অনার্স সেন্ট অগাস্টিন: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDF ফ্রি) ও অনার্স সেন্ট অগাস্টিন: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDF ফ্রি) সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: অধ্যায় ৫.২ : এরিস্টটল, এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অনার্স সেন্ট অগাস্টিন: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDF ফ্রি)
অনার্স প্রথম বর্ষ
বিষয়ঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি
অধ্যায় ৫.৩ : সেন্ট অগাস্টিন
বিষয় কোডঃ ২১১৯০৯
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. “মধ্যযুগ অরাজনৈতিক।”-উক্তিটি কার?
উত্তর : “মধ্যযুগ অরাজনৈতিক”-উক্তিটি অধ্যাপক ডানিং এর ।
২. মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য হলো রাজশক্তি ও গির্জার মধ্যে ক্ষমতা ও আধিপত্যের দ্বন্দ্ব ।
৩. মধ্যযুগের সূত্রপাত হয় কখন?
উত্তর : মধ্যযুগের সূত্রপাত হয় গ্রিক রাষ্ট্রচিন্তার অবসানের পর থেকে ।
৪. মধ্যযুগের রাষ্ট্রচিন্তার তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : মধ্যযুগের রাষ্ট্রচিন্তার তিনটি বৈশিষ্ট্য হলো— ১. ধর্মীয় বিশ্বাস, ২. চার্চ ও রাষ্ট্রের পারস্পরিক দ্বন্দ্ব ও ৩. দুই তরবারি তত্ত্ব।
৫. মধ্যযুগের অপর নাম কী?
উত্তর : মধ্যযুগের অপর নাম ধর্মীয় বিশ্বাসের যুগ।
- আরো পড়ুন:- (PDF ফ্রি) অনার্স সেন্ট টমাস একুইনাস: রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- (PDF ফ্রি) অনার্স সেন্ট টমাস একুইনাস: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- অনার্স সেন্ট টমাস একুইনাস: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফ্রি
- আরো পড়ুন:- অনার্স এরিস্টটল: রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর (ফ্রি PDF)
- আরো পড়ুন:- (ফ্রি PDF) অনার্স এরিস্টটল: রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স এরিস্টটল: রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর (ফ্রি PDF)
- আরো পড়ুন:-অনার্স এরিস্টটল: রাজনৈতিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (ফ্রি PDF)
৬. মধ্যযুগের উল্লেখযোগ্য কয়েকজন দার্শনিকের নাম লেখ।
উত্তর : মধ্যযুগের উল্লেখযোগ্য কয়েকজন দার্শনিকের নাম হলো সেন্ট অগাস্টিন, সেন্ট টমাস একুইনাস, মার্সিলিও অব পাদুয়া প্রমুখ।
৭. ইংরেজি ”Feudal system” শব্দের অর্থ কী?
উত্তর : ইংরেজি ”Feudal system” শব্দের অর্থ সামন্ততন্ত্র ।
৮. সামন্তপ্রথা কী?
উত্তর : একাদশ শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সমগ্র ইউরোপে জমির মালিকের সাথে প্রকৃত দখলকারীর সম্পর্ক যে নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হতো তা সামন্তপ্রথা বা ”Feudal system” নামে পরিচিত।
৯. সামন্তপ্রথায় ভূমির মালিক কে?
উত্তর : সামন্তপ্রথায় ভূমির মালিক রাজা।
১০. মহাসনদ বা Magnacarta কত সালে রচিত হয়?
উত্তর : মহাসনদ বা ‘Magnacarta’ ১২১৫ সালে রচিত হয়।
১১. কত খ্রিস্টাব্দে বাইজান্টাইন সাম্রাজ্যের পতন ঘটে?
উত্তর : ১৪৫৩ খ্রিস্টাব্দে বাইজান্টাইন সাম্রাজ্যের পতন ঘটে ।
১২. ‘Serf” শব্দের অর্থ কী?
উত্তর : ‘Serf” শব্দের অর্থ ভূমিদাস ।
১৩. ”On Reflection” গ্রন্থটি কার?
উত্তর : ”On Reflection” গ্রন্থটি সেন্ট বার্নাডের।
১৪. সেন্ট অগাস্টিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : সেন্ট অগাস্টিন ৩৫৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
১৫. সেন্ট অগাস্টিন কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : সেন্ট অগাস্টিন আফ্রিকার ট্যাগিস্টি নামক স্থানে জন্মগ্রহণ করেন ।
১৬. সেন্ট অগাস্টিন কোন যুগের দার্শনিক ছিলেন?
উত্তর : সেন্ট অগাস্টিন মধ্যযুগের দার্শনিক ছিলেন।
১৭. প্রথম জীবনে সেন্ট অগাস্টিনের বিশ্বাসকৃত ধর্ম কী ছিল?
উত্তর : প্রথম জীবনে সেন্ট অগাস্টিনের বিশ্বাসকৃত ধর্ম ছিল’ ম্যানিকিয়ানিজম (Manichaeanism)।
১৮. সেন্ট অগাস্টিনের তিনটি গ্রন্থের নাম লেখ ।
উত্তর : সেন্ট অগাস্টিনের তিনটি গ্রন্থের নাম হলো ক. ”The City of God’, L. ‘Confessions ‘ M. ‘The City of Earth’.
১৯. সেন্ট অগাস্টিনের দুই ধরনের রাষ্ট্রের উল্লেখ কর।
উত্তর : সেন্ট অগাস্টিনের দুই ধরনের রাষ্ট্র হলো— ১. বিধাতার রাষ্ট্র ও ২. পার্থিব রাষ্ট্র।
২০. ‘দুই তরবারি’ তত্ত্বের মূলকথা কী?
উত্তর : আধ্যাত্মিক ব্যাপারে গির্জা আর পার্থিব ব্যাপারে রাষ্ট্রের কর্তৃত্ব এবং একে অন্যের ওপর হস্তক্ষেপ না করার নীতিই হলো ‘দুই তরবারি’ তত্ত্বের মূলকথা।
২১. দুই তরবারি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : দুই তরবারি তত্ত্বের প্রবক্তা সেন্ট অগাস্টিন ।
২২. সর্বপ্রথম দুই তরবারি তত্ত্বের প্রামাণ্য ব্যাখ্যা প্রদান করেন কে?
উত্তর : সর্বপ্রথম দুই তরবারি তত্ত্বের প্রামাণ্য ব্যাখ্যা প্রদান করেন পোপ প্রথম গেলাসিয়াস (Pope Gelasius 1)।
২৩. দুই তরবারি তত্ত্বের অপর নাম কী?
উত্তর : দুই তরবারি তত্ত্বের অপর নাম গেলাসিয়াস তত্ত্ব ।
২৪. সেন্ট অগাস্টিনের উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?
উত্তর : সেন্ট অগাস্টিনের উল্লেখযোগ্য গ্রন্থ ”The City of God’.
২৫. ”The City of God” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ”The City of God” গ্রন্থের রচয়িতা সেন্ট অগাস্টিন।
২৬. কত খ্রিস্টাব্দে ”The City of God” গ্রন্থটি প্রকাশিত হয়?
উত্তর : ৪২৬ খ্রিস্টাব্দে “‘The City of God” গ্রন্থটি প্রকাশিত হয় ।
২৭. ”The City of God” এর মূল নাম কী?
উত্তর : ”The City of God” এর মূল নাম ”De Civitate Dei Contra Paganon”.
- আরো পড়ুন:- অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি‘এরিস্টটল অতিসংক্ষিপ্ত PDF
- আরো পড়ুন:- প্লেটো রচনামূলক প্রশ্নোত্তর রাজনৈতিক তত্ত্ব পরিচিতি PDF
- আরো পড়ুন:- রাজনৈতিক তত্ত্ব পরিচিতি, প্লেটো রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- প্লেটো: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি, রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:-অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDFফ্রি)
২৮. অগাস্টিনের পার্থিব রাষ্ট্র কেমন প্রকৃতির?
উত্তর : অগাস্টিনের পার্থিব রাষ্ট্র চিরকালের জন্য অভিশপ্ত ও ঘৃণিত ।
২৯. বিধাতার রাষ্ট্র কী?
উত্তর : যে রাষ্ট্র মানুষের আত্মার প্রতিনিধিত্ব করে তাকে বিধাতার রাষ্ট্র রাষ্ট্র বলা হয়।
৩০. ‘বিধাতার রাষ্ট্র’ ধারণাটি কে দিয়েছেন?
উত্তর : ‘বিধাতার রাষ্ট্র’ ধারণাটি দিয়েছেন সেন্ট অগাস্টিন।
৩১. “A man is a citizen of two societies.” উক্তিটি কার?
উত্তর : “A man is a citizen of two societies.”- উক্তিটি সেন্ট অগাস্টিনের।
৩২. কাকে মধ্যযুগের স্থপতি বলা হয়?
উত্তর : সেন্ট অগাস্টিনকে মধ্যযুগের স্থপতি বলা হয় ।
৩৩. অগাস্টিন কাকে বেশি ক্ষমতা প্রদান করেন?
উত্তর : অগাস্টিন গির্জাকে বেশি ক্ষমতা প্রদান করেন।
৩৪. অগাস্টিনের ন্যায়নীতি কী?
উত্তর : অগাস্টিনের ন্যায়নীতি হলো সেই গুণ বা সততা, যার মাধ্যমে যার যা প্রাপ্য তা পরিশোধ করা হয়।
৩৫. সেন্ট অগাস্টিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : সেন্ট অগাস্টিন ৪৩০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। অনার্স সেন্ট অগাস্টিন: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDF ফ্রি)