আখলাক : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর (PDF File)

আখলাক : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর (PDF File): আখলাক অধ্যায়টি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। এই অধ্যায়ের গুরুপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো নিয়ে আমাদের এখানে আলোচনা করা হয়েছে ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

আখলাক : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর সমুহ:

 

১। আল-কুরআন কোনটিকে হত্যার চেয়ে জঘন্য বলা হয়েছে? 

ক. মিথ্যা বলা

খ. খিয়ানত করা

গ. গীবত করা

ঘ. ফিৎনা সৃষ্টি করা

 

২। কুরআন ও হাদিস-এর বিধান অনুযায়ী হারাম উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করলে-(জ্ঞানমুলক.

ক. সমাজের লোকজন সম্মান করে না

খ. নিজের মনোবল কমে যায়

গ.সন্তানাদি প্রকৃত মানুষ হয় না

ঘ. ইবাদাত কুবল হয় না

 

৩। ইসলামী শরীআত মতে এক বন্ধুর অনুপস্থিতিতে তার মিথ্যাচার নিয়ে আলোচনা করাকে বলে? 

ক. নিন্দা

খ. মিথ্যাচার

গ. গীবত

ঘ. ফিৎনা

 

৪। একজন কর্মকর্তা ঘুষ নিয়ে থাকেন এবং ঘুষের সম্পূর্ণ টাকা তিনি অন্যত্র ভালো কাজে দান করেন। এ দানের জন্য তাঁর –

ক. সাওয়াব হবে কারণ টাকাটা দানের জন্য ব্যবহ্ত হয়েছে

খ. কম সাওয়াব হবে কারণ টাকা ঘুষের মাধ্যমে সংগৃহীত হয়েছে

গ. গুনাহ হবে, কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগৃহীত হয়েছে

ঘ. গুনাহ অথবা সাওয়াবহবে না, কারণ টাকার সদ্ব্যবহার  মাধ্যমে গুনাহ দূর হয়ে যায়

 

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাওঃ

তোমার কোনো একজন মুসলিম প্রতিবেশী হিরোইন আসক্ত। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে , সে জোর দিয়ে বলে যে, হেরোইন হারাম বা নিষিদ্ধ বলে কুরআন-হাদিসে উলে­খ নেই। বিষয়টি সম্পর্কে একজন বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করলে তিনি জানান যে, ইসলামে হেরোইন সেবন অবশ্যই হারাম।

৫। হেরোইন সেবনকারীর পরিণতি কী হতে পারে?

i.  জ্ঞানবৃদ্ধি লোপ পায়

ii.  শারীরিক শক্তি বৃদ্ধি পায়

iii.  সমাজ কর্তৃক ঘৃণিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. i ও ii

ক্স i ও iii

ঘ. iii

 

৬। বিজ্ঞ আলেম হেরোইন সেবনকে হারাম বলেছেন, কারণ হেরোইন- 

ক.নেশা সৃষ্টি করে

খ. খাবারে অরুচি হয়

গ. চিত্ত বিভ্রম হয়

ঘ. রক্তে উত্তেজনা সৃষ্টি হয়

 

নিচের হাদিস অনুসারে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ

মহানবী (স.-বলেন, “যারা দেশ রক্ষার উদ্দেশ্য সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী কাটায়তাদের জন্য জান্নাত।”

৭। এ হাদিসের মূল অর্থ হচ্ছে? 

ক.দেশপ্রেম

খ. আন্তরিকতা

গ. কর্তব্যপরায়ণতা

ঘ. সততা

 

৮। যারা সীমান্ত পাহারা দেয় ইসলামে তাদের বেশি গুরুত্ব দেওয়ার কারণ তারা-(অনুবাধনমূলক.

i.  জ্ঞানমালের নিরাপত্তা বিধান করে

ii.  বিনিদ্র রাত্রি যাপন করে

iii.  দেশপ্রেমী হিসেবে কর্তব্য পালন করে

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

ক্স i ও iii

ঘ. ii ও iii

 

৯। তাকওয়া অর্জনের উদ্দেশ্য তুমি- 

i.  ফরযসহ বেশি করে নফল নামায পড়বে

ii. হারমা বর্জন করবে এবং হালাল গ্রহণ করবে

iii. হাক্কুল­াহ এবং হাক্কুল ইবাদাত নিয়ে চিন্তা গবেষণা করবে

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. i ও ii

ঘ.i, ii ও iii

 

১০। ইসলামে পবিত্রতা অর্থ হচ্ছে-

i.  পোশাক পরিচ্ছদ সর্বদা পরিষ্কার ও পবিত্র রাখা

ii. শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা

iii. মনকে পরিচ্ছদ ও পবিত্র রাখা

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

ক্স i ও iii

ঘ. i, ii ও iii

 

নিচের বর্ণনা থেকে পড়ে ১১ নং ১২ নং প্রশ্নের উত্তর দাও।

রহিম সাহেব করিম সাহেবের নিকট ১০ হাজার টাকা আমানত রাখেন। করিম সাহেব এই টাকাগুলো তার ব্যবসায়ে লাগান। রহিম সাহেব একদিন টাকা ফেরত চাইলে করিম সাহেব তাৎক্ষণিক ফেরত দিতে ব্যর্থ হন। তিন মাস পর করিম সাহেব কিছু লাভসহ টাকা ফেরত দেন। 

 

১১। এখানে আমানত হিসেবে করিম সাহেব-

ক. ঐ টাকা চাওয়া মাত্র ফেরত দিয়ে এই শর্তে ব্যবহার করতে পারবে

খ. ব্যবসায় ঐ টাকা ব্যবহার করতে পারবে

গ.চাহিবামাত্র ফেরত দেওয়ার জন্য টাকা সংরক্ষণ করবেন

ঘ. কিছু লাভসহ সমুদয় টাকা কিছু সময় পরে ফেরত দেবে

 

১২। শরীআ অনুযায়ী এখানে করিম সাহেবের হাতে- 

i.  আমানত রক্ষা পেয়েছে

ii.  আমানত খিয়ানত হয়েছে

iii.  লাভসহ আমানত রক্ষা হয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

ক্স i ও iii

ঘ. ii ও iii

 

১৩। ‘আহদ’ শব্দের অর্থ কী?

ক. ওয়াদা

খ.অঙ্গীকার

গ. চুক্তি

ঘ. উপরের সবগুলো

 

১৪। “তোমরা আদল কায়েম কর, এটি তাকওয়ার অতি নিকটবর্তী”- এটি কোন সূরায় বর্ণিত হয়েছে?

ক. সূরা সফ

খ.সূরা মায়িদাহ

গ. সূরা নিসা

ঘ. সূরা আনফাল

 

১৫। ‘তাকওয়া’ শব্দের অর্থ কী?

ক. সচ্চরিত্র

খ.আত্মশুদ্ধি

গ. নিরাপদ রাখা

ঘ. ভারসাম্য রক্ষা করা

 

১৬। সূরা-নূর-এর কততম আয়াতে নরনারী উভয়ের দৃষ্টি সংযত ও নত করতে বলা হয়েছে?

ক. ৩০-৩১

খ. ৩৩-৩৪

গ. ২৯-৩০

ঘ. ৩৩-৫৯

 

১৭। তাকওয়ার অর্থ কী?

ক. আল­াহভীতি

খ. আত্মশুদ্ধি

গ. পরহেজগারি

ঘ.উপরের সবকটি

 

১৮।   “হে ঈমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।”- এটি কোন সূরার অন্তগর্ত?

ক. আল-বাকারা

খ.সূরা মায়িদা

গ. আল-ইমরান

ঘ. সূরা নিসা

 

১৯। আল্লাহ তাআলা কোন সুরায় নরনারীর উভয়ের দৃষ্টি সংযত ও নত করতে বলেছেন?

ক. নূহ

খ.নূর

গ. নিসা

ঘ. নাহল

 

২০।   “সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে”- এটি কার বাণী?

ক. আল­াহর

খ. দাউদ (আ.-এর

গ.মহানবী (স.-এর

ঘ. হযরত ইমার (রা.-এর

১০
১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০

২১। ‘হুব্বুল ওয়াতান’ মানে কী?

ক. প্রকৃতিপ্রেম

খ.স্বদেশপ্রেম

গ. পরিচ্ছন্নতা

ঘ. করলতা

 

২২। হযরত আবু হানিফা (রা.-এর এক প্রতিবেশী কী ছিল?

