ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ১৭-১৯ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
সকল বোর্ডের শীর্ষস্থানীয় কলেজের ২০১৭ সালের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র
১৭. রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
ক-বিভাগ : ব্যাংকিং
১. শাপলা ব্যাংক বৈদেশিক বাণিজ্যে প্রত্যয়পত্র ইস্যু করে, বিনিময় হার নির্ধারণ করে বৈদেশিক দেনা পাওনা নিষ্পত্তির ব্যবস্থা করে। এছাড়াও দীর্ঘমেয়াদে ঋণ দেয়, বিনিয়োগ করে এবং শেয়ার-এর অবলেখকের দায়িত্ব পালন করে থাকে। কিন্তু বর্তমানে ব্যাংকটি আগের মত তাদের কার্যক্রম সম্পাদন করতে পারছে না। তাই দোয়েল ব্যাংক শাপলা ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের নিয়ন্ত্রণভার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।
ক. স্বায়ত্তশাসিত ব্যাংক কী? ১
খ. ব্যাসেল ২ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়? ২
গ. শাপলা ব্যাংক কাজের ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. শাপলা ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে দোয়েল ব্যাংক কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে? বর্ণনা করো। ৪
২. বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষার দায়িত্বপ্রাপ্ত একটি আর্থিক প্রতিষ্ঠান। সম্প্রতি দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়ে ব্যাংকটি তার সুদের হার ৫% থেকে বৃদ্ধি করে ৬% এ উন্নীত করে। তবু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় ব্যাংকটি ঋণ প্রদানের ক্ষেত্রে কতগুলো খাত সুনির্দিষ্ট করে দেয়। এতে ঋণ সরবরাহ স্থিতিশীল হয়।
ক. নিকাশ ঘর কী? ১
খ. কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? ২
গ. বাংলাদেশ ব্যাংক প্রথম অবস্থায় ঋণ নিয়ন্ত্রণের কোন ধরনের সংখ্যাÍক পদ্ধতি ব্যবহার করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ কতটুকু যৌক্তিক? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও। ৪
৩. রনি তার ব্যাংকে ৫,০০,০০০ টাকা জমাদান করেন। তার ব্যাংক ঐ অর্থ হতে বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি ১০% রেখে অবশিষ্ট অর্থ জনিকে ঋণ আমানতি হিসাবের মাধ্যমে ঋণ প্রদান করে। জনির অর্থের ১০% জমা রেখে ব্যাংক অবশিষ্ট টাকা রকিকে ঋণ আমানতি হিসাবের মাধ্যমে প্রদাণ করা হলো।
ক. ব্যাংকের তারল্যনীতি কাকে বলে? ১
খ. বাণিজ্যিক ব্যাংককে কেন অর্থনীতির চালিকাশক্তি বলা হয়? ২
গ. উদ্দীপকে উলিখিত ঘটনাটিতে কীভাবে ঋণ আমানত সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত প্রক্রিয়ার সৃষ্ট প্রক্রিয়াটি একটি উদ্বৃত্তপত্রের মাধ্যমে প্রকাশ করো। ৪
৪.
স্ট্যাম্প ঢণত কম্পিউটার
বাংলা বাজার, ঢাকা তারিখ ১১-০৪-২০১৭
১০,০০০ টাকা
অদ্য ২২-০৭-২০১৭ তারিখে মি. হাসানকে বা তার আদেশ অনুসারে প্রাপ্ত মূল্যের বিনিময়ে দশ হাজার টাকা প্রদান করুন।
মি. মামুন
ক. হস্তান্তরযোগ্য ঋণের দলিল কী? ১
খ. ব্যাংক ড্রাফট পে-অর্ডার হতে ভিন্ন কীভাবে? ২
গ. উদ্দীপকে জনাব হাসান কোন পক্ষ? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে প্রদর্শিত দলিলটি কোন ধরনের দলিল? এর সাথে জড়িত পক্ষগুলো ব্যাখ্যা করো। ৪
৫. জনাব রায়হান তৈরি পোশাক রপ্তানি করেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মি. জন কে ১০ লক্ষ টাকার তৈরি পোশাক রপ্তানি করেছেন। এর জন্য তিনি গোল্ডম্যান ব্যাংকের মাধ্যমে অর্থ প্রাপ্তির নিশ্চয়তাস্বরূপ প্রত্যয়পত্র গ্রহণ করেছেন। পোশাক রপ্তানির পূর্বে ডলার-এর মূল্য বেশি থাকলেও পরবর্তীতে তা হ্রাস পায়। জনাব রায়হান খোঁজ নিয়ে জানতে পারেন, আমদানি কমে যাওয়ায় ডলারের চাহিদা হ্রাস পেয়েছে, এতে জনাব রায়হান আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
ক. ভাসমান মুদ্রা কী? ১
খ. মেয়াদপূর্তির পূর্বেই প্রাপ্ত বিল বিক্রয় করাকে কী বলে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে জনাব রায়হান কোন ধরনের প্রত্যয়পত্র পেয়েছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে নির্দেশিত বৈদেশিক বিনিময় হার নির্ধারণ পদ্ধতি কতটুকু যৌক্তিক বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো। ৪
৬. একটি ব্যাংক তাদের অন্যান্য উৎস হতে সংগ্রহীত অর্থ থেকে গ্রাহকদের স্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ প্রদান করে। এই বছর ব্যাংকটি ২০০ কোটি টাকা মুনাফা অর্জন করে। এ থেকে আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে ৪০ কোটি টাকা একটি তহবিলে জমা রাখে।
ক. লিয়েন কী? ১
খ. ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংক কেন জামানত রাখে? ২
গ. উদ্দীপকে ব্যাংকটি কোন ধরনের ঋণ প্রদান করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত মুনাফার একটি অংশ ব্যাংকের কোন ধরনের উৎস হিসেবে বিবেচিত? ব্যাখ্যা করো। ৪
৭. জনাব শাবাব একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তার সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রাখার জন্য হিসাব খুললে ব্যাংক তাকে একটি চেক বই ইস্যু করে। তিনি আরও সহজে বহনযোগ্য ও নিরাপদ কিছু দাবি করেন। ব্যাংক তাকে চাহিদামত জিনিসটি সরবরাহ করে।
ক. বিনিময় হার কী? ১
খ. চেকের প্রস্তুতকারীকে কী বলে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে জনাব শাবাব কোন ধরনের ব্যাংক হিসাব খুললেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যাংক জনাব শাবাবকে যে জিনিসটি দিলেন তা চেকের থেকেও নিরাপদ কেন? ব্যাখ্যা করো। ৪
খ-বিভাগ : বিমা
৮. সুতার ব্যবসায়ী তারেক সুতার গুদাম বিমা করেছিল। সুতার পরিমাণ সঠিকভাবে উলেখ না করায় বিমা কোম্পানি তার বিমা চুক্তি বাতিল করেছে। অন্যদিকে রাসেল ১৫ বছর মেয়াদি ১০,০০,০০০ টাকার একটি জীবন বিমা গ্রহণ করে। ১ বছর ৫ মাস পর যখন রাসেল বিমার কিস্তি দিতে অপারগতা প্রকাশ করে তখন কোম্পানি তাকে কোন অর্থ দেয়নি। এমতাবস্থয় রাসেল খুবই মর্মাহত হলেন।
ক. শস্য বিমা কাকে বলে? ১
খ. প্রত্যক্ষ কারণের নীতি কী? ব্যাখ্যা করো। ২
গ. বিমা কোম্পানি কেন বিমাচুক্তি বাতিল করেছে? বিমার মূলনীতির ওপর ভিত্তি করে ব্যাখ্যা করো। ৩
ঘ. রাসেল বিমা কোম্পানি হতে কোন অর্থ না পাওয়ার কারণ কী? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৪
৯. জনাব শওকত জাতিসংঘের শান্তি মিশনে যোগদানের জন্য জাপান যাচ্ছেন। দেশ ত্যাগের পূর্বে তিনি নিজের জন্য একটি জীবন বিমা করেন। ১ বছর অতিক্রম হওয়ার পর তিনি তার বিমাটি পুনরায় নবায়ন করেন। অন্যদিকে তার বন্ধু জনাব সারওয়ার ১০০ কোটি টাকা মূল্যের জাহাজের জন্য মডার্ন ইস্যুরেন্স কোম্পানির নিকট থেকে একটি বিমা পলিসি সংগ্রহ করেন। মডার্ন ইন্সুরেন্স কোম্পানি উক্ত জাহাজের জন্য আবার জনতা ইন্সুরেন্স কোম্পানির নিকট থেকে ভিন্ন একটি বিমা পলিসি গ্রহণ করে।
ক. ফটকা ঝুঁকি কাকে বলে? ১
খ. কোন ধরনের জীবনবিমাপত্রে মৃত্যু ও মেয়াদপূর্তি উভয় ক্ষেত্রেই বিমাদাবি পরিশোধিত হয়? ব্যাখ্যা করো। ২
গ. জনাব শওকত কোন ধরনের জীবনবিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘জনতা ইন্সুরেন্স-এর নিকট বিমা করায় মডার্ন ইন্সুরেন্স কোম্পানির ঝুঁকি কমবে’-তুমি কি এই উক্তি সমর্থন করো? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও। ৪
১০. পূরবি শিপিং কোম্পানি মংলা বন্দর থেকে চীনের সেনছেন বন্দরে নির্দিষ্ট পথের জন্য প্রত্যাশা বিমা কোম্পানির নিকট হতে একটি বিমাপত্র গ্রহণ করেন। কিন্তু যাত্রাকালে জাহাজের নাবিক ভুলক্রমে ভিন্ন পথে যাত্রা করে। এক সময় সমুদ্রের গভীরে নিমজ্জিত হিমবাহে ধাক্কা লেগে জাহাজটি অচল হয়ে পড়ে। বিমা কোম্পাানির নিকট ক্ষতিপূরণ দাবি করলে তা প্রত্যাখ্যাত হয়।
ক. প্রিমিয়াম কাকে বলে? ১
খ. বিমাযোগ্য স্বার্থ বিমা ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত বিমাপত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কোম্পানি কর্তৃক বিমা দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
১১. এনার্জি প্যাক লি. তাদের কারখানার ১ কোটি টাকার যন্ত্রপাতির জন্য ৭০ লক্ষ টাকার অগ্নিম বিমাপত্র গ্রহণ করেন। কারখানায় আগুন লেগে তাদের সমস্ত যন্ত্রপাতি পুড়ে যায়। তখন যন্ত্রপাতিটির বাজার মূল্য ছিল ৮০ লক্ষ টাকা। প্রতিষ্ঠানটি বিমা কোম্পানির কাছে ৮০ লক্ষ টাকা বিমাদাবি করেন।
ক. অগ্নিজনিত ক্ষতি কী? ১
খ. সম্পত্তির দাহ্য প্রকৃতি থেকে অগ্নিবিমায় কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। ২
গ. এনার্জি প্যাক লি. অগ্নিবিমার কোন ধরনরে পলিসি গ্রহণ করেছে? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৩
ঘ. এনার্জি প্যাক লি. কি বিমা কোম্পানি থেকে ৮০ লক্ষ টাকার ক্ষতিপূরণ পাবে? যুক্তসহ ব্যাখ্যা করো। ৪
১৮. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
ক-বিভাগ : ব্যাংকিং
১. ফাতেমা বেগম একজন পাইকারি ব্যবসায়ী। প্রতিনিয়ত তাকে দেশের বিভিন্ন অঞ্চলে অর্থ স্থানান্তর করতে হয়। অনলাইন ও মোবাইল ব্যাংকিং সুবিধা থাকায় ফাতেমা ‘সুরমা ব্যাংকে’ হিসাব খুলেছে। এছাড়া বিভিন্ন স্কীম সুবিধা ও অর্থ লেনদেনে কার্ড ব্যবহার করতে পারায় ফাতেমা খুব সন্তুষ্ট। অন্যদিকে প্রতিযোগী ব্যবসায়ী দিপা খন্দকার ‘শাপলা ব্যাংকে’ হিসাব পরিচালনা করছে যা লেনদেনে অত্যন্ত ধীর গতি সম্পন্ন কিন্তু পর্যাপ্ত ঋণ সুবিধা ও আর্থিক সংকট না থাকায় দিপা খন্দকার ব্যাংকটির পরিবর্তন করতে চাচ্ছে না।
ক. ব্যাংক নোট কী? ১
খ. ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ২
গ. ফাতেমার ব্যাংক কোন নীতির জন্য গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. দিপা খন্দকারের ব্যাংক পরিবর্তন না করার সিদ্ধান্ত কতটা যৌক্তিক বিশ্লেষণ করো। ৪
২. জনাব আকবর বাংলাদেশের অন্যতম ব্যাংকিং ব্যক্তিত্ব ছিলেন। তার জীবদ্দশায় নিজের গড়া ওয়েস্টল্যান্ড ব্যাংকিং কর্পোরেশন দেশের অনেকগুলো ছোট ব্যাংকের শেয়ার কিনে নিয়ন্ত্রণ নেয় এবং দেশের ব্যাংকিং জগতের অন্যতম সেরা প্রতিষ্ঠানের মর্যাদা পায়। পরবর্তীতে জনাব আকবর না থাকা অবস্থায় ব্যাংকটি আগ্রাসী ব্যাংকিং নীতি ও কার্যক্রম গ্রহণ করে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্যাংকের অফিস প্রতিষ্ঠা করা হয়। কিন্তু কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপে প্রতিষ্ঠানটি হিমশিম খাচ্ছে।
ক. মার্চেন্ট ব্যাংক কী? ১
খ. ব্যাংককে অর্থনীতির চালিকাশক্তি বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে কর্পোরেশনটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিভিন্ন স্থানে অফিস সম্বলিত ব্যাংকিং ব্যবস্থায় নিয়ন্ত্রণের অপরিহার্যতা যে গুরুত্বপূর্ণ তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
৩. মিসেস ইশরাত একজন স্বল্প আয়ের চাকরিজীবী। তিনি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে আগ্রহী। এজন্য ‘মদিনা ব্যাংককে’ একট হিসাবও খোলেন। কিন্তু কোনভাবেই সেখানে সঞ্চয় করতে পারছে না। মাঝে মাঝে যা সঞ্চয় করেন তা আবার উঠিয়ে নেন। এক সহকর্মীর পরামর্শে তিনি ঐ ব্যাংকে ১০ বছর মেয়াদি আরেকটি হিসাব খোলেন। সেখানে তিনি প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেন। এখন তিনি একটু কষ্ট করে হলেও সঞ্চয় করতে পারছেন।
ক. কণঈ ফর্ম কী? ১
খ. হিসাব খুলতে নমিনির প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. মিসেস ইশরাত প্রথমে কী হিসাব খুলেছিলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. মিসেস ইশরাত পরবর্তীতে কি হিসাব খুললেন? “এখন তিনি একটু কষ্ট হলেও সঞ্চয় করতে পারছেন” উক্তিটি ব্যাখ্যা করো। ৪
৪. জনাব আফজাল একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়িক প্রয়োজনে মাঝে মাঝে বাকিতে লেনদেন করেন। লেনদেনকৃত বাকির টাকা পরবর্তীতে নগদে ও চেকের মাধ্যমে সংগ্রহ করেন। সম্প্রতি তিনি দুটি চেকের টাকা জনাব রাকিবের নিকট থেকে পেয়েছেন। জনাব আফজাল ‘প্রত্যাশা ব্যাংকে’ লেনদেন করেন। কিন্তু তিনি চেক পেয়েছেন দুটি ভিন্ন ব্যাংকের নামে। একটি চেক ‘প্রত্যাশা ব্যাংকের’ অনুকুলে আরেকটি ‘মদিনা ব্যাংকের’ অনুকুলে। ব্যাংক তাৎক্ষণিকভাবে একটি চেকের টাকা পরিশোধ করলেও অন্যটির জন্য তিন দিন সময় চাইলো।
ক. চেকের অনুমোদন কাকে বলে? ১
খ. ‘দাগকাটা চেক অধিক নিরাপদ’ কেন? ২
গ. প্রত্যাশা ব্যাংক জনাব আফজালকে কোন চেকের টাকা পরিশোধ করলো এবং কেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. অন্য চেকটির টাকা পরিশোধে তিন দিন সময় লাগার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৫. জনাব আসিফ ও জনাব ফাহিম বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এম বি এ পাস করে বের হয়েছেন। সম্প্রতি আসিফ অ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন, যেটি দেশের মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা ও ঋণ নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট। অন্যদিকে জনাব ফাহিম ‘ই’ ব্যাংকের সিনিয়র অফিসার পদে যোগদান করেন, যেটি জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং প্রয়োজনে ঋণদানের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য প্রত্যাশিত মুনাফা অর্জন নিশ্চিত করে। কার্যাবলি ভিন্ন হলেও ফাহিমের কর্মরত ব্যাংককে আসিফের কর্মরত ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকতে হয়।
ক. ই-ব্যাংকিং কী? ১
খ. গারনিশি আদেশ মান্য করা ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। ২
গ. কার্যাবলির ভিত্তিতে জনাব আসিফের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. ফাহিমের কর্মরত ব্যাংককে আসিফের কর্মরত ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৬. মারিয়া একটি ফ্যাশন হাউজ দিতে ১০ লক্ষ টাকার প্রয়োজন পড়লে নিকটস্থ একটি ব্যাংকের দ্বারস্থ হয়। ব্যাংকটি তাকে স্থায়ী সম্পত্তি বন্ধক রেখে ঋণ দিতে স্বীকৃতি জানায় এবং আরও জানায় সমস্ত টাকার ওপর সুদ দিতে হবে। স্থায়ী সম্পত্তি না থাকার দরুণ মারিয়া তার শিল্পপতি চাচার ঋণ ফেরতের নিশ্চয়তা সাপেক্ষে ঋণ নিতে সমর্থ হয়।
ক. পূর্বস্বত্ব কী? ১
খ. আমানত ও জামানত কী একই? ব্যাখ্যা করো। ২
গ. ব্যাংক মারিয়াকে কোন ধরনের ঋণ দিতে স্বীকৃতি জানায়? ৩
ঘ. উদ্দীপকে মারিয়া যে জামানত দিতে সমর্থ হয় তা ব্যাংকের গ্রহণ করা যুক্তিযুক্ত কী? মতামত দাও। ৪
৭. বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় বিশ্বজুড়ে বড় ব্যবসায়। বাংলাদেশের ২০০৫ সালের মে মাসের পূর্ব পর্যন্ত বৈদেশিক বিভিন্ন মুদ্রার সাথে টাকার বিনিময় হার সরকার নির্ধারণ করে দিত। এতে দেশের মুদ্রার প্রকৃত মান নিয়ে সর্বমহলে সংশয় বিরাজ করত। এরপর এ পদ্ধতির অবসান ঘটে। এখন আমাদের টাকার মূল্যমান বিদেশি মুদ্রার সাথে প্রতিযোগিতার মাধ্যমে নির্ণীত হয়। এমতাবস্থায় দুটি দেশের নানান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মুদ্রা ব্যবসায়ীরা চুটিয়ে ব্যবসা করেন।
ক. ভাসমান মুদ্রা কী? ১
খ. বিদেশে অর্থ প্রেরণে অঞগ কার্ডের ব্যবহার লেখ। ২
গ. উদ্দীপকে বর্ণনা অনুযায়ী বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশের মুদ্রা কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. মুদ্রা ব্যবাসয়ীরা চুটিয়ে ব্যবসা করতে পারবে এর যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
খ-বিভাগ : বিমা
৮. ঢাকার কবির চট্টগ্রাম বন্দর ব্যবহার করে জাপান থেকে অটোমোবাইল যন্ত্রাংশ আমদানি করেন। সমুদ্রপথে ঝড়ঝঞ্ঝা, বজ্রপাত, জলদস্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি মডার্ন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ১৫ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের শর্তে প্রতিবছর ১.৫ লক্ষ টাকা প্রিমিয়ামের বিনিময়ে একটি বিমাচুক্তি সম্পন্ন করেন। বিমাচুক্তি সম্পন্ন হওয়ার পূর্বেই কবিরের পণ্য পরিবহনকৃত জাহাজ বরফের সাথে ধাক্কা লেগে প্রায় ১৫ লক্ষ টাকার পণ্য নষ্ট হয়ে যায়।
ক. জীবন বিমা কর্পোরেশন কী? ১
খ. বিমাকে সদ্বিশ্বাসের চুক্তি বলা হয় কেন? ২
গ. কবির কোন ধরনের বিমা গ্রহণ করেছিলেন? বর্ণনা করো। ৩
ঘ. কবির কী বিমাকারির নিকট থেকে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৯. জনাব লিয়াকত একটা জীবন বিমাপত্র খুলেছিলেন আজ থেকে ৩০ বছর আগে। প্রিমিয়াম দিয়ে চলেছেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রিমিয়াম দিয়ে যেতে হবে। এখন আর সেটা চালাতে পারছেন না। তিনি বিমা কর্মকর্তার সাথে দেখা করলেন। কর্মকর্তা বললেন, কিছু টাকা নিয়ে চলে যান। আপনাকে আর প্রিমিয়াম দিতে হবেনা। তিনি মনে মনে কষ্ট পাচ্ছেন।
ক. সাময়িক বিমাপত্র কী? ১
খ. মৃত্যুহার পঞ্জি বলতে কী বোঝায়? ২
গ. জনাব লিয়াকত কোন ধরনের বিমাপত্র সংগ্রহ করেছেন তা ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কর্মকর্তা জনাব লিয়াকতকে যে পরামর্শ দিয়েছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
১০. এমভি মুসা নামের একটি জাহাজ মালামাল নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা মার্চ মাসের ২৫ তারিখ থাকলেও জাহাজটি এপ্রিল মাসের ৫ তারিখে যাত্রা শুরু করে। জাহাজটি কলকাতা বন্দরের কাছাকাছি পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়। জাহাজটি বিমা করা থাকায় জাহাজের মালিক মি. আসিফ ক্ষতির হাত থেকে রক্ষা পান।
ক. বিশেষ আংশিক ক্ষতি কয় ধরনের? ১
খ. সামগ্রিক ক্ষতি কীভাবে পরিমাপ করা হয়? ২
গ. মি. আসিফ কোন ধরনের নৌবিমাপত্র গ্রহণ করেছিলেন? ৩
ঘ. জাহাজটি সময় পরিবর্তন করায় নৌ বিমায় কোন ধরনের শর্ত ভঙ্গ হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
১১. মি. আজাদ একজন প্রতিষ্ঠিত এলপি গ্যাস ব্যবসায়ী। ঝুঁকি কমাতে তিনি তার সকল সম্পদ ৪০ লাখ টাকার পণ্যের বিপরীতে বিমা করেছেন। বিমাকারী তার ঝুঁকি কমাতে অন্য একটি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডে মি. আজাদের ৩০ লাখ টাকার সম্পদ সম্পূর্ণ ভস্মীভ‚ত হয়। তিনি তার বিমাকারির কাছে দাবি পেশ করেছেন।
ক. অগ্নিজনিত ঝুঁকি কী? ১
খ. প্রত্যক্ষ কারণ নীতি কাকে বলে? ব্যাখ্যা করো। ২
গ. মি. আজাদের বিমাকারী বিমাকৃত বিষয়বস্তুর ওপর কীরূপ বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. আজাদ কি বিমাকারির নিকট হতে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন? যুক্তি দাও। ৪
১৯. ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
ক-বিভাগ : ব্যাংকিং
১. পদ্মা ব্যাংক ও সুরমা ব্যাংক বাংলাদেশের অন্যতম দুটি ব্যাংক। পদ্মা ব্যাংক লি. দেশ-বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে সুরমা ব্যাংক একটি অফিসের মাধ্যমে সকল কার্যক্রম দেশেই পরিচালনা করে। উভয় ব্যাংকই স্ব স্ব উদ্দেশ্য অর্জনে সফলতা লাভ করছে।
ক. গারনিশি আদেশ কী? ১
খ. ব্যাসেল-২ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের সুরমা ব্যাংক লি. সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের ব্যাংক দুটির মধ্যে কোন ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভ‚মিকা পালন করছে বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
২. দেশের দ্রব্যমূল্য দিন দিন বেড়েই চলছে। এতে বাংলাদেশ ব্যাংক উদ্বিগ্ন হয়ে একটি সার্কুলার জারি করে। সেখানে উলেখ করা হয় এখন থেকে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ঋণ নিতে হলে ১% অধিক হারে সুদ দিতে হবে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর পর্যাপ্ত তারল্য থাকায় এতে কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক অন্য সার্কুলার ব্যাংকগুলোর জমার হার ১.৫% বৃদ্ধি করে। এ সিদ্ধান্তে সব ব্যাংক সহযোগিতা করলেও গোমতী ব্যাংক এড়িয়ে যায়। বিষয়টি অনুসন্ধানে ধরা পড়লে বাংলাদেশ ব্যাংক তাদের ঋণ সুবিধা স্থগিত করে।
ক. নিকাশ ঘর কী? ১
খ. কোন ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় এবং কেন? ২
গ. বাংলাদেশ ব্যাংকের প্রথম সার্কুলার ঋণ নিয়ন্ত্রণের কোন কৌশলের সাথে সঙ্গতিপূর্ণ বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো। ৩
ঘ. ঋণ নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় সার্কুলার এবং তৎপরবর্তী কার্যক্রম কি ফলপ্রসূ হবে বলে তুমি মনে করো? যুক্তি দাও। ৪
৩. চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ী মি. রিজুর তিস্তা ব্যাংক লি.-এর আগ্রাবাদ শাখায় একটি হিসাব আছে। তিনি একটি পোশাক শিল্প স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন এবং অর্থ সংগ্রহের লক্ষ্যে তিস্তা ব্যাংক লি.-এর নিকট দশ বছরের জন্য ৬০ লক্ষ টাকা ঋণের আবেদন করলে তা প্রদানে ব্যাংক তাদের সীমাবদ্ধতার কথা জানায়। এতে তিনি ব্যাংকটির ওপর ক্ষুব্ধ হন এবং অন্য একটি ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন।
ক. বিধিবদ্ধ সঞ্চিতি কী? ১
খ. ‘মুনাফা’ অর্জন করাই বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করো। ২
গ. কোন নীতি লঙ্ঘিত হওয়ার আশঙ্কায় তিস্তা ব্যাংক লি. মি. রিজুকে ঋণ প্রদানের অসম্মতি জানায় বলে তোমার মনে হয়? উত্তরের পক্ষে যুক্তি দাও। ৩
ঘ. তিস্তা ব্যাংক লি. কর্তৃক মি. রিজুকে দশ বছর মেয়াদি ঋণ প্রদানে অপারগতা কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে করো? মতামত দাও। ৪
৪. মি. সৈকত তার দেনাদার মি. মাসুদ বরাবর ৩০,০০০ টাকার একটি দলিল তৈরি করতে গিয়ে লিখলেন, ‘অদ্য থেকে ১ মাস পরে আপনার কাছে বিক্রিত পণ্যের মূল্য বাবদ মি. কায়েসকে অথবা তার আদেশানুসারে ৩০,০০০ টাকা প্রদান করুন।’ তৈরির পর তিনি মি. মাসুদের নিকট দলিলটি পাঠিয়ে দিয়ে তাতে স্বীকৃতিসূচক স্বাক্ষর গ্রহণ করলেন এবং মি. কায়েসকে দিলেন। মি. কায়েস যথারীতি পিছনে স্বাক্ষর করে তা জনাব লিটনকে প্রদান করলেন। জনাব লিটন তা তার ব্যাংক থেকে বাট্টাকরণ করতে চাইছেন।
ক. হস্তান্তরযোগ্য দলিল কী? ১
খ. ২ টাকাকে কেন সরকারি নোট বলা হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে মি. কায়েস হস্তান্তরযোগ্য দলিলের কোন পক্ষ? মতামত দাও। ৩
ঘ. জনাব লিটনের নাম দলিলের উপরিভাগে না থাকার পরও ব্যাংক কী দলিলটি বাট্টাকরণ করবে? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। ৪
৫. মিসেস মিনা একজন চাকরিজীবী। তিনি সকালবেলা বাসা থেকে বের হবার পূর্বে ১০,০০০ টাকর একটি চেক প্রস্তুত করে সেটি কাজের বুয়ার কাছে দিলেন এবং দুপুরে তার ছেলে বাসায় ফিরলে সেটি তাকে দেবার নির্দেশ দেন। কিন্তু কাজের বুয়া চেকটি নিয়ে ব্যাংকে গিয়ে নিজেই টাকা তুলে পালিয়ে যায়।
ক. প্রমিসরি নোট কী? ১
খ. লভ্যাংশ ওয়ারেন্ট বলতে কী বোঝায়? ২
গ. মিসেস মিনার প্রস্তুতকৃত চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. মিসেস মিনা উদ্ভুত পরিস্থিতি কীভাবে পরিহার করতে পারতেন বলে তোমার মনে হয়? মতামত দাও। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৬. সফল ব্যবসায়ী হিসাবে মি. আজাদ চট্টগ্রামে বেশ পরিচিত। তার সততা, ব্যাংকের সাথে লেনদেন, সচ্ছলতা ও সুনাম-এর কারণে একটি ব্যাংক তার আবেদনের প্রেক্ষিতে বড় অংকের অর্থ নিশ্চিন্তে ঋণ মঞ্জুর করে। অন্যদিকে মি. কাজল আরেকজন ব্যবসায়ী। তার সদ্য প্রতিষ্ঠিত ব্যবসায়ের জন্য ব্যাংক ঋণ আবেদন করে। এক্ষেত্রে মি. রানা নামের আরেকজন ব্যবসায়ী গ্যারান্টার হয়। কিন্তু উক্ত ব্যাংকে মি. কাজল-এর দোকান ঘর জামানত হিসাবে রাখতে চায়।
ক. স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা কী? ১
খ. ঋণ সুবিধা সম্বলিত ইলেকট্রনিক কার্ড বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের মি. আজাদ-এর ব্যাংকটি কোন ধরনের জামানতের বিপক্ষে ঋণ দিয়েছে বলে তোমার মনে হয়? মতামত দাও। ৩
ঘ. মি. কাজল-এর ক্ষেত্রে ব্যাংক যে ধরনের জামানত চাচ্ছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
৭. মুরাদ সাহেব বাংলাদেশে ৩ কেজি চাল কিনতে ৭৮ টাকা খরচ করেন। ঠিক একই মানের ৩ কেজি চাল কিনতে যুক্তরাষ্ট্রে তার প্রবাসী ভাই খরচ করেন ১ ডলার। এক্ষেত্রে টাকা ও ডলারের বিনিময় হার ৭৮ ঃ ১। অপরদিকে নিচের চিত্রের মাধ্যমেও বিনিময় হার নির্ধারণ দেখানো যায়।
ক. ফোরফেটিং কী? ১
খ. রেমিটেন্স বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের চিত্রে বিনিময় হার নির্ধারণের কোন পদ্ধতি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে উদ্দীপকে বর্ণিত পদ্ধতিগুলোর মধ্যে কোনটি বেশি কার্যকর বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
খ-বিভাগ : বিমা
৮. মি. শাহরুখ তার ব্যক্তিগত গাড়ির জন্য বিশ লক্ষ টাকার বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। মি. শাহরুখ বিমা দাবি পেশ করার কিছুদিনের মধ্যে বিমা প্রতিষ্ঠানটি দাবিকৃত ক্ষতিপূরণ প্রদান করে। এদিকে ক্ষতিগ্রস্ত গাড়িটি যশোরের একজন ব্যবসায়ী বিশ হাজার টাকায় কিনেন। গাড়ি বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ মি. শাহরুখ দাবি করলে বিমা প্রতিষ্ঠানটি উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানায়।
ক. বিমা কী? ১
খ. নিয়ন্ত্রণ অযোগ্য ঝুঁকি বলতে কী বোঝায়। ২
গ. উদ্দীপকের মি. শাহরুখ কোন নীতির আওতায় বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ লাভ করেছেন? তোমার মতামত দাও। ৩
ঘ. বিমা প্রতিষ্ঠান কর্তৃক মি. শাহরুখ সর্বশেষ দাবি পূরণ না করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৯. মি. মারজুক একজন সরকারি চাকরিজীবী ছিলেন। প্রতি মাসে তার বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জীবন বিমার প্রিমিয়াম হিসেবে কেটে রাখা হতো। চাকরিতে যোগদানের বিশ বছর পর তিনি হঠাৎ করেই একদিন মারা যান। পরবর্তীতে তার ছেলে ও মেয়ের বিমা দাবির টাকা আদায় করতে গেলে বিমা কোম্পানি ছেলেকে টাকা না দিয়ে তার মেয়েকে টাকা প্রদান করে।
ক. আজীবন বিমাপত্র কী? ১
খ. বোনাস বলতে কী বোঝায়? ২
গ. মি. মারজুক কোন ধরনের জীবন বিমা করেছিলেন? মতামত দাও। ৩
ঘ. বিমা কোম্পানি বিমা দাবির টাকা মি. মারজুক সাহেবের ছেলেকে প্রদান না করে তার মেয়েকে প্রদান করার কারণ কী বলে তোমার মনে হয়? যুক্তি দাও। ৪
- HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- (১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- (১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- (PDF ১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর
১০. বার্জার পেইন্টস সুইডেন থেকে নদীপথে ৮ কোটি টাকার কেমিক্যাল আমদানির প্রাক্কালে বিমাচুক্তি গ্রহণ করেন এবং এ প্রেক্ষিতে ২,০০,০০০ টাকার প্রিমিয়াম প্রদান করেন। পণ্যবাহী জাহাজটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়লে ৩ কোটি টাকার কেমিক্যাল ক্ষতিগ্রস্ত হয়।
ক. যৌথ বিমাপত্র কী? ১
খ. নৌ-বিমার শর্ত বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বার্জার পেইন্টস কোন ধরনের নৌ-বিমাপত্র গ্রহণ করেছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কোম্পানির কাছ থেকে কোম্পানিটি কত টাকা ক্ষতিপূরণ পেতে পারে? যুক্তিসহ তোমার মতামত দাও। ৪
১১. মি. রনির একটি ঔষধ তৈরির কারখানা আছে যেখানে অনেক ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়ে থাকে। সেখান থেকে যে কোনো সময় অগ্নিকাণ্ড ঘটতে পারে ভেবে ক্ষতি সংগঠনের পর ক্ষতির পরিমাণ নির্ণয় করার শর্তে তিনি ৪০ লক্ষ টাকা মূল্যের পণ্যদ্রব্যের বিপরীতে একটি বিমাপত্র গ্রহণ করেন। প্রথম কিস্তির প্রিমিয়াম প্রদানের পরপরই অগ্নিকান্ডে ৩০ লক্ষ টাকা মূল্যের সব পণ্যদ্রব্য ভস্মিভ‚ত হয়ে যায়। তিনি কোম্পানির নিকট ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন।
ক. স্বাস্থ্য বিমা কী? ১
খ. শস্য বিমা কৃষকদের স্বনির্ভরতা অর্জনে সাহায্য করে কীভাবে? ২
গ. মি. রনি কোন প্রকৃতির অগ্নিবিমা পত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. রনি বিমা কোম্পানির নিকট হতে কী পরিমাণ ক্ষতিপূরণ পাবেন? যুক্তিসহ মতামত দাও। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।