অনার্স রাজনৈতিক হবস: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ও অনার্স রাজনৈতিক হবস: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: অধ্যায় ৫.৬ : হবস, এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ও রচনামূলক প্রশ্নোত্তর, সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অনার্স রাজনৈতিক হবস: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF
অনার্স প্রথম বর্ষ
বিষয়ঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি
অধ্যায় ৫.৬ : হবস
বিষয় কোডঃ ২১১৯০৯
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. কত খ্রিস্টাব্দে টমাস হবস জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৫৮৮ খ্রিস্টাব্দের ৫ এপ্রিল টমাস হবস জন্মগ্রহণ করেন ।
২. টমাস হবস কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : টমাস হবস ইংল্যান্ডের উইন্টসায়ারের অন্তর্গত মেসবেরী (Malmesbury) নামক স্থানে জন্মগ্রহণ করেন।
৩. টমাস হবস কোন পরিবারে জন্মগ্রহণ করেন?
উত্তর : টমাস হবস যাজক পরিবারে জন্মগ্রহণ করেন।
৪. কোন দার্শনিককে ‘সকল বস্তুবাদীদের আদিপুরু’ বলা হয়?
উত্তর : টমাস হবসকে সকল বস্তুবাদীদের আদিগুরু বলা হয়।
৫. টমাস হবস কোন শতাব্দীর দার্শনিক?
উত্তর : টমাস হবস সপ্তদশ শতাব্দীর দার্শনিক।
৬. ‘Leviathan‘ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘Leviathan’ গ্রন্থটির লেখক টমাস হবস।
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক সেন্ট অগাস্টিন রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক সেন্ট অগাস্টিন রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF ফ্রি অনার্স: রাজনৈতিক সেন্ট অগাস্টিন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স: সেন্ট অগাস্টিন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDF ফ্রি)
- আরো পড়ুন:- অনার্স সেন্ট অগাস্টিন: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDF ফ্রি)
- আরো পড়ুন:- (PDF ফ্রি) অনার্স সেন্ট টমাস একুইনাস: রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- (PDF ফ্রি) অনার্স সেন্ট টমাস একুইনাস: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- অনার্স সেন্ট টমাস একুইনাস: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফ্রি
- আরো পড়ুন:- অনার্স এরিস্টটল: রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর (ফ্রি PDF)
- আরো পড়ুন:- (ফ্রি PDF) অনার্স এরিস্টটল: রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স এরিস্টটল: রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর (ফ্রি PDF)
- আরো পড়ুন:-অনার্স এরিস্টটল: রাজনৈতিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (ফ্রি PDF)
৭. টমাস হবসের ‘Leviathan’ গ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর : টমাস হবসের ‘Leviathan’ গ্রন্থটি প্রকাশিত হয় ১৬৫১ খ্রিস্টাব্দে।
৮. টমাস হবসের বিখ্যাত বইটির নাম লেখ।
উত্তর : টমাস হবসের বিখ্যাত বইটির নাম ‘Leviathan’
৯. ‘Leviathan’ গ্রন্থটি মূলত কীসের ওপর রচিত?
উত্তর : ‘Leviathan’ গ্রন্থটি মূলত নৈতিক ও রাজনৈতিক তত্ত্বের ওপর রচিত।
১০. ‘Leviathan” গ্রন্থটিকে সমালোচকগণ কী নামে অভিহিত করেন?
উত্তর : ‘Leviathan” গ্রন্থটিকে সমালোচকগণ স্বৈরাচারের শাসনের ব্যাকরণ নামে অভিহিত করেন।
- ১১. মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের মত কী?
- উত্তর : মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের মত হলো মানুষই স্বভাবতই লোভী, স্বার্থপর, আত্মকেন্দ্রিক ও ক্ষমতালিপ্স ।
১২. হবসের মতে মানুষের সকল জ্ঞানের উৎস কী?
উত্তর : হবসের মতে মানুষের সকল জ্ঞানের উৎস ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা।
১৩. রাষ্ট্রতত্ত্বকে বৈজ্ঞানিক নীতির ওপর প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন কে?
উত্তর : রাষ্ট্রতত্ত্বকে বৈজ্ঞানিক নীতির ওপর প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন টমাস হবস ।
১৪. টমাস হবসের মতে সমস্ত দার্শনিক চিন্তার ভিত্তি কী?
উত্তর : টমাস হবসের মতে সমস্ত দার্শনিক চিন্তার ভিত্তি বৈজ্ঞানিক নীতি ।
১৫. “মানবজীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, বিশ্রী, পাশবিক ও স্বল্পায়ু।”—কার উক্তি এটি?
উত্তর : “মানবজীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, বিশ্রী, পাশবিক ও স্বল্পায়ু।”—উক্তিটি টমাস হবসের।
১৬. টমাস হবস বৈজ্ঞানিক বস্তুবাদকে কয়টি ভাগে ভাগ করেছেন?
উত্তর : টমাস হবস বৈজ্ঞানিক বস্তুবাদকে তিনটি ভাগে ভাগ করেছেন।
- ১৭. টমাস হবসের ”The Elements of Law’ গ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
- উত্তর : টমাস হবসের “‘The Elements of Law’ গ্রন্থটি প্রকাশিত হয় ১৬৫৫ খ্রিস্টাব্দে ।
১৮. টমাস হবসের গতিতত্ত্বের মূল বক্তব্য কী?
উত্তর : টমাস হবসের গতিতত্ত্বের মূল বক্তব্য হলো গতিতত্ত্ব শুধু জড় জগতেই সীমাবদ্ধ নয়, তা মানবসমাজেও প্রযোজ্য।
১৯. টমাস হবসের গতিতত্ত্ব পরবর্তীতে কার মাধ্যমে পূর্ণতা পেয়েছিল?
উত্তর : টমাস হবসের গতিতত্ত্ব পরবর্তীতে নিউটনের গতিতত্ত্বের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল।
২০. টমাস হবস কোন মনীষীদের সংস্পর্শে এসেছিলেন?
উত্তর : টমাস হবস ড. জনসন, ডেকার্ট, ফ্রান্সিস বেকন, গ্যালিলিও প্রমুখ মনীষীদের সংস্পর্শে এসেছিলেন।
২১. টমাস হবস কোন ধরনের দার্শনিক ছিলেন?
উত্তর : টমাস হবস বস্তুবাদী দার্শনিক ছিলেন ।
২২. টমাস হবসের সার্বভৌমত্বের ধারণা কোথা থেকে গৃহীত হয়েছে?
উত্তর : টমাস হবসের সার্বভৌমত্বের ধারণা সামাজিক চুক্তি মতবাদ থেকে গৃহীত হয়েছে।
২৩. টমাস হবসের প্রকৃতির রাজ্যের মানুষের জীবন কেমন ছিল?
উত্তর : টমাস হবসের প্রকৃতির রাজ্যে মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, অসহায়, নোংরা, পাশবিক ও ক্ষণস্থায়ী।
২৪. টমাস হবসের সামাজিক চুক্তির ধারণা কোথা থেকে উৎসারিত?
উত্তর : টমাস হবসের সামাজিক চুক্তির ধারণা প্রাকৃতিক আইন থেকে উৎসারিত ।
- আরো পড়ুন:- অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি‘এরিস্টটল অতিসংক্ষিপ্ত PDF
- আরো পড়ুন:- প্লেটো রচনামূলক প্রশ্নোত্তর রাজনৈতিক তত্ত্ব পরিচিতি PDF
- আরো পড়ুন:- রাজনৈতিক তত্ত্ব পরিচিতি, প্লেটো রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- প্লেটো: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি, রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:-অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDFফ্রি)
২৫. চুক্তিবাদী দার্শনিক কারা?
উত্তর : চুক্তিবাদী দার্শনিকরা হলেন টমাস হবস, জন লক, রুশো প্রমুখ।
২৬. টমাস হবস কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : টমাস হবস ১৬৭৯ খ্রিস্টাব্দের ৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। অনার্স রাজনৈতিক হবস: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF