অনার্সে কোন বিষয়ে পড়াশোনা করলে চাকরির ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে এবং কোন বিষয়ে অনার্স করা উচিৎ এবং কেন? এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব।
অনার্স ছাত্রজীবনের এমন একটা অধ্যায় এখানে যদি ভুল করেন সারাজীবন আপনাকে মাশুল দিতে হবে তাই সঠিক সিদ্ধান্ত আপনার জীবনে জেনে বুঝে নেওয়ার জন্য এই লেখাটা।
যে বিষয়ে অনার্স করলে চাকরির বাজারে শতভাগ সুবিধা পাবেন এই বিষয়ে বিস্তারিত কথা বলার আগে আপনাদের ব্যাসিক কিছু প্রশ্নের উত্তর গুলো আগে দিচ্ছি ।
কোন বিষয়ে অনার্স করা উচিৎ এবং কেন?
পড়া কম বা বেশি এটা কোনো ফ্যাক্ট নয়। প্রতিটি সাবজেক্টেই আপনাকে সমান গুরুত্ব দিতে হবে।
যদি আপনি CGPA ভাল প্রত্যাশা করেন।সেক্ষেত্রে আপনি এই ২টি সাবজেক্ট এ ই পড়তে পারেন। তবে আমার কাছে তুলনামূলক ভাবে রাষ্ট্রবিজ্ঞান সহজ।
কারণ সমাজবিজ্ঞান পড়তে হলে ভেতরে কিছু অন্য সাবজেক্ট এর প্রভাব রয়েছে এবং কিছুটা কঠিন।
রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান দুটিই সামাজিক বিজ্ঞানের অন্তর্ভূক্ত বিষয়।
- আরও পড়ুনঃ অনার্সের সকল বিষয়ের ফ্রি বই পিডিএফ ডাউনলোড এবং সাজেশন দেখুন।
- আরও পড়ুনঃ স্কলারশিপ নিয়ে কিভাবে বিদেশে ফ্রিতে উচ্চশিক্ষা নিতে পারি।
তাই বিষয় দুটির মধ্যে অনেক মিল রয়েছে।এবং দেখা যায়,দুটি বিভাগেরই কয়েকটি বিষয় বা বই প্রায় একই।
তবে যদি সহজ এবং কঠিনের কথা বলা যায়।তবে সমাজবিজ্ঞানের চেয়ে রাষ্ট্রবিজ্ঞান তুলনামূলকভাবে সহজ।
মুখস্ত করার কথা যদি বলেন তবে দুটি বিষয়ই সমান।কেননা,কোন বিষয় বোঝা আর মুখস্থ করা এক বিষয় নয়।কারণ মুখস্থ করার জন্য কোন বিষয় না বুঝলেও চলে।
জাতীয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য কি?
আমারকাছে জাতীয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় আলাদা কিছু নয়, এখন অনেকেই বলবে কি বাজে বলছেন আমি বলব এটাই সত্য কথা।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে অনেকেই মনে করেন আমার জীবনটা শেষ কিন্ত না, পাবলিক বিশ্ববিদ্যালয় পড়েও আপনাকে চাকরির জন্য আদাভাবে পড়াশোনা করতে হবে, জাতীয় বিশ্ববিদ্যারয়েও পড়াশোনা শেষ করে আপনাকে চাকরির জন্য পড়তে হবে।
পড়াশোনা শেষ করে ক্যারিয়ার গড়ারর জন্য যেখান থেকেই পড়াশোনা শেষ করেননা কেনো আপনার সার্টিফিকেটকে রাস্তা মনে করে নিজেকেই সব সামলাতে হবে।
পাবলিকে পড়াশোনা করা মানে এই নয় যে পড়াশোনার পাঠ চুকিয়ে শেষ করে পাবলিক থেকে বের হওয়া মাত্র চাকরি আপনার কাছে এসে ধরা দিবে এমনটা নয়, চাকরির বাজারে ক্লাসের পড়াশোনার কোনো মূল্য নেই।
ডিগ্রী পাশ করে মাস্টার্স করে অনেকেই বিসিএস ক্যাডার হয়েছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বেকারত্বের কারণে আত্যহত্যা করেছে এমন নজির অনেক আছে।
- আরও পড়ুনঃ অনার্সের সকল বিষয়ের ফ্রি বই পিডিএফ ডাউনলোড এবং সাজেশন দেখুন।
- আরও পড়ুনঃ স্কলারশিপ নিয়ে কিভাবে বিদেশে ফ্রিতে উচ্চশিক্ষা নিতে পারি।
আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে হাজার হাজার ছাত্র দেশের সর্বচ্চ আসনে বসছে।
সোজা কথা, পড়াশোনা যেখানেই করেন না কেনো চাকরির জন্য আবেদন করার যোগ্যতা থাকলেই হবে, আর চাকরির জন্য দক্ষ হতে হবে নিজেকে, তাই চাকরি আপনাকে খুঁতে হবনা চাকরি আপনাকে খুঁজবে।
যদি অনার্সে চান্স না হয় তখন কি করব?
