ইবাদত: ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC

ইবাদত: ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর – SSC: ইবাদত শব্দটি মূলত আরবী ভাষার শব্দ । ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা, বিনয় প্রকাশ করা, আনুগত্য ও বশ্যতা স্বীকার করা, গোলামী বা দাসত্ব করা ।

নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে ইবাদত অধ্যায়ের অর্ন্তগত কিছু বহু ‍নির্বাচনি প্রশ্ন ও উত্তর (PDF) গুলো নিয়ে আলোচনা করা হলো আমাদের ওয়েব সাইটে । সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

 

ইবাদত- ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর সমুহ:

১। কাকে সাহায্য করলে সম্পর্ক রক্ষা করা ও দান করা দুই-ই অর্জিত হয়?

ক. অতিথিকে

খ.নিকটাআত্মীয়

গ. ইয়াতিমকে

ঘ. প্রতিব্রেশীকে

 

২। সালাত মানুষের কী উপকার করে?

ক. জানান্নামে প্রবেশাধিকার

খ. খারাপ কাজ থেকে দূরে রাখে

গ. সমাজে সম্মান দান করে

ঘ. দীর্ঘায়ু দান করে

 

৩। আল্লাহ তাআলার ইবাদাতের পরে কার স্থান?

ক. শিক্ষকের স্থান

খ. মাতাপিতার স্থান

গ.  মুরব্বিদের স্থান

ঘ. আলিমগণের স্থান

 

৪। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখলে-

i.সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়

ii.ধনসম্পদ বৃদ্ধি পায়

iii. পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধি পায় 

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i ও iii

 

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাওঃ

রফিকুল ইসলাম ফজরের নামাযের জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে গেল। সেখানে সে ইমামকে রুকুতে পেল।

৫। রফিকুল ইসলাম নিয়্যাত করবে –

i.আরবিতে

ii.মাতৃভাষায়

iii. মনে মনে

 

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i ও iii

 

৬। এমতাবস্থায় রফিকুল ইসলাম – 

ক. মনে মনে নিয়্যাত করে রুকূতে যাবে

খ. নিয়ত না করে রুকুতে যাবে

গ. নিয়ত না করে দাঁড়িয়ে থাকবে

ঘ. আরবিতে নিয়্যাত করে রুকুতে যাবে

 

নিচের বর্ণনা থেকে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ

বেলাল মিয়া একজন কর্মকর্তা। তিনি নিয়মিত নামায পড়েন এবং রোযা রাখেন। কিন্তু বাড়তি টাকা না পেলে তিনি তার অফিসে ফাইল ছাড়েন না। দান-খয়রাত এবং নফল ইবাদাত করেন। একজন মুফতি বলেন, বেলালের নামায, রোযা কবুল হবে না।

৭। বেলাল মিয়ার অপরাধ কোনটি?

ক. দায়িত্বে অবহেলা

খ. শৃঙ্খলা ভঙ্গ

গ. ঘুষ গ্রহণ

ঘ. অসদাচরণ

 

৮। বেলাল মিয়ার নামায-রোযা কবুল না হওয়ার কারণ-

i.টাকা ছাড়া ফাইল ছাড়েন না

ii. দান-খয়রাত করেন

iii. নফল ইবাদাত করেন

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i ও iii

 

নিচের অনুচ্ছেদের আলোকে ৯, ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাওঃ 

জনাব হাফিজুর রহমান একজন ধনী ব্যবসায়ী। তিনি অসহায় দরিদ্রদের দান-সাদকা করে থাকেন। তিনি মনে করেন যাকাতের মাধ্যমে যেহেতু দরিদ্রদের সাহায্য করা হয়, সেহেতু দান-সাদকার মাধ্যমে সাহায্য করছি। সুতরাং তাকে আলাদাভাবে যাকাত দেওয়ার প্রয়োজন নেই।

৯। ইসলামের দৃষ্টিতে জনাব হাফিজুর রহমানের এ ধারণা-

ক.  সম্পূর্ণ সঠিক

খ. মোটেও ঠিক নয়

গ.  অবস্থায় পরিপ্রেক্ষিতে সঠিক

ঘ.  আংশিক সঠিক

 

১০। যাকাতের অন্যতম উদ্দেশ্য হল-

i.ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণ

ii. বেকারত্ব দূরীকরণের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নয়ন

iii.  আল­াহ নির্দেশিত পন্থায় গরিবদের অবস্থার পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i,ii ও iii

 

১১।   এক্ষেত্রে জনাব হাফিজুর রহমানের কর্তব্য হল-

i.তিনি বিধি মোতাবেক যাকাত আদায় করবে

ii.বেশি বেশি দান করে যাবেন

iii. বেশি বেশি জনকল্যাণমূলক কাজ করবেন

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i ও iii

 

১২। কোন সূরার শুরু থেকে শেষপর্যন্ত মানুষের ওপর মানুষের অধিকারের কথা বর্ণনা করা হয়েছে?

ক. সূরা নিসা

. সূরা বাকারা

গ. সূরা হাশর

ঘ. সূরা বনী ইসরাইল

 

১৩। কারা আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করবে?

ক.মানুষ

খ. জ্বিন

গ. ফেরেশতা

ঘ. নবী-রাসূলগণ

 

১৪। ‘হাক্কুল ইবাদ’ অর্থ কী?

ক.মানুষের প্রতি আল­াহর অধিকার

খ. মানুষের প্রতি মানুষের অধিকার

গ.মানুষের প্রতি পিতামাতার অধিকার

ঘ.মানুষের প্রতি জীবজন্তুর অধিকার

 

১৫। হাদিস শরীফে অধিকারের দিক দিয়ে প্রতিবেশীকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

ক.পাঁচটি

খ. চারটি

গ. দুটি

ঘ.তিনটি

 

১৬। ‘ইকামাতুস সালাত’ শব্দের অর্থ কী?

ক. সালাত

খ. নিদ্রা যাওয়া

গ. সালাত প্রতিষ্ঠা করা

ঘ. সাক্ষ্য দেওয়া

 

১৭। “সালাত আদায় কর ও  যাকাত দাও।” এটি কার বাণী?

ক. আল্লাহর

খ. হযরত মুহাম্মদ (স.-এর

গ. হযরত ঈসা (আ.-এর

ঘ. হযরত উমর (রা.-এর

 

১৮। “ঈমানদারগণ আল­াহর পথে যুদ্ধ করে”-এটি কোন সূরার আয়াত?                                         

ক. সূরা ইয়াসিন

খ. সূরা বাকারাহ্

গ. সূরা নিসা

ঘ. সূরা তাওবাহ

 

১৯।     মানুষকে প্রধানত কয় ধরনের কর্তব্য পালন করতে হয়?

ক. দু’ধরনের

খ. তিন ধরনের

গ. চারধরনের

ঘ. আট ধরনের

 

২০। ইসলাম সর্বপ্রথম কাকে সম্পত্তিতে অংশীদার করেছে?

ক. পুরুষকে

খ. সন্তানকে

গ. ইয়াতিমকে

ঘ. নারীকে

 

১০
১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০

 

২১।     মুসলমানকে আত্মীয় প্রতিবেশীর কয়টি হক রয়েছে?

ক.একটি

খ. দুটি

গ. তিনটি

ঘ. পাঁচটি

 

২২। ‘হুকুকুল ওয়ালিদায়নে’ অর্থ কী?

ক. আল্লাহর হক

খ. প্রতিবেশীর হক

গ.  আত্মীয়ের অধিকার

ঘ. পিতামাতার অধিকার

২৩। কোন ধর্মে নারীকে পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে?

ক. হিন্দু ধর্মে

খ. ইহুদি ধর্মে

গ. ইসলামে

ঘ. খ্রিস্টান ধর্মে

 

২৪। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য কে নির্দেশ দিয়েছেন?

ক. আল্লাহ

খ. রাসূল (স.

ক্স আল্লাহ ও রাসূল

ঘ. খলিফাগণ

 

২৫। কার পদতলে সন্তানের জান্নাত?

ক্স মায়ের

খ. পিতার

গ. মুরব্বীদের

ঘ. শিক্ষকের

 

২৬। ‘জিহাদ’ অর্থ কী?

ক. সাধনা করা/প্রচেষ্ঠা

খ. যুদ্ধ করা

গ. জ্ঞানার্জন করা

ঘ. বলপ্রয়োগ করা

 

২৭। কাদেরকে শ্রদ্ধা করা ইবাদাতের শামিলা?

ক. পিতামাতাকে

খ.শিক্ষকগণকে

গ. আত্মীয়দেরকে

ঘ. প্রতিবেশীদেরকে 

 

২৮। কোন পাপের জন্য মৃত্যুর পূর্বেই দুনিয়ায় শাস্তি দেওয়া হবে?

ক. শিরক করলে

খ.পিতামাতর অবাধ্য হলে

গ. জীবে দয়া না করলে

ঘ. ঈমান না থাকলে

 

২৯। গুরুত্বের দিক দিয়ে সারাতের পরই কার স্থান?

ক. ঈমান

খ. যাকাত

গ. সাওম

ঘ. হাজ্জ

 

৩০। মাতাপিতার সাথে আচরণাদির কথা কোন সূরায় বলা হয়েছে?

ক. সূরা আল-ইমরানে

খ.সূরা বনী ইসরাইলে

গ. সূরা আল-বাকারায়

ঘ. সূরা আল-হাদীসে

 

৩১। “জ্বীন ও মানবজাতিকে আমি আমার ইবাদাতের জন্য সৃষ্টি করেছি।”-এটি কোন সূরার অন্তর্গত

ক. সূরা আযযারিযাত

খ. সূরা আল-ইমরান

গ. সূরা জুম্আ

ঘ. সূরা আল-বাকারা

 

৩২। ‘যাকাত’ শব্দের অর্থ কোনটি?

ক. ছাদকা

খ. ভিক্ষা

গ. পরিশুদ্ধি

ঘ. দান

 

৩৩। ‘হাক্কুল্লাহ’ অর্থ কী?

ক. মানুষের প্রতি মানুষের অধিকার

খ. মানুষের প্রতি আল­াহর অধিকার

গ. মানুষের প্রতি পিতামাতার অধিকার

ঘ. মানুষের প্রতি জীবজন্তুর অধিকার

 

৩৪। যাকাত আদায় করা কী?

ক. সুন্নাত

খ. ওয়াজিব

গ. মুস্তাহাব

খ. ফরয

 

৩৫। সাওম কার ওপর ফরয?

ক.প্রত্যেক নরনারীর ওপর

খ. ধনী মুসলমানের ওপর

গ. শুধু নারীদের ওপর

ঘ. শুধু পুরুষদের ওপর

 

৩৬। মুসলমানদের জীবনে হাজ্জ্ব কয়বার ফরয?

ক. পাঁচবার

খ. সাতবার

গ.একবার

ঘ. দুবার

 

৩৭। ইবাদাত মানে কী?

ক. উপাসনা করা

খ. গোলামি করা

গ.আনুগত্য করা

ঘ. উপরের সবগুলোই

 

৩৮। আমরা আল­াহর সন্তুষ্টি লাভের আশায় যে ইবাদাত করি তা কত প্রকার?

ক. তিন প্রকার

খ. দু প্রকার

গ. চার প্রকার

ঘ. পাঁচ প্রকার

 

৩৯। যাকাতের আভিধানিক অর্থ কী ?

ক. পবিত্রতা

খ. সম্পদ কম হওয়া

গ. মূল্য বৃদ্ধি

ঘ. ব্যয় করা

 

৪০। মানবজাতি কার প্রতিনিধি?

ক. সরকার প্রধানের

খ. হযরত ইব্রাহিম (আ.-এর

গ. আল­াহ তাআলার

ঘ. হযরত মুহাম্মদ (স.-এর

 

২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫
৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০

 

৪১। সালাত শব্দের অর্থ কী?

ক.দুআ

খ. ইবাদাত

গ. সাওয়াব

ঘ. আশীর্বাদ

 

৪২। কুরআনের কোন সূরায় শুরু থেকে শেষপর্যন্ত প্রায় সব জায়গা জুড়েই মানুষের হকের কথা বর্ণিত হয়েছে?

ক. সূরা আল-ইমরান

খ. সূরা বনী ইসরাইল

গ.সূরা নিসা

ঘ. সূরা ইখলাস

 

৪৩। ‘হাক্কুল ইবাদ’ অর্থ কী?

ক. আল্লাহর হক

খ. গরিব মানুষের হক

গ. রাষ্ট্রপ্রধানের হক

ঘ.বান্দার হক

 

৪৪। জামাআতে সালাত আদায় করলে কত গুণ বেশী সওয়াব পাওয়া যায়?

ক. ১৭ গুণ

ক.২৭ গুণ

গ. ৭০ গুণ

ঘ. ১ লাখ গুণ

 

৪৫। সালাত ইসলামের কততম রুকন?

ক. ২য়

খ. ৩য়

গ. ৪র্থ

ঘ. ৫ ম

 

৪৬। “সালাত আদায় কর ও যাকাত দাও।”-এর পবিত্র নির্দেশ কুরআনের কোন সূরার অন্তগর্ত?

ক. সূরা ফাতিহা

খ. সূরা তাওয়াব

গ. সূরা নূর

ঘ. সূরা লাহাব

 

৪৭। কুরআন মাজীদে সাওমের কয়টি মৌলিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে?

ক. ৩ টি

খ. ৪ টি

গ. ৫ টি

ঘ. ৭ টি

 

৪৮। পূর্ববর্তী সকল উম্মতের ওপর কোন ইবাদাত ফরয ছিল?

ক. জিহাদ

খ. কুরবানি

গ. সাওম

ঘ. যাকাত

 

৪৯। ‘সাওম’ শব্দের অর্থ কী?

ক. দাসত্ব করা

খ.বিরত থাকা

গ. অস্বীকার করা

ঘ. পরোপকার থাক

 

৫০। হাজ্জ কাদের ওপর ফরয নয়?

ক. গরিব লোক

খ. খোঁড়া লোক

গ. ধনী

ঘ. মহিলা 

 

৫১। হাজ্জ ইসলামের কততম রুকন?

ক. ৪র্থ

খ.৫ম

গ. ৩য়

ঘ. ১ম

 

৫২। হাজ্জ অর্থ কী?

ক. বিরত থাকা

খ.সংকল্প করা

গ. প্রার্থনা করা

ঘ. প্রদক্ষিণ করা

 

৫৩। হাজ্জ কাদের ওপর ফরয?

ধনী মুসলমান

খ. গরিব মুসলমান

গ. সকল ধর্মের লোক

ঘ. নারী জাতি

 

৫৪। ‘সাওম আমারই জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব।”-একথা বলা হয়েছে?

ক. কুরআন মাজীদে

খ. হাদিসে কুদসীতে

গ. তানজীমুল আশ্তাত কিতাব

ঘ. শরহে বিকায়া কিতাবে

 

৫৫। জিহাদ কত প্রকার?

ক. ৩ প্রকার

খ.২ প্রকার

গ. ৫ প্রকার

ঘ. ১৩ প্রকার

 

৫৬। “ঈমানদারগণ আল­াহর পথে যুদ্ধ করে, আর কাফিররা শয়তানের পথে যুদ্ধ করে”-এ বাণী পবিত্র করআনের কোন সুরার অন্তগর্ত?

ক. সূরা নিসা

খ. সূরা ইয়াসীন

গ. সূরা ফালাক

ঘ. সূরা নাস

 

৫৭। “তুমি তোমার আত্মীয়দের অধিকার আদায় কর”-একথা কোথায় বলা হয়েছে?

ক. কুরআনে

খ. বুখারী শরীফে

গ. তাফসীরে

ঘ. সুললিম শরীফে

 

৫৮। “মায়ের পদতলে সন্তানের জান্নাত” এটি কার বাণী?

ক. হযরত উমার (রা.-এর

খ. আল­াহর

গ. বড়পীর আব্দুল কাদের জিলানির

ঘ. রাসূলে পাক (স.-এর

 

৫৯। হযরত আবু হানিফার প্রতিবেশী কোন ধর্মের লোক ছিল?

ক্স অগ্নি উপাসক

খ. পেীত্তলিক

গ. কাফির

ঘ. তারকা পূজক

 

৬০। অধিকারের দিক থেকে হাদিস শরীফে প্রতিবেশীকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক্স ৩ ভাগে

খ. ৬ ভাগে

গ. ২ ভাগে

ঘ. ৫ ভাগে

 

৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫
৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০
৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫
৫৬ ৫৭ ৫৮ ৫৯ ৬০

 

৬১। ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।”-একথা কে বলেছেন?

ক. উমার (রা.

খ. আবু বকর (রা.

গ. রাসূল (স.

ঘ. আল্লহ তাআলা

 

৬২। নিকটাত্মীয়কে অর্থ দান করলে এক সাথে কয়টি কাজ হয়?

ক. ৩টি

ক.২টি

গ. ৪টি

ঘ. ৫টি

 

৬৩। যে ব্যক্তি ক্ষুধার্ত অন্নদান করে, আল­াহ তাকে জান্নাতে কী খাওয়াবেন?

ক. ফল

খ. সুন্নাত

গ. আঙ্গুর

ঘ. মুস্তাবাহ

 

৬৪। প্রয়োজনীয় বিদ্যা শিক্ষা করা নরনারী উভয়েই ওপরই-

ক. ফরয

খ. সুন্নাত

গ. মুবাহ

ঘ. মুস্তাহাব

 

৬৫। নারীর অধিকার সম্পর্কে আল­াহ কুরআনের কোন সূরা অবতীর্ণ করেছেন?

ক. সূরা আল-ইমরান

খ. সূরা বাকারা

গ. সূরা নিসা

ঘ. সূরা হাশর

 

৬৬। দুনিয়ার আদি পুরুষ কে?

ক. হযরত নূহ্ (আ.

খ. হযরত ইব্রাহিম (আ.

গ. হযরত আবু বকর (রা.

ঘ. হযরত উমার (রা.

 

৬৭। কে যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন?

ক. হযরত আলী (রা.

খ. হযরত উসমান (রা.

গ. হযরত আবুকর (রা)

ঘ. সুলায়মান (রা.

 

৬৮। মানুষের সবচেয়ে আপনজন কে?

পিতামাতা

খ. স্বামী

গ. স্ত্রী

ঘ. বন্ধু

 

৬৯। “শ্রমিকদের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে যাও”-কার বাণী?

ক. আল্লাহর

খ.মহানবী (স.-এর

গ. হযরত আবু বকর (রা.-এর

ঘ. হযরত উমার (রা.

 

৭০। মুসলিম প্রতিবেশীর হক কয়টি?

ক. তিনটি

খ.দুটি

গ. চারটি

ঘ. একটি

 

৭১। ‘মুরতাদ’ অর্থ কী?

ক. ইসলামচ্যুত

খ. কাফির

গ. মুশরিক

ঘ. মুনাফিক

 

৭২। ইসলামের কোন রুকন সম্পর্কে পবিত্র কুরআন একটি পূর্ণ সূরা নাযিল হয়েছে?

ক. সালাত

খ. সাওম

গ. জিহাদ

ঘ.হাজ্জ

 

৭৩। কারা অমুসলিম প্রতিবেশীদের অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন?

ক. ধনীগণ

খ. রাজা-বাদশাহগণ

গ. ব্যবসায়িগণ

ঘ.মুসলিম মনীষিগণ

 

৭৪। “তোমরা রুকুকারীদের সাথে রুকু কর”-এটি কোন সূরার আয়াত?

ক. সূরা আন নিসার

খ. সূরা আল ইমরানের

গ. সূরা আল বাকারার

ঘ. সূরা আল মায়িদার

 

৭৫। হালাল পথে উপার্জিত খেজুর পরিমাণ দান করলে কী পরিমাণ নেকি পাওয়া যায়?

ক. পাহাড় পরিমাণ

খ. সাগর পরিমাণ

গ. পৃথিবী পরিমাণ

ঘ. অফুরন্ত

 

৭৬। ‘জালকুরবা’ শব্দের অর্থ কী?

ক. বন্ধু

খ.নিকটআত্মীয়

গ. দূরবর্তী আত্মীয়

ঘ. বৈবাহিকসূত্রের আত্মীয়

 

৭৭। আমরা কীভাবে ইবাদাত করব সে পথ কে শিখিয়ে দিয়েছেন?

ক. আল্লাহর

খ. রাসূল (স.

ক্স আল­াহ ও তাঁর রাসূল (স.

ঘ. রাসূর ও অন্যান্য নবীগণ

 

৭৮। শ্রমিকদের মহানবী (স. কী বলে সম্বোধন করেছেন?

ক. বন্ধু বলে

খ.ভাই বলে

গ. আত্মীয় বলে

ঘ. প্রতিবেশী বলে

 

৭৯। আল্লাহ তায়ালা কোন গুনাহ মাফ করবেন না?

ক. পিতামাতার অবাধ্যতার গুনাহ

খ. মিথ্যা বলার গুনাহ

গ. স্বামীর কথা অমান্য করার অপরাধ

ঘ. শিক্ষকের অবাধ্যতা অপরাধ

 

৮০। যাকাত প্রদান অস্বীকারকারীকে কে মুরতাদ বলে গণ্য করেছেন?

ক. ইমাম আবু হানিফা (রহ.)

খ. হযরত আবু বকর সিদ্দীক (রা.)

গ. হযরত উমার (রা.)

ঘ. মহানবী (স.)

 

৬১ ৬২ ৬৩ ৬৪ ৬৫
৬৬ ৬৭ ৬৮ ৬৯ ৭০
৭১ ৭২ ৭৩ ৭৪ ৭৫
৭৬ ৭৭ ৭৮ ৭৯ ৮০

 

৮১। কোন সম্পর্ক ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করতে পাবে না?

ক. প্রতিবেশীর

খ.আত্মীয়তার

গ. দাদা-দাদির

ঘ. বন্ধুবান্ধবের

 

৮২। পবিত্র কুরআনে পিতামাতার সাথে কীরুপ আচরণ করতে বলা হয়েছে?

ক. ভ্রাতৃত্বসুলভ

খ.সেীজন্যমূলক

গ. বন্ধুত্বসুলভ

ঘ. স্বাভাবিক আচরণ

 

৮৩। “যে ব্যক্তি মনোযোগসহকারে সালাত আদায় করে কিয়ামতের দিন ঐ সালাত তার জন্য নূর হয়ে দাঁড়াবে?

ক. আল্লাহ

খ.মহানবী (স.

গ. হযরত আবু বকর

ঘ. হযরত দাউদ (আ.

 

৮৪। কার প্রতিবেশী অগ্নি উপাসক ছিল?

ক. ইমাম বুখারী (র.-এর

খ. ইমাম আবু হানীফা (র.-এর

গ. ইমাম গাজ্জালী (র.-এর

ঘ. ইব্ন সীনাা (র.-এর

 

৮৫। “তাদের (ধনীদের. ধনসম্পদে প্রার্থী ও বঞ্চিত লোকদের হক বা অধিকার রয়েছে”-কোন সূরার অন্তগর্ত?

ক. সূরা নেছা

খ.সূরা যারিয়াত

গ. সূরা মায়িদাহ

ঘ. সূরা আন্-নাহ্ল

 

৮৬। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর স্থান কোথায়?

ক. জান্নাতে

খ.জাহান্নামে

গ. পাতালে

ঘ. আ’রাফে

 

৮৭। মানুষের প্রতি হক বা অধিকারকে  প্রথমত কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে?

ক. ছয়টি

খ. সাতটি

গ. আটটি

ঘ. চারটি

 

৮৮। “যারা আল­াহর রাস্তায় মারা গিয়াছেন তাদের তোমরা মৃত বল না, বরং তারা জীবিত”-এটি র্কুআনের কোন সূরায় বলা হয়েছে?

ক. সূরা হাজ্জ

খ.সূরা বাকারা

গ. সূরা হুদ

ঘ. সূরা নিসা

 

৮৯।     “তুমি তোমাদের আত্মীয়দের অধীকার আদায় কর।”এটি কোন সূরার অংশ?

ক. সূরা হাশর

খ. সূরা ইউসুফ

গ. সূরা বাকারা

ঘ.সূরা বনী ইসরাঈল

 

৯০। “যে ব্যক্তি ক্ষুধার্তকে অন্নদান করে আল­াহ পাক তাকে জান্নাতে ফল খাওয়াবেন?

ক. আল­াহর তাআলার

খ.মহানবী (স.-এর

গ. হযরত আলী (রা.-এর

ঘ. হযরত উমর (রা.-এর

 

৯১। সালাত আদায় করা ও যাকাত দেওয়া কী?

ক. মুস্তাহাব

খ. সুন্নাত

গ. ওয়াজিব

ঘ.ফরয

 

৯২। প্রতিবেশীকে কষ্ট দেওয়া কী?

ক. কবীরা গুনাহ

খ. অভদ্রতা

গ. নৈতিকতাবিরোধী আচরণ

ঘ. সগীরা গুনাহ

 

৯৩। “তাদের (ধনীদের. ধনসম্পদে প্রার্থী ও বঞ্চিত লোকদের হক বা অধিকার রয়েছে।”-এটি কার বাণী?

ক. মহানবী (স.-এর

খ.আল্লাহর

গ. হযরত উমার (রা.-এর

ঘ. হযরত উসমান (রা.-এর

 

৯৪। “তুমি তোমার আত্মীয়ের অধিকার আদায় কর।”-এটি কার বাণী?

ক. আল্লাহর

খ. মহানবী (স.-এর

গ. হযরত আলী (রা.-এর

ঘ. হযরত উসমান (রা.-এর

 

৯৫। যে ব্যক্তি কোনো দরিদ্রকে বস্ত্রদান করে আল­াহ তাকে জান্নাতে কী দান করবেন?

ক. ফল

খ. শরবত

গ. মসলিন কাপড়ের জামা

ঘ.পোশাক

 

৯৬। আল্লাহর হক আদায় করতে হলে আমাদের কয়টি কাজ অব্যশ্যই করতে হবে?

ক. ২টি

খ.৩টি

গ. ৫টি

ঘ. ৭টি

 

৯৭। কাদের হক সম্পর্কে সচেতন থাকার জন্য কুরআন ও হাদিসে বিশেষভাবে তাগিদ করা হয়েছে?

ক. বন্ধুবান্ধবের

খ.আত্মীয়স্বজনের

গ. প্রতিবেশীর

ঘ. শিক্ষকের

 

৯৮। নারীদের সর্বপ্রথম স¤পদের অধিকার দিয়েছে কোন ধর্মের?

ক. খ্রিস্টান ধর্ম

খ. ইহুদি ধর্ম

গ.  হিন্দু ধর্ম

ঘ.ইসলাম ধর্ম

 

৯৯। সর্বোত্তম ইবাদাত কোনটি?

ক. সালাত

খ. সাওম

গ. যাকাত

ঘ. কুরআন পাঠ

 

১০০। কোন সালাত কিয়ামতের দিন আদায়কারী জন্য নূর হয়ে দাঁঁড়াবে?

ক. নফল সালাত

জুমআর সালাত

গ. মনোযোগ সহকারে  আদায়কৃত সালাত

ঘ. শবে কাদ্রের সালাত

 

৮১ ৮২ ৮৩ ৮৪ ৮৫
৮৬ ৮৭ ৮৮ ৮৯ ৯০
৯১ ৯২ ৯৩ ৯৪ ৯৫
৯৬ ৯৭ ৯৮ ৯৯ ১০০

 

১০১। কোনটি ইসলামের শারীরিক ও আর্থিক ইবাদাত?

ক. সালাত

খ. হাজ্জ

গ. সাওম

ঘ. যাকাত

 

১০২। কারা আল­াহর পথে যুদ্ধ করে?

ক. ন্যায়পরায়ণগণ

খ. সত্যবাদিগণ

গ. পুণ্যবানগণ

ঘ.ঈমানদারগণ

 

১০৩। কার প্রতি অবাধ্যতা ক্ষমার অযোগ্য অপরাধ?

ক. শিক্ষকের

খ.পিতামাতার

গ. আত্মীয়স্বজনের

ঘ. প্রতিবেশীর

 

১০৪। কার ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত?

ক. দারোয়ানের

খ.শ্রমিকের

গ. এতিমদের

ঘ. গরিবের

 

১০৫। সাওম ঈমানদারের জন্য কী?

ক. সেতু

খ. ছায়া

গ. ঢাল

ঘ. চাবি

 

১০৬। কর সন্তুষ্টির ওপর আল­াহর সন্তুষ্টি নির্ভর করে?

ক.পিতামাতার

খ. সন্তানের

গ. শিক্ষকের

ঘ. মুরব্বিদের

 

১০৭। কোন ধর্মে নারীকে অধিক মর্যাদা দেওয়া হয়?

ক. খ্রিস্টান ধর্মে

খ. বেীদ্ধ ধর্মে

গ. ইসলাম ধর্মে

ঘ. জৈন ধর্মে

 

১০৮। কোনটি আল­াহ প্রদত্ত অর্থনীতির অন্যতম স্তম্ভ?

ক. ঋণ

খ. শুল্ক

গ. যাকাত

ঘ. কর

 

১০৯। পণ্য উৎপাদনে মূলধনের সাথে আর কিসের প্রয়োজন?

ক. আন্তরিকতার

খ. অর্থের

গ. নিষ্ঠার

ঘ.শ্রমের

 

১১০। কোনটি ইসলামের বুনিয়াদ?

ক. জিহাদ

খ. আদ্ল

গ. যাকাত

ঘ. শালীনতা

 

১১১। আল্লাহর নির্দেশিত পথে মুসলমানদের সকল কার্যই কিসের শামিল?

ক. জিহাদের

খ. সংগ্রামের

গ. ইবাদাতের

ঘ. উত্তম আখলাকের

 

১১২। সাওম সাধনার মাধ্যমে বান্দার কী পরীক্ষা হয়?

ক. তাকওয়া

খ. জ্ঞান

গ. সততা

ঘ.ধৈর্য

 

১১৩। ইবলিস ও কৃপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করাকে কী বলে?

ক. যাহিরী জিহাদ

খ. ছোট জিহাদ

গ. মাধ্যম জিহাদ

ঘ.বড় জিহাদ

 

১১৪। ছাত্রজীবনে উন্নতির চাবিকাঠি কী?

ক. শিক্ষকের প্রচেষ্টা

খ. শিক্ষকের শ্রম

গ. শিক্ষকের দুআ

ঘ. শিক্ষকের দুআ ও শ্রম

 

১১৭। কোন ইবাদাত মানুষকে সকল প্রকার অশ্লীল ও খারাপ থেকে বিরত রাখে?

ক.  সাওম

খ. যাকাত 

গ.    সালাত

ঘ. হাজ্জ

 

১১৮। কেবলমাত্র আল­াহর আনুগত্য প্রকাশের জন্য কোন ইবাদাত করা হয়?

.রোযা ও সাওম

খ. দান ও নামায

গ. হাজ্জ ও যাকাত

ঘ. ফেতরা ও কুরবানী

 

১১৯। কখন পিতামাতার প্রতি অধিক লক্ষ রাখতে হবে?

ক. বৃদ্ধ হয়ে গেলে

খ. খাওয়ার সময়

গ. কাজকর্মের সময়

ঘ. বিশ্রামের সময়

 

১২০। শিক্ষক কখন ছাত্রকে বদদুআ করেন?

ক.ঠিকভাবে বেতন না দিলে

খ.  পড়ালেখা না করলে

গ. মনে কষ্ট দিলে

ঘ.  ছাত্র শিক্ষকের চেয়ে বেশি যোগ্য হলে

 

১০১ ১০২ ১০৩
১০৬ ১০৭ ১০৮ ১০৯ ১১০
১১১ ১১২ ১১৩ ১১৪ ১১৫
১১৬ ১১৭ ১১৮ ১১৯ ১২০

 

১২১। আল্লাহ তাআলা মানুষ ও জ্বীন জাতিকে কেন সৃষ্টি করেছেন?

ক.বংশ বৃদ্ধির জন্য

ক্স আল্লাহর ইবাদাতের জন্য

গ. আল্লাহর দুনিয়া সুন্দর করার জন্য

ঘ. আল্লাহর সম্মান বৃদ্ধির জন্য

 

১২২। জিহাদ মানে কী?

ক. যুদ্ধ করা

খ. আল্লাহর রাস্তায় যুদ্ধ করা

গ. নিজের জন্য যুদ্ধ করা

ঘ. পরিবারের লোকদের জন্য যুদ্ধ করা

 

১২৩। আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের সর্বোত্তম পন্থা কোনটি?

ক. জিহাদ

খ. যাকাত

ক্স সালাত

ঘ. হাজ্জ

 

১২৪। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই কী দিতে হবে?

ক. কাপড় দিতে হবে

খ.পারিশ্রমিক দিতে হবে

গ. কাপড় দিতে হবে

ঘ. আরও কাজ দিতে হবে

 

১২৫। কোন কাজটি আল্লাহর হক নয়?

ক. হাজ্জ

খ. সালাত

গ. তাওহীদ

ঘ.পিতামাতার খেতমত

 

১২৬। প্রতিবেশীকে অত্যাচার করার প্ররিণতি কী?

ক. জাহান্নাম

খ. জান্নাত

গ. ভৎসনা ঘ. শাস্তি

 

১২৭। যাকাত না দেওয়া কাদের কাজ?

ক. মুশরিকের

খ. কাফিরের

গ. মুমিনের

ঘ. মুনাফিকের

 

১২৮। সাওম অস্বীকারকারী কী হবে?

ক. মুনাফিক

খ. মুমিন

গ. কাফির

ঘ. মুরতাদ

 

১২৯। শহীদ কাদেরকে বলা হয়?

ক. যারা জিহাদে প্রাণ দেন

খ. যারা জিহাদে আহত হন

গ. যারা জিহাদ থেকে পালিয়ে যান

ঘ.  যারা জিহাদে যান না

 

১৩০। জিহাদে যারা জয়লাভ করেন তাদেরকে কী বলে?

ক. হাজী

খ. কাজী

গ. গাজী

ঘ. শহীদ

 

১৩১। যারা আল­াহর রাস্তায় জিহাদ করে তাদেরকে কী বলে?

ক. মুফাসসির

খ. মুসাফির

গ. মুকাল্লিক

ঘ.মুজাহিদ

 

১৩২। মুসলমানদের বিশ্ব সম্মেলন কোনটি?

ক. বিশ্ব ইজতেমা

খ. হাজ্জ

গ. মসজিদে নববীর ঈদের জামাত

ঘ. ওআইসি’র শীর্ষ বৈঠক

 

১৩৩। পিতামাতার পরেই কার মর্যাদা?

ক. দাদা-দাদির

খ. পাড়াপ্রতিবেশীর

গ. শিক্ষকের

ঘ. নানা-নানীর

 

১৩৪। জিহাদ কোন ধরনের ইবাদাত?

ক. ফরযে আইন

খ. সুন্নাত

গ. ফরযে কিফায়া

ঘ. মুস্তাহাব

 

১৩৫। কাকে দান করা সর্বপ্রথম কর্তব্য?

ক. নিকটাত্মীয়কে

খ. পিতামাতাকে

গ. শিক্ষককে

ঘ. প্রতিবেশীকে

 

১৩৬। মানুষের চরম শত্রু কোনটি?

ক. অমুসলিম

খ. হিংস্র পশু

গ. বিষাক্ত সাপ

ঘ.ইবলিশ ও কুপ্রবৃত্তি

 

১৩৭। কার দুআ ও শ্রম উন্নতির চাবিকাঠি?

ক. পিতামাতার

খ. আলিমের 

গ. পীরের

ঘ.শিক্ষকের

 

১৩৮। দরিদ্রকে দান করলে ধনসম্পদ-?

ক. বৃদ্ধি পায়

খ. কমে যায়

গ. ধ্বংস হয়

ঘ. কিছুই হয় না

 

১৩৯। শিশুদের উন্নত চরিত্র গড়ে তোলা কাদের দায়িত্ব?

ক. বড়দের

খ. বন্ধুদের

গ. ছোটদের

ঘ. মায়ের

 

১৪০। পিতামাতার প্রতি অবাধ্যতা কী ধরনের অপরাধ?

ক্ষমার অযোগ্য

খ. ক্ষমার যোগ্য

গ. উপরের দুটিই

ঘ. কোনোটিই নয়

 

১২১ ১২২ ১২৩ ১২৪ ১২৫
১২৬ ১২৭ ১২৮ ১২৯ ১৩০
১৩১ ১৩২ ১৩৩ ১৩৪ ১৩৫
১৩৬ ১৩৭ ১৩৮ ১৩৯ ১৪০

 

১৪১। ধনীর সম্পদে আল্লাহ তাআলা কাদের হক নির্ধারণ করে দিয়েছেন?

ক. পিতামাতার হক

খ. ভাইবোনদের হক

গ. প্রার্থী ও বঞ্চিতের হক

ঘ. আত্মীয়স্বজনের হক

 

১৪২। কোনটি হাক্কুল ইবাদ নয়?

ক. অভাবী লোকের হক

খ. নামায

গ. শাসক ও শাসিতের হক

ঘ.সাওম আদায় করা

 

১৪৩। কোনটি ইসলামের রুকন নয়?

ক্স সাওম

খ. সালাত

গ. হাজ্জ

ঘ. যাকাত

 

১৪৪। কোন ইবাদাতের রিয়ার সম্ভাবনা থাকে না ?

ক. সালাত

খ.সাওম

গ. হাজ্জ

ঘ. যাকাত

 

১৪৫। ইসলামে জিহাদ ফরয কেন?

ক. অন্যায় মুছে ফেলার জন্য

ক্স  আল্লাহর দীন কায়েমের জন্য

গ. আদল প্রতিষ্ঠার জন্য

ঘ.  অত্যাচারীকে দমন করার জন্য

 

১৪৬। ইবলিশ ও কৃপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করাকে কী জিহাদ বলা হয়?

ক. জাহেরি জিহাদ

খ. প্রকাশ্য জিহাদ

গ. আসল জিহাদ

ঘ.বাতিনী জিহাদ

 

১৪৭। কারা অনুকরণ প্রিয়?

ক. বোকাগণ

খ.শিশুরা

গ. ছাত্রছাত্রীগণ

ঘ. পাগলগণ

 

১৪৮। নিচের কোন কাজটি হাক্কুল­াহর ভেতরে গণ্য নয়?

ক. সালাত

খ. সাওম

গ. হাজ্জ

ঘ.স্বদেশপ্রেম

 

১৪৯। কোন প্রতিবেশীর দুটি হক রয়েছে?

ক. অমুসলিম প্রতিবেশী

মুসলিম প্রতিবেশী

গ. মুসলিম আতœীয় প্রতিবেশী

ঘ.  অমুসলিম বন্ধু প্রতিবেশী

 

১৫০। কোনটি যাকাতের অর্থ নয়?

ক. তৃপ্তি

খ. পবিত্রতা

গ. পরিচ্ছন্নতা

ঘ. পরিশুদ্ধি

 

১৫১। ইসলামের দৃষ্টিতে নারী-পুরুষ একে অপরের কী?

ক. সহায়ক

খ. কল্যাণকামী 

গ. সহযোগী

ঘ. প্রতিযোগী

 

১৫২। আত্মীয়স্বজনের অধিকার রক্ষা করা কী?

ক. সমাজের নিয়ম

খ.ইসলামের বিধান

গ. সরকারের আইন

ঘ. দেশের রীতিনীতি

 

১৫৩। কে পরম শ্রদ্ধার পাত্র?

ক. বড় ভাই

খ. শ্বশুর

গ. শিক্ষক

ঘ. মামা

 

১৫৪। আত্মীয়স্বজনের অধিকার রক্ষা  করা কী?

ক. সমাজের নিয়ম

খ. ইসলামের বিধান

গ. সরকারের আইন

ঘ. দেশের রীতিনীতি

 

১৫৫। কোন ইবাদাতের মধ্যে নিয়মশৃঙ্খলা মেনে চলার শিক্ষা পাওয়া যায়?

ক. সাওম

খ. হাজ্জ

গ. যাকাত

ঘ.সালাত

 

১৫৬। শিক্ষকগণকে শ্রদ্ধা করা কী?

ক. কৃতজ্ঞতা প্রকাশ

খ. ভদ্রতা রক্ষা করা

গ. ইবাদাতের শামিল

ঘ. ঈমানের দাবি

 

১৫৭। কারা দরিদ্রের প্রতি সহানুভূতিশীল হয়?

ক. হাজীগণ

খ. যাকাত প্রদানকারীগণ

গ. রোযারদারগণ

ঘ. মুজাহিদগন

১৫৮। কোন ইবাদাতের প্রতি মুহূর্তে ভুলভ্রান্তির কথা স্মরণ করিয়ে দেয়?

ক. সালাত

খ. সাওম

গ. যাকাত

ঘ. হাজ্জ

 

১৫৯। ঈমানদারদের জন্য ঢালস্বরুপ কোনটি?

ক. সালাত

খ. সাওম

গ. হাজ্জ

ঘ. যাকাত

 

১৬০। আল্লাহ ব্যতীত মানুষের জন্য অধিক শ্রদ্ধেয় কে?

ক. শিক্ষক

খ. নেতা

গ. পিতামাতা

ঘ. শাশুড়ি

 

১৪১ ১৪২ ১৪৩ ১৪৪ ১৪৫
১৪৬ ১৪৭ ১৪৮ ১৪৯ ১৫০
১৫১ ১৫২ ১৫৩ ১৫৪ ১৫৫
১৫৬ ১৫৭ ১৫৮ ১৫৯ ১৬০

PDF Download

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Check Also

SSC- জীবনাদর্শ ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-PDF

SSC- জীবনাদর্শ : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-PDF

SSC- জীবনাদর্শ : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-PDF: নবম ও দশম শ্রেণীর ইসলাম ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *