালোলাগার মতো। তবে আমার সবচেয়ে প্রিয় হলো বসন্ত। বসন্তকে বলা হয় ঋতুরাজ। এ ঋতুতে গাছে গাছে সবুজ কচি পাতা দেখা যায়।
চারপাশ ভরে যায় নানা রঙের ফুলে। দখিনা বাতাসে মন আনন্দে ভরে যায়। কুউউউ, কুউউউ ডাকে চারপাশ মাতিয়ে তোলে কোকিল।সময় পেলে আমাদের দেশে একবার বেড়াতে এসো। খুব ভালো লাগবে। অস্ট্রেলিয়া সম্পর্কে জানিয়ে চিঠি লিখ।
ইতি
তোমার বন্ধু
শরীফ
২. মনে কর, তোমার নাম রাফিন/রাফিয়া। দাদুর কাছ থেকে তুমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি সম্পর্কে অনেক কিছু জেনেছ। পালকি সম্পর্কে তোমার বন্ধুকে জানিয়ে একটি চিঠি লেখ। এক্ষেত্রে মনে কর, তোমার বন্ধুর নাম রাতুল/রিতা।
এন.এস.রোড, কুষ্টিয়া।
১৯-এ জুন, ২০১৬
প্রিয় রিতা,
ভালো আছ? দাদুর কাছ থেকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি সম্পর্কে কিছু কথা শুনেছি। সে বিষয়ে আজ তোমাকে বলব।
পালকি গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এক ঐতিহ্য। একটা সময় নাকি সব শ্রেণির মানুষ পালকিতে চড়তে অভ্যস্ত ছিল। জমিদাররা পালকিতে চড়ে তাঁদের জমিদারি তদারকি করতেন। নায়েবরা পালকিতে চড়ে খাজনা আদায়ে যেতেন। ধীরে ধীরে পালকির ব্যবহার কমে গেলেও বিয়েতে কনেকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে পালকির ব্যবহারের চল ছিল কিছুদিন আগেও।
কিন্তু আধুনিক সময়ে নানা যানবাহনের ভিড়ে পালকির প্রতি মানুষ আকর্ষণ হারিয়ে ফেলেছে। কাজ হারিয়ে পালকির বেহারাদের এখন খুব খারাপ অবস্থা। জীবিকার প্রয়োজনে তাদের অনেকেই ভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে।
আজ আর নয়। এরকম মজার কোনো বিষয়ে জানা থাকলে আমাকে চিঠি লিখে জানিও।
ইতি
তোমার বান্ধবী
রাফিয়া
৩. মনে কর, তোমার নাম শফিক। তোমার বাবা চট্টগ্রামে চাকরি করেন। বার্ষিক পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি নিয়েছ তা জানিয়ে তোমার বাবাকে একটি চিঠি লেখ।
ছয়সূতী, কিশোরগঞ্জ
০৭-১১-২০১৬
শ্রদ্ধেয় বাবা,
আস্সালামু আলাইকুম। কেমন আছেন? ২০ তারিখ থেকে আমার বার্ষিক পরীক্ষা শুরু হবে। আমার প্রস্তুতি খুব ভালো। ইংরেজি ও গণিতে এখন আর কোনো সমস্যা নেই। দোয়া করবেন, এবারও যেন প্রথম হতে পারি।
আমরা সবাই ভালো আছি। আপনার ছুটি হবে কবে? পরীক্ষার পর আপনাকে ছাড়া একদম ভালো লাগবে না। তাড়াতাড়ি চলে আসবেন।
ইতি
আপনার স্নেহের
শফিক
৪. মনে কর, তোমার নাম রাকীবা এবং তোমার বান্ধবীর নাম তাহমিনা। তোমার বার্ষিক পরীক্ষার ফলাফল কেমন হয়েছে তা জানিয়ে বান্ধবীকে একটি পত্র লেখ।
মাছিমপুর, নরসিংদী
০১-০১-২০১৬
প্রিয় তাহমিনা,
শুভেচ্ছা। ভালো আছ তো? আমি ভালো আছি। আমার বার্ষিক পরীক্ষার ফলাফল জেনে তুমি খুবই খুশি হবে। প্রতিবারের মতো এবারও আমি প্রথম হয়েছি। তোমার পরীক্ষার ফলাফল জানতে চাই। চিঠি দিও তাড়াতাড়ি।
আজ আর লিখব না। ভালো থেকো। চাচাচাচিকে আমার সালাম দিও।
ইতি
তোমার বান্ধবী
রাকীবা
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
৫. মনে কর, তোমার নাম খসরু। তোমার বড় বোনের বিয়ের দিন ঠিক করা হয়েছে। তোমার প্রিয় বন্ধু হামিদকে এ উপলক্ষ্যে একটি চিঠি লেখ।
পূর্ব ঘোপাল, ফেনী
২৫-এ মার্চ, ২০১৬
প্রিয় হামিদ,
শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। আগামী ১০ই এপ্রিল আমার বড় আপার বিয়ের দিন ঠিক হয়েছে। তুমি অবশ্যই আসবে। মা, আপা সবাই তোমাকে আসতে বলেছেন। তুমি কিন্তু ৭ তারিখের মধ্যেই চলে আসবে, কেমন?
আজকের মতো বিদায়। সাবধানে এসো।
ইতি
তোমার বন্ধু
খসরু
৬. মনে কর, তুমি ফরহাদ। গ্রীষ্মের ছুটি কীভাবে কাটাবে তা জানিয়ে তোমার বন্ধু শফিককে একটি চিঠি লেখ।
বয়রা, খুলনা
১০-০৪-২০১৬
প্রিয় শফিক,
ভালোবাসা নিও। তোমার চিঠি পেয়ে খুব আনন্দিত হয়েছি।
তোমাকে একটা খুশির খবর দিই, এপ্রিল মাসের শেষ সপ্তাহে আমাদের বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি শুরু হবে। এবারের ছুটিতে মা-বাবার সাথে আমি সোনারগাঁ ও পাহাড়পুর যাব। পাঠ্য বই থেকে জেনেছি, এ দুটিই আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। স্থানগুলোতে গেলে বাংলার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানা যাবে। তুমিও চলনা আমাদের সাথে। খুব মজা হবে।
ভালো থেকো। তোমার মতামত জানিও।
ইতি
তোমার শুভার্থী
ফরহাদ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।