ডিগ্রিতে ভর্তি হন পরে মাস্টার্স করেন, সকল চাকরিতে আবেদন করতে পারবেন।
অনার্স চলাকালীন সময়ে এমন কিছু কাজ করুন যার মাধ্যমে অনার্স শেষ করার সাথে সাথে কিছু হবে। এবং আপনাকে বেকার বসে থাকতে না হয়।
১) কম্পিউটার কোর্স করুনঃ কোন বিষয়ে অনার্স করা উচিৎ এবং কেন?
বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া ভাবা যায় না, বাংলাদেশের পড়াশোনা শেষ করা একজন ছাত্রকে যখন বলা হয় যে কম্পিউটারে নিজরে নাম লেখুন তখন দেখা যায় কি-বোর্ডে বর্ণ খুঁজতেই দিন শেষ হয়ে যার আর কিছু বাদই দিলাম। শুধু বলব এটা দরকার।
২) চাকরি পড়াশোনা শুরু করা প্রথম থেকেইঃ কোন বিষয়ে অনার্স করা উচিৎ এবং কেন?
অনার্সের পড়াশোনার পাশাপাশি চাকরির পড়াশোনা করা উচিৎ। নয়ত অনার্স শেষ করে বলতে হবে চাকরির জন্য কোন বই পড়তে হবে।
এখন আমরা অনার্সের ডিমান্ডেবল সাবজেক্ট নিয়ে কথা বলবঃ
নিচে যে সাবজেক্ট গুলো উল্লেখ করেছি প্রতিটা বিষয় আমার কাছে অনেক দামী, কারণ চাকরির বাজারে হাতে নাম্বার থাকবে এখান থেকে, যা অন্য সাবজেক্টে অনার্স করে পাবেন না।
- বাংলা
- ইংরেজি
- গণিত
- কম্পিউটার বিজ্ঞান
- রাষ্ট্রবিজ্ঞান
- ইতিহাস
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- প্রাণিবিজ্ঞান
- ভূগােল ও পরিবেশ
- আরবি ইসলামের ইতিহাস
BBA : আমি আপনাকে রিকুয়েস্ট করব যদি কমার্সে পড়াশোনা করে থাকেন তাহলে যতটা সম্ভব অনার্সে আর কমার্স নিয়ে পড়ার দরকার নেই, কারণ প্রাইভেট পড়তে পড়তে জুতো খয় হবে কিন্তু চাকরির বাজারে গিয়ে পাবেন নতুন জীবন যেখানে আপনাকে নতুন ভাবে সব শুরু করতে হবে।
- আরও পড়ুনঃ অনার্সের সকল বিষয়ের ফ্রি বই পিডিএফ ডাউনলোড এবং সাজেশন দেখুন।
- আরও পড়ুনঃ স্কলারশিপ নিয়ে কিভাবে বিদেশে ফ্রিতে উচ্চশিক্ষা নিতে পারি।
আশাকরি অনেক ধারণা পেয়েছেন।
চলুন এবার দেখে নেই কোন বিষয় গুলোর উপরে অনার্স করা যায়?
বিজ্ঞান বিভাগের জন্য অনার্স সাবজেক্ট: কোন বিষয়ে অনার্স করা উচিৎ এবং কেন?
- গণিতপদার্থবিজ্ঞান
- রসায়ন
- পরিসংখ্যান
- প্রাণ রসায়ন
- উদ্ভিদবিদ্যা
- প্রাণিবিদ্যা
- মনোবিজ্ঞান
- ভূগোল ও পরিবেশ
- পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান
- কম্পিউটার বিজ্ঞান
- গার্হস্থ্য অর্থনীতি ও অনান্য।
ব্যবসায় শিক্ষা শাখার বিষয়সমূহ: কোন বিষয়ে অনার্স করা উচিৎ এবং কেন?
- হিসাববিজ্ঞান
- ফিন্যান্স ও ব্যাংকিং
- ব্যবস্থাপনা মার্কেটি।
মানবিক শাখার বিষয়সমূহ: কোন বিষয়ে অনার্স করা উচিৎ এবং কেন?
- ইংরেজি
- বাংলা
- অর্থনীতি
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- রাষ্ট্রবিজ্ঞান
- দর্শন
- লাইব্রেরি
- মাজবিজ্ঞা
- সমাজকর্ম
- ইতিহাস
- আরবি
- ইসলামী ইতিহাসবি.এড পলি সংস্কৃত ও অনান্য।
অনার্স প্রোগ্রাম ও বিষয়সমূহ: কোন বিষয়ে অনার্স করা উচিৎ এবং কেন?
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- পরিসংখ্যান
- প্রাণ রসায়ন
- উদ্ভিদবিদ্যা
- প্রাণিবিদ্যা
- মনোবিজ্ঞান
- ভূগোল ও পরিবেশ পরিবেশ
- মৃত্তিকা বিজ্ঞান
- কম্পিউটার
- বিজ্ঞান
- গার্হস্থ্য অর্থনীতি ও অনান্য।
- আরও পড়ুনঃ অনার্সের সকল বিষয়ের ফ্রি বই পিডিএফ ডাউনলোড এবং সাজেশন দেখুন।
- আরও পড়ুনঃ স্কলারশিপ নিয়ে কিভাবে বিদেশে ফ্রিতে উচ্চশিক্ষা নিতে পারি।
বিবিএ অনার্স বিষয়সমূহ: কোন বিষয়ে অনার্স করা উচিৎ এবং কেন?
লাইব্রেরি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস আরবি ইসলামী, আরবি, ফারসি ভাষা ও সাহিত্য, উর্দু, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ, ইসলামিক স্টাডিজ, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, তিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ।
এবং ভাষাবিজ্ঞান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি, সংগীত, নৃত্যকলা, লোক প্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, পপুলেশন সাইন্স, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, টেলিভিশন, চলচিত্র ও ফটোগ্রাফি, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, ক্রিমিনালজি, উন্নয়ন অধ্যয়ন।
এবং প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ, কিমউনিকেশণ ডিসঅর্ডারস (যোগাযোগ বৈকল্য), আইন, জাপানিজ স্টাডিজ, স্বাস্থ্য অর্থনীতি, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইতিহাস বিজ্ঞান এড পলি সংস্কৃত।
বিএসএস অনার্স বিষয়সমূহ: সমাজকর্ম, সমাজবিজ্ঞা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, নৃ-বিজ্ঞান।
সবশেষে বলতে চাই,
কোন বিষয়ে অনার্স করা উচিৎ এবং কেন? অনার্সের কি কি সাবজেক্ট আছে এবং সকল বিষয় সমূহ উল্লেখ করা হয়েছে আর্টিকেলটিতে।
যিনি বিজ্ঞান বিভাগের তিনিও দেখে নিতে পারবেন আর যারা মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখার তারাও বিস্তারিত দেখে নিতে পারবেন।
তারপর আপনি ঐ বিষয়গুলো নিয়ে বিস্তারিত একটু পড়াশোনা করে জানতে পারবেন যে কোন বিষয়টি আপনার জন্য ভালো হবে আর কোন বিষয়টি পড়লে আপনার জন্য ভালো একটি ক্যারিয়ার অপেক্ষা করছে।
উক্ত বিষয় সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।