অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF: অধ্যায়: ৩ অর্থের সময়মূল্য > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, MCQ,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
SSC ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল: রচনামূলক প্রশ্নোত্তর ১ম
SSC ফিন্যান্স ও ব্যাংকিং:অনুধাবনমূলক-জ্ঞানমূলক প্রশ্নোত্তোর
SSC ফিন্যান্স ও ব্যাংকিং:রচনামূলক প্রশ্নোত্তর,অধ্যায়:২ PDF
অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
অধ্যায়: ৩ অর্থের সময়মূল্য
জ্ঞানমূলক প্রশ্নোত্তর:
প্রশ্ন-১. অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?
উত্তর: অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ সুদের হার।
প্রশ্ন-২. সুদ আসলের ওপর প্রদত্ত সুদকে কী বলে?
উত্তর: সুদ আসলের ওপর প্রদত্ত সুদকে চক্রবৃদ্ধি সুদ বলে।
প্রশ্ন-৩. ওঈই কী?
উত্তর: ICB (Investment Corporation of Bangladesh) হলো একটি বিনিয়োগ সংস্থা।
প্রশ্ন: ৪. প্রকৃত সুদ কী?
একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণকৃত ঋণের সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে ঐ নির্দিষ্ট মেয়াদের যে সুদ হয় তাই প্রকৃত সুদ।
প্রশ্ন-৫. BEP এর পূর্ণরূপ কী?
উত্তর: BEP এর পূর্ণরূপ Break Even point
প্রশ্ন-৬. ঊঅজ এর পূর্ণরুপ কী?
উত্তর: EAR এর পূর্ণরুপ হলো Effective Annual Rate.
প্রশ্ন-৭. বাট্রা হার কী?
উত্তর: নগদ প্রবাহ নির্ধারণের পর সেগুলোকে নগদ মূল্যে রুপান্তরের হারকে বাট্রা হার বলে।
প্রশ্ন-৮. আর্থিক ঝুকি কী?
উত্তর: ব্যবসায়ের দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁিকর সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে।
প্রশ্ন-৯. ভবিষ্যৎ মূল্য কী?
উত্তর: বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করলে মেয়াদ শেষে যে পািরমাণ অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে।
প্রশ্ন-১০. ভোক্তা ঋণ কী?
উত্তর: ব্যাংক থেকে ভোগ্যপন্য; যেমন-গাড়ি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি ক্রয় করার জন্য যে ঋণ নেয়া হয় তাকে ভোক্ত ঋণ বলে।
- উত্তর ডাউনলোড করুন>SSC ফিন্যান্স ও ব্যাংকিং:অনুধাবনমূলক-জ্ঞানমূলক প্রশ্নোত্তোর
- উত্তর ডাউনলোড করুন> SSC ফিন্যান্স ও ব্যাংকিং জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
- উত্তর ডাউনলোড করুন>SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
- উত্তর ডাউনলোড করুন> MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায় তৃতীয়: ssc business studies assignment MCQ PDF
- উত্তর ডাউনলোড করুন> ssc business studies assignment MCQ PDF অধ্যায়ঃ প্রথম
অনুধাবনমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন-১. অর্থের সময় মূল্য জানা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায় অর্থায়নের সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থের সময়মূল্যের ধারনাটি গুরুত্বপূর্ণ। কারণ কোন উৎস হতে ঋণ গ্রহণ করলে কত
হারে সুদ বা কিস্তি প্রদান করতে হবে তা জানা থাকলে সঠিক অর্থায়ন সম্ভব হয়।
অর্থের সময় মূল্য বিবেচনা না করে ঋণ গ্রহণ করলে ব্যবসায়য়ে লোকসানের সম্ভাবনা থাকে। তাই অর্থের সময়মূল্য নির্ধারণ
প্রয়োজন।
প্রশ্ন-২. অর্থের বর্তমান মুল্য বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর: ভবিশ্যতের কোনো নির্দিষ্ট ময়ে চক্রবৃদ্ধি সুদের হারে একটি নিদিষ্ট পরিমান টাকা পাওয়ার জন্যে যে পরিমান টাকা
বর্তমানে বিনিয়োগ করা প্রয়োজন হবে তাকে ঐ অর্থের বর্তমান মূল্য বলে।
ভবিশ্যতে প্রাপ্ত নগদ প্রবাহের জন্য নিধারিত সুদের হারে বাট্রাকরণের মাধ্যমেই বর্তমান মূল্য নিরূপণ করা হয়।
প্রশ্ন-৩. ‘সুদেও হার অথ্যকে তার সময়মূল্য দেয’ – ব্যাখ্যা করো।
উত্তর: সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়। ভবিষ্যতে প্রাপ্য অর্থের মূল্য ও বর্তমান মূল্য সমান নয়।
সমাধারণত মূল্যস্তরের পরিবর্তন, মুদ্রাস্ফীতির হার প্রভূতি বিয়ের সমন্বয়েই সুদের হার নিধারণ করা হয়। মৃদ্রাস্ফীতি তথা
মূল্যস্তরের পরিবর্তনের কারনে অর্থ্যের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। তাই সম্পূর্ণরুপে না হলেও সুদেও হার বা সুদ বিনিয়োগকৃত অর্থকে মূল্যজনিত ক্ষতিপূরণ বা তার সময়মূল্য দেয়।
অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
- উত্তর ডাউনলোড করুন> হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- উত্তর ডাউনলোড করুন>হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- উত্তর ডাউনলোড করুন> MCQ অধ্যায়ঃ চতুর্থ হিসাববিজ্ঞান এসএসসি PDF
- উত্তর ডাউনলোড করুন> MCQ অধ্যায়ঃ তৃতীয় হিসাববিজ্ঞান এসএসসি PDF
- উত্তর ডাউনলোড করুন>হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
প্রশ্ন-৪. প্রকল্প মূল্যায়ন ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: দীর্ঘমেয়াদি প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করাকে প্রকল্প মূল্যায়ন বলে।
ভবিষ্যতে প্রাপ্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য যদি ক্রয় মূল্য হতে বেশি হয় তাহলে প্রকল্পটি মূল্যায়ন করে গ্রহণ করা হয়। বর্তমান
মূল্য ব্যবহার করে প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রশ্ন-৫. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করো।
উত্তর: যে পদ্ধতিতে চক্রবৃদ্ধি সুদের ধারণ ব্যবহার কওে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়, তাকে চক্রবৃদ্ধিকরণ বলে।
সাধারণত যেসব ক্ষেত্রে প্রাথমিক আসল টাকা ছাড়াও পূর্ববর্তী বছরের অর্জিত সুদের ওপরও সুদ দেয়ার ব্যবস্থা থাকে তাকে
চক্রবৃদ্ধিকরণ সুদ বলে। এরুপ সুদ বছরে একবার ধরা হয়; কখনও আবার প্রতি মাসে মাসে ধরা হয়। তবে মাসভিত্তিক চক্রবৃদ্ধি
হলে সুদের হারকে ১২ দিয়ে ভাগ এবং মেয়াদকে ১২ দিয়ে গুণ করতে হবে।
জ্ঞান (ক) ও অনুধাবনমূলক (খ) প্রশ্ন
১. অর্থের সময়মূল্য কী?
২. অর্থের সময়মূল্যের মূল কারণ কী?
৩. অর্থের সময়মুল্যের ভবিষৎ মূল্য বের করার সূত্রটি কী?
৪. চক্রবৃদ্ধিকরণ কী?
৫. চক্রবৃদ্ধি সুদ কী?
৬. বাট্রাকরণ কী?
৭. বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নিধারণ করার সুত্রটি কী?
৮. ভোক্ত ঋণ কী?
৯. সুযোগ ব্যয় কী?
১০. ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে কী জড়িত থাকে?
১১. শতকরা ১০% হারে বর্তমান ১০০ টাকার ৫ বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে?
১২. বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া ব্যাখ্যা কর।
১৩. 13 iƒi 72 ব্যাখ্যা কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন।
Comments ১