অ্যাসাইনমেন্ট : ৮ম শ্রেণির অষ্টম শ্রেণির জীবন ও জীবিকা‘র পারিবারিক মজুদ ব্যবস্থাপনায় প্রশ্নোত্তর | Class8 2024 | সমাধান : ৮ম শ্রেণির অষ্টম শ্রেণি জীবন ও জীবিকা‘র এর অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
অ্যাসাইনমেন্ট : পারিবারিক মজুদ ব্যবস্থাপনায় কী কী দিক আমাদের বিবেচনায় রাখতে হবে, আলোচনা কর।
অ্যাসাইনমেন্ট | বিষয়বস্তু | নির্দেশনা |
২০ দিনের পারিবারিক মজুদ
খতিয়ানের ওপর একটি প্রতিবেদন তৈরি কর। |
২০ দিনের মজুদ খতিয়ান | নিচের ধাপগুলো অনুসরণ করে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
১. প্রতিবেদনের বিষয়ের আলোকে ভূমিকা লিখতে হবে। ২. ২০ দিনের পারিবারিক মজুদ খতিয়ানের বর্ণনা করতে হবে |
অ্যাসাইনমেন্ট শিরোনাম : ২০ দিনের পারিবারিক মজুদ খতিয়ান।
বর্ণনা : ২০২৪ সালের জানুয়ারি মাসের ২০ দিনের পারিবারিক মজুদ খতিয়ান (স্টক লেজার) এর ওপর প্রতিবেদন নিচে দেওয়া হলো-
২০২৪ সালের জানুয়ারি মাসের জন্য
সদস্য সংখ্যা ৬ জন
পারিবারিক মজুদ খতিয়ান (স্টক লেজার)
(স্থিতি ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ)
ক্রম | নিত্য প্রয়োজনীয় পণ্যের নাম | প্রারম্ভিক মজুদ | মাসে নতুন ক্রয়ের পরিমাণ | বর্তমান মজুদ | প্রত্যাশিত মজুদ | নতুন ক্রয়ের উদ্যোগ নেব কি না? | আরও নতুন ক্রয়ের পরিমাণ | মন্তব্য |
১ | চাল | ২.০০ কেজি | ২০ কেজি | ২ কেজি | ১০ কেজি | হ্যাঁ | ৮ কেজি | যেহেতু বর্তমান মজুদ প্রত্যাশিত মজুদের
চেয়ে কম, নতুন ক্রয়ের উদ্যোগ নিতে হবে যার পরিমাণ ৮ (১০-২) কেজি । |
২ | ডাল | ০.৫০ কেজি | ২.৫০ কেজি | ১.২৫ কেজি | ১.০০ কেজি | না | – | যেহেতু বর্তমান মজুদ প্রত্যাশিত মজুদের চেয়ে বেশি, নতুন ক্রয়ের প্রয়োজন নেই । |
৩ | পেঁয়াজ | ১ কেজি | ৪.০০ কেজি কেজি | ১.৫০ কেজি | ১.৫০ কেজি | না | – | যেহেতু বর্তমান মজুদ ও প্রত্যাশিত সমান। নতুন ক্রয়ের প্রয়োজন নেই। |
৪ | চিনি | ০.৫০ কেজি | ১.৫০ কেজি | ০.৫০ কেজি | ১.০০ কেজি | হ্যাঁ | – | যেহেতু বর্তমান
প্রত্যাশিত মজুদের চেয়ে কম। নতুন ক্রয়ের উদ্যোগ নিতে হবে, যার পরিমান ০.৫০(১.০০-০.৫) কেজি। |
পোস্টার তৈরি মূল্যায়ন নির্দেশিকা অনুসরণে অঙ্কনভিত্তিক দলগত কাজ
পারিবারিক মজুদ ব্যবস্থাপনার বিবেচ্য বিষয়গুলো পোস্টারের মাধ্যমে উপস্থাপন কর ৷
নমুনা পোস্টার :
পারিবারিক মজুদ ব্যবস্থাপনার বিবেচ্য বিষয়
আগে ক্রয়কৃত মজুদ আগে ব্যবহার
বেশি পরিমাণ/পাইকারি ক্রয়ের ব্যবস্থা করা
কী পরিমাণ মজুদ হাতে রেখে পুনরায় ক্রয়ের উদ্যোগ নিতে হবে তা নির্ধারণ
কী পরিমাণ নতুন করে কিনতে হবে তা নির্ধারণ,
তুমি উপস্থিত ছিলে এমন কোনো অনুষ্ঠানের কয়েকটি ছবি দিয়ে একটি পোস্টার তৈরি কর। উক্ত অনুষ্ঠানের আয়োজনে কীসের ঘাটতি রয়েছে কিংবা কী করা হলে আয়োজনটি আরও চমৎকার হতো তা দলে আলোচনা করে উপস্থাপন কর।
নমুনা পোস্টার :
শুভ শুভ শুভ দিন
আজ মুস্তাকিমের জন্ম দিন
অনুষ্ঠানের ঘাটতি : জন্মদিনের অনুষ্ঠানটিতে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার ঘাটতি ছিল ।
অনুষ্ঠানটি চমত্কার করার উপায় : জন্মদিনের আয়োজনে উপস্থাপনায়, ভাবগাম্ভীর্যে অভিনবত্ব আনা উচিত ছিল। অনুষ্ঠানটিতে একজন গায়ক, সময়মতো খাবার পরিবেশন, নাচের একটি স্টেজ থাকলে অতিথিরা একঘেয়েমিতে ভুগতেন না ।
অ্যাসাইনমেন্ট : ৮ম শ্রেণির অষ্টম শ্রেণির জীবন ও জীবিকা‘র পারিবারিক মজুদ ব্যবস্থাপনায় প্রশ্নোত্তর | Class8 2024
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
২১ শে ফেব্রুয়ারি, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে একটি অনুষ্ঠানসূচি পোস্টারের মাধ্যমে উপস্থাপন কর ৷
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অনুষ্ঠানের স্থান : শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রীয় মঞ
অনুষ্ঠানের সময় : সকাল ৭টা
অনুষ্ঠানের লক্ষ্য : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা রক্ষা
অনুষ্ঠান কাৰ্যসূচি
১. অনুষ্ঠানের সূচনা : কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে ।
২. সঙ্গীত পরিবেশনা : সুললিত কণ্ঠে, গভীর ভক্তি ও শ্রদ্ধার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচিত সঙ্গীত পরিবেশন।
৩. স্বাগত বক্তব্য : অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্যের মাধ্যমে সবাইকে বরণ করে নিবেন ।
৪. বক্তব্য : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা ও গুরুত্ব প্রসঙ্গে ছাত্র-ছাত্রী, গুণীজন ও শিক্ষাবিদদের বক্তব্য ।
৫. পুরষ্কার ও সম্মাননা : আন্তর্জাতিক মাতৃভাষার ওপর অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান ।
৬. প্রধান অতিথির বক্তব্য : মাতৃভাষার সম্মান রক্ষায় আমাদের করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করবেন ।
৭. সমাপনী : ভাষাশহিদসহ সকলের জন্য দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।
মডেল উপস্থাপন
মূল্যায়ন নির্দেশিকা অনুসরণে হাতে-কলমে দলগত কাজ
অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা পাঁচটি দলে বিভক্ত হলো। তারা সপ্তম শ্রেণিতে পারিবারিক বাজেট সম্পর্কে জেনেছে। পারিবারিক বাজেটের সুবিধা মাইন্ড ম্যাপের (বৃক্ষ মডেল) মাধ্যমে উপস্থাপন কর ।
নমুনা মডেল
দলের নাম : গোলাপ
পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি কম হয়
পারিবারিক সুখ ও সচ্ছলতা বৃদ্ধি পায়
সঞ্চয়ের টাকা বিনিয়োগ করা যায়
সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পায়
পারিবারিক বন্ধন অটুট থাকে
ভালোভাবে পরিবার পরিচালনা করা যায়
পারিবারিক বাজেটের সুবিধা
অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ হয়
সকল আয় ও ব্যয়ের হিসাব পাওয়া যায়
শিক্ষার্থীদের জন্য নির্দেশনা
অ্যাসাইনমেন্ট বাড়ি থেকে তৈরি করে এনে বিদ্যালয়ে জমা দিতে হয়। অ্যাসাইনমেন্ট করার সময় নির্দেশনা ও ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করবে।
মাইন্ড ম্যাপ, পোস্টার ও মডেল পাঠ্যবই/শিক্ষক সহায়িকার আলোকে প্রণীত হয়েছে। শিখনকালীন মূল্যায়নের জন্য এগুলো অতীব গুরুত্বপূর্ণ হওয়ায় বুঝে অনুশীলন করবে।
শিখনযোগ্যতা অর্জনের লক্ষ্যে আরও কিছু শিখি
(পাঠ্যবইয়ের সেশন ও বিষয়বস্তুর ধারায় যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর)
প্রিয় শিক্ষার্থী, পরিবর্তিত যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রমে এ শিখন অভিজ্ঞতাটির বিষয়বস্তু ভালোভাবে অনুশীলন কর। এরই আলোকে শিখনকালীন মূল্যায়ন উপযোগী বিবিধ বিষয়াবলি ও প্রশ্নোত্তর নিম্নে উপস্থাপন করা হলো, যা তোমাকে শিখনযোগ্যতা অর্জনে সক্ষম করে গড়ে তুলবে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।