SSC | ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | অধ্যায়-১২ | PDF: ব্যবসায় উদ্যোগ বিষয়টি হতে যেকোনো ধরনের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য রসায়ন বিষয়টি হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ দ্বাদশ | ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
১। ‘বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লি. এর প্রতিষ্ঠাতা কে?
(ক) জহুরুল ইসলাম (খ) আবদুল আলীম
(গ) স্যামসন এইচ চৌধুরী (ঘ) আবুল কালাম আজাদ
২। বাংলাদেশের অন্যতম সফল উদ্যোক্তা কে?
(ক) গুলবক্স ভ‚ইয়া (খ) জহুরুল ইসলাম
(গ) নায়েব আলী (ঘ) লুৎফা সানজিদা
৩। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ব্যবসায় ও শিল্প-বাণিজ্য জগতে সবচেয়ে সফল উদ্যোক্তা কে?
(ক) জহুরুল ইসলাম (খ) গুলবক্স ভ‚ইয়া
(গ) রণদা প্রসাদ সাহা (ঘ) আবুল কালাম আজাদ
৪। কত টাকা পুঁজি নিয়ে জহুরুল ইসলাম বেঙ্গল ডেভেলপমেন্ট গড়ে তোলেন?
(ক) ৩-৪ হাজার (খ) ৩-৫ হাজার
(গ) ৪-৫ হাজার (ঘ) ৫-৬ হাজার
৫। কোন উদ্যোক্তা কাজের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা পরবর্তী কাজে ব্যবহার করতেন?
(ক) (ক) জহুরুল ইসলাম (খ) গুলবক্স ভ‚ইয়া
(গ) রণদা প্রসাদ সাহা (ঘ) আবুল কালাম আজাদ
৬। ঢাকা শহরের আবাসন চাহিদা মেটাতে জহুরুল ইসলাম কোনটি স্থাপন করেন?
(ক) ইস্টার্ন হাউজিং লিমিটেড (খ) নাভানা লি.
(গ) মিলনার্স লি. (ঘ) স্কয়ার হাউজিং লি.
৭। বহু অনাথ আশ্রম কে প্রতিষ্ঠা করেছেন?
(ক) জহুরুল ইসলাম (খ) গুলবক্স ভ‚ইয়া
(গ) রণদা প্রসাদ সাহা (ঘ) আবুল কালাম আজাদ
৮। স্যামসন এইচ চৌধুরী কোন গ্রপের চেয়ারম্যান ছিলেন?
(ক) বেক্সিমকো (খ) বসুন্ধরা
(গ) স্কয়ার (ঘ) নাসির গ্রুপ
৯। স্যামসন এইচ চৌধুরী হাভার্ড ইউনিভার্সিটি স্কুল থেকে কোন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন?
(ক) অর্থনীতি (খ) ব্যবস্থাপনা
(গ) গণিত (ঘ) দর্শন
১০। স্কয়ার ফার্মাসিউটিক্যালসে প্রতিষ্ঠাকালীন কতজন শ্রমিক ছিল?
(ক) ১১ জন (খ) ১২ জন
(গ) ১৩ জন (ঘ) ১৪ জন
১১। স্কয়ারের ঔষধ বিশ্বের কয়টি দেশে রপ্তানি হচ্ছে?
(ক) ৫১টি (খ) ৫২টি
(গ) ৫০টি (ঘ) ৪৯টি
১২। স্যামসন এইচ চৌধুরীকে সার্থক উদ্যোক্তা হতে সাহায্য করেছে কোনটি?
(ক) আত্মমর্যাদা (খ) শিল্প সৃষ্টির নেশা
(গ) অধিক মুনাফা (ঘ) পিতার সুনাম
১৩। শ্রমিকবান্ধব শিল্পপতি কে?
(ক) জহুরুল ইসলাম (খ) গুলবক্স ভ‚ইয়া
(গ) রণদা প্রসাদ সাহা (ঘ) স্যামসন এইচ চৌধুরী
১৪। CIP কী?
(ক) Consumer Initial Product
(খ) Commercialy Important Person
(গ) Country Important Person
(ঘ) Commercially Important Product
১৫। স্কয়ার বিভিন্ন ধরনের পণ্য বিদেশে রপ্তানি করে। এর মাধ্যমে-
i. কর্মসংস্থান সৃষ্টি হয়
ii.জীবনযাত্রার মান বৃদ্ধি পায় iii.জাতীয় আয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ)i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। স্কয়ার গ্রুপের সুনাম বিশ্বব্যাপী। এ গ্রুপের অবদান রয়েছে-
i. কৃষিপণ্যে
ii.তথ্য প্রযুক্তিতে iii.বৈদেশিক বাণিজ্যে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ)i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৭। শাহিদা বেগম উদ্যোগমূলক কাজে অংশগ্রহণ করেছিলেন কেন?
(ক) বড় উদ্যোক্তা হবার স্বপ্নে (খ) ব্যবসায়িক জ্ঞানের প্রয়োগ ঘটাতে
(গ) পারিবারিক প্রয়োজনে (ঘ) কর্তৃত্বার্জনের জন্যে
১৮। উদ্যোগ গ্রহণের শুরুতেই বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছিলেন কোন উদ্যোক্তা?
(ক) নায়েব আলী (খ) আবুল কালাম আজাদ
(গ) শাহিদা বেগম (ঘ) লুৎফা সানজিদা
১৯। টেইলারিং ব্যবসায়ে শাহিদা বেগমের কোনটি অনুপস্থিত ছিল?
(ক) দক্ষতা (খ) অভিজ্ঞতা
(গ) সৃজনশীলতা (ঘ) আগ্রহ
২০। ব্যবসায় ধারণা ছাড়াও কে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে?
(ক) নায়েব আলী (খ) আবুল কালাম আজাদ
(গ) শাহিদা বেগম (ঘ) লুৎফা সানজিদা
উত্তর পত্র
১-ক ২-খ ৩-ক ৪-ক ৫-ক ৬-ক ৭-ক ৮-গ ৯-খ ১০-খ
১১-গ ১২-খ ১৩-ঘ ১৪-খ ১৫-ঘ ১৬-ক ১৭-গ ১৮-গ ১৯-খ ২০-গ
২১। শাহিদা বেগম কোন গুণটির কারণে পরিবেশ পরিস্থিতির মোকাবিলা করতে পেরেছেন?
(ক) দৃঢ় মনোবল (খ) সৃজনশীলতা
(গ) দূরদর্শিতা (ঘ) কৃতিত্ব অর্জনের আকাঙ্খা
২২। এসএমই ফাউন্ডেশন থেকে পুরস্কার পেয়েছেন কোন উদ্যোক্তা?
(ক) নায়েব আলী (খ) আবুল কালাম আজাদ
(গ) শাহিদা বেগম (ঘ) লুৎফা সানজিদা
২৩। আবুল কালাম আজাদের ব্যবসায় প্রতিষ্ঠানের নাম কী?
(ক) আজাদ ট্রেডার্স (খ) আজাদ এন্ড কোং
(গ) আজাদ প্রোডাক্টস (ঘ) আজাদ কনফেকশনারি
২৪। ব্যবসায়ী হিসেবে আবুল কালাম আজাদ প্রথমে বিক্রি করতেন কোনটি?
(ক) নারিকেল (খ) ইলিশ
(গ) কাঁঠাল (ঘ) পাট
২৫। কোন ব্যবসায় হতে আবুল কালাম আজাদ উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন?
(ক) কাঁঠাল (খ) নারিকেল
(গ) ইলিশ (ঘ) পাট
২৬। যেকোনো উদ্যোক্তার জন্যে টার্নিং পয়েন্ট কোনটি?
(ক) মূলধন যোগান
(খ) সঠিক প্রকল্প চিহ্নিতকরণ
(গ) কর্মচারী নিয়োগ
(ঘ) সরকারি সহায়তা
২৭। আবুল কালাম আজাদ নারিকেল কীভাবে আনা-নেওয়া করতেন?
(ক) ট্রলারে করে (খ) নৌকায় করে
(গ) জাহাজে করে (ঘ) রিকসায় করে
২৮। উদ্যোক্তা হবার আশায় গ্রাম ছেড়ে শহরে এসেছিলেন কে?
(ক) নায়েব আলী (খ) আবুল কালাম আজাদ
(গ) শাহিদা বেগম (ঘ) লুৎফা সানজিদা
২৯। সংগ্রামময় জীবনের সফল উদ্যোক্তা কে?
(ক) নায়েব আলী (খ) আবুল কালাম আজাদ
(গ) শাহিদা বেগম (ঘ) লুৎফা সানজিদা
৩০। কোন নারী উদ্যোক্তা কোটিপতির তালিকায় নাম লিখিয়েছেন?
(ক) নায়েব আলী (খ) আবুল কালাম আজাদ
(গ) শাহিদা বেগম (ঘ) লুৎফা সানজিদা
৩১। লুৎফা সানজিদার সাফল্যের মূলমন্ত্র কোনটি?
(ক) সততা (খ) সৃজনশীলতা
(গ) অভিজ্ঞতা (ঘ) সংগ্রাম
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ প্রথম
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ দ্বিতীয়
MCQ PDF অধ্যায় চতুর্থ:ssc business studies assignment
MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
৩২। লুৎফা সানজিদা সংসারের প্রয়োজনে প্রথমে কোন পেশা বেছে নিয়েছিলেন?
(ক) ব্যবসায় (খ) স্থায়ী চাকরি
(গ) পার্টটাইম চাকরি (ঘ) আত্মকর্মসংস্থান
৩৩। কোন ব্যবসার মাধ্যমে লুৎফা সানজিদার পরিবারে সচ্ছলতা ফিরে এসেছিল?
(ক) কনজিটমার প্রডাক্টস (খ) পোশাক
(গ) হারবাল এন্ড ন্যাচারেলস (ঘ) নিট ফেব্রিকস
৩৪। বিউটি পার্লারের মালিক ছিলেন কে?
(ক) সামসুন্নাহার (খ) কামরুন্নাহার
(গ) শাহিদা বেগম (ঘ) লুৎফা সানজিদা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
সফল নারী উদ্যোক্তা হিসেবে লুৎফা সানজিদা সব সময় কর্মচারীদের সাথে ভালো ব্যবহার এবং তাদের উৎসাহ দিয়েছেন। সততার শীর্ষে এসে এখন তিনি দুঃখী মানুষের জন্যে বিনামূল্যে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রদান কর্মসূচি গ্রহণ করেছেন। তার সংগ্রামই তাকে সফল করে তুলেছে।
৩৫। লুৎফা সানজিদার বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম কোন দায়বদ্ধতার আওতাভুক্ত?
(ক) সামাজিক (খ) রাজনৈতিক
(গ) অর্থনৈতিক (ঘ) নৈতিক
৩৬। কর্মীদের সাথে ভালো ব্যবহার এবং উৎসাহ দান লুৎফা সানজিদার কোন গুণটির বহিঃপ্রকাশ?
(ক) অধ্যবসায় (খ) সৃজনশীলতা
(গ) নেতৃত্বদান ক্ষমতা (ঘ) পরিশ্রমী
৩৭। উদ্যোক্তা নায়েব আলীর জন্যে যথোপযুক্ত উক্তি কোনটি?
(ক) পরিকল্পনামাফিক কাজই সফলতা এনেছে
(খ) চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতাই সফলতা এনেছে
(গ) ক্রেতাদের স্বতঃস্ফ‚র্ত পদচারণাই সফলতা এনেছে
(ঘ) ঋণ সহায়তাই ব্যবসায়ে সফলতা এনেছে
৩৮। উদ্যোক্তা হতে ব্যবসায়ের কোন পরিবেশের উপাদানটির কথা নায়েব আলী বিবেচনায় রেখেছিলেন?
(ক) প্রাকৃতিক পরিবেশ (খ) রাজনৈতিক পরিবেশ
(গ) অর্থনৈতিক পরিবেশ (ঘ) সামাজিক পরিবেশ
৩৯। হাঁসের খামার স্থাপনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন কে?
(ক) নায়েব আলী (খ) আবুল কালাম আজাদ
(গ) শাহিদা বেগম (ঘ) লুৎফা সানজিদা
৪০। নায়েব আলীর জীবনী পাঠ করে যুবক সমাজ কীসে উদ্বুদ্ধ হবেন?
(ক) চাকরিতে (খ) আত্মকর্মসংস্থানে
(গ) ব্যবসায়ে (ঘ) দেশ প্রেমে
উত্তর পত্র
২১-ক ২২-গ ২৩-গ ২৪-ক ২৫-খ ২৬-খ ২৭-খ ২৮-খ ২৯-ঘ ৩০-ঘ
৩১-ঘ ৩২-গ ৩৩-খ ৩৪-ঘ ৩৫-ক ৩৬-গ ৩৭-ক ৩৮-ক ৩৯-ক ৪০-খ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।