ক. ইয়াহুদি

খ. খ্রিস্টান

গ.অগ্নি উপাসক

ঘ. কাফির

 

২৩। মিথ্যাবাদির ওপর কে অসন্তুষ্ট?

ক.আল্লাহ

খ. রাসূল (স.

গ. হযরত উমার (রা.

ঘ. ফেরেশতাগণ

 

২৪। “তোমরা অন্যের দোষ খুঁজে বেড়াবে না-এটি কার বাণী?

ক. আবু বকর (রা.-এর

খ. উমার (রা.-এর

গ.মহান আল­াহর

ঘ. উসমান (রা.-এর

 

২৫। বিষপানের চেয়ে মারাত্মক ক্ষতিকর কী?

ক. মাদকাশক্তি

খ. কোকেন সেবন

গ. গাঁজা

ঘ.ধূমপান

 

২৬। ‘সুফি’ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?

ক.সাফা

খ. সউফ

গ. সফ

ঘ. উপরের সবকটি

 

২৭। “তোমরা (নারীরা. নিজ গৃহে অবস্থান কর, আর পূর্বেকার অজ্ঞতার যুগের নারীদের মত কেশ বিন্যাস করে বাইরে যেও না”- এটি কোন সূরায় উলে­খ আছে?

ক. সূরা আন-নিসা

খ.সূরা আল-আহযাব

গ. সূরা আশ্-শামস

ঘ. সূরা ইয়াসীন

 

২৮। ‘আদল’-এর আভিধানিক অর্থ কোনটি?

ক. বিচার করা

খ. সমান করা

গ.ভারসাম্য রক্ষা করা

ঘ. বদল করা

 

২৯। “মুমিনের জন্য ওয়াদা ঋণস্বরুপ”-এটি কার বাণী?

ক. আল­াহর

খ. আবু বকর (রা.-এর

গ. উমার (রা.এর

ঘ.মহানবী (স.-এর

 

৩০। আল­াহর পরিজন কারা?

ক. মানুষ

খ. ফেরেশতা

গ.সমগ্র সৃষ্টি

ঘ. নবীগণ

 

৩১। শয়তানের ভাই কে?

ক. সুদখোর

খ.অপব্যয়ী

গ. খিয়ানতকারী

ঘ. ছিনতাইকারী

 

৩২। ‘সুন্দর ব্যবহারই সওয়াব’- একথা কে বলেছেন?

ক. হযরত আলী (রা.

খ. আব্দুল কাদির জিলানী (রা.

গ.মহানবী (স.

ঘ. আল­াহ তাআলা

 

৩৩। আখলাক শব্দের অর্থ কী?

ক. মিথ্যা

খ. সৃষ্টিকর্তা

গ.চরিত্র

ঘ. সুন্দর ব্যবহার

 

৩৪। ‘আখলাক’ শব্দের একবচন কী?

ক. ইয়াকলুকুন

খ. ইখ্লাকুন

গ.খুলুকুন

ঘ. খুলাকুন

 

৩৫। ‘তাকওয়া’ শব্দের অর্থ কী?

ক. আল্লাহভীতি

খ. মৃত্যুভীতি

গ. পরকালভীতি

ঘ. পিতামাতাকে ভয় করা

 

৩৬। ‘খায়িন’ অর্থ কী?

ক. আত্মসমর্পণকারী

খ.আত্মসাৎকারী

গ. আত্মরক্ষাকারী

ঘ. আত্মহননকারী

 

৩৭। ‘কিয্ব’ অর্থ কী?

ক. সত্য

খ.মিথ্যা

গ. চোগলখোরি

ঘ. পরনিন্দা

 

৩৮। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ-

ক. আমানত

খ.সিদ্ক

গ. তাকওয়া

ঘ. হিফাজত

 

৩৯। আমানতের খিয়ানত কিসের লক্ষণ?

ক. কুফুরির

খ. মুমিনের

গ. শিরকের

ঘ.মুনাফিকের

 

৪০। “খিয়ানত দারিদ্র ডেকে আনে”- একথা কে বলেছেন?

ক. আমীর হামযা (রা.

খ. আল­াহ তাআলা

গ.মহানবী (স.

ঘ. ইমাম আবু হানিফা (র.

২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫
৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০

 

৪১। ‘খিদমতে খালক’-এর অর্থ কী?

ক.. সৃষ্টির করা

খ. ইবাদাত

গ. পরোপকার

ঘ. নিরাপদ রাখা

 

৪২। মহানবী (স. একটি লোকের সঙ্গে ওয়াদা দিয়ে তা পূরণ করার জন্য কতদিন একই স্থানে দাঁড়িয়ে ছিলেন?

ক. ১৩ দিন

খ. ১ দিন

গ.৩ দিন

ঘ. ৭ দিন

 

৪৩। “যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দীন নেই”- একথা কোথায় বলা হয়েছে?

ক. হাদিসে

খ. তাফসীর ইবনে মাযাহ-এ

গ. ফিকহুল ইসলামিতে

ঘ. কুরআনে

 

৪৪। “হে ঈমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর’- এ পবিত্র বাণী কুরআনের কোন সূরার অন্তগর্ত?

ক. সূরা মুজাম্মিল

খ. সূরা হাশর

গ. সূরা আন্আম

ঘ.সূরা মায়িদা

 

৪৫। ‘আহদ’ শব্দের অর্থ কী?

ক. বেড়াতে যাওয়া

খ.অঙ্গীকার/চুক্তি

গ. সংরক্ষণ

ঘ. সামাজিকতা

 

৪৬। ‘আদল’ কোন ভাষায় শব্দ?

ক. ফারসি

খ. ফরাসি

গ.আরবি

ঘ. উর্দু

 

৪৭। “তোমরা আদল কায়েম কর, এটি তাকওয়ার অতি নিকটবর্তী- এই পবিত্র বাণী কুরআনের কোন সূরায় উলে­খ করা হয়েছে?

ক. সূরা ইখলাস

খ.সূরা মায়িদা

গ. সূরা ইনশিরাহ

ঘ. সূরা আহযাব

 

৪৮। ‘প্রতারণা’ মানে কী?

ক.ঠকানো, বিশ্বাস ভঙ্গ করা

খ. মারামারি করা

গ. বেইনসাফী করা

ঘ. দূরে নিক্ষেপ করা

 

৪৯। ‘সুফি’ কী ধরনের শব্দ?

ক.আরবি

খ. ফারসি

গ. উর্দু

ঘ. হিন্দি

 

৫০। শালীনতা মানে কী?

ক. ক্রুদ্ধহ হওয়া

খ. জাগ্রত হওয়া

গ. দয়াপরবশ হওয়া

ঘ.মার্জিত হওয়া

 

৫১। ‘সাফা’ শব্দের অর্থ কী?

ক. মানসম্মান

খ.পবিত্রতা

গ. নোংরামি

ঘ. পশম

 

৫২। ‘সফ’ শব্দের অর্থ কী?

ক. হলরুম

খ. সম্মেলন কেন্দ্র

গ. শয়নকক্ষ

ঘ.শ্রেণী

 

৫৩। ‘সউফ’ শব্দের অর্থ কী?

ক. কম্বল

ক.পশম

গ. বিড়ালের চামড়া

ঘ. রেশম

 

৫৪। স্বদেশপ্রেম ঈমানের কী?

ক. বাধ্যতামূলক

খ. ঈমানের অঙ্গ

গ. কর্তব্য

ঘ. ঐচ্ছিক ব্যাপার

 

৫৫। ইমাম গায্যালীর মতে বন্ধুত্বের জন্য সংশিষ্ট ব্যক্তির মধ্যে কয়টি গুণ থাকা উচিত?

ক.৫ টি

খ. ৯ টি

গ. ৩ টি

ঘ. ৭ টি

 

৫৬। “ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামি”- একথা কে বলেছেন?

ক.রাসূল (স.

খ. আল­াহ তাআলা

গ. জনৈক অর্থনীতিরবিদ

ঘ. হযরত উসমান (রা.

 

৫৭। গীবতের শরয়ী হুকুম কী?

ক. মুবাহ

খ. হালাল

গ.হারাম

ঘ. কোনোটিই নয়

 

৫৮। বিশেষজ্ঞদের মতে একটিক জ্বলন্ত সিগারেট থেকে অনন্ত কতটি রাসায়নিক দ্রব্য বের হয়?

ক. ৭০ টি

খ. ৩শ ২০টি

গ.৪ হাজার

ঘ. ১২ হাজার

 

৫৯। “যাবতীয় নেশার বস্তুই হারাম”- একথা কে বলেছেন?

ক. ইবনে সীনা

খ.রাসূল (স.

গ. আল্লাহ

ঘ. ডাক্তাররা 

 

৬০। মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট কয় ব্যক্তির প্রতি মহানবী (স. অভিসম্পাত দিয়েছেন?

ক.১০

খ. ৮

গ. ১২

ঘ. ৭

৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫
৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০
৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫
৫৬ ৫৭ ৫৮ ৫৯ ৬০

 

৬১। নিচের কোনটি ধুমপানজনিত রোগ?

ক.গ্যাস্ট্রিক

খ. আমাশয়

গ. এইড্স

ঘ. লিভার সিরোসিস

 

৬২। মিথ্যার পরিণাম কী?

ক.ধ্বংস

খ. দোযখ

গ. ভয়াবহ

ঘ. শাস্তি

 

৬৩। ‘আমানত’ অর্থ কী?

ক.গচ্ছিত রাখা

খ. যতœসহকারে

গ. হিসাব করে রাখা

ঘ. অক্ষত রাখা

 

৬৪। আল্লাহ তাআলা কোন সূরায় নরনারী উভয়ের দৃষ্টি সংযত ও নত করতে বলেছেন?

ক. সূরা  নূহ্

খ. সূরা নিসা

গ. সূরা নাহল

ঘ.সূরা নূর

 

৬৫। ইসলামে যাবতীয় নেশার বস্তু কী?

ক. মুবাহ

খ.হারাম

গ. মাকরুহ

ঘ. তাহজীব

 

৬৬। নিচের কোনটি ঈমানের অঙ্গ?

ক.স্বদেশপ্রেম

খ. রক্তদান

গ. রাতজাগা

ঘ. চাষাবাদ করা

 

৬৭। হালাল রুজি অন্বেষণ করা কী?

ক.ফরয

খ. ওয়াজিব

গ. সুন্নাত

ঘ. মুস্তাহাব

 

৬৮। বন্ধুর সদগুণাবলি কয়টি?

ক. দু

খ. তিন

গ. চার

ঘ.পাঁচ

 

৬৯। সূরা আল-আহ্যাবের কোন আয়াতে মেয়েদের শালীনতা রক্ষা করে চলার কথা বলা হয়েছে?

ক.৩৩ ও ৫৯ নং আয়াতে

খ. ৩৪ ও ৫৯ নং আয়াতে

গ. ৩৩ ও ৬০ নং আয়াতে

ঘ. ৩৩ ও ৮০ নং আয়াতে

 

৭০। আল­াহ তাআলা প্রত্যেক পদার্থের ওপর কোন শব্দটি অঙ্কিত করে দিয়েছেন?

ক. শওকত

খ.রহমত

গ. বরকত

ঘ. হিফাযত

 

৭১। কোন সুরায় মেয়েদের শালীনতা রক্ষা করে চলার পথ স্পষ্টভাবে বলা হয়েছে?

ক. সূরা ফীল

খ. সূরা মায়িদাহ

গ. সূরা আম্বিয়া

ঘ.সূরা আহযাব

 

৭২। “যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে নিজেকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখে তার স্থান জান্নাতে।”-আয়াতটি কোন সূরার অন্তগর্ত?

ক. সূরা আল-মায়িদা

খ.সূরা আন-নাযিআত

গ. সূরা আল-বাকারা

ঘ. সূরা আল-ইমরান

 

৭৩। খিয়ানতকারীকে কী বলা হয়?

ক. সাদিক

খ. কাযিব

গ.খায়িন

ঘ. আমীন

 

৭৪। ওয়াদা পালন করলে কে খুশি হন?

ক. মহানবী (স.

খ.আল্লাহ পাক

গ. যার সাথে ওয়াদা করা হয়েছে

ঘ. মাতা-পিতা

 

৭৫। আশরাফুল মাখলুকাত কাদের উপাধি?

ক. জ্বীনদের

খ. ফেরেশতাদের

গ.মানুষদের

ঘ. পাখিদের

 

৭৬। “তোমাদের কেউ যেন জীবিকার্জনের চেষ্টায় নিরুৎসাহ হয়ে বসে না থাকে।”- এটি কে বলেছেন?

ক.আল্লাহ তাআলা

খ. হযরত মুহাম্মদ (স.

গ. হযরত আুব বকর (রা.

ঘ. হযরত উমার (রা.

 

৭৭। ধুমপানকে কিসের সাথে তুলনা করা হয়েছে?

ক. মদপানের সাথে

খ. শরবত পানের সাথে

গ. মধুপানের সাথে

ঘ.বিষপানের সাথে

 

৭৮। হযরত জাফর সাদিক (র. কয়ক ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করেছেন?

ক. সাত ব্যক্তির সাথে

খ.পাঁচ ব্যক্তির সাথে

গ. তিন ব্যক্তির সাথে

ঘ. দু ব্যক্তির সাথে

 

৭৯। শৃঙ্খলা ভঙ্গ করে মুসলমানদের চরম মূল্য দিতে হয়েছিল কোন যুদ্ধে?

ক. বদরের যুদ্ধে

খ.উহুদের যুদ্ধে

গ. খন্দকের যুদ্ধে

ঘ. তায়েফের যুদ্ধে

 

৮০। “স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ”- এটি কার বাণী?

ক. আল­াহর

খ. হযরত মুহাম্মদ (স.-এর

গ. হযরত উমার (রা.-এর

ঘ.জ্ঞানী লোকদের

৬১ ৬২ ৬৩ ৬৪ ৬৫
৬৬ ৬৭ ৬৮ ৬৯ ৭০
৭১ ৭২ ৭৩ ৭৪ ৭৫
৭৬ ৭৭ ৭৮ ৭৯ ৮০

 

৮১। মুনাফিকদের লক্ষণ কোনটি?

ক. নামায না পড়া

খ.প্রতিশ্র“তি ভঙ্গ করা

গ. মদপান করা

ঘ. পিতামাতাকে কষ্ট দেওয়া

 

৮২। “তোমরা কাপড় পবিত্র রাখ”-এটি কার বাণী?

ক. জনৈক সাহাবির

ক.আল­াহর

গ. রাসুল (স.-এর

ঘ. বিজ্ঞ আলেমের

 

৮৩। “দুই হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ  কোন দিন খায় নি”- কোন কিতাবে উলে­খ আছে?

ক. আবু দাউদ

খ.বুখারী 

গ. তিরমিযী

ঘ. কুরআন মাজীদ

 

৮৪। মদের সাথে সম্পর্কক রাখে এমন কত ব্যক্তির ওপর মহানবী (স. লা’নত করেছেন?

ক. তিন

খ. সাত

গ. নয়

ঘ.দশ

 

৮৫। ‘সিদক’ শব্দের অর্থ কী

ক.সত্যবাদিতা

খ. দাসত্ব

গ. ন্যায়পরায়তা

ঘ. বিশ্বাস

 

৮৬। সত্যাবাদিতার আরবি প্রতিশব্দ কোনটি?

ক. সিদ্দিকীন

খ. সালেহীন

গ.সিদক

ঘ. সাদিক

 

৮৭। “যখন তোমরা (বিচারের. কথা বল, তখন ন্যায় কথা বলবে, যদিও (বিচারাধীন ব্যক্তি) নিকটাত্মীয় হয়। কার বাণী?

ক.আল­াহর

খ. মহানবী (স.-এর

গ. হযরত আবু বকর (রা.-এর

ঘ. হযরত আলী (রা.-এর

 

৮৮। “কুল­ু মুসকিরিন হারামুন”-এর অনুবাদ কোনটি?

ক. যাবতীয় নেশার বস্তু হালাল

খ. যাবতীয় নেশার বস্তু মাকরুহ

গ. যাবতীয় নেশার বস্তু মাকরুহে তাহরীমী

ক্স যাবতীয় নেশার বস্তু হারাম

 

৮৯। আল্লাহ রাব্বুল আলামীন কোথায় ‘রহমত’ শব্দটির অঙ্কিত করে দিয়েছেন?

ক.  পানিতে

খ. গাছের পাতায়

গ. পাথরে

ঘ.প্রত্যেক পদার্থে

 

৯০। আমাদের জীবিকার কত ভাগ ব্যবসার মধ্যে?

ক. দশ ভাগের তিন ভাগ

খ. বিশ ভাগের দশ ভাগ 

গ. দশ ভাগের পাঁচ ভাগ

ঘ.দশ ভাগের নয় ভাগ

 

৯১। “ফিৎনা-ফাসাদ হত্যার চেয়েও জঘন্য”- উক্তিটি কোন সূরার অন্তগর্ত?

ক. সূরা নিছা

খ. সূরা আল-ইমরান

গ.সূরা আল-বাকারা

ঘ. সূরা ইয়াছিন

 

৯২। বিনা প্রয়োজনে বাইরে বেড়ান উচিত নয় কাদের?

ক.মেয়েদের

খ. শিশুদের

গ. ছাত্রছাত্রীদের

ঘ. পুরুষদের

 

৯৩। “যার মধ্যে আমানতকারী নেই, তার ঈমান নেই”- কার উক্তি?

ক. আল­াহর

খ.মহানবী (স.-এর

গ. হযরত দাউদ (আ.-এর

ঘ. হযরত আলী (রা.-এর

 

৯৪। মিথ্যার আরবি প্রতিশব্দ কী?

ক. সিদক

খ.কিযব

গ. ইহসান

ঘ. আহদ

 

৯৫। কিয়ামতের দিন আল­াহর  আরশের ছায়ায় কে আশ্রয় পাবেন?

ক. আলিম

খ. ধর্মীয় নেতা

গ. হাফিযে কুরআন

ঘ.ন্যায়পরায়ণ ব্যক্তি

 

৯৬। আল্লাহ তাআলা মানুুষকে কীরুপ বস্তু আহার করার নির্দেশ দিয়েছেন?

ক. উত্তম

খ. ভিটামিনযুক্ত

গ. সুস্বাদু

ঘ.উত্তম ও পবিত্র

 

৯৭। ‘তাকওয়া’ শব্দের আভিধানিক অর্থ কী?

ক. আমানতদারি

খ. সততা

গ. সহনশীলতা

ঘ.পরহেজগারি

 

৯৮। “নিশ্চয়ই অপব্যযকারীরা শয়তানের ভাই।” এটি কোন সূরায় বর্ণিত হয়েছে?

ক. সূরা বাকারায়

খ. সূরা আম্বিয়ায়

ঘ.সূরা বনী ইসরাঈলে

ঘ. সূরা তাওবায়

 

৯৯। আখলাকে যামীমা কোনটি?

ক. খিয়ানত

খ. পরচর্চা

গ. ফাসাদ

ঘ.উপরের সবকটি

 

১০০। ফুসফুসে ক্যান্সারের প্রবণতা কিসে বৃদ্ধি পায়?

ক. অতিরিক্ত আহারে

খ. বেশি পরিশ্রমে

গ.ধূমপানে

ঘ. নেশা করলে

 

৮১ ৮২ ৮৩ ৮৪ ৮৫
৮৬ ৮৭ ৮৮ ৮৯ ৯০
৯১ ৯২ ৯৩ ৯৪ ৯৫
৯৬ ৯৭ ৯৮ ৯৯ ১০০

 

১০১। শান্তি প্রতিষ্ঠানে মূলভিক্তি কী?

ক. সততা

খ. সত্যবাদিতা

গ. শালীনতা

ঘ.আদল

 

১০২। দুর্গন্ধ নিয়ে আল­াহর ইবাদাত করা কী?

ক. শিরক

খ.নিষেধ

গ. কুফর

ঘ. বিধর্মীয় কাজ

 

১০৩। আমানতের বিপরীত শব্দ কী?

ক. খিলাফত

খ. কিযব

গ.খিয়ানত

ঘ. নিফাক

 

১০৪। আদল-এর বিপরীত শব্দ কী?

ক. ইহসান

খ.যুলম

গ. ইলম

ঘ. আমল

 

আকাইদ: ইসলাম ও নৈতিক শিক্ষাবহু নির্বাচনি প্রশ্ন-উত্তর – SSC

ইবাদত: ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC

শরীআত-এর উৎস : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC

 

১০৫। ইসলামি শরীআতে গীবত কী?

ক. হালাল

খ. বৈধ

গ. জায়েব

ঘ.হারাম

 

১০৬। সামাজিক শান্তিশৃঙ্খলা ও সুশাসন ব্যবস্থার মূলভিক্তি কী?

ক. নাগরিক অধিকার

খ. আহদ

গ. ইহসান

ঘ.আদল

 

১০৭। কোন কাজ করা ফরযের পরেও একটি ফরয?

ক. ফযরের নামায

খ.হালাল উপার্জন

গ. পিতামাতার সেবা

ঘ. স্বদেশের সেবা

 

১০৮। হালালের বিপরীত শব্দ কী?

ক. সুদের মাধ্যমে উপার্জন

খ. ঘুষের মাধ্যমে উপার্জন

গ. মাপে কম দিয়ে উপার্জন

ঘ.হারাম উপায়ে উপার্জন

 

১০৯। পবিত্রতা কিসের অঙ্গ?

ক.ঈমানের

খ. আখলাকের

গ. সুস্বাস্থ্যের

ঘ. শরীরের

 

১১০। প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা-

ক.হারাম

খ. হালাল

গ. মাকরুহ

ঘ. মুবাহ

 

১১১। কোন বন্ধু বিপদের সময় শত্র“র হাতে সমর্পণ করবে?

ক.নির্বোধ

খ. কৃপণ

গ. ভীরু

ঘ. মিথ্যাবাদী

 

১১২। কী দেখে লোকের বন্ধুত্ব করতে হবে?

ক. বংশ দেখে

খ. বয়স দেখে

গ.স্বভাব-চরিত্র দেখে

ঘ. শিক্ষাদীক্ষা  দেখে

 

১১৩। কোন লোকের বন্ধুত্বে কোনো কল্যাণ নেই?

ক. কৃপণ

খ.নির্বোধ

গ. ভীরু

ঘ. পাপাচারী

 

১১৪। প্রতারণা করা কাদের স্বভাব?

ক. কাফিরদের

খ. ফাসিকদের

গ.মুনাফিকদের

ঘ. অত্যাচারীদের

 

১১৫। আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা যেমন জঘন্য তেমনি জঘন্য ও ঘৃণ্য কাজ কোনটি?

ক.  খুন করা

খ.গীবত করা

গ. হিংসা করা

ঘ. প্রতারণা করা

 

১১৬। কোন ব্যক্তি অন্যের ভালো দেখতে পারে না?

ক.হিংসুক

খ. গীবতকারী

গ. পরনিন্দাকারী

ঘ. খিয়ানতকারী

 

১১৭। যারা খিয়ানত করে তার প্রকৃত-

ক.মুমিন নয়

খ. আলিম নয়

গ. কামিল নয়

ঘ. মানুষ নয়

 

১১৮। ইবাদাত কবুল হওয়ার পূর্বশর্ত কী?

ক.  ঘুষ না খাওয়া

খ. হারাম হতে বেচেঁ থাকা

গ. সুদ বর্জন করা

ঘ.হালাল উপার্জন

 

১১৯। প্রকৃতপক্ষে একের কাছে অন্যের আমানত কোনটি?

ক. জান

খ. মাল

গ. সম্মান

ঘ.সবকটি

 

১২০। যানবাহন দুর্ঘটনার বেশিরভাগ কারণ?

ক. যানজট

খ.মাদকাসক্ত

গ. চালকের অসাবধানতা

ঘ. অপ্রশস্ত রাস্তা

১০১ ১০২ ১০৩ ১০৪ ১০৫
১০৬ ১০৭ ১০৮ ১০৯ ১১০
১১১ ১১২ ১১৩ ১১৪ ১১৫
১১৬ ১১৭ ১১৮ ১১৯ ১২০

 

PDF Download

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Check Also

শরীআত-এর উৎস ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC

শরীআত-এর উৎস : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC

 শরীআত-এর উৎস : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC: নবম ও দশম শ্রেণীর ইসলাম ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *