ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২০-২২ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
২০. নটর ডেম কলেজ, ঢাকা বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
ক-বিভাগ : ব্যাংকিং
১. জনাব জামিল একজন দক্ষ আর্থিক ব্যবস্থাপক। তিনি পরস্পর বর্জনশীল দুটি প্রকল্পের কথা বিবেচনা করছেন। প্রতিটি প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা। ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। কর হার ২৫%। বাট্টার হার ১২%। আর্থিক ব্যবস্থাপক প্রকল্প দুটি মূল্যায়ন করতে গিয়ে দেখলেন প্রকল্প-ই এর নিট বর্তমান মূল্য ১০,৮৪৭ টাকা। প্রকল্প দুটির নগদ আন্তঃপ্রবাহ নিæরূপ:
প্রকল্প নগদ আন্তঃপ্রবাহ
১ বছর ২ বছর ৩ বছর ৪ বছর ৫ বছর
অ ৩০,০০০ ৩৫,০০০ ৪০,০০০ ৩০,০০০ ৪৫,০০০
ই ৩৫,০০০ ৩৫,০০০ ৩৫,০০০ ৩৫,০০০ ৩৫,০০০
ক. পে-ব্যাক সময় কী? ১
খ. প্রকল্প মূল্যায়নে মূলধন বাজেটিং-এর গুরুত্ব ব্যাখ্যা করো। ২
গ. প্রকল্প অ-এর গড় আয়ের হার নির্ণয় করো। ৩
ঘ. দুটি প্রকল্পের মধ্যে জনাব জামিলের কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে তা নিট বর্তমান মূল্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করো। ৪
২. মি. অনিক দুটি সিকিউরিটিতে মোট ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করতে চান। সিকিউরিটি গ-এ ৩,০০,০০০ টাকা এবং সিকিউরিটি ক-এর ২,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। নিæে সিকিউরিটি দুটির কিছু তথ্য দেয়া হলো:
সম্ভাবনা আয়ের হার
সিকিউরিটি গ সিকিউরিটি ক
০.২৫ ২০% ১৮%
০.২৫ ১৫% ২৫%
০.৫০ ১৮% ১০%
ক. ঝুঁকি প্রিমিয়াম কী? ১
খ. আয় ও ঝুঁকির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। ৩
ঘ. বিভেদাঙ্ক নির্ণয়ের মাধ্যমে মি. অনিকের কোন সিকিউরিটিতে বিনিয়োগ অধিক যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? তোমার স্বপক্ষে যুক্তি দেখাও। ৪
৩. জনাব রাতুল নিæোক্ত দু’টি কোম্পানির শেয়ারে মোট মূলধন বিনিয়োগ করেন:
কোম্পানি বিনিয়োগের পরিমাণ বাজার ঝুঁকি (ই)
মেঘনা ৬,০০,০০০ ১.২৫
যমুনা ৪,০০,০০০ ০.৯০
মোট বিনিয়োগ ১০,০০,০০০
বাজার আয়ের হার ১৫% এবং ঝুঁকি মুক্ত আয়ের হার ৮%। জনাব রাতুল পোর্টপোলিও প্রয়োজনীয় আয়ের হার নির্ধারণ করেছেন ১৫.৫০%। অন্যদিকে জনাব রতন সুরমা প্রকল্পে ১,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। প্রকল্প হতে প্রাপ্ত নগদ প্রবাহ সমূহ : ১ম বছর ৬০,০০০; ২য় বছর ৫০,০০০; ৩য় বছর ৫৫,০০০ টাকা।
ক. পরস্পর বর্জনশীল প্রকল্প কী? ১
খ. তারল্য ঝুঁকি কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত সুরমা প্রকল্পের পে-ব্যাক সময় নির্ণয় করো। ৩
ঘ. পোর্টফোলিও আয়ের হার নির্ধারণের মাধ্যমে জনাব রাতুলের বিনিয়োগ সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
৪. জনাব রানা একজন ব্যবসায়ী। তিনি সুজনের নিকট ৫,০০,০০০ টাকা পণ্য বিক্রয় করলেন। সুজন জনাব রানাকে ২,০০,০০০ টাকা ও ৩,০০,০০০ টাকার দুটি চেক দিলেন। জনাব রানা প্রথম চেকটি মধুমতি ব্যাংক লি.-এ তার হিসাব জমা দিয়ে অর্থ উত্তোলন করতে পারবেন। তবে দ্বিতীয় চেকটির বাম কোণের ওপরের দিকে দুটি সমান্তরাল রেখা আড়াআড়িভাবে টানা। রেখার অভ্যন্তরে ‘কীর্তনখোলা ব্যাংক, মতিঝিল শাখা’ লেখা। অথচ ঐ শাখায় তার লেনদেন নেই।
ক. হুকুম চেক কী? ১
খ. চেকের অনুমোদন কখন প্রয়োজন হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত প্রথম পর্যায়ের চেকটি কোন ধরনের? ইহার সুবিধা ব্যাখ্যা করো। ৩
ঘ. দ্বিতীয় পর্যায়ের চেকটির অর্থ দ্রুত উত্তোলনের জন্য জনাব রানার এখন কী করা উচিত বলে তুমি মনে করো? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৫. জনাব রঞ্জনের একটি মুরগির খামার আছে। তিনি তার খামারের সকল অর্থ রূপসা ব্যাংকের চলতি হিসাবে জমা রাখেন। মুরগির চাহিদা বৃদ্ধির কারণে তিনি তার হিসাবে রক্ষিত টাকার চেয়ে অতিরিক্ত ৫ লক্ষ টাকা ঋণ হিসেবে গ্রহণ করেন। অন্যদিকে তার বন্ধু সুমন সদ্য প্রতিষ্ঠিত মৎস্য খামার প্রকল্পের জন্য রূপালি ব্যাংকে ঋণের আবেদন করেন। তিনি মৎস্য খামারটি ব্যাংকের নিকট বন্ধক রাখা ছাড়াও একজন বিশিষ্ট ব্যক্তির সুপারিশে ৩ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন।
ক. ব্যাংক তহবিল কী? ১
খ. ঋণ মঞ্জুরে ব্যাংকের তারল্য বিবেচনা কেন প্রয়োজন? ২
গ. জনাব রঞ্জন রূপাসা ব্যাংক থেকে যে ঋণ গ্রহণ করেছেন তা কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. কোন ধরনের জামানতের ভিত্তিতে সুমন রূপালি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন? ঋণ প্রদানে এ ধরনের জামানতের গুরুত্ব বিশ্লেষণ করো। ৪
৬. মিস জয়ন্তিকা গ্রামের মহিলাদেরকে নিয়ে হস্তশিল্পজাত পণ্য উৎপাদন প্রতিষ্ঠান গঠন করেন। প্রতিষ্ঠানটি সম্প্রতি দেশীয় চাহিদা পূরণ করে যুক্তরাষ্ট্রের রিচার্ড এন্ড সন্স লি.-এর নিকট ৫০,০০০ ডলার মূল্যের পণ্য রপ্তানির অর্ডার পান। রিচার্ড এন্ড সন্স লি. ব্যাংকের মাধ্যমে মিস জয়ন্তিকাকে ৫ মাসের মধ্যে অর্থ পরিশোধের একটি নিশ্চয়তাপত্র প্রদান করে। পণ্য রপ্তানির ফরমায়েশপত্রে ডলারের মূল্য নির্ধারিত থাকলেও পরবর্তীতে তা হ্রাস পায়। যার ফলে মিস জয়ন্তিকা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
ক. ফোরফেটিং কী? ১
খ. আর্থ-সামাজিক উন্নয়নে রেমিটেন্সের ভ‚মিকা ব্যাখ্যা করো। ২
গ. মিস জয়ন্তিকা রিচার্ড এন্ড সন্স লি.-এর নিকট থেকে রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রাপ্তির নিশ্চয়তা কী বলে তুমি মনে করো? বৈদেশিক বাণিজ্যে এ ধরনের নিশ্চয়তার গুরুত্ব মূল্যায়ন করো। ৩
ঘ. উদ্দীপকে নির্দেশিত বৈদেশিক বিনিময় হার কোন তত্তে¡র উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে? তত্ত¡টির যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
৭. মি. খালেদ কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি ‘আলফা ব্যাংক লি.’- এ একটি হিসাব খোলে আর্থিক লেনদেন সম্পাদন করেন। ব্যাংক কর্তৃপক্ষ মি. খালেদকে সাংকেতিক নম্বরযুক্ত বিশেষ ধরনের একটি প্লাস্টিক কার্ড প্রদান করে। যা দ্বারা চেকের বিকল্প হিসেবে জমাকৃত অর্থ উত্তোলন, পণ্য দ্রব্য ক্রয় করা যায়। তিনি কোম্পানির কাজে ব্যস্ততার কারণে বিমার প্রিমিয়াম, গ্যাস, পানি, বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি সমস্যাসমূহ ব্যাংক কর্তৃপক্ষকে জানালে, ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের ওয়েবসাইটে নাম ও নির্দিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করে ব্যাংকিং সেবা গ্রহণের পরামর্শ দেয়।
ক. স্বয়ংক্রিয় নিকাশঘর কী? ১
খ. বর্তমানে অঞগ-এর ব্যবহার এত জনপ্রিয় কেন? ২
গ. উদ্দীপকে মি, খালেদ ব্যাংক থেকে কোন ধরনের কার্ড পেয়েছেন বলে তুমি মনে করো? এই কার্ডের গুরুত্ব মূল্যায়ন করো। ৩
ঘ. তুমি কী মনে করো বর্তমানে প্রায় সকল ধরনের লেনদেন ব্যাংক কেন্দ্রিক হওয়া সম্ভব? উদ্দীপকের মন্তব্য করো। ৪
খ-বিভাগ : বিমা
৮. মি. চৌধুরী তার ব্যক্তিগত গাড়ির জন্য ‘স্বদেশ বিমা কোম্পানি লি.’ হতে লক্ষ লক্ষ টাকা মূল্যের একটি বিমাপত্র গ্রহণ করেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। মি. চৌধুরী বিমা দাবি পেশ করার কিছু দিনের মধ্যে বিমা প্রতিষ্ঠানটি দাবিকৃত ক্ষতিপূরণ প্রদান করে। অন্যদিকে বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটি চলিশ হাজার টাকায় বিক্রয় করার পর মি. চৌধুরী সেটিও দাবি করেন কিন্তু বিমা কোম্পানি তার দাবিটি প্রত্যাখ্যান করে।
ক. বিমা কি? ১
খ. বিমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে মি. চৌধুরী কোন নীতির আওতায় বিমা কোম্পানির কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন? আলোচনা করো। ৩
ঘ. উদ্দীপকে বিমা কোম্পানি কর্তৃক মি. চৌধুরীর সর্বশেষ দাবিটি প্রত্যাখ্যানের যৌক্তিকা বিশ্লেষণ করো। ৪
৯. মি. রাতুল নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের পরিপ্রেক্ষিতে ২ বছরের একটি বিমাপত্র গ্রহণ করেন। কিন্তু মেয়াদ পূর্ণ হলেও বিমা কোম্পানি কোন অর্থ পরিশোধ করেনি। অন্যদিকে মি. রনি ১০ বছরের জন্য একটি বিমা চুক্তি সম্পাদন করে এবং ৫ বছরের পর তিনি মারা যান। মি. রনির মনোনিত ব্যক্তি বিমা দাবি করলে বিমা কোম্পানি তা পরিশোধ করে।
ক. জীবন বিমা কী? ১
খ. জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন? ২
গ. মি. রাতুল কোন ধরনের বিমাপত্র সংগ্রহ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. রনির বিমাপত্রটি একই সাথে বিনিয়োগ ও আর্থিক সুরক্ষার সুযোগ দেয়- বিশ্লেষণ করো। ৪
১০. মি. কাদের একজন আমদানিকারক। তিনি জার্মান থেকে পণ্য আমদানি করার জন্য বিমাচুক্তি করেন। বিমা চুক্তি অনুযায়ী জাহাজটি ১০/০৩/২০১৬ তারিখে যাত্রার কথা ছিল। একজন রপ্তানিকারকের পণ্য বোঝাই দেরি হওয়ায় জাহাজটি ২০/০৩/২০১৬ তারিখে যাত্রা শুরু করে। ইতোমধ্যে জাহাজটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে সমুদ্র বন্দরের অদূরে নিমজ্জিত হয়। জাহাজ উদ্ধারের ব্যয় উদ্ধারকৃত মালামালের চেয়ে বেশি হওয়ায় উদ্ধার কার্যক্রমও পরিত্যক্ত ঘোষণা করা হয়। মি. কাদের বিমা কোম্পানির নিকট বিমা দাবি উপস্থাপন করে। বিমা কোম্পানি দাবি প্রত্যাখ্যান করে।
ক. পণ্য নিক্ষেপণ কী? ১
খ. সামুদ্রিক ঝড় কোন ধরনের বিপদ? বুঝিয়ে লেখো। ২
গ. উদ্দীপকে কোন ধরনের ক্ষতির উলেখ আছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কোম্পানি মি. কাদেরের বিমা দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
১১. জনাব রহমানের মোটর যন্ত্রাংশ তৈরির কারখানা আছে। অগ্নিজনিত ক্ষতি মোকাবেলার জন্য তিনি ৫০ লক্ষ টাকা মূল্যের বিমাচুক্তি সম্পাদন করেন। পক্ষান্তরে, তার বিমাকারী নিরাপত্তার জন্য অপর একটি বিমা কোম্পানির সাথে ৪০ লক্ষ টাকার বিমা করেন। কারখানায় অগ্নিকাণ্ডে জনাব রহমানের ৩০ লক্ষ টাকা ক্ষতি হয়। তিনি তার বিমা কোম্পানির নিকট বিমা দাবি পেশ করেন।
ক. দায় বিমা কী? ১
খ. কৃষকের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার লক্ষ্যে কোন ধরনের বিমা করা হয়? ব্যাখ্যা করো। ২
গ. জনাব রহমানের বিমাকারী নিরাপত্তার জন্য কিরূপ বিমা করেছে? ইহার গুরুত্ব বুঝিয়ে লেখো। ৩
ঘ. জনাব রহমান বিমা কোম্পানির কাছ থেকে কী সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন? মতামত দাও। ৪
২১. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
ক-বিভাগ : ব্যাংকিং
১. মেহেদী ও আমেনা ভাই-বোন। দুজনই ডিগ্রি পাস করেছে। কিন্তু তারা চাকরির জন্য বসে না থেকে নিজেরাই কিছু করবে ভেবে মনস্থির করল। সেই উদ্দেশ্যে মেহেদী এমন একটি ব্যাংক থেকে ঋণ নিল যা বেকার সমস্যা দূরীকরণের জন্য যুবক ও যুবমহিলাদের সহজ শর্তে ঋণ দেয়। অন্যদিকে আমেনা অন্য আরেকটি ব্যাংক থেকে ঋণ নিল। ব্যাংকটি ছোট ও ঘরোয়া শিল্প গড়ে তুলতে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে।
ক. মিশ্র ব্যাংক কী? ১
খ. গারনিশি অর্ডার কেন জারি করা হয়? ব্যাখ্যা করো। ২
গ. মেহেদী যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে কার্যাবলির ভিত্তিতে তা কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে আমেনাকে ঋণ সরবরাহকারী ব্যাংকটি কতটুকু ভ‚মিকা রাখে বলে তমি মনে করো? যুক্তিসহকারে বিশ্লেষণ করো। ৪
২. সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলো বিলাসবহুল দ্রব্য ক্রয়ে অধিক পরিমাণ ঋণ দেয়ায় বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাই দেশটির কেন্দ্রীয় ব্যাংকটি সঞ্চিতি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতে ঋণ সরবরাহ পরিস্থিতি তেমন পরিবর্তন না হওয়ায় ব্যাংকটি কিছু বণ্ডও বাজারে ছেড়েছে। এতে গ্রাহকদের মধ্যে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে।
ক. নিকাশ ঘর কী? ১
খ. কোন ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়? ব্যাখ্যা করো। ২
গ. কেন্দ্রীয় ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণে সর্বপ্রথম কোন পদ্ধতি অবলম্বন করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গ্রহণকৃত ঋণ নিয়ন্ত্রণের পরবর্তী পদ্ধতিটি মুদ্রাস্ফীতির ওপর কিরূপ প্রভাব ফেলবে? বিশ্লেষণ করো। ৪
৩. আকাশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত একটি ব্যাংক। ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকে আমানতের ১৯% তারল্য জমা রেখেছে। ব্যাংকিং কাজের অগ্রগতির পাশাপাশি ব্যাংকটি গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহে সদা তৎপর থাকে। ফলে ব্যবসায়িক দক্ষতার মাধ্যমে ব্যাংকটি দ্রুতই অধিক মুনাফা অর্জনে সক্ষম হচ্ছে।
ক. তারল্য কী? ১
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে? বুঝিয়ে লেখো। ২
গ. উদ্দীপকের আকাশ ব্যাংক তারল্য জমা রাখার মাধ্যমে ব্যাংক ব্যবসায়ের কোন নীতি অনুসরণ করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. আকাশ ব্যাংকের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহের কাজটি ব্যাংকিং নীতিমালার আওতাভুক্ত কী? যুক্তি সহকারে মতামত দাও। ৪
৪. মি. মতিন একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। তখন সামান্য সুদ দেয় এমন একটি ব্যাংক হিসাব পরিচালনা করতেন। পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন এবং ব্যাংকে আরেকটি হিসাব খোলেন। এরপর তিনি বিদেশ চলে যান। পাঁচ বছর পর বিদেশ থেকে ফিরে তিনি আবার ব্যবসায় শুরু করেন। তিনি তার উভয় হিসাব চালু করতে চাইলে ব্যাংক ম্যানেজার পরবর্তী হিসাবটি চালু করার পরামর্শ দেন।
ক. কোন ধরনের চলতি হিসাবে সুদ পাওয়া যায়? ১
খ. কেন চেকে দাগকাটা হয়? ব্যাখ্যা করো। ২
গ. মি. মতিন প্রথমে কোন হিসাব পরিচালনা করতেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যাংক ম্যানেজার কেন পরবর্তী হিসাব চালু করার পরামর্শ দিলেন? মতামত দাও। ৪
- HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- (১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- (১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- (PDF ১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর
৫. মি. দত্ত একজন বড় ব্যবসায়ী। প্রতিদিন বিল ও পাওনা পরিশোধের জন্য তাকে ব্যাংকের সাথে বহু লেনদেন সম্পন্ন করতে হয়। তাই তিনি তার কম্পিউটারে ব্যাংক সরবরাহকৃত একটি সফটওয়্যার সংযোগ করে নিয়েছিলেন। এতে তিনি ঘরে বসেই দ্রুত অর্থ স্থানান্তর, লেনদেন, পাওনাদারকে অর্থ পরিশোধ করতে পারছেন। পরবর্তীতে তিনি মুঠোফানেই ইন্টারনেট ব্যবস্থায় চওঘ ব্যবহার করে নিজ হিসাবে যে কোনো সময় ঢুকে তথ্য সংগ্রহ ও ফান্ড ট্রান্সফার করতে পারছেন।
ক. ঝডওঋঞ কী? ১
খ. বর্তমানে এটিএম-এর ব্যবহার এত জনপ্রিয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. মি. দত্ত প্রথমে কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. দত্ত-এর পরবর্তীতে ব্যবহৃত ইলেকট্রনিক ব্যাংকিং সেবাটি পূর্ববর্তী সেবা হতে উত্তম উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। ৪
৬. মিস রিয়া ও মিস সীমা দুজনই বৈদেশিক ব্যবসায়ে জড়িত। মিস রিমার পক্ষে ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু করে যার বিপরীতে রপ্তানিকারক পণ্য পাঠায়। প্রতিনিয়ত-এরূপ প্রত্যয়পত্র সংগ্রহের ঝামেলা থেকে পরিত্রাণের জন্য তিনি এক বিশেষ ধরনের প্রত্যয়পত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে মিস সীমা তার অনুক‚লে ইস্যুকৃত বিদেশি আমদানিকারক কর্তৃক প্রেরিত প্রত্যয়পত্র ব্যাংকে বন্ধক রেখে তার বিপক্ষে পণ্য আমদানির জন্য নতুন প্রত্যয়পত্র সংগ্রহ করেছেন।
ক. ফোরফেটিং কী? ১
খ. স্থির প্রত্যয়পত্র কী? বুঝিয়ে লেখো। ২
গ. মিস রিমার পরবর্তীতে সংগৃহীত প্রত্যয়পত্রটি কোন ধরনের? বুঝিয়ে লেখো। ৩
ঘ. মিস সীমার প্রত্যয়পত্রটি তার ব্যবসায়ের অর্থসংস্থানে ভ‚মিকা রাখছে কী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৭. মি. মোক্তার হোসেন একজন হিমায়িত-খাদ্যদ্রব্য উৎপাদনকারী। তিনি প্রতি বছর প্রচুর পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি করে থাকেন। সম্প্রতি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্তক্রমে তিনি অতিরিক্ত অর্থসংস্থানের জন্য খুলনা ব্যাংক লি.-এর সাথে যোগযোগ করেন। তিনি ব্যাংক ম্যানেজারকে কেবল উত্তোলিত অর্থের ওপর সুদ ধার্য হয়, মঞ্জুরিকৃত অর্থের ওপর নয় এমন ধরনের ঋণের ব্যবস্থা করতে বলেন। ব্যাংকের ক্রেডিট ম্যানেজার মি. ওয়াহিদ সার্বিক বিষয় বিবেচনা করেন এবং ব্যবসায় ক্ষেত্রে যথেষ্ট সুনাম থাকায় জনাব মোক্তার হোসেনকে ব্যাংক থেকে ঋণ গ্রহণে কোন সমস্যা হবে না বলে জানায়!
ক. ব্যাংক তহবিল কী? ১
খ. জমাতিরিক্ত ঋণ কী? বুঝিয়ে লেখো। ২
গ. মোক্তার সাহেব ব্যাংকে কোন ধরনের ঋণের জন্য আবেদন করেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যাংক কর্তৃক জনাব মোক্তারকে ঋণ মঞ্জুরের সিদ্ধান্তটি কতখানি যৌক্তিক বলে তুমি মনে করো? ৪
খ-বিভাগ : বিমা
৮. মি. আবুল একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি। তিনি তার জীবনের জন্য একটি বিমা কোম্পানির সাথে দুই লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হয়ে বিমাপত্র সংগ্রহ করেন। তিনি চুক্তির সময় তার রোগের বিষয়টি উলেখ করেননি। তিন মাস পর তিনি মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমাদাবি পেশ করেন। কিন্তু বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানায়।
ক. প্রিমিয়াম কী? ১
খ. বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন? বর্ণনা করো। ২
গ. মি. আবুল বিমাচুক্তির কোন নীতি লঙ্ঘন করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কোম্পানির সিদ্ধান্তটি কতখানি যৌক্তিক বলে তুমি মনে করো? ৪
৯. জনাব আলম ৬০ কোটি টাকা মূল্যের জাহাজের ক্ষতি মোকাবেলার জন্য ইস্টার্ন বিমা কোম্পানি ও ফারইস্ট বিমা কোম্পানির সাথে সমভাবে চুক্তিবদ্ধ হন। যাত্রাপথে ডুবোপাহাড়ের সাথে ধাক্কা লেগে জাহাজের ৩০ কোটি টাকার ক্ষতি হয়। জনাব আলম ইস্টার্ন বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করলে বিমা কোম্পানি ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করে। পরবর্তীতে জনাব আলম ফারইস্ট বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করে।
ক. ‘যাত্রার নিরাপদ সময়’ নৌ-বিমার কোন ধরনের শর্ত? ১
খ. স্থলাভিষিক্তকরণের নীতিটি বুঝিয়ে লেখো। ২
গ. জনাব আলমের জাহাজটি কোন ধরনের বিপদের সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ফারইস্ট বিমা কোম্পানি জনাব আলমের বিমাদাবি পরিশোধ করবে কী? যুক্তিসহকারে মন্তব্য করো। ৪
১০. মি. রাজিবের দুটি গুদামে দু ধরনের পণ্য রয়েছে। একটি গুদামের পণ্যের বিমাকৃত মূল্য দশ লক্ষ টাকা যার আংশিক ক্ষতি হলেও বিমা কোম্পানি বিমাকৃত মূল্য পুরো দশ লক্ষ টাকা বিমাদাবি পরিশোধ করবে। অন্য গুদামে বর্তমানে বাজার মূল্যে এক কোটি টাকার মালামাল রয়েছে যার বিমামূল্য ষাট লক্ষ টাকা। অগ্নিকাণ্ডে উক্ত গুদামের পঞ্চাশ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। বিমাদাবি করা হলে বিমা প্রতিষ্ঠান ত্রিশ লক্ষ টাকা প্রদান করে। এতে উভয়পক্ষের মধ্যে মতবিরোধ হলে আদালত বিমা প্রতিষ্ঠানের পক্ষে অবস্থান নেয়।
ক. অগ্নিবিমা কী? ১
খ. গড়পড়তা বিমাপত্র উত্তম কেন? ব্যাখ্যা করো। ২
গ. মি. রাজিবের প্রথম গুদামের জন্য সংগৃহীত অগ্নিবিমাপত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. আদালতের অবস্থান কতটা যৌক্তিক তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৪
১১. বলাকা পরিবহন ও গুডলাইন পরিবহন দু’টি স্বনামধন্য পরিবহন সংস্থা। বাংলাদেশের পরিবহন খাতটি খুবই দুর্ঘটনাপ্রবণ। বলাকা পরিবহন-এর ক্ষেত্রে বিআরটিসি থেকে লাইসেন্স গ্রহণের সময়-এর মালিককে বাধ্যতামূলকভাবে একটি বিমাপত্র নিতে হয়েছিল। অন্যদিকে গুডলাইন পরিবহন সংস্থাটি পরিবহন খাতে সম্পৃক্ত বিভিন্ন ঝুঁকির কথা চিন্তা করে সকল ঝুঁকির বিপক্ষে একটিমাত্র বিমাপত্র সংগ্রহ করেন।
ক. দায়বিমা কী? ১
খ. স্বাস্থ্য বিমা কীভাবে মানসিক স্বস্তি দেয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বলাকা পরিবহনকে কোন ধরনের বিমাপত্র সংগ্রহ করতে হয়েছিল? বর্ণনা করো। ৩
ঘ. ‘বলাকা পরিবহনের গৃহীত বিমাপত্র হতে গুডলাইন পরিবহনের সংগৃহীত বিমাপত্রের আওতা ব্যাপক”Ñউক্তিটির সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ৪
২২. ঢাকা সিটি কলেজ বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
ক-বিভাগ : ব্যাংকিং
১. আর্থিকভাবে শক্তিশালী বাণিজ্যিক ব্যাংক ‘মিডল্যান্ড ব্যাংক লি.’ অপেক্ষাকৃত দুর্বল দুটি বাণিজ্যিক ব্যাংক ‘মিনতি ব্যাংক লি’. এবং ‘বিনতি ব্যাংক লি.’ এর অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ গ্রহণের প্রস্তাব দিল। কিন্তু ‘মিনতি ব্যাংক লি.’ এবং ‘বিনতি ব্যাংক লি.’ সে প্রস্তাব প্রত্যাখ্যান করল। ব্যাংক দুটি যৌথভাবে সহযোগিতার ভিত্তিতে একই ব্যবস্থাপনার অধীনে নিজেদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা শুরু করল।
ক. গারনিশি অর্ডার কী? ১
খ. ‘ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে’ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে মিডল্যান্ড ব্যাংক, সাংগঠনিক কাঠামোভিত্তিক কোন ধরনের ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে মিনতি ব্যাংক ও বিনতি ব্যাংক কর্তৃক মিডল্যান্ড ব্যাংকের প্রস্তাব প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
২. বাংলাদেশ ব্যাংক বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছে দেশের জনগণ লাভজনক বিভিন্ন খাতে বিনিয়োগের পরিবর্তে ব্যাংকে অর্থ জমা রাখাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। এর ফলে ব্যাংকগুলোতে অলস অর্থের পরিমাণ দ্রুত বাড়তে থাকে। এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বাজারে বিভিন্ন ধরনের সরকারি বন্ড, সিকিউরিটিজ, বিল ইত্যাদি বিক্রয় করে। এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় উপদ্রুপ এলাকার সকল ব্যাংকের শাখাকে ৪০% কৃষিখাতে ঋণ দেওয়ার জন্য নির্দেশনা জারি করে।
ক. নিকাশঘর কী? ১
খ. ‘কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল’ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের ১ম গৃহীত পদক্ষেপ ঋন নিয়ন্ত্রণের কোন সংখ্যাÍক পদ্ধতির সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো। ৩
ঘ. কৃষকদের ঋণ প্রাপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক যে নীতি ব্যবহার করছে তার যথার্থতা মূল্যায়ন করো। ৪
৩. জনাব খান ‘কনিকা লি.’-এর ব্যবস্থাপক। তিনি তার ব্যবসা সম্প্রসারণের জন্য ‘পদ্মা রাইজ লি.’-এর কাছে ৪০ লক্ষ টাকা ঋণ চাইলে ব্যাংক তা মঞ্জুর করে এবং কনিকা লি.’-কে ঋণের অর্থ জমার জন্য একটি হিসাব খুলতে বলে। অন্যদিকে, শীতলক্ষা ব্যাংক দেশের গার্মেন্টস খাতে অধিক ঋণ দেয়। কিন্তু খাতটি নানান কারণে খারাপ করায় অনেক ঋণ খেলাপী তালিকাভুক্ত হয়ে পড়ে। ফলে মুনাফা থেকে প্রভিশন রাখতে যেয়ে ব্যাংকটির প্রকৃত দায় সম্পদ অপেক্ষা বেশি হয়ে যায়। এতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির পরিচালকদের আমানত খাতে সংগৃহীত অর্থ নয় বরং নিজস্ব মূলধন বৃদ্ধির জন্য চাপ দিচ্ছে।
ক. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস কোনটি? ১
খ. গ্রাহককে জানতে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত ফরম কোনটি? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে ‘পদ্মা ব্যাংক লি.’ কর্তৃক ঋণের টাকা নগদে না প্রদান করার কারণ কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে ব্যাংকটির যে নীতির ব্যত্যয় ঘটেছে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে তা ফলাফল বিশ্লেষণ করো। ৪
৪. রাজশাহীর রাসেদ ব্যবসায়ের প্রয়োজনে ঢাকার চকবাজারের কাশেমকে ১ কোটি ৩০ লক্ষ টাকার একটি চেক প্রদান করে। কাশেম সেটি নগদে উত্তোলন করতে চাইলে ব্যাংক তার নামে একটি হিসাব খুলতে বলে। পরবর্তীতে কাশেম হিসাব খুলে ১ জানুয়ারি ইস্যুকৃত চেকটি ৮ জুলাই তারিখে ব্যাংকে জমা দেন এবং টাকা উত্তোলন করতে চাইলে ব্যাংক টাকা দিতে অস্বীকৃতি জানালো।
ক. বাসি চেক কাকে বলে? ১
খ. কোন হস্তান্তরযোগ্য ঋণের দলিলের আদিষ্ট ব্যাংক? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত চেকটি কোন ধরনের চেক? বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকে ব্যাংক কর্তৃক চেকের টাকা প্রদানে অস্বীকৃতি জানানো কতটুকু যুক্তিসঙ্গত? বিশ্লেষণ করো। ৪
৫. জনাব হাসান গত এগারো বছর যাবত জনতা ব্যাংকে একটি ডিপিএস হিসাব পরিচালনা করছিলেন যার মেয়াদ পূর্তিতে তিনি ১৫ লক্ষ টাকা পান। এ প্রাপ্ত অর্থ হতে ৩৫ হাজার টাকা তিনি নতুন একটি ব্যাংক হিসাবে জমা রাখেন। যেখানে দৈনিক যতবার খুশি টাকা জমা রাখা গেলেও কিছু বাধ্যবাধকতার ভিতরে থেকে টাকা উত্তোলন করতে হয়। অবশিষ্ট টাকা তিনি অধিক লাভের আশায় কিনে খরচের একটি ব্যাংক হিসাবে দীর্ঘ সময়ের জন্য জমা রাখেন।
ক. ব্যাংক হিসাব কী? ১
খ. কোন হিসাবে ব্যাংক কোনো সুদ বা লাভ দেয় না? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে ডিপিএস থেকে প্রাপ্ত অর্থের ৩৫ হাজার টাকা কোন ধরনের ব্যাংক হিসাব জমা করা হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত অবশিষ্ট অর্থ দীর্ঘমেয়াদের জন্য অন্য একটি ব্যাংক হিসাবে জমা রাখার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৬. মি. ‘ঢ’ ১২,০০০ টাকার মাল বিক্রয় করেছেন। ক্রেতা জনাব ‘ণ’ ১ মাস পর টাকা দিতে চান। মি. ‘ঢ’ বললেন আপনি স্ট্যাম্পযুক্ত একটা কাগজে এক মাস পর আমাকে টাকা ফেরত দিবেন এটা লিখে দিন। অন্যদিকে মি. ঢ জনাব ত’ এর কাছ থেকে ২০,০০০ টাকার মাল কিনেছেন। একমাস পর টাকা দিতে চাইলে জনাব ত বললেন, আমি স্ট্যাম্পযুক্ত সাদা কাগজে একটা দলিল তৈরি করে দেই, আপনি তার ‘স্বীকৃত’ লিখে স্বাক্ষর করবেন। মি ঢ স্বাক্ষর কেন করতে হবে এ নিয়ে ভাবছেন।
ক. সরকারি নোট কী? ১
খ. বড় অঙ্কের লেনদেনে প্রাপকের জন্য চেক অপেক্ষা পে-অর্ডার উত্তম কেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে মি. ণ প্রদয় দলিলটি কোন ধরনের হস্তান্তরযোগ্য দলিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত জনাব ত কর্তৃক লিখিত দলিলে মি. ঢ এর স্বাক্ষরের আবশ্যকতা বিশ্লেষণ করো। ৪
৭. জনাব হাকিম সাহেব তার ব্যবসায়িক প্রয়োজনে মি. আরেফিনের নিকট হতে ব্যাংকের একটি ঋণের দলিলের মাধ্যমে কিছু টাকা ধার করেন। এক্ষেত্রে জনাব হাকিমের পক্ষ থেকে ব্যাংক মি. আরেফিনকে তার প্রদত্ত ঋণের অর্থ ফেরত পাবার নিশ্চয়তা দেয় এবং পরবর্তীতে জনাব হাকিম হঠাৎ করে জাপান চলে যান এবং দীর্ঘদিন পরে বাংলাদেশে ফিরে আসে। তবে এ ব্যাপারে মি. আরেফিন বিন্দুমাত্র বিচলিত হননি।
ক. ভাসমান মুদ্রা কী? ১
খ. প্রত্যয়পত্র ছাড়া কি বৈদেশিক বাণিজ্য সম্ভব? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কোন ঋণ দলিলের মাধ্যমে জনাব হাকিম অর্থ ধার করেছিলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. আরেফিন তার প্রদত্ত ঋণের অর্থ প্রাপ্তিতে কেন বিচলিত হননি? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
খ-বিভাগ : বিমা
৮. মি. শামসুল তার বাবার সাথে একই বাড়িতে থাকেন। বাড়িটি শামসুলের বাবার নামে। ভ‚মিকম্প হলে বাড়িটি ক্ষতিগ্রস্ত হতে পারে এই কথা চিন্তা করে মি. শামসুল বাড়িটি বিমা করতে গেলে বিমা কোম্পানি বাড়িটি বিমা করতে অস্বীকৃতি জানায়। তখন মি. শামসুলের বাবা নিজেই বাড়িটি বিমা করেন। তারপর মি. শামসুলের বাবা বিমা দাবি করলে বিমা কোম্পানি বিমা দাবিপূরণে অস্বীকৃতি জানায়।
ক. বিমা কী? ১
খ. ‘বিমা ঝুঁকি বণ্টনের ব্যবস্থা’ ব্যাখ্যা করো। ২
গ. কোন নীতির জন্য মি. শামসুলের প্রস্তাবে বিমা কোম্পানি সম্মত হয়নি? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে শামসুলের বাবা কি বিমা দাবি পাওয়ার যোগ্য? কারণ বিশ্লেষণ করো। ৪
৯. জনাব পলক এবং জনাব কবির দুইজন সরকারি চাকরিজীবী। জনাব পলক দুই বছরের জন্য দেশের বাহিরে যান। তিনি তাঁর সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে দুই বৎসরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন, যেখানে তিনি মারা গেলেই কেবল তাঁর সন্তানেরা বিমাদাবি পাবে। অপরদিকে জনাব কবির বার্ষিক ৫০,০০০ টাকা বিমা কিস্তিতে ১৫ বছরের জন্য সাত লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন। এ ধরনের বিমাপত্রে তিনি জীবিত থাকলেও নির্দিষ্ট সময় শেষে বিমাদাবি পাবেন।
ক. মৃত্যুহার পঞ্জি কাকে বলে? ১
খ. ‘জীবন বিমা নিশ্চয়তার চুক্তি’ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে জনাব পলকের গৃহীত বিমাত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব পলক এবং জনাব কবিরের গৃহীত দুটি বিমাপত্রের মধ্যে কোনটি বেশি লাভজনক বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
১০. জনাব চৌধুরী ‘জয় বাংলা’ সহ আরো পাঁচটি জাহাজের মালিক। তিনি একই বিমাপত্রের অধীনে সবকটি জাহাজের ১-১-২০১৭ থেকে ৩১-১২-২০১৭ তারিখের মধ্যে সংঘটিত যে কোনো নৌ দুর্ঘটনার বিপক্ষে চিরন্তন ইন্স্যুরেন্স কোম্পানির নিকট থেকে একটি বিমাপত্র গ্রহণ করেন। বিমাকৃত জাহাজের বর্তমান অবস্থা, মান ও বাজার মূল্য বিবেচনায় এনে বিমা প্রিমিয়ামের পরিমাণ নির্ধারিত হয়। গত ১৮-১১-২০১৭ তারিখে ‘আমার বাংলা’ জাহাজটি ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে ডুবে যায়। জনাব চৌধরী বিমা কোম্পানির নিকট দাবি পেশ করলে কোম্পানি চুক্তি অনুসারে ক্ষতিপূরণ করে। পরবর্তীতে বিমা প্রতিষ্ঠানটি ডুবন্ত জাহাজটি উদ্ধার করে এবং তা একটি কোম্পানির কাছে ২৫ লক্ষ টাকায় বিক্রয় করে। জনাব চৌধুরী উদ্ধারকৃত জাহাজটির বিক্রয়মূল্য দাবি করলে বিমা প্রতিষ্ঠানটি তার দাবি নাকচ করে দেয়।
ক. নৌ দায় বিমা কী? ১
খ. জেটিসনের ফলে কোন ধরনের সামুদ্রিক ক্ষতির উদ্ভব হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত জনাব চৌধুরী কোন ধরনের নৌ-বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বিমা কোম্পানি কর্তৃক জনাব চৌধুরীর ২য় দাবিটি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
১১. জনাব নিশান একটি আসবাবপত্রের দোকানের মালিক তার দোকানে রক্ষিত ৫ লক্ষ টাকার আসবাবপত্রের জন্য ২ লক্ষ টাকার একটি অগ্নিবিমাপত্র গ্রহণ করেন। সম্প্রতি আগুন লেগে উক্ত দোকানের ১ লক্ষ ৫০ হাজার টাকার সমমূল্যের আসবাবপত্র নষ্ট হয়। তিনি বিমা প্রতিষ্ঠানের কাছে সম্পূর্ণ ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করলে বিমা প্রতিষ্ঠানটি তার দাবি প্রত্যাখ্যান করে এবং গড়পড়তা হারে ক্ষতিপূরণের প্রতিশ্র“তি দেয়।
ক. ঘোষণাযুক্ত বিমাপত্র কী? ১
খ. ‘অগ্নিবিমা ক্ষতিপূরণের চুক্তি’-ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত জনাব নিশানের প্রাপ্তব্য প্রকৃত বিমা দাবির পরিমাণ নিরূপণ করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত বিমা কোম্পানি কর্তৃক গড়পড়তা হারে ক্ষতিপূরণ প্রদান কতটা যৌক্তিক? বিমার ধরন বিবেচনায় তোমার মতামত দাও। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।