আন্তর্জাতিক সংস্থা, সদর দপ্তর এবং সংগঠন যুক্ত জোটসমুহ > প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য এই পোস্টে আপনারা পাচ্ছেন, সাধারণ জ্ঞান History MCQ in Bengali-ইতিহাস MCQ বাংলা সহ বহু জানা-অজানা গুরুত্বপূর্ণ তথ্য।
এছাড়া আমাদের কাছে আপনি পাবেন সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে, আরো পাবেন সরকারি যেকোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, সরকারী চাকরির সাধারণ জ্ঞান,বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিগত বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর।
বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ব্যাংকে আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, বিসিএস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান, হ্যান্ডবুক আন্তর্জাতিক বিষয়াবলি.
০১ ) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? ✅ ১৯৬১ সালে , বেলগ্রেডে ।
০২ ) মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামি সম্মেলন সংস্থার সদস্য ? ✅ উগান্ডা ।
০৩ ) ইসলামিক সহযোগিতা সংস্থার দাপ্তরিক ভাষা কয়টি ? ✅ ৩ টি ।
০৪ ) বাংলাদেশ কবে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ? ✅ ১৯৭৪ সালে ।
০৫ ) আরবলীগ গঠিত হয় কবে ? ✅ ১৯৪৫ সালের ২২ মার্চ ।
০৬ ) ন্যাম এর বর্তমান সদস্য সংখ্যা কত ? ✅ ১২০ ।
০৭ ) বান্দুং কোথায় অবস্থিত ? ✅ ইন্দোনেশিয়ায় ।
০৮ ) বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ? ✅ ৩২ তম ।
০৯ ) কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত ? ✅ ৫২ ।
১০ ) পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম কি ? ✅ জিসিসি ।
১১ ) বাংলাদেশ কতসালে কমনওয়েলেথের সদস্যপদ লাভ করে ? ✅ ১৯৭২ সালে ।
১২ ) ইসলামি সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় ? ✅ জেদ্দা ।
বিখ্যাত সীমারেখা-ভৌগোলিক উপনাম, সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর
১৩ ) ইসলামি সম্মেলন সংস্থার বর্তমান নাম কি ? ✅ অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ।
১৪ ) আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য কত ? ✅ ৫৫ টি ।
১৫ ) ন্যাম এর সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? ✅ কারাকাস , ভেনিজুয়েলা ।
১৬ ) কমনওয়েলথভুক্ত কোন দেশ বৃটিশ শাসনের অধীনে ছিল না ? ✅ মোজাম্বিক ।
১৭ ) কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাষ্ট্রের রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে ? ✅ অস্টেলিয়া ।
১৮ ) আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ? ✅ আদ্দিস আবাবা ।
১৯ ) ২০১৭ সালে ওআইসি এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন কোথায় অনুষ্ষ্ঠিত হয় ? ✅ আবিদজম ।
২০ ) কমনওয়েলথভুক্ত কোন দেশটি আকারে সর্ববৃহৎ ? ✅ কানাডা ।
২১ ) কোন সম্মেলনের উপর ভিত্তি করে ন্যাম সম্মেলন প্রতিষ্ঠিত হয় ? ✅ বান্দুং সম্মেলন ।
২২ ) ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত ? ✅২৯ টি ।
২৩ ) ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি ? ✅ মন্টিনিগো ।
২৪ ) ন্যাটো চুক্তি স্বাক্ষরিত হয় কখন ? ✅ ৪ এপ্রিল , ১৯৪৯ ।
২৫ ) ন্যাটোর সদর দপ্তর কোথায় ? ✅ বেলজিয়াম ।
২৬ ) কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য ? ✅ তুরস্ক ।
২৭ ) ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ? ✅ ব্রাসেলস ।
২৮ ) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি ? ✅ WTO .
২৯ ) সার্ক কোন সালে প্রতিষ্ঠিত হয় ? ✅ ১৯৮৫ সালে ।
৩০ ) সার্কের সদর দপ্তর / সচিবালয় কোথায় ? ✅ কাঠমুন্ডু ।
৩১ ) ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? ✅ থিম্পু ।
৩২ ) ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা কবে চালু হয় ? ✅ ১ জানুয়ারি ১৯৯৯ ।
৩৩ ) BIMSTEC এর সচিবালয় কোথায় অবস্থিত ? ✅ বাংলাদেশে ।
৩৪ ) সার্কভূক্ত দেশের সংখ্যা কতটি ? ✅ ৮ টি ।
৩৫ ) শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশের বনভুমির পরিমাণ সবচেয়ে বেশি ? ✅ শ্রীলঙ্কা ।
৩৬ ) সার্কের সর্বশেষ সদস্য কোনটি ? ✅ আফগানিস্তান ।
৩৭ ) সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ? ✅ নয়াদিল্লী ।
৩৮ ) সার্কভূক্ত দেশে গুলোর মধ্যে শিক্ষিত লোকের হার সবচেয়ে বেশি কোন দেশে ? ✅ মালদ্বীপ ।
৩৯ ) সার্ক ফোয়ারার ভাস্কর কে ? ✅ নিতুন কুন্ড ।
৪০ ) সার্কভূক্ত দেশেগুলোর মধ্যে কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি ? ✅ মালদ্বীপ ।
সাধারণ জ্ঞান: খেলাধুলা-পুরস্কার ও সম্মাননা
৪১ ) ওপেকভূক্ত অআরবীয় দেশ কোনটি ? ✅ ইরান ।
৪২ ) WTO এর সদর দপ্তর কোথায় ? ✅ জেনেভা ।
৪৩ ) BIMSTIC কোন ধরনের সংস্থা ? ✅ অর্থনৈতিক ।
৪৪ ) CIRDAP এর সদর দপ্তর কোথায় ? ✅ ঢাকা ।
৪৫ ) OPEC এর সর্বশেষ সদস্য কোন দেশ ? ✅ ইকুয়েটোরিয়াল গায়েনা ।
৪৬ ) OPEC এর বর্তমান সদস্য কয়টি ? ✅ ১৪ টি ।
৪৭ ) BRICS এর সদর দপ্তর কোথায় ? ✅ সাংহাই ।
৪৮ ) G -7 এর একমাত্র এশীয় দেশ কোনটি ? ✅ জাপান ।
৪৯ ) AU কোন মহাদেশের সংগঠন ? ✅ আফ্রিকা ।
৫০ ) টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ( SDG ) অর্জনের লক্ষমাত্রা কত ? ✅ ২০১৬ – ২০৩০ সাল ।
৫১ ) ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত ? ✅ ২৮ ।
৫২ ) ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো ইউরো গ্রহণ করেনি ? ✅ ইংল্যান্ড ।
৫৩ ) আসিয়ানের সদর দপ্তর কোথায় ? ✅ জার্কাতা ।
৫৪ ) WTO এর ১৪৬ তম সদস্য দেশ কোনটি ? ✅ আফগানিস্তান ।
৫৫ ) কোন সালে উত্তর আমেরিকায় নাফটা চুক্তি স্বাক্ষরিত হয় ? ✅ ১৯৯৩ সালে ।
৫৬ ) BIMSTIC এর সদস্য কসংখ্যা কত ? ✅ ৭ ।
৫৭ ) ইকো এর সদর দপ্তর কোথায় ? ✅ তেহেরান ।
৫৮ ) ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত ? ✅ স্ট্রান্সবার্গ ।
৫৯ ) বিশ্বের সর্ববৃহৎ তেলের রিজার্ভ রয়েছে কোন দেশে ? ✅ ভেনেজুয়েলা ।
৬০ ) আন্তর্জাতিক ধান গবেষণা কোথায় অবস্থিত ? ✅ ফিলিপিন্স ।
৬১ ) ইউরোপের কতটি দেশে বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে ? ✅ ১৯ টি ।
৬২ ) গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা ? ✅ নেদারল্যান্ড ।
৬৩ ) অক্সফার্ম এর সদর দপ্তর কোথায় ? ✅ লন্ডন ।
৬৪ ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় ? ✅ লন্ডন ।
৬৫ ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিসের সাথে যুক্ত ?✅ মানবাধিকার সংরক্ষণ ।
৬৬ ) রেডক্রসের প্রতিষ্ঠাতা কে ? ✅ হেনরি ডুরান্ড ।
৬৭ ) রেডক্রসের সদর দপ্তর কোথায় ? ✅ জেনেভায় ।
৬৮ ) ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় ? ✅ জার্মানি ।
৬৯ ) বিশ্ব রোটারি ক্লাবের হেড অফিস কোথায় ? ✅ ইভানস্টন , ইলিনয় , যুক্তরাষ্ট্র ।
৭০ ) ব্লাক ওয়াটার কী ? ✅ গোয়েন্দা সংস্থা ।
৭১ ) ‘ মোসাদ ’ কোন দেশের গোয়েন্দা সংস্থা ? ✅ ইসরাইল ।
৭২ ) ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ? ✅ লিঁও ।
৭৩ ) ‘ ফেয়ার ফ্যাক্স ’ কী ? ✅ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ।
৭৪ ) ‘ এফবিআই ’ কি ? ✅ একটি গোয়েন্দা সংস্থা ।
৭৫ ) BRIC Countries বলতে কী বুঝায় ? ✅ ব্রাজিল , রাশিয়া , চীন ও ভারত ।
৭৬ ) আল শাবাব কোন দেশের সংগঠন ? ✅ সোমালিয়া ।
৭৭ ) ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন ? ✅ইরাক ও সিরিয়া ।
৭৮ ) বিশ্ব ডাক ইউনিয়নের সদর দপ্তর কোথায় ? ✅ বার্ণ ।
৭৯ ) হামাস কোন দেশের সংগঠন ? ✅ ফিলিস্তিন ।
৮০ ) রেড আর্মি কোন দেশের গেলিলা সংগঠন ? ✅ জাপান ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।