ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৯-৩১ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
২৯. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
১. একটি দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য ব্যাংকের ভ‚মিকা বর্ণনাতীত। রোম সভ্যতা যেমন একদিনেই গড়ে উঠেনি ঠিক তেমনি আধুনিক ব্যাংক ব্যবস্থাও একদিনে গড়ে উঠেনি। অনেক বিবর্তন এবং ক্রমোন্নতির ধারাবাহিকতার ফসল এই বর্তমান আধুনিক ব্যাংক ব্যবস্থা। এই উন্নয়নের পেছনে অনেক শ্রেণি পেশার মানুষের অবদান রয়েছে। আধুনিক ব্যাংকের পূর্বসূরী হিসেবে তাদের অবদান রয়েছে এবং তাদের সেই অর্থনৈতিক কার্যাবলির সাথে আজকের আধুনিক ব্যাংক কার্যক্রমের অনেক মিল পরিলক্ষিত হচ্ছে।
ক. হোল্ডিং কোম্পানি ব্যাংক কী? ১
খ. “তালিকাভুক্ত ব্যাংক কম ঝুঁকিপূর্ণ”Ñ ব্যাখ্যা করো। ২
গ. “পূর্বেকার ব্যাংক ব্যবস্থার উত্তরসূরীদের অনেক কাজ এখন বর্তমান ব্যাংক ব্যবস্থায় পরিলক্ষিত হয়”Ñ ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোচনা অনুযায়ী আধুনিক ব্যাংক ব্যবস্থায় উন্নয়নের পেছনে উত্তরসূরীদের অবদান সম্পর্কে তোমার মতামত দাও। ৪
২. ব্যাংক ব্যবস্থার জনপ্রিয়তা এবং গ্রাহকদের বিভিন্নমুখী সেবা প্রদানের জন্য ব্যাংকগুলোর মাঝে অনেক সময় দেনা-পাওনার সৃষ্টি হয়। এই দেনা-পাওনার জন্য যাতে ব্যাংকগুলো নিজেদের মাঝে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং তাদের মধ্যকার লেনদেনগুলো স্বচ্ছতা ও দক্ষতার সাথে পরিচালনা জন্য নিকাশ ঘর কাজ করে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন প্রকার সহায়তাদানের মাধ্যমে একটি দেশে সুসংগঠিত এবং শক্তিশালী অর্থনীতি গঠনে নিকাশ ঘর কাজ করে যাচ্ছে।
ক. ব্যাংক হার নীতি কী? ১
খ. ঋণ আমানত সৃষ্টির আবশ্যকীয় শর্তাবলিগুলো ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে নিকাশ ঘরের কার্যক্রমের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। ৩
ঘ. নিকাশ ঘর সম্প্রসারণ ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ এ সম্পর্কে তোমার মতামত দাও। ৪
৩. বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংকে রক্ষিত মানুষের বিভিন্ন হিসাবের গচ্ছিত টাকা নিয়মানুযায়ী সংরক্ষণ করে, বাকী অর্থ জনগণকে ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। কিন্তু দেখা যায়, মঞ্জুরকৃত ঋণের সম্পূর্ণটা গ্রাহক একবারেই ব্যাংক থেকে উত্তোলন করে না। এ সুযোগকে কাজে লাগিয়ে এবং জমাকৃত অর্থের উপযোগিতা বৃদ্ধি ও বেশি পরিমাণ ঋণ প্রদানের উদ্দেশ্যে ব্যাংকগুলো একটি অভিনব প্রক্রিয়ায় ঋণের বিপরীতে আমানত এবং আমানতের বিপরীতে ঋণ তৈরি করছে। প্রতিক‚ল পরিস্থিতিতে মাঝে মাঝে ঋণ সৃষ্টির ক্ষেত্রে অসুবিধার সৃষ্টিও হয়।
ক. শেয়ার অবলেখন কী? ১
খ. “বাণিজ্যিক ব্যাংক সর্বদা স্বল্পমেয়াদি ঋণ দেয়”-বুঝিয়ে লেখো। ২
গ. উদ্দীপকের আলোকে ব্যাংকগুলোর ঋণ আমানত সৃষ্টির উপায় আলোচনা করো। ৩
ঘ. বাণিজ্যিক ব্যাংকগুলোর এই ঋণ সৃষ্টির ক্ষমতা কমার কারণগুলো সম্পর্কে তোমার মতামত দাও। ৪
৪. সভ্যতার ক্রমবিকাশ এবং নানামুখী প্রয়োজনে মানুষের অর্থনৈতিক কার্যক্রমের পরিধি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকদের প্রয়োজন অনুসারে এবং মক্কেলের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং ভবিষ্যতে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ব্যাংক সাধারণত ব্যাংক হিসাবে ব্যবস্থা করে থাকে। এটি ছাড়া সাধারণত ব্যাংকগুলো কারোও সাথে লেনদেন করে না। বিভিন্ন গ্রাহক তার নানামুখী প্রয়োজনের কথা বিবেচনা করে সঠিক ব্যাংক হিসাব খুলে থাকে।
ক. পাশ বই কী? ১
খ. বাহক চেক অনিরাপদ-ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণনানুযায়ী ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার মতামত দাও। ৩
ঘ. ব্যাংক হিসাব নির্বাচনের সময় বিভিন্ন বিষয়গুলো বিবেচনার করায় প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার মতামত দাও। ৪
৫. জনাব মাহাদি তার কর্মচারীকে ডেকে একটি চেক ব্যাংকে গিয়ে ভাঙ্গিয়ে আনতে বলেন যেটি তিনি শেয়ারে লভ্যাংশ বাবদ পেয়েছিলেন। যাতে লেখা ছিল “জনাব মাহাদিকে ১০,০০০ টাকা পরিশোধ করুন”। ব্যাংকে চেকটি উপস্থাপিত হলে ব্যাংক কর্তৃপক্ষ আইনের কথা বলে টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং চেকটি ফেরত প্রদান করে একটি জায়গায় টিক চিহ্ন দিয়ে তাতে স্বাক্ষর আনতে বলে।
ক. বিনিময় বিল কী? ১
খ. “চেকের মর্যাদার জন্য চেক সঠিকভাবে প্রস্তুত করা উচিত”-ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কর্মচারী কর্তৃক বহনকৃত চেকটির কোন সমস্যার কারণে ব্যাংক টাকা দিতে অস্বীকৃতি জানায় বলে তুমি মনে করো? ৩
ঘ. কোন আইনের বদৌলতে ব্যাংক টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং সেটি কতটুকু গুরুত্বপূর্ণ এ সম্পর্কে তোমার মতামত দাও। ৪
৬. বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রাপ্ত এবং আমদানিকৃত পণ্যের প্রাপ্তি নিয়ে যাতে কাউকেই চিন্তার মধ্যে থাকতে না হয় এজন্য একটি বহুল ব্যবহৃত ঋণের দলিল ব্যবহৃত হয়। এই দলিলের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের দেনার দায়িত্ব গ্রহণ করে। এতে ব্যাংক তার আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে পণ্যের মূল্য নির্দিষ্ট শর্তসাপেক্ষে পরিশোধের নিশ্চয়তা দেয় এবং আমদানিকারকের অপারগতায় নিজে সেটি পরিশোধ করবে বলে প্রতিশ্র“তি দেয়। এটি দেশের অর্থনেতিক গতিশীলতা সৃষ্টিসহ সামগ্রিক উন্নয়নে অনস্বীকার্য ভ‚মিকা রাখছে।
ক. নগদ ঋণ কী? ১
খ. “জামানতযুক্ত ঋণ ব্যাংকের জন্য নিরাপদ”Ñ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের এই ঋণের দলিলটির মাাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পর্কে আলোচনা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত দলিলটি ব্যবসা বাণিজ্যে কীভাবে সহায়তা করছে বলে তুমি মনে কর? মতামত দাও। ৪
৭. হঠাৎ ব্যাংক বন্ধের দিন জনাব মুকিতের নগদ টাকার প্রয়োজন পড়লে তিনি তার ব্যবহৃত ইলেকট্রনিক কার্ডটি নিয়ে নিকটস্থ একটি এটিএম বুথে যান। কার্ডটি বুথে প্রবেশ করানো মাত্রই পার্সওয়ার্ড দিয়ে টাকার পরিমাণ লিখলেই টাকা না বেরিয়ে কার্ডটি বেরিয়ে আসে। এ সময় মেশিনের মনিটরে অপর্যাপ্ত টাকা থাকার বিষয়টি দৃশ্যমান হয়। তিনি তার বন্ধুর কাছে গেলে তিনি বিশেষ এক ধরণের কার্ডের কথা বলেন যা দিয়ে তিনি টাকা জমা না দিয়েও বুথ থেকে প্রায়শই অতিরিক্ত টাকা তুলতে পারেন। কার্ডটির মাধ্যমে তিনি টাকা তুলতে সক্ষম হন।
ক. ফোরফেটিং কী? ১
খ. “নিরাপত্তাই হলো ইলেকট্রনিক ব্যাংকিংয়ের প্রধান অন্তরায়”-ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কোন কার্ড ব্যবহারের কারণে জনাব মুকিত প্রথমবারে টাকা উত্তোলনে ব্যর্থ হন বলে তুমি মনে করো। ৩
ঘ. জনাব মুকিতের বন্ধুর ব্যবহৃত কার্ডটি অধিক সুবিধাজনক হওয়ায় বিষয়টি সম্পর্কে তোমার মতামত দাও। ৪
৮. বিপর্যয়জনিত অনিশ্চয়তা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতি পদক্ষেপে প্রভাব বিস্তার করে থাকে। অপ্রত্যাশিত এবং মানুষের এই না চাওয়া অনেক ঘটনার ফলে মানুষের মূল্যবান অনেক সম্পদ এবং সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। নানারকম ঝুঁকি থেকে সৃষ্ট এই অনিশ্চয়তা এবং অনিশ্চয়তা থেকে সৃষ্ট ক্ষয়-ক্ষতি পূরণ করার জন্য বিমা নামে একটি চুক্তি নির্ভর ব্যবস্থার দ্বারস্থ হয় মানুষজন। এই পদ্ধতিতে বহু ব্যক্তির মধ্যে ক্ষতি বন্টনের সমবায় ব্যবস্থা হিসেবে পরিগণিত করা হয়।
ক. বাজি চুক্তি কী? ১
খ. “বিমা চুক্তি বাজি ধরার চুক্তি নয়”Ñ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে মানুষের মূল্যবান সম্পদ ও সম্পত্তির জন্য বিভিন্ন বিমার গুরুত্ব আলোচনা করো। ৩
ঘ. “বিমা হলো ঝুঁকি বন্টনের ব্যবস্থা”-এ উক্তি সম্পর্কে তোমার মতামতের যথার্থতা আলোচনা করো। ৪
৯. সমুদ্রে চলাচলের নানা বিপদের কথা মাথায় রেখে একটি জাহাজ কোম্পানি তাদের একটি জাহাজের জন্য ধাক্কাজনিত বিপদের জন্য বিমা করেছিল। মাঝ সমুদ্রে হঠাৎ ঝড় উঠলে তা ডোবার উপক্রম হলে ক্যাপ্টেন জাহাজের কিছু পণ্য সমুদ্রে নিক্ষেপ করে। ঝড় থেমে গেলে নিমজ্জমান জাহাজটি একটি পাহাড়ের সাথে ধাক্কা লেগে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এতে মালামালের কোনো ক্ষতি না হলেও জাহাজটির ব্যাপক ক্ষতি হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ বরাবর ক্ষতির আবেদন করলে কোম্পানি পণ্যের ক্ষতিপূরণ করতে অস্বীকৃতি জানায়।
ক. চালানি রশিদ কী? ১
খ. গচ্চা ও ত্যাগ স্বীকারের ক্ষতির প্রকৃতি কী একই? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বিমা কোম্পানি কর্তৃক পণ্যের কোনো ক্ষতিপূরণ না করাটা কতটুকু যৌক্তিক? ব্যাখ্যা করো। ৩
ঘ. ক্ষতি সংগঠিত হলে কীভাবে জাহাজের মালিক ক্ষতিপূরণের আবেদন করবে তার বিস্তারিত বিবরণ দাও। ৪
১০. পোষাক শিল্প ব্যবসায়ী জনাব মাসুক অতীতে সংঘটিত বিভিন্ন মারাÍক অগ্নিকাণ্ডের ফলে সৃষ্টি ক্ষতি সম্পর্কে অবগত হয়ে তার কোম্পানির জন্য একটি বিমা পলিসি গ্রহণ করেন। চুক্তির শর্তে কোম্পানি এটা উলেখ করে যে, ক্ষতি সংঘটিত হলে বাজার মূল্য অনুযায়ী আনুপাতিক হারে সম্পদের ক্ষতিপূরণ করা হবে। তিনি তার গুদামে অবস্থিত ৬ কোটি টাকা পণ্যের মধ্যে ৪ কোটির বিমা করে। একবার অগ্নিকাণ্ডে ২ কোটি ৪০ লক্ষ টাকার পণ্য নষ্ট হয়। তিনি কোম্পানি বরাবর ক্ষতিপূরণের আবেদন জানান।
ক. অগ্নি অপচয় কী? ১
খ. অগ্নিবিমায় প্রত্যক্ষ কারণ বিবেচনা করার কারণ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে জনাব মাসুক বিমা কোম্পানি থেকে কতটুকু ক্ষতিপূরণ পাবেন তা নির্ণয় করে দেখাও। ৩
ঘ. উদ্দীপকে জনাব মাসুকের ক্ষতির টাকা কম পাবার কারণ বিমাচুক্তির নিয়মানুযায়ী কতটুকু যৌক্তিক-এ সম্পর্কে তোমার মতামত দাও। ৪
১১. ব্যবসায় বাণিজ্যের পাশাপাশি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গবাদি পশুর ভ‚মিকা ব্যাপক। বিশেষ করে আমাদের মত কৃষিপ্রধান দেশে যেখানে একটি পশু মারা গেলে কৃষককে নিঃস্ব মনে হয় সেখানে এর বিমার অপরিহার্যতা বলার অপেক্ষা রাখে না। গবাদি পশুর মৃত্যু একদিকে যেমন কৃষিকাজের বিঘœ ঘটায় তেমনি আর্থিক বিপর্যয় ডেকে আনে। কোনো দুর্ঘটনা বা রোগাক্রমনের ফলে পশুর মৃত্যু হলে এর ক্ষতিপূরণস্বরূপ বিমাগ্রহীতাকে বিমাকারী অর্থ প্রদান করে থাকে।
ক. ডাকাতি বিমা কী? ১
খ. “সকল প্রতিদান বৈধ হওয়া উচিত”-ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কোন ধরনের বিমার প্রতি আলোকপাত করা হয়েছে এবং কতটুকু গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত বিমায় কোম্পানি হতে ক্ষতিপূরণ পেতে চাইলে একজন বিমাগ্রহীতার দাবি পেশ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ৪
৩০. কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
১. আবাসন ক্ষেত্রে বিনিয়োগ ও ঋণদানের লক্ষ্যে ‘মেঘনা ব্যাংক লি.’ প্রতিষ্ঠিত। কেবল আবাসন ক্ষেত্রে জড়িত থেকে ব্যাংকটির প্রত্যাশিত অগ্রগতি হয়নি। ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে লাভজনকভাবে ব্যাংকিং কার্যাবলি পরিচালনা করার লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ জনসাধারণে নিকট হতে সঞ্চয় সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক. ব্যাংক কী? ১
খ. বিনিয়োগ ব্যাংক বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের ব্যাংকটি প্রথম দিকে কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম শুরু করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. সঞ্চয় সংগ্রহের ফলে ‘মেঘনা ব্যাংক লি.’ যে ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করেছে তার যথার্থতা নিরূপণ করো। ৪
২. পদ্মা ব্যাংকে ১,৫০,০০০ টাকা জমা দিতে গিয়ে সীমা জানতে পারল এ অর্থ থেকেই ব্যাংকটি অন্যদের ঋণদান করে। সীমার জমাকৃত অর্থ থেকে যদি পরবর্তীতে আরও দুইজনকে ঋণ দেয়া হয় তাহলে ব্যাংকের আমানতের পরিমাণ বৃদ্ধি পায়। ব্যাংকের ঝখজ ২০%।
ক. বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটি? ১
খ. ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন? ২
গ. সীমার অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণে পদ্মা ব্যাংক কোন কৌশল অবলম্বন করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. সীমার অর্থ থেকে পদ্মা ব্যাংক কত টাকার আমানত সৃষ্টি করতে সমর্থ হবে? ব্যাখ্যা করো। ৪
৩. জনাব সেলিম একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী। তিনি তার চাকরির অবসরের টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান। এজন্য তিনি তার নিকটস্থ সোনালী ব্যাংকের ম্যানজোরের সাথে পরামর্শ করলে তাকে এমন একটি হিসাব খুলতে বলেন যেখানে তিনি নির্দিষ্ট সময় শেষে দ্বিগুণ অর্থ পাবেন। যা জনাব সেলিমের জন্য উপযুক্ত তথা লাভজনক।
ক. ব্যাংক হিসাব কী? ১
খ. চলতি হিসাবের বিপরীতে ব্যাংক সুদ প্রদান করে না কেন? ২
গ. ম্যানেজার জনাব সেলিমকে কোন হিসাব খোলার পরামর্শ দিয়েছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব সেলিমের জন্য উক্ত হিসাব খোলার যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
৪.
ঢণত ব্যাংক লিমিটেড
…………… শাখা
অ/ঈ ৩৪২২৪৫৮৫
নাজমুল কে অথবা বাহককে
টাকা ত্রিশ হাজার টাকা মাত্র প্রদান করুন।
টাকা: ৩০০০০/-
আলম
স্বাক্ষর
ক. হুকুম চেক কী? ১
খ. ব্যাংক নোট বলতে কী বোঝ? ২
গ. প্রদর্শিত চিত্রটি কোন ধরনের চেক? ব্যাখ্যা করো। ৩
ঘ. এরূপ চেকের নিরাপত্তার বিষয়টি বিশ্লেষণ করো। ৪
৫. ঘচই ব্যাংক লিমিটেড একটি তালিকাভুক্ত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আইনগত নির্দেশনার কারণে ব্যাংকটিকে প্রতি বছর নিট মুনাফায় কমপক্ষে ১৫% সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হয়। মি. মুরাদের মত একজন শিক্ষিত বেকার যুবককে ঘচই ব্যাংক লিমিটেড মুরগির খামার করার জন্য ৫ লক্ষ টাকা ঋণ দিলেন এবং মিসেস আদিবা নামের একজন স্বল্প আয়ের চাকরিজীবীকে ফ্রিজ কেনার জন্য ৫০ হাজার টাকা ঋণ দিলেন। এরূপ বিভিন্ন খাতে ঋণ দিয়ে ব্যাংকটি ব্যাপক মুনাফা অর্জন করছে।
ক. ব্যাংক তহবিল কী? ১
খ. সব ঋনে জামানত বাধ্যতামূলক নয় কেন? ২
গ. উদ্দীপকে উলিখিত ব্যাংকটির সঞ্চিতির ধরন কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত ব্যাংকটির ব্যাপক মুনাফা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন খাতে ঋণ প্রদানের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৬. মালিহা ও নিশিতা বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে গেল। দুজনেই কোনো নগদ টাকা নিয়ে যায়নি। অথচ প্রচুর পরিমাণে কেনাকাটা ও খাওয়া-দাওয়া করল। তারা এক ধরনের কার্ড ব্যবহার করে কেনাকাটার মূল্য পরিশোধ করেছে। মালিহার ব্যাংক হিসাবে টাকা ছিল কিন্তু নিশিতার হিসাবে কোন টাকা ছিল না।
ক. ওয়ান স্টপ সার্ভিস কী? ১
খ. মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝায়? ২
গ. মালিহা কোন ধরনের কার্ড ব্যবহার করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. নিশিতার হিসাবে টাকা না থাকলেও সে কী কার্ড ব্যবহার করে কেনাকাটা করল? বিশ্লেষণ করো। ৪
৭. জনাব শাহীন ও জনাব কালাম দু’জনই বৈদেশিক ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত। জনাব শাহীন ভোজ্য তেল আমদানিকারক এবং জনাব কালাম গার্মেন্টস ব্যবসায়ী। ব্যাংক জনাব শাহীনের পক্ষে একধরনের পত্র ইস্যু করে না পাঠালে বিদেশি রপ্তানিকারক মাল পাঠায় না। এরূপ পত্র সংগ্রহের ঝামেলা এড়ানোর জন্য জনাব শাহীন এক বিশেষ ধরনের পত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে জনাব কালাম তার অনুক‚লে ইস্যুকৃত বিদেশি আমদানিকারকের প্রেরিত পত্র ব্যাংকে বন্ধক রেখে তার বিপক্ষে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির জন্য নতুন পত্র সংগ্রহ করেন।
ক. ভাসমান মুদ্রা কী? ১
খ. বৈদেশিক মুদ্রার হার নির্ধারণে চাহিদা ও যোগান তত্ত¡ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত জনাব শাহীনের প্রত্যয়পত্র কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত জনাব কালামের প্রত্যয়পত্র তার ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ-বক্তব্যটির যৌক্তিকতা ব্যাখ্যা করো। ৪
৮. পাটের ব্যবসায়ী কবির সাহেব পাটের গুদাম বিমা করেছিল। পাটের পরিমাণ সঠিক উলেখ না করায় বিমা কোম্পানি তার চুক্তি বাতিল করেছে। অন্যদিকে জনাব তুহিন সাহেব দীর্ঘদিন একটি ভাড়া বাসায় থাকেন। তিনি নিজ নামে ভবনটির বিমা করতে চাইলে বিমা কোম্পানি তাকে অস্বীকৃতি জানায়।
ক. সমর্পণ মূল্য কী? ১
খ. বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে উলিখিত কবির সাহেবের বিমা চুক্তি কোন কারণে বাতিল হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কোম্পাানি কর্তৃক জনাব তুহিনের প্রস্তাবটি প্রত্যাখ্যানের কারণ কী? উত্তরের পক্ষে যথার্থ যুক্তি দাও। ৪
৯. মি. আজাদ একজন ব্যবসায়ী। তার বয়স ৪০ বছর এবং তার স্ত্রীর বয়স ৩৭ বছর। পেশায় তিনি একজন বৈমানিক। মি. আজাদ নিজের ও তার স্ত্রী নামে ২০ বছর মেয়াদি ৩০ লক্ষ টাকার দুটি পৃথক মেয়াদি বিমাপত্র খুললেন। এ জন্য তাকে প্রিমিয়াম বাবদ প্রতি তিন মাসে দুইজনের যথাক্রমে ১৭,০০০ ও ২০,০০০ টাকা করে প্রদান করতে হয়।
ক. যৌথ জীবন বিমা কী? ১
খ. জীবন বিমায় মৃত্যুহার পঞ্জি ব্যবহার করা হয় কেন? ২
গ. মি. আজাদ কর্তৃক স্ত্রীর নামে বিমা চুক্তি সম্পাদনে বিমার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বয়স কম হওয়ার পরও মি. আজাদের পলিসিতে প্রিমিয়ামের হার বেশি হওয়া কতটা যৌক্তিক? মতামত দাও। ৪
১০. মি. হাসান চৌধুরী ২.৫০ লক্ষ টাকায় কেনা আসবাবপত্র ৩ লক্ষ টাকায় বিমা করেন। বিমা চুক্তিকে উলেখ রয়েছে ক্ষতি হলে বাজারমূল্য বিবেচনা করা হবে না। আগুন লেগে আসবাবপত্রের অর্ধেক অংশ বিনষ্ট হয়।
ক. ঘোষণাযুক্ত বিমাপত্র কী? ১
খ. অগ্নি বিমার নৈতিক ঝুঁকি বলতে কী বুঝ? ২
গ. মি. চৌধুরী কোন ধরনের অগ্নি বিমাপত্র সংগ্রহ করেছেন। ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কোম্পানি মি. চৌধুরীকে কত টাকা ক্ষতিপূরণ দেবে বলে তুমি মনে করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১১. একটি জাহাজে ২২ র্মাচ ২০১৭ চট্টগ্রাম বন্দর ছেড়ে সিঙ্গাপুর বন্দরে যাবে বলে নৌ-বিমার চুক্তিপত্রে উলেখ ছিল। কিন্তু জাহাজ কোম্পানির গাফিলতির কারণে জাহাজটি ২৩ মার্চ যাত্রা শুরু করে। পরবর্তীতে জাহাজের ক্যাপ্টেন নিজের ইচ্ছানুসারে যাত্রাপথ পরিবর্তন করে। এক সময় সমুদ্রের গভীরে নিমজ্জিত পাহাড়ে ধাক্কা লেগে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করে।
ক. নৌ বিপদ কী? ১
খ. ‘জেটিশন’ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উলিখিত জাহাজটি কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত জাহাজটি ক্ষতিপূরণ পাবে বলে তুমি কী মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৩১. নোয়াখালী সরকারি মহিলা কলেজ বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
ক-বিভাগ : ব্যাংকিং
১. দেশে দ্রব্য মূল্য দ্রুত বাড়ছে। তাই বাংলাদেশ ব্যাংককে মুদ্রাস্ফীতি রোধে সরকার বিশেষ নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক এজন্য ঈজজ ৫% থেকে ৬% এ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যাংকের ঋণদান সামর্থ কিছুটা কমলেও তা প্রত্যাশিত না হওয়ায় বাংলাদেশ ব্যাংক বাজারে সুবিধাজনক শর্তে কিছু বন্ড ও বিল ছেড়েছে। এতে গ্রাহকদের মধ্যে যথেষ্ট সাড়া পরিলক্ষিত হচ্ছে।
ক. কেন্দ্রীয় ব্যাংক কী? ১
খ. নিকাশ ঘর বলতে কী বোঝায়? ২
গ. বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে প্রথমে কোন পদ্ধতি ব্যবহার করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বাংলাদেশ ব্যাংকের পরবর্তীতে গৃহীত ব্যবস্থা পরোক্ষ হলেও কার্যকর হবে-এ বক্তব্য কতটা যথার্থতা বিশ্লেষণ করো। ৪
২. জনাব সুমন একজন চা ব্যবসায়ী। তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে চা ব্যবসায়ী জনাব অমলের নিকট বাকিতে ৩০০ প্যাকেট চা পাতা বিক্রয় করেন। বৈদেশিক ব্যবসায়ের জন্য জনাব সুমন অই ব্যাংকে প্রত্যয়পত্র খুলেছেন। এক্ষেত্রে অই ব্যাংক জনাব সুমনকে তার প্রাপ্য অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।
ক. বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি কী? ১
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে? ২
গ. জনাব সুমন যে দলিলের মাধ্যমে বাকিতে চা পাতা বিক্রয় করেছেন তা ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব সুমনের অর্থ প্রাপ্তিতে অই ব্যাংকের ভ‚মিকা মূল্যায়ন করো। ৪
৩.মি. রবিন ও মি. নবীন দুই ভাই। প্রথমজন ব্যবসায়ী ও অন্যজন চাকুরে। মি. রবিনের হিসাবে ২০,০০,০০০ এবং মি, নবীনের হিসাবে ১০,০০,০০০ টাকা জমা আছে। মি. নবীন বছর শেষে তার হিসাব থেকে কিছু আয় পেলেও মি. রবীন তা পান না। জরুরি অবস্থায় দুই ভাই তাদের হিসাবের সমুদয় অর্থের অতিরিক্ত কিছু পরিমাণ অর্থ উত্তোলনের নিমিত্তে চেক ব্যাংকে জমা দিলেন। কিন্তু ব্যাংক মি. রবিনকে অর্থ দিলেও মি. নবীনকে অর্থ প্রদানে অপারগতা প্রকাশ করে। এতে মি. নবীন মনঃক্ষুণœ হন।
ক. ব্যাংক হিসাব কী? ১
খ. পেনশন সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের আলোকে মি. রবিন এর হিসাব কোন ধরনের ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. নবীনের হিসাবের প্রকৃতি তার মনঃক্ষুণœ হওয়ার সাথে সঙ্গতিপূর্ণ নয়-এ বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। ৪
- HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- (১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- (১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- (PDF ১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর
৪. জনাব জামান তার পাওনাদার সালমাকে ৪/১/২০১২ তারিখে একটি চেক ইস্যু করে চেকের বাম কোণায় দুটি সমান্তরাল রেখা টেনে দেন। সালমাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হয়। তাই জামানের নিকট হতে প্রাপ্ত চেকটি টাকা উত্তোলনের জন্য ৪/৭//২০১২ তারিখে ব্যাংকে উপস্থাপন করেন। ব্যাংক চেকটি প্রত্যাখ্যান করে।
ক. চেকের আদেষ্টা কে? ১
খ. চেকের হস্তান্তর বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের চেকটি কোন প্রকারের দাগকাটা চেক? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যানের যথার্থতা মূল্যায়ন করো। ৪
৫. রাজ একজন পোশাক রপ্তানিকারক। তিনি আমেরিকা থেকে একটি বড় আকারের অর্ডার পান। তাই তিনি ব্যাংকে ৫,০০,০০,০০০ টাকা থাকলেও ৭,০০,০০,০০০ টাকা উত্তোলন করেন।
ক. বাণিজ্যিক ঋণ কি? ১
খ. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ৪টি পার্থক্য লিখ? ২
গ. মি. রাজ ব্যাংক থেকে কোন ধরনের ঋণ সংগ্রহ করেছেন? বর্ণনা করো। ৩
ঘ. ঋণ গ্রহণে মি. রাজের কোন ধরনের জামানত বিবেচিত হয়েছে? এটি কী ব্যাংকের জন্য নিরাপদ? বিশ্লেষণ করো। ৪
৬.
ক. প্রত্যয়পত্র কাকে বলে? ১
খ. মিন্ট প্যারিটি তত্ত¡ বলতে কি বোঝায়? ২
গ. উদ্দীপকের চিত্রটিতে চ বিন্দু কী নির্দেশ করে? বর্ণনা করো। ৩
ঘ. চিত্রে কোন পদ্ধতিতে বিনিময় হার নির্ধারিত হয়? বিশ্লেষণ করো। ৪
খ-বিভাগ : বিমা
৭. পাটের ব্যবসায়ী মমিন সাহেব পাটের গুদাম বিমা করেছিল। পাটের পরিমাণ সঠিকভাবে উলেখ না করায় বিমা কোম্পানি তার বিমাচুক্তি বাতিল করেছে। অন্যদিকে জনাব তুহিন সাহেব দীর্ঘদিন একটি ভাড়া বাসায় থাকেন। তিনি নিজ নামে ভবনটির বিমা করতে চাইলে বিমা কোম্পানি তাতে অস্বীকৃতি জানায়।
ক. প্রিমিয়াম কী? ১
খ. স্থলাভিষিক্তকরণ নীতি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উলিখিত মমিন সাহেবের বিমাচুক্তি কোন কারণে বাতিল হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কোম্পানি কর্তৃক জনাব তুহিনের প্রস্তাবটি প্রত্যাখ্যানের কারণ কী? যুক্তিসহকারে বিশ্লেষণ করো। ৪
৮. জনাব কবির ৪০ বছর ধরে সরকারি চাকরি করছেন। নিজ সন্তানের ভবিষ্যত ও লেখাপড়ার কথা চিন্তা করে তিনি নিজ নামে ১৫ বছরের একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। ২টি কিস্তি পরিশোধের পর জনাব কবিরের মৃত্যু হয়। তার স্ত্রী বিমা কোম্পানির কাছে বিমা দাবি পেশ করে।
ক. মৃত্যুহার পঞ্জী কী? ১
খ. কোন বিমা পারিবারিক নিরাপত্তার ব্যবস্থা করে? ২
গ. উদ্দীপকে জনাব কবির কোন ধরনের বিমাপত্র সংগ্রহ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব কবিরের স্ত্রী কি বিমাদাবি পাওয়ার অধিকারী? যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪
৯. মি. জাবেদ একজন গাড়ির ব্যবসায়ী। চীন থেকে গাড়ি আমদানি করে স্থানীয় মার্কেটে বিক্রয় করেন। গত জুলাই মাসে এভাবে ১০০টি গাড়ি নিয়ে আসার সময় বঙ্গোপসাগরে সামুদ্রিক ঝড়ের কবলে পড়লে কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আগেই তিনি ঝুঁকি হ্রাসের জন্য একটি বিমা কোম্পানির সাথে ২০ কোটি টাকার একটি বিমা চুক্তিতে আবদ্ধ হয়ে সর্বোচ্চ প্রিমিয়াম প্রদান করেছিলেন। ক্ষতির মূল্য নির্ধারণ করে জানা গেল মোট ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আশাবাদি বিমা কোম্পানির নিকট থেকে পুরোটাই ক্ষতিপূরণ পাবেন।
ক. বিমা কী? ১
খ. বিমা চুক্তিকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত ক্ষতিটি কোন ধরনের ক্ষতি? আলোচনা করো। ৩
ঘ. তুমি কি মনে করো মি. জাবেদ বিমা কোম্পানির কাছ থেকে পুরো টাকা আদায় করতে পারবে? তোমার মতামত দাও। ৪
১০. আরমান ট্রেডার্স গুদামে রক্ষিত ১০০ মণ চাল, ১০ লক্ষ টাকায় ১৫ জানুয়ারি ২০১৪ তারিখে ১ বছর মেয়াদি একটি বিমা করে। তাদের ব্যবসায়ের উপকরণ চাল হলেও কখনো কখনো মালিকের এক বন্ধুর কিছু ক্যামিক্যালের উপকরণ গুদামে রাখা হতো। আরমান ট্রেডার্সের মালিক এ বিষয়ে বিমা কোম্পানিকে কিছু জানাননি। গত ১০ আগস্ট গুদামে হঠাৎ আগুন লাগে এবং গুদামটি সম্পূর্ণ ভস্মীভ‚ত হয়ে যায়। এমতাবস্থায় আরমান ট্রেডার্স বিমা কোম্পানির কাছে দাবি উত্থাপন করলে তারা ক্ষতিপূরণে অস্বীকৃতি জানান।
ক. অগ্নি বিমা কী? ১
খ. জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে অগ্নি বিমাপত্রটি কোন ধরনের ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কোম্পানি কোন নীতির আলোকে ক্ষতিপূরণে অস্বীকৃতি জানায়? বিষয়টির যৌক্তিকতা ব্যাখ্যা করো। ৪
১১. মি. সিয়ামের একটি ২,০০,০০০ টাকার মোটরবাইক আছে। তিনি মোটর বাইকের জন্য একটি ২,০০,০০০ টাকার বিমা গ্রহণ করেন। কিছুদিন পর তাঁর মোটর বাইকটি সড়ক দুর্ঘটনায় পতিত হয় এবং দুমড়ে মুচড়ে যায়। মি. সিয়াম বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি ২,০০,০০০ টাকা দিতে রাজি হন। দুর্ঘটনা গ্রস্ত মোটরবাইকটি ১০,০০০ টাকায় বিক্রয় করা হয়। মি. সিয়াম ঐ ১০,০০০ টাকার মালিকানা দাবি করলে বিমা কোম্পানি অসম্মতি জানায়।
ক. ঝুঁকি কী? ১
খ. বিমা ব্যবসায়ের ঝুঁকি জনিত প্রতিবন্ধকতা দূর করে ব্যাখ্যা করো। ২
গ. বিমাকারী কোম্পানি কোন নীতির আলোকে মি. সিয়ামকে ক্ষতিপূরণ দিতে সম্মত হলো? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত মোটরবাইকটির ভগ্নাবশেষ মূল্য মি. সিয়ামকে প্রদানে বিমা কোম্পানি যে অসম্মতি জানিয়েছেন তা কতটুকু যৌক্তিক বলে তুমি মনে কর? বুঝিয়ে বলো